নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

ভোট দিলে আঙুল কাটার হুমকি আ.লীগ প্রার্থীর !!!! জয়বাংলার গণতন্ত্রের রুপ!!!!

২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০১

নির্বাচন হলো গণতন্ত্রের মৌলিক অন্যতম ধাপ।



যেই নির্বাচন নিয়ে আঔয়ামীলীগের চার শেষ নেই। এক মাগুরা নিয়ে বিএনপিকে নাকানি-চুবানি খাওয়া আওয়ামীলীগ আজ শত হাজার মাগুরার ..শুধূ জন্মই দেয়নি বরং ভোট জালীয়াতি, কেন্দ্র দখন, একজনে শতশত ভোট দানে রেকর্ড গড়ে নিজেই নিজের হন্তারক হয়ে দাড়িয়েছে!!!



আজ আবার এলো নতুন হুমকি-



ভোট দিলে আঙুল কাটার হুমকি আ.লীগ প্রার্থীর



ঢাকা: সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দল সমর্থিত প্রার্থীকে ভোট দিলেই আঙুল কেটে ফেলার হুমকি দিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ আহমেদ স্বপন।





বুধবার স্থানীয় এক নির্বাচনী সভায় এ হুমকি দেন তিনি।





এমন হুমকি দিয়ে দেয়া স্বপনের বক্তব্যের ভিডিও সিডি, পত্রিকায় প্রকাশিত খবরের কপি ও রিটার্নিং কর্মকর্তার কাছে করা অভিযোগের কপিসহ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগ দাখিল করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিদুল ইসলাম মুকুল।

লিখিত অভিযোগে মুকুল বলেন, ‘আমার পক্ষে কেউ পোলিং এজেন্ট হয়ে দায়িত্ব পালন করতে গেলে তাকে মেরে ফেলারও হুমকি দিয়েছেন ফিরোজ আহমেদ।’



নির্বাচনী ওই সভায় ফিরোজ আহমদ বলেন, ‘২৩ মার্চের নির্বাচনে কেউ মুকুলের পক্ষে এজেন্ট হলে আমার কর্মীরা যদি তাকে মেরে ফেলে এ জন্য আমি দায়ী থাকবো না। আমি স্পষ্ট করে বলছি, এখানে (কলারোয়া উপজেলা) যদি কেউ নিরাপদে বসবাস করতে চাও, তাহলে আমাদের একটি উপদেশ থাকবে। আমাদের কর্মীদের কাছে আত্মসমর্পণ করে বলো, তোমাদের ২৩ তারিখের নির্বাচনী মিছিলে আমরা শরিক হতে চাই। আমরা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনারস, মাইক এবং কলসে ভোট দিতে চাই। এই প্রতিশ্রুতি দিতে হবে আমার পোলিং এজেন্টদের সামনে। এরপর প্রকাশ্যে সিল মারতে হবে। তাহলে আমরা ভেবে দেখবো। নইলে এই এলাকা ছেড়ে দিয়ে বাইরে থাকতে হবে।’

- See more at: Click This Link



এই কি স্বাধীনতার স্বপ্ন!!!!



এই কি মুক্তিযুদ্ধের চেতনা!!!!!!!!!



এই কি গণতন্ত্রের নমুনা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



এর শেষ কোথায়?????????????????

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

পথহারা নাবিক বলেছেন: শাবাশ!!

২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কোনদিকে যাচ্ছি আমরা??????????????




২| ২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

মদন বলেছেন: জয়বাংলা

২০ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ডিজিটাল স্বৈরাচার!!!!!!!!!!!!!!!!!!!!

৩| ২০ শে মার্চ, ২০১৪ রাত ৮:০১

ঢাকাবাসী বলেছেন: উপরে থেকে নীচে সবার ভাষাই এক।

২০ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সব কাকের এক কা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ন্যায় নীতি বিবেক বোধ বুদ্ধি কিছূরই বালাই নেই।

যারাই বালাই দেখায় দল থেকে নাই হয়ে যায়!!!!!!!!

৪| ২০ শে মার্চ, ২০১৪ রাত ৮:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: জুড় যার মুল্লুক তার

২২ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো দেখা যাচ্ছে!!

তবে এর প্রতিক্রিয়াটাও কিন্তু তেমনই হয়;)

ঢিলটি মারলে পাটকেলটিও খেতেই হয়!!!

ফাকে পিষে মরছি আমরা আমজনতা!!!

৫| ২০ শে মার্চ, ২০১৪ রাত ৯:০৮

সংগ্রামী বালক বলেছেন: স্বাধীনতার ৪৩ বছর পার হয়ে গেছে কিন্তু আমাদের স্বাধীনতা কোথায়|

২২ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: চেতনাধারীদের চোরা পকেটে!
সুবিধাবাদীদের বুক পকেটে!!
সোনাগাছির যোদ্ধাদের চাপার জোরে!
অবৈধ শাসক-শোষকদের ডান্ডায়!!
হলুদ, লাল হিজরে মিডিয়ার স্বার্থের তলে!!!

আমজনতার কান্নায়,
মূল্যবৃদ্ধির যাতাকলে
নিরব অসহায়ত্বে
চাপা দীর্ঘশ্বাসে!

তবে একদিন ক্রোধ পূর্ণতা পেলে: প্রৃকৃতি বদলে দেয় সব!

৬| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৫

আমিনুর রহমান বলেছেন:




ব্যাপার না শুধু আঙ্গুল কাটার কথা বলছে মাথা কেটে দেয়ার কথা যে বলে নাই ইহা কলারোয়া বাসির ভাগ্য ;)

২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাতে শুকরিয়া মাহফিল কার যায় বৈকি!!!!

