নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

আইজুদ্দিনের আত্মহত্যা! র চেষ্টা এবং তারানকো ও বিদেশ নির্ভর দেশপ্রেমিক সমাচার!!!

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

সব দেখেশূনে অবশেষে আইজুদ্দিন সিদ্ধান্ত নিয়েই ফেলল- নাহ এই জীবন আর রেখে কি হবে? আত্মহত্যাই বরং ভাল।



নানা এরশাদের মতো ষ্টান্টবাজী হুমকি না।



হৃদয়ের গহীন থেকে আক্ষেপের চূড়ান্তেই জীবন নাশের কথা ভাবছে আইজুদ্দিন। যা ঘটছে সবাই সব জানেন-তাই শুধু আইজুর অনুভবটাই বলি-

তার কোথাও কোন দু:ক নেই

দেশ ভালভাবে চলে না- যাক ভাল হবেনে ভেবে মন বাঁধে

রাস্তায় গতি নাই- হবে নে সামনে, ভেবে ধীরগতিতে চলেও সন্তুষ্ট!

জিনিষপত্রে দাম বাড়ে- কষ্ট হলেও দু মোঠো কম খেয়ে ভাবে- আহা কৃষকদের কতনা কষ্ট!

পুলাপাইনেরে নিখাপড়া শিখাইতে পারে নাই- যাক নাতিপুতিরা হয়তো শিখতে ভবিষ্যতে!!!বুকে পাথর বাঁধে



এইরকম সবকিছুতেই অসীম ধৈর্যের আইজুর আজ বাঁধ ভেঙ্গে গেছে!!!



দেশের দু:সময় চলতাছে। একজন ক্ষমতা ছাড়বেই না। নিজেই রেফারি নিজেই খেলোয়ার হয়ে খেলবেন

অন্যজন -তা মানবেন না। আম্পায়র কোনদিন খেলে!!! না যেই দেশের খেলা সেই দেশী আম্পায়ার থাকে!!!!!



কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান।



কতজনের দৌড়াদৌড়ি। ব্যবসায়ী সমাজ! সুশীল সমাজ।

কিন্তু আমজনতার মত সবাই জেনেও কেউ তাদেরে পুছে না। তারা যে আমজনতা!



বিদেশীরা আসে। বানকি মুন, তারানকো!!!!!



তখনই বুকে কষ্টের তীরটা ছ্যাৎ করে বিঁধে ! হায় হায় করে উঠে মন। কইলজাটা ছিড়া যায়!!!



হায় হায় হায়!!!



যাদের জন্য দেশ, যাদের দিয়ে দেশ, যাদের নামে দেশ

সেই আমজনতারে কেউ জিগায়ইনা!! তোমাদের কি মত?

সমাধান খুজে বৈদেশীগো কাছে?????????



যা ভোট চাইতেও বৈদেশ যা। আইহস কালি ভোটের লাইগা! তগো বিদেশী বাপের কাছে না পাঠাইছি তো আর কি!!!!!!!! রাগে কাঁপে আইজু!!!



অবশেষে নিজের অক্ষমতার প্রতি! স্রষ্টার নির্লিপ্ততার প্রতি ! জনগণের নাম বেঁচে খাওয়া রাষ্ট্রের নীতিনির্ধারকদের প্রতি, সুশীল নামধারী হিজড়েদের প্রতি, রাষ্ট্রের প্রতি দায়হীন সৈনিকদের প্রতি, রাষ্ট্রের ভাল মন্দে উদাসীন ধার্মিকদের প্রতি প্রচন্ড ক্ষোভ আর ঘৃনায় নিজেই আত্মাহুতি দেবে বলে ঠিক করে!!!!!!!!





