নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

বাকশালে স্বাগতম! এই কি শুরু না এইই শেষ!!!!

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

পৃথিবীর দেশে দেশে ভিন্ন নামে ভিন্ন পরিচয়ে চলছে স্বৈরতান্ত্রিক শাসন। চলেছে ব্যক্তির মোহে আমজনতার বলিদান।



আমাদের স্বাধীনতার পরপরই জনগন অবাক বিস্ময়ে পেয়েছিল সেই সত্য! ভিন্নমত দমনে জাসদের ৩০ হাজার কর্মী হথ্যাই শুধু নয়- কোথায় সিরাজ শিকদার বলে জাতীয় সংসদের সেই দম্ভোক্তিও ভুলে যায়নি জনগন।



কিন্তু আজ ২০১৩তে এসে যেই ডিজিটাল বাকশালের রুপ দেখছে-তা চাইলেও বোধকরি ভুলতে পারবে না।

কারণ তখনতো এত এত মিডিয়া ছিল না। তথ্য সংরক্ষনের ব্যবস্থা ছিল না। আজ তা বিরাজমান। তাই বারবার ঘুরে ঘুরে আসবে-ইতিহাস।



এই সরকারের ৫ বছরই বিএনপিকে কোথাও দাড়াতে দেয়নি-আজ্ঞাবাহি প্রশাসনের যথেচ্ছ ব্যবহারের মাধ্যমে। যেখানে আম দল বামদলের ৫ জন বক্তায় ৩ জন শ্রোতা তাতেও পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়াড় মতো! আর সরকারী দলের মিছিলেতো পারলে পোষাক সহই ঢুকে যায়- সেখানে বিরোধী দলের সুস্ঠ, শান্তিপূর্ণ যে কোন কর্মসূচী এমনকি মানববন্ধনে দাড়াতে দিতেও ছিল তাদের সহিংস প্রতিরোধ!



গণতন্ত্রের মৃত্যু হয়েছে তখনই। স্বাগতম বাকশাল সেই সময় থেকেই।

তারপরও ধৈর্য আর অপেক্ষায় বিএনপি মাটি কামড়ে সময় পার করেছে। মিথ্যা মামলা, জেল জুলুম, গুম...

আর সারা সময় জুড়েই ছির আওয়অমী প্রোপাগান্ডা মেশিনগুলোর বিরামহীন ততপরতা- জামাতকে নিয়ে- বিএনপিকে হেয়, কোনঠাসা এবং মূল্যহীন করার প্রতারণা পূর্ণ প্রচারনা।

এর মাঝে হেফাজতের আগমন এবং হঠাৎ ঝলকের মতো পুরো দেশবাসীর মনের গহীন ভালবাসা পেয়ে তারা পথে পথে আপ‌্যায়ন আর ঢাকাতেও গণমানুষের প্রাণখোলা আতিথেয়তা ছিল স্মরানাতীত কালে অভূতপূর্ব!



তারপরতো বিতর্কীত ইতিহাস। রাতের আঁধারে যা ঘটেছে তার বহুমূখি তথ্য বিরাজমান-তবে সবচে বড় ফলাফল আসে সিটি নির্বাচনে-

৫-০তে ধরাশায়ী হয় ক্ষমতার গনগনে সূর্য নিয়েও সরকারী দল।



হতভম্ব করে দেয় তাদের এই ফলাফল। আর তারপর থেকেই সরকারী এক্সট্রিমিজমের উত্থান। নীতি থেকে শুরু করে পথে সর্বত্র।

এখন বিএনপিও যদি এই এক্স্ট্রিমিজমে যায় পরিণতি কি হবে?

ভয়াবহ গৃহযুদ্ধ!

যারা নগরে বসে ব্লগে আবালীয় ভাবনায় বিএনপিকে উপহাস করে- তারা হয় খবর রাখে না শূর্খ নয় জ্ঞানপাপী!

এবারের আন্দোলনে শহর বিশেষত রাজধানী ছিল বরাবরই নির্লিপ্ত!

