নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

হলফনামা : ইসির শ্যাম রাখি না কূল রাখি অবস্থা !!!এটি প্রকাশ হওয়ায় আওয়ামী নেতাদের সম্পর্কে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে!!!!!!আপডেট...

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

হলফনামা প্রকাশের ব্যাপারে আওয়ামী লীগ প্রতিনিধি পাঠিয়ে যে আপত্তি জানিয়েছে তার আইনি ভিত্তি রয়েছে কিনা তা খতিয়ে দেখবে নির্বাচন কমিশন (ইসি)।



আপডেট: আজ আদালত সুষ্ফষ্ট নির্দেশনা দিযেছে সেই আট তথ্য মিডিয়ায় প্রচার করতে হবে।

Click This Link



এদিকে আদালতের আদেশের আগেই ইসির ওয়বসাইট থেকে হলফনামার তথ্য লাপাত্তা!!!!!!

Click This Link





===



প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকীবউদ্দীন আহমদ সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, ‘হলফনামা প্রকাশের বিষয়ে আইন কি বলে সেটা আমরা দেখব।’

হলফনামা প্রকাশ থেকে বিরত থাকতে আওয়ামীলীগ আনুষ্ঠানিক প্রতিনিধিদল সহ গিয়ে ইসিকে অনুরোধ জানিয়েছে!!!!!!



রোববার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে এসে হলফ নামা প্রকাশ না করতে ইসির কাছে অনুরোধ জানান। সিইসিকে তারা জানান, হলফনামা প্রকাশ হওয়ায় নেতাদের সম্পর্কে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে।



দলটি প্রতিনিধিরা বিষয়টি স্বীকার করলেও রোববার বিষয়টি কৌশলে এড়িয়ে যান প্রধান নির্বাচন কমিশনার। কিন্তু সোমবার ঠিকই এ বিষয়ে মুখ খুললেন তিনি।



নাম প্রকাশ না করার শর্তে এক নির্বাচন কমিশনার বাংলানিউজকে বলেন, দলটির এ ধরনের আবদার রক্ষার কোনো সুযোগ ইসির নেই। আইনি বাধ্যবাধকতার কারণেই সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হলফনামা প্রকাশ ইসির দায়িত্বের মধ্যে পড়ে।



সিইসির বক্তব্যের আগে এক নির্বাচন কমিশনার জানান, হলফনামায় আওয়ামী লীগের প্রার্থীদের সম্পদসহ বিস্তারিত তথ্য প্রকাশের পর গণমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশিত হয়। গতকাল এ নিয়ে আওয়ামী লীগের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল কমিশনে আসে।



তিনি জানান, আওয়ামী লীগ প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বলে, ‘কেন আপনারা এই তথ্য প্রকাশ করলেন। প্রকাশের পর আমরা বিপদে পড়েছি।’



এরপর থেকে কমিশন হলফনামা প্রকাশের আইন-কানুন খতিয়ে দেখা শুরু করে। আইন সম্পর্কে মঙ্গলবারের আগে স্পষ্ট করে কিছু বলা যাবে না বলে জানান তিনি।



কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়নসহ বিদেশি পর্যবেক্ষক না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা জানতে চাওয়া হলে জবাবে তিনি বলেন, ‘আমরা তাদের দাওয়াত দিয়েছি। তারা তাদের নীতিমালা অনুসরণ করে কাজ করে।’



উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ১২ (৩ বি) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামার মাধ্যমে আটটি তথ্য ও কোনো কোনো তথ্যের স্বপক্ষে কাগজপত্র দাখিল করতে হয়। মনোনয়নপত্রের সঙ্গে হলফনামার মাধ্যমে প্রাপ্ত তথ্যাবলী ভোটারদের মধ্যে প্রচারের ব্যবস্থা করতে হয়।