কে আছেন ভাই! আইজুদ্দিরে বোঝান! নয়তো তার আত্মাহুতি দিনে সকলেই আরকেটি নতুন মজমা দেখে ঘরে ফিরে বিরিয়ানী খেয়ে বইলেন-শালা বেকুব! কি হইল? দেশের? তুই মরলি তাই দেশ উদ্ধার হইয়া গেল!! যতসব উজবুক! বলে বিদেশি চ্যানেল বিদেশী যৌনতা আর বিদেশী গোলামীর নেকটাই গলায় পেচিয়ে নিত্যদিনে মৃত্যুর দেশে যান।।



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০০

উড়োজাহাজ বলেছেন: আমরা সেই কাতারের লোক যারা বলে, দেখি কি হয়! দে! আরেকটা ঘুষি দিয়া দেখতো, পারলে আরেকটা দে!! সাহস থাকলে আরেকটা দে!!! অন্যদিকে দাতা কিন্তু দিয়েই যাচ্ছেন।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বড় কষ্ট হয়।

আমিওকি আমার অক্ষমতাকে ঢাকতেই যেন লিখার আড়ালে সান্তনা খুঁজে ফিরছি!! ফিরছিনা কি?

তবে এই ভাবেই দমবদ্দতা থেকেই বুক চীরে বেরিয়ে আসে সেই কাংখিত বীর।

যে বদলে দেয় সব!!!!!!

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০২

পাঠক১৯৭১ বলেছেন: আপনি তো এরশাদের শিষ্য; আইজুদ্দিন তো অনেক আগে মরে গেছে!

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা!

কিরে ভাই! ক্ষনিকের জন্যতো দেশের প্রতি দায় অনুভব করেন!!

আইজুদ্দিনরা কখনো মরে না। তার প্রতীক। তারা অমর। তারা শুকতারা হয়ে বেঁচে রয়-মুক্তিকাংখীদের মনে। চেতনার অন্য নাম হয়ে যায়- সে নাম।

ভাল থাকুন।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

বাংলার অধম বলেছেন: সুশীল নামধারী হিজড়েদের প্রতি, রাষ্ট্রের প্রতি (+++++++++)

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

আমজনতার নামে
আমজনতার দোহাই দিয়ে
আমজনতাকে বাদ দিয়ে

বিদেশী লেজে স্বদৈশী কুকুরের নাচন!!!!!ধিক! শত ধীক!!!

গোলটেবিল বৈঠক হোক কৃষক শ্রমিক কে নিয়ে

মধ্যস্থতা করবে ছলিমদ্দিন, কলিমদ্দিন আর জনতার প্রতিনিধি। তাদের সাথে বৈঠকে বসার জন্য সকল প্রকৃত দেশপ্রমিক দলের প্রতি আহবান রইল।

বিদেশীরা আমাদের মেহমান।

তাদের সম্মান করব। আপ‌্যায়ন করব।

কিন্তু আমার ঘরের শালিশ মিটাতে কেন????????


এইটুকুন আত্মবিশ্বাস, আত্বমর্যাদা নেতাদের মাঝে নেই!!!!

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় হায় হায়!!!

যাদের জন্য দেশ, যাদের দিয়ে দেশ, যাদের নামে দেশ
সেই আমজনতারে কেউ জিগায়ইনা!! তোমাদের কি মত?
সমাধান খুজে বৈদেশীগো কাছে?????????

যা ভোট চাইতেও বৈদেশ যা। আইহস কালি ভোটের লাইগা! তগো বিদেশী বাপের কাছে না পাঠাইছি তো আর কি!!!!!!!! রাগে কাঁপে আইজু!!!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: যা ভোট চাইতেও বৈদেশ যা। আইহস কালি ভোটের লাইগা! তগো বিদেশী বাপের কাছে না পাঠাইছি তো আর কি!!!!!!!! রাগে কাঁপে আইজু!!!

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

পরিবেশ বন্ধু বলেছেন: এরা দেশের সন্তান নয় , এক একটা কুলাঙ্গার জানোয়ার
ক্ষমতার জন্য মানুষের রক্ত পান করে
স্বার্থসিদ্ধি করে নিজেদের আখের ফলায় , এদের সাথে যারা সম্পর্ক
রাখে চরিত্র একই ।।

১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অথচ ওরাই শাসক সেজে বসে আছে, ওরাই ভাগ্য বিধঅতা বনে গেছে
আজ টেনে হিচড়ে নামানো সময়.....
কিন্তু অনুতে পরমানুতে প্রতারণা
ভরসা যেন নিজেতেও নেই-মীরজাফরের বিষ নিশ্বাস চারিদিকে!

একটা তুমুল ঝড় হয়তো থামাতে পারে এই পাগলা রথ!! নইলে আর ভরসা কই!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.