কিন্তু গ্রামে এবং সারা দেশে তা ছিল দুর্বার!

পদে পদে আওয়ামীলীগ পর্যদস্ত হচ্ছে। যদিও মিডিয়ার একপেশে নীতির কারণে বড় অংশই গায়েব হয়ে যাচ্ছে খবর হবার আগেই!



অতপর: মার্চ ফর ডেমোক্রেসি। শান্তিপূর্ণ ভাবে ঢাকায় বিএনপির একটা সমাবেশকে সরকারের এতই ভয়- সরকারী উদ্যোগে সমাবেশের দুদিন আগে থেকে ঢাকা কে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হল।

সরকারী মিথ্যাচার বা প্রেসনোট নিয়ে কিছূ বলার নেই-এ গৎবাঁধা..

অতপর: সকল প্রমাসনিক এবং নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে- বলা হয় লীগের ছেলেপেলেদেরও প্রশাসনকি পোষাক পরিয়ে নাকি ব্যবহার করা হচ্ছে! এই সামগ্রিক আয়োজনে সবচে বড় দিক হল তাদের সহিংস মনোভাব!

এই মনোভাবের বিপরীতে যদি বিএনপিও সমপরিমাণ সহিংস হয়- পরিণতি-অবশ্যম্ভাবী গৃহযুদ্ধ!



দেশকে ভালবেসে আমজনতাকে গণমৃত্যুর হাত থেকে বাঁচাতেই ধৈর্য আর কৌশলে চলছে বিএনপি! আজ খালেদা জিয়া যদি প্রগলভ নেত্রীর মতো মূখে যা আসে তাই বলতেন- শাড়িচূড়ির কথা তুলে একের বদলে দশটা লাশ চাইতেন- তখন কি সামাল দিতে পারবে আওয়ামীলীগ!!!

হাটাহাজারী কিন্তু সে কথা বলে না। এরকম আরও বহু স্থানে আছে আমজনতার ক্রোধের মূখে খড়কুটোর মতো ভেসে গেছে সরকারী আয়োজন!!!!



তাই সাধূ সাবধান।



দেশটার মঙ্গলে সকলেই উদ্যোগ নিন। রক্ত নয়, জীবন নয়- মোহ, লোভ আর ইগো হত্যা করে দেশকে স্বাভাবিক ভাবে চলার সুয়োগ দিন। দেশবাসীর হৃদয়ে চিরস্থান অর্জন করুন।



মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

পাঠক১৯৭১ বলেছেন: ইডিওটিক পোস্ট।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: কুতায় লাগলৌ?


৫ বছর একটা দলের মিনিমাম গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে যারা গণতন্ত্রের বুলি ছাড়ে-তারা ইডিয়াট নাকি তাদের সমর্থন করে যারা তারা মস্ত ইডিয়াট!!!!!!

ধন্যবাদ।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

পাঠক১৯৭১ বলেছেন: জামাত-শিবির, হেফাজতীরা ঢাকায় এসে কি করতো, 'ফাক দ্যা ডেমোক্রেসীর' ডাকে ঢাকা এসে? ওরা বোম মারতো, যানবাহন, বিল্ডিং পোড়াতো, এই তো?

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওহ! আপনার কষ্ট কল্পনাতো দারুন উর্বর!!

তা কি জনাব স্বপ্নে পেলেন তারা এইসব করত!!!

৭২-৭৫এ জোর করে মানুষের মনে স্থান পায় নি! ৩০ হাজার জাসদের মুক্তিযুদ্ধাকে হত্যা করা নিশ্চয়ই কোন সুমীল চেতনায় ব্যাখ্যাযোগ্য নয়! নাকি বলেন!!

জোর করে ক্ষমতা দিয়ে মানুষের মন পাওয়া যায় না।

আপনাদের জনপ্রিয়তায় এতই আত্মবিশ্বাস-তো সাধারন জনতার সমাবেশে এত ভয় কেন?
এত আতংক কেন?
কেন প্রশাসনকে নির্লজ্জভাবে ব্যবহার করে আমজনতাকে প্রতিহত করছেন?