এতে আরো বলা আছে, প্রার্থীদের কাছ থেকে হলফনামার মাধ্যমে সংগৃহীত তথ্যাদি ভোটারদের মধ্যে প্রচারের প্রয়োজন রয়েছে। যাতে ভোটাররা এসব তথ্যাদি বিশ্লেষণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। নির্ধারিত হলফনামার মাধ্যমে প্রার্থীগণের দাখিলকৃত বিভিন্ন তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েব সাইটেও প্রচার করতে হবে।



কমিশন সূত্র জানায়, এরই মধ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে হলফনামা প্রচারের জন্য পরিপত্র জারি করেছে ইসি।



এদিকে হলফনামা প্রকাশের বিষয়ে আদালত একটি নির্দেশনা দেয় ২০০৬ সালে। তাই আইন পরিবর্তন করতে হলে এ বিষয়ে আদালতের একটি নির্দেশনা প্রয়োজন রয়েছে বলে মনে করে ইসি সূত্র।

তথ্য সূত্র: Click This Link





আর কি কিছু বাকী রাখবেনা আওয়ামীলিগ! লজ্জার মিনিমাম সীমাটাতো রাখা উচিত। তাদের মহান নেতাদের তথ্য জেনে জনগন বিগড়ে যায়!!!! আবার ১৫৪ জন নাকি বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্ভাচিত হয়!!!!!!!!!!!!!!



প্রহসন আর কত?????



আর কত নিলর্জ্জ হলে লজ্জা হবে তাদের???????





মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ল্যাংটার আবার লজ্জা কিরে ভাই ??

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো দেখা যাচ্ছে!!!!!!!!!!!!!!!!!


২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০

শিক্ষানবিস বলেছেন: মন্ত্রী এমপিদের ধন-সম্পদের হিসাব প্রকাশ হতে দেখে আওয়ামী লীগ ই.সি কে বলেছে এসব প্রকাশ না করতে। আমাদের লজ্জা নেই তবুও লজ্জা লজ্জা লাগে। ই.সি হ্যা বলেছে। অপরদিকে বিজ্ঞজনেরা বলেছেন, এসব প্রকাশ করার জন্য আদালতের আদেশ আছে। ই.সি আদালতের আদেশ কিভাবে অমান্য করবে তা দেখার বিষয়।

আমার কাছে এর একটা সমাধান আছে। তা হল. ই.সি একটি ব্যাখ্যা দেবে এভাবে, সরকার দলীয় প্রার্থীদের বিষয়ে আদালতের এ আদেশ কার্যকর নয়। এটা সরকারী দল ব্যতিত অন্যদের জন্য প্রযোজ্য।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
হা হা হা হা

দলীয় ইসিরতো তাই করা উচিত;) দেখেন এই ফানই সত্য করে দেবে- যেভাবে অন্য ফানকেও তারা বিভিন্ন সময় সথ্য করেছে!!!

আওয়ামীলীগের এই ঐতিহাসিক পতনের পিছনে কারা তাকি আওয়ামীলীগ একবারও ভাবছে?







৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৫

পাঠক১৯৭১ বলেছেন: শেখ হাসিনার ২৭০ জন এমপি'র মাঝে নাহিড ও মতিয়া চুরি করেনি, আর সব কুত্তা চুরি করেছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: বলেন দেখি কি কান্ড!!!!

আবার প্রকাশ্যে সেই কথা প্রকাশ করতে মানা করে!! আবার তায় নাকি জনগন বিরুপ প্রতিক্রিয়া দেয়!!!

তো এইরকম তিনারা আবার বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বচিত হয় কি করে!!

পুরা জগাখিচুরী রানতেছে তারা- যা নিজেরাও খাইতে পারবে না!!!

শুধু আফসোস আর করুনাই করা যায়!!!!