ভিক্ষা চাই না কুত্তা সামলা ফর্মূলায় জাতিরে যখন বাইন্দাই ফেলেছে;)

বারবার ফিরে আসে বাহাত্তর পচাত্তর স্মৃতি! ঘুরপাক খায় নিয়তির চক্রে
জাতি, জনতা না আওয়ামী ভাগ্য!!!!!!!!!!!!!!!!!!!!!!

৭| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৮

কালপুরুষ০০৯ বলেছেন: এই পোস্ট নির্বাচনী পাতায় স্থান পাইছে ? :-& :-& :-& :-& কেউ আমারে একটু চিমটি দিয়া যানগো :-/ স্বপ্ন দেখতাছিনাত :-*

শাবাশ !!!

২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কন কি?

আগে আমারে চিমটি দেন!

আমিতো আম ব্লগার, তাই ওদিকে উকিও দেই না!!!!

কেনরে ভাই ! লাগলো কেন? সত্য কথনে নাকি পশ্চাত দেশ জ্বলে!!!!
নির্বাচিত পাতা কি তথাকথিত সুশীলপনার জন্যই! নাকি পাচ ভাগের আতলামির জন্য- আমজনতার ৯৫ ভাগের কথাকি তাতে থাকতে নেই!!!!!!

৮| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫০

নহে মিথ্যা বলেছেন: সরকার যখন অন্যায় করে তখন জনগনকে সাথে নিয়ে বিরোধি দল সংসদে তোলপার শুরু করে, কিন্তু আমাদের ভাগ্য এমনই যে বর্তমানে সরকারি দল আর বিরোধি দল একই দল... কিচ্ছু করার নাই...

বর্তমানে শক্তিশালী আংগুল তৈরি হচ্ছে বটে কিন্তু এমন কোন শক্তিশালী হাত তৈরি হচ্ছে না, যে অন্যায়ের বিরুদ্ধে হাত উচু করে রুখে দেবার শক্তি রাখে...

২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সহমত।

তবে তৈরী হবে। প্রকৃতি সময়ের প্রয়োজনেই তা তৈরী করবে। কারণ যার শুরু আছে তারয়ে শেষও আছে!

৯| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১:৪৫

সচেতনহ্যাপী বলেছেন: দাম্ভীকতার ফসল। মন্ত্রী-সাংসদ থেকে সবারই একই সুর। প্রতিবাদের ভাষা এখানে মূক।

২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: তারা কি ইতিহাস থেকে শিক্ষা নেবে না?????????


সকল দাম্ভিকের পরিণতি হয় ভয়াবহ!!!! ইতিহুসতো তাই বলে।

১০| ২১ শে মার্চ, ২০১৪ ভোর ৪:১০

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আরো কতো কি হবে! সবেনা শুরু ;)

২২ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি বুইলচেন!!!!

ভূই পাইছি!

যার শুরু আছে তার শেষও আছে। পরিণতিটা ভাল না মন্দ। ইতিহাসে ঠাই কি শ্রদ্ধায় সম্মানে না নিন্দায় আর ঘৃনায়!!! এটাই ভাববার বিষয়!

আম জনতা মুক্তি পাক সকল জুলুম থেকে।

১১| ২১ শে মার্চ, ২০১৪ ভোর ৬:০৬

শান্তির দেবদূত বলেছেন:
যাক বাবা, বাচলাম; আমি তো ভয়ই পাইয়ে গিয়েছিলাম! কল্লা না আবার ফেলে দেয়। আঙুল না হয় দুই হাত মিলিয়ে ১০টা আছে অন্তত পক্ষে আরও ৫০বছর ভোট দেয়া যাবে, কল্লা গেলেতো একবারেই শেষ :) :)

২২ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি নিমর্ম পরিহাস!

স্বাধীনতার চেতনায় ফেণা তোলা দল!
মুক্তিযুদ্ধের হোলসেলার
গণতন্ত্রের মানকন্যা দাবীকারী দলের এই কি অধ:পতন!!!!!!

যাক। অনন্ত ৫০ বছরের হিসাব মিলাতে পেরেছেন। আমিতো ভয়ে অংকই ভুলে গেসলাম;)!!!! :) :)

১২| ২১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৬

ঢাকাবাসী বলেছেন: মন্তব্য লিখলে কিছুক্ষন পর থাকেনা, পোষ্টে ছবি দিলে আসেনা...যাবোটা কোথায়?

২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এখন ঠিক হয়ে গেছে!

যাবেন আর কোথায়? থাকুন সামুর সাথেই ;) :):):)

১৩| ২২ শে মার্চ, ২০১৪ সকাল ১১:১৪

সীমানা ছাড়িয়ে বলেছেন: জয় বাংলা! জয় আঙ্গুল কর্তন!!

২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: না মেনে উপায় কি !!!

কার হাতে কয়টা আঙুল!!!

স্বৈরাচার নিপাক যাক।

১৪| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৮

শোভ বলেছেন: যে নিরবাচন গুলি আওয়ামিলীগ সরকার সুন্দর ভাবে করেছে সে গুলি নিয়ে কিছু লিখলেন না।

২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাইয়ের কি লাগলো নাকি কুথাও!!!

এক মাগুরারর কথা নিয়া ১০ বছর ফেনা তুলছেন।

আর রানিং ইস্যু শেষ হইতে দেন!! পরে না হয় দূরবীন দিয়া খুইজা দেখুননে- !!!

৫% ভোটের প্রহসন নির্বাচন নিয়ে আপনার কি ভাবনা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.