দু'দিন আগে যেই মন্ত্রী পুলিশ প্রহরায় গাড়ী চালান
আজ কেন পুলিশ দিয়ে আমজনতার পায় চলাও বন্ধ করে দিচ্ছেন?

দ্বৈত নীতিকে বাগাড়ম্বর দিয়ে আগাল করা যায় না।
যেমন শাক দিয়ে মাছ ঢাকা যায় না।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

পাঠক১৯৭১ বলেছেন: ৭২-৭৫এ জোর করে মানুষের মনে স্থান পায় নি! ৩০ হাজার জাসদের মুক্তিযুদ্ধাকে হত্যা করা নিশ্চয়ই কোন সুমীল চেতনায় ব্যাখ্যাযোগ্য নয়! নাকি বলেন!! "

জাসদ মানেই: ছাত্রলীগ + রাজাকারদের পরিবার + বাংলাদেশ বিরোধীরা

৩০ হাজার মরেনি, হাজার ৫ মরেছে, ওদের হাতে অস্ত্র ছিল, তারা ডাকাতি করছিল।

শিক্ষার অভাবে অনেকে 'বাকশাল' এর অর্থনীতি বুঝতে পারেনি, এখনো বুঝতে পারছে না; যেমন আপনার মাথায় অর্থনীতি ঢুকবে না।




৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: জাসদও রাজাকার!!! বটে বটে!! প্রত্যক্ষ মুক্তিযুদ্ধারাও রাজাকার!!!!!

বেশ বেশ। আপনি সত্যিই বর্তমানে একনিষ্ট হাম্বা কর্মী শতে শ প্রমাণীত!!

আসলে হয়েছে কি নিজেদের রক্তে তো রাজাকারের নাতি পুতি পয়দা- সেই লজ্জা ঢাকতেই নাকি এটা আপনাদের মানসিক রোগ হয়ে গেছে- ভিন্নমত হলেই রাজাকার ট্যাগিং করা!!! কোনটা কে জানে!

ডাকাতির কথায় তো আরও অনেক কথা প্রচলিত ছিল- সেইটার কি বলবেন!!!!

ওহ-হো গণতন্ত্রে কেড়ে তারে আসছেন অর্থনীতি দিয়ে ঢাকতে!!!

বেশ বেশ! আমরাতো মাথা মোটা বুঝিনা-
আপনার বুঝতো মনে হচ্ছে অর্থমন্ত্রীর মতো- যিনি নাকি শেয়ার বাজার বোঝেন না।
আবার হলফ নামায় তার আয়ের বৃহদাংশ শেয়ার থেকে ;)

আপনাদের মতো কুশিক্ষা থেকে যে জাতি মুক্ত, এইটাই ভরসা :)

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: গনতান্ত্রিক দেশে সরকার জনগনকে ভয় পায়,আর বর্তমান বাংলাদেশে জনগন সরকারকে ভয় পায়।এই শাসনপ্রক্রিয়ার নাম কি হতে পারে,বাকশাল?

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাথে ডিজিটালাইজেশনকে যুক্ত করতে পারেন;) কিছূটা আধুনিক মনে হবে !!!!

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

পদ্মা_েমঘনা বলেছেন: পোষ্টে প্লাস! ভাই, উপরের মন্তব্যকারী বলদটা খুব ডিস্টার্বিং! এর নামে রিপোর্ট করেও তো দেখি কোন কাজ হয় না! কি করা যায় বলেন তো?

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: যার হায়া থাকে না- তারে কাপড় পরাইয়া শরম ঢাকাইতে পার্বেন!!!!???



৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২২

পাঠক১৯৭১ বলেছেন: যাক, শেখ সাহেবকে বুঝার মতো মাথা আপনার নেই, বর্তমান নিয়ে ভাবেন।

খালেডা বেগম ও শেখ হাসিনা এ দেশের সব চোরডাকাতকে একত্রিত করে, দেশের সম্পদ দখল করেছে, পশ্চিমের আশীর্বাদ আছে এতে; এই দুজনের মাঝে খালেদা মৌলবাদের চাষ করছে, তাই তার পতন হওয়া দরকার প্রথম, তারপর হবে হাসিনার।

আপনি কি মৌলবাদী?

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বেশ বেশ! আমরাতো মাথা মোটা বুঝিনা-
আপনার বুঝতো মনে হচ্ছে অর্থমন্ত্রীর মতো- যিনি নাকি শেয়ার বাজার বোঝেন না।
আবার হলফ নামায় তার আয়ের বৃহদাংশ শেয়ার থেকে ;)

আপনাদের মতো কুশিক্ষা থেকে যে জাতি মুক্ত, এইটাই ভরসা :)

যাক তবো শেষ বেলায় হলেও স্বীকার করলেন- হাসিনার পতন দরকার!



আপনি কি মানসিক রোগী???

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আওয়ামী লীগ আসলে তাদের শেষ চেষ্টা করে যাচ্ছে, বংগবন্ধুর বাকশাল এর স্বপ্ন বাস্তবায়নের জন্য। ৫ বছর আওয়ামী লীগ সবসময়ই বংগবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সচেষ্ট ছিল।

এ যাত্রায় উৎরে গেলে দেশে আর কোন বিরোধী দল থাকবে না ভবিষ্যতে, আগামী ১০/১৫ বছরের জন্য আওয়ামী লীগ ফিক্সড হয়ে যাবে ইনশাল্লাহ। দেখি কি ঘটে, তবে ইতিহাসে আওয়ামী লীগের এই কুকীর্তি লেখা থাকবে এবং ওরা এর ন্যায্য জবাব পাবে বলেই আমার বিশ্বাস!

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেখি কি ঘটে, তবে ইতিহাসে আওয়ামী লীগের এই কুকীর্তি লেখা থাকবে এবং ওরা এর ন্যায্য জবাব পাবে বলেই আমার বিশ্বাস!


কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না।।

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

জাহাঙ্গীর জান বলেছেন: শেখ হাসিনাঃ যেই দিন জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আমি সংবিধান থেকে একচুল নড়বোনা তখন খালেদাঃ জিয়া কোথায় ছিলেন তখনই খালেদাঃ কে রাস্তায় নামা উচিত ছিলো এখন অনেক দেরী হয়েগেছে খালেদাঃ চাইলে ও হাসিনাকে তাঁড়াতে পারবেনা ।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেখুন! কোথাকার জল কোথায় গড়ায়!!

পৃথিবীর কোন স্বৈরশাসকের পরিণতিই ভাল হয়নি!!!!!

খালেদা জিয়া আরও আগে নামলে তাদের প্রশাসনিক ব্যর্থতা, দূর্নীতি সকল কিছু আন্দোলনের ঘাড়ে তুলে পার পেয়ে যেত!!!!

এখন নগ্ন হয়ে গেছে। যেমন ৭২-৭৫ প্রশাসনিক ব্যর্থতার মাইলষ্টোন!
তেমনি এই ৫ বছর!

চাপা দিয়েতো আর চিড়ে ভেজে না!!!!

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

ঢাকাবাসী বলেছেন: র থেকে কিছু লোক নাকি আজকাল ব্লগিং শুরু করেছে! তারা দারুন দক্ষ লেখায়! তাকে সেফ এক্সিট দিতেই হবে!

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসম্ভব কিছূ নয়।

নিজের নাক নিজে কেটে যারা পরের যাত্রা ভঙ্গ করে- তাদের আরো কত কিছূর সাহায্য লাগবে!!!!

অথচ মূখে জনগণের ভোট ভাতের কথা বলে ফেনা তোলা নেত্রী আর ৫৬% জনতার ভৌটাধিকার কেড়ে নিয়েছে!!!!!!!!!!!!