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

তিক্তভাষী বলেছেন: তাবৎ পাবলিকের মুখ সেলাই করে দেয়া ছাড়া আওয়ামীদের আর কোন উপায় দেখছি না! ব্লগার পাঠক১৯৭১ বাকশালের একনিষ্ঠ একজন সমর্থক বলে নিজেকে দাবী করেন। তার উচিৎ হবে এক্ষুনি বাকশাল-২ গঠনের জন্য সরকারকে পরামর্শ দেওয়া।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কিন্তু সেলাই পরিণতিতে যে স্বৈরাচার আর বাকশালের বদনাম ছাড়া কোন লাভ হবেনা তাকি বুঝতে পারতেছে না!!!!!!

একনিষ্ঠ সমর্থকও যখন সত্যকে বুঝতে পারে তখন ধারনা করুন তারা কতটাই ভুলের মাঝে ডুবে গেছে!!!???

সময় থাকতে তফসিল স্থগিত করে সাধারন নির্বাচন দিলে এত কিছূর পরও নূন্য মান টুকু থাকবে।

নয়তো ইতিহাসে তো আর চাটুকারের কথা চলে না। সেখানে যা যথাযথ তাই প্রকাশিত হয়।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: হাসিনা হইল দেশের রানী, জয় হইল রাজপুত্র, শামিম ওসমান হইল সেনাপতি।

আমরা সবাই হইলাম তাগো প্রজা।

কি বলব ভাই, ইউরোপের প্রজাতন্ত্রের দেশগুলাতেও বাংলাদেশের চেয়ে বেশি গণতন্ত্র আছে। X( X( X( X(

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরাওতো প্রজাতান্ত্রিকই বটে ;)

আগে শুধু গণ লাগাইয়া দেওয়া হইছে-যা বাস্তবিক তারা না মানতে পারলেই খুশি!!

কিন্তু ত্যাদর বাঙালী সেই শুরুতেও খায়েশ পুরতে দেয় নাই- সামনেও দেবে না বলেই মনে হয়!!!! X( X( X(

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫

রাজীব বলেছেন: কিসের আইন, কয়েকদিনের মধ্যেই আইন পরিবর্তন করে দেয়া হবে।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেইতো!!

শুধু আওয়ামীলীগের পক্ষে গেলেই আইন ঠিকাছৈ!!

নয়তো সব বদলে দাও!!

কিন্তু বলুনতো এই স্বৈরাচারী মনোভাব কতদিন টিকিয়ে রাখবে?
এরচে বেশি কি হিটলাম মুসোলিনিরা করে যাননি?

কি পেয়েছে- কেবলই ঘৃনা অন্তহীন!!!!!!

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:২৩

উপপাদ্য বলেছেন: উর্দুভাষি পাকিদের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি কিন্তু এই আওয়ামীলীগ এতো নির্লজ্জ যে তাদের নামটা পরিবর্তন করার কথা আজো ভাবলো না।

এদের কাছ থেকে আর কি ই আশা করতে পারেন।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আশাতো দূরে -

এখনতো জাতি মাগো ভিক্ষা চাইনা কুত্তা সামলা হালে !!!!!

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩১

ঢাকাবাসী বলেছেন: হাম্বাদের জন্য আইন ফাইন কিচুনা, লাগলে আরেকটা আইন বানানো যাবে যে, ওসব বিরুধীদের কারসাজী, ওসব খবর বাদ, হাম্বা কেনডিডেট সব ফকির! এদের নেতা রবার্ট মুগাবের খালাম্মা!

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

কথা আছে না- দুর্জন সজ্জন হইলেও পরিত্যজ্য!!!!

এখন বলতে হবে-হাম্বারা চেতনা বেপারী হইলেও পরিত্যজ্য;)

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ আদালত সুষ্ফষ্ট নির্দেশনা দিযেছে সেই আট তথ্য মিডিয়ায় প্রচার করতে হবে।


এদিকে আদালতের আদেশের আগেই ইসির ওয়বসাইট থেকে হলফনামার তথ্য লাপাত্তা!!!!!!

বলি দেশে হচ্ছেটা কি?????????????????????????????

২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আদালত অবমাননায় ইসির বিরুদ্ধ কি করা উচিত!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.