নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

'কুইক কমিশনের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে' - আপনি কি তাই মনে করেন???

১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

'কুইক রেন্টাল নয়, কুইক কমিশনের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে' বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, 'কুইক রেন্টালে চাঁদা দেয়ার পাশাপাশি নিজেদের পকেট ভারী করতে গত পাঁচ বছরে বিদ্যুতের দাম তিনগুণ বাড়ানো হয়েছে। জনগণকে আজ বিদ্যুতের বিল দিতে হিমশিম খেতে হচ্ছে।'



আপনি কি তাই মনে করেন?



দেশের বিদ্যুতের স্থায়ী সমাধান না করে- অস্থায়ী পদ্ধতিকে স্থায়ী করছে সরকার, আবার তায় সকল যুক্তি এবং নিয়ম নীতি উল্টে- বিধ্যুতের দাম বাড়ানোর পথে- আপনার মতামত জানান।



নিউজ লিংক

'কুইক কমিশনের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে'

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
যা' খাওয়ার, খাওয়া হয়ে গেছে। এখন চলছে "এডজাষ্টমেন্ট"। জনগণের মাথায় কাঠাল ভেঙ্গে। রক্ত ও ঘাম চুষে। B-)

১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: যা' খাওয়ার, তাতো খাওয়া হয়েছেই!!!

এখন উপরি আরও কত বেশী খাওয়া যায় যেন তারই প্রানান্ত চেষ্টা!

তাতে জনগন মরে মরুক!!!!! তাদের কোন ভাবনা নেই!!

বিদ্যুতের দাম বাড়লে উৎপাদন, পরিবহন সকল সেক্টরে যে বিপর্যয় আসবে তাকি তারা বোঝে না??????


তবে কি দেশটাকেই ব্যার্থ বানাতে তৎপর তারা!!


নইলে এমন আত্মঘাতি সিদ্ধান্ত কে নেয়? কি ভাবে নেয়???

২| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৪

মদন বলেছেন: চমক বাবার চমকে দেশ চমকে চমকে উঠছে :(

১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই চমকের ঠমকে আমজনতা ভয়ে চমকে উটা ভুলে থমকে গেছে!!!!:(


ধন্যবাদ মদন ভাই।

৩| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১২

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন :)

এরচে বড় সত্যওতো বোধকরি আর কিছূ নয়!!!

৪| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৬

মামুন্‌ বলেছেন: salary chara r kichu barano jabena.

১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: যাবেনা কেন নিচ্চয়ই যাবে!!!

কিন্তু হাম্বাদের লুটপাট আর চুরির দায় জনগণের কাঁধে চাপাতে কুইক ধান্ধাতো বাড়তে দেয়া যাবেনা , নাকি সেলারির মতো তাও আনুপাতিক হারে বাড়াতে চান!!!

৫| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২১

সাইলেন্স বলেছেন: বু বু কিছু কইতে বারন করছে না, প্রয়জনে জমি বেঁচে বিদ্যুত বিল দিবেন, জমি না থাকলে কুপি জালাবেন মাগার প্রতিবাদ করতে পারবেন না।

১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বলেছেন!!!!!

পরতিবাদ করা যাবে না!!!! বাকশাল চলছে ডিজিটালি-----------------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.