তারপরও তাদের প্রগলভ নেতাদের কথা শুনলে মনে হয়-বোধ, লজ্জা সুস্থতা কোনটাই কারও মাঝে অবশীষ্ট নাই।

আমজনতাকে তারা কি ভাবে???

তারা কি দেখে না- সকল আন্দোলনে শেষ বিজয় আমজনতারই হয়!!!

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

মুহসিন বলেছেন: ক্ষমতার মজা বড় মজা, এটা যে ক্ষমতায় গেছে সেই বুঝতে পেরেছে। অর্থ, সম্মান, বিত্ত, বৈভব কি নেই ক্ষমতায়! কাজেই যেই দল সরকারে যায়, সে সহজে ক্ষমতা ছেড়ে দিবে কেন?
বিরোধী দলে এসে প্রায়শ্চিত্ত করার জন্য?

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কিন্তু দু:খ পরে যে ঘাড়ে ধরে যখন জনতা নামায়, তখন ক্ষমতা ছেড়েই প্রায়শ্চিত্ত করতে হয়- তা ক্ষমতায় থাকতে মনে থাকে না;)

চুক চুক চুক আপসোস!!!!!!!!

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮

সাইবার অভিযত্রী বলেছেন: এক নেতার এক দেশ,
না মানলে জান শেষ,

আজীবনের সরকার,
না মানলে তুই রাজাকার।



৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেখেছি আরো কত দম্ভ!
দেখেছি আজিবন শপথ খোলা মাঠে!
দেখেছি আস্ফালন কত রকমের
অবশেষে জিত কেবলই গণমানুষের।।।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০

মতিউর রহমান মিঠু বলেছেন: পাঠক১৯৭১ বলেছেন: জামাত-শিবির, হেফাজতীরা ঢাকায় এসে কি করতো, 'ফাক দ্যা ডেমোক্রেসীর' ডাকে ঢাকা এসে? ওরা বোম মারতো, যানবাহন, বিল্ডিং পোড়াতো, এই তো?
এই যুযু আর কতোকাল দেখাবেন ?

৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরা সবাইকে নিজেদের মতো ভাবেতো তাই!!!!

তাদের কাছে আন্দোলন হল ধ্বংস!
হথ্যা, ভাংচুর!!!
তাই বিএনপির সাধারন সমাবেশ বানচাল করতে ৩ দিন আগে থেকেই সব বন্ধ করে দেয় রাষ্ট্রীয় ক্ষতার অপপ্রয়োগে!
আবার মিথ্যাচার করে বিএনপি ব্যর্থ!!!!!

আমজনতা ভ্রুকুটে হাসে!!

ফলাফল সিটিতে পেয়েছে বলেই তো ৫৬% ভোটার ভোটের অধিকার বিহীন হয়!!

তারা জনতার নামে জনতাকে ধোকা দেয়-মিথ্যা দিয়ে!!!

তবে শেষটুকু সবসময়ই আমজনতার! ইতিহাস তাই বলে!!

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৩

খােলদ িস বলেছেন: আমার কেন জানি মনে হয়, জাসদ তার প্রতিশোধ নেয়ার জন্যই আওয়ামীলিগ এর কাধে ভর করেছে।

৩০ হাজার কর্মী,
এক মতিয়া ইনু মেনন

এদের কথায় আকাতরে জীবন দিয়ে গেছে।
আজকে বামরা একে একে সবাইকে শেষ করে দিবে।
ইতিহাস বলে বাম আর আওমিলীগ এক হওয়া কখনো সম্বব নয়।কিন্তু বাম এখন আওয়ামিলীগ এর কাধে সওয়ার।এমন কি প্রেসিডিয়াম সদস্যও বামরা-(লেনিন)।

কারন ৩০ হাজার পোলাপান প্রতিদিন রাতে একবার হলেও ওদের সপ্নে আছে।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই!!

কিন্তু অবাক হই- সেই আদর্শের নামধারীরা কি কেবলই প্রতিশোধে ণৌকায় চড়ে ক্ষমতায় যায়!!!

নাকি পরাজিত আত্মা লৌভে বেঈমানী করে ৩০ হাজার শহীদের সাথে!!!

কে জানে!!!!!!!!!!!!!!!!

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

puronodin বলেছেন: আমার ভয় হয় হাসিনা কবে না আবার ভারতের সেনাবাহিনীকে দেশের মাটিতে ঢুকিয়ে না দেয়!!!!!!!

সিকিম-এর কাহিনী ভুলে গেলে চলবে না...

৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এখন অবশ্য তেমনটা পারবেনা- কারণ সিকিম আর বাংলাদেশের বৈশ্বিক অবস্থান ভিন্নতর!!!

সৈন্য না ঢাকায়াই যা দিছে আর ইন্ডিয়ারে দিতেছে- যাতে তারা ণ্যাংটো হইয়া কূটণীতির শীস্টাচার ভুইলা-এমনকি আম্রিকার লগে ফাইটে গিয়াও তাবেদার সরকার চায়!!!!

তবেই বুঝ সূজন- কি খানা খাওয়াইছে-!!!
তবে বেশি খাবার বদহজমীটাও সইতেই হবে বৈকি!!

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০২

লেজারবিম বলেছেন: এটি হয়তো কোন একটি দলের নীতি কথা তা হলো : "তোমাকে প্রাণে মেরে হলেও আমাকে ক্ষমতায় থাকতে হবে"।সে দলটা কি কমিউনিস্ট ?চীনা না রাশিয়ান ?

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বর্তমানেই খোজেন!!!! উত্তর পেয়ে যাবেন ;)

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১

গুগলরকস বলেছেন: বিএনপি ** ফালাবে। মানুষের সমর্থন না থাকলে মানুষ মারা ছাড়া এই নিতিহীন দলটির কিছুই করার নেই। জঙ্গিদের সাথে থাকতে থাকতে জঙ্গি মেন্টালিটির হয়ে গিয়েছে।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অর্বাচিনের অভীব্যাক্তি বলে বাংলায় একটা কথা আছে। জানেন নিশ্চয়ই।

দলান্ধতা মুক্ত হয়ে জনাব মোবাশ্বেরের মতো আওয়ামীলিগার এবং জাতীয়তাবাদী যেদিন দেশে বাড়বে সেদিন গণতন্ত্র প্রকৃত হাটি হাটি পা পা চলা শুরু করবে।

কিন্তু আপনার মতো দলকানারা দলকে শুধূ ডুবাতেই সাহায্য করতে পারেন। অন্য কিছূ নয়।

১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৩

পার্থরূপ বলেছেন: খালেদা কেন জামাত ছাড়ে না, তা আমার মাথায় জুয়ায় না ?জামাত ছেড়ে মুক্তিযুদ্ধ সমর্থক হলে খালেদা ২০বছর ক্ষমতায় থাকতো

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছাড়ার কি হল? জোটে আজ আছে কাল নাও থাকতে পারে। ৯৬তে জামাত-আওয়ামী জোট হয়েছিল বলে কি আওয়ামীলিগকে মুক্তিযুদ্ধ বিরোধী দল, রাজাকারের দল বলতে হবে?????

পরশু এক জামাতী হানিফ সাহেবের হাত ধরে আওয়ামীলীগে যোগ দিয়েছেন বলে খবরে দেখলাম। একন নিশ্চয়ই তিনি আর যুদ্ধিপরাধি হবেন না। তাই না।!!!

যেভাবে বিয়াই গং রাজাকার হলেও যুদ্ধাপরাধী হয় না!!! এই সব মোটা দাগের ধান্ধা মানুষ বহু আগে বুঝে মূখটিপে হাসে!!

জাতীয়তাবাদ তার নিজ গুনেই টিকে ছিল, আছে থাকবে।

আওয়ামীলীগ নিজের কপালে নিজেই কলংক মেখেছে। ধূতে কত যুগ লাগে দেখুন!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.