নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

রানা প্লাজায় হাজার লাশ, গুম, ঝাকি তত্ত্ব!!!!!- লাটভিয়ায় ৫৪ জনের প্রাণহানির দায়ভার নিয়ে সরকারের পদত্যাগ!!

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১৭

আমাদের রানা প্লাজার বর্ষপূরণ হয়ে নিভৃতে চলে গেছে। স্বজনহারাদের আকুতি এখনো গুমঢ়ে ফিরছে বাতাসে! গরিবের মৃত্যুর কষ্টের পরেও কষ্ট থাকে-ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে সরকার তাদের দু:খে প্রলেপ দিয়ে আবার আরেক ক্ষতের সম্ভাবনার সৃস্টি করে রাখে....



আমরা সবাই সব জানি। তবু আবার স্মরণের কারণ আজকের একটা ছোট্ট খবর-

ভবন ধ্বসে মাত্র ৫৪ জনের মৃত্যুর দায় নিয়ে সরকার পদত্যাগ করেছে।

Click This Link



........সুপার মার্কেট-ভবন ধসে অর্ধশতাধিক ব্যক্তির প্রাণহানির ঘটনার পুরোপুরি দায়ভার নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লাতভিয়ার প্রধানমন্ত্রী ভালদিস্ দোমব্রোভ্‌স্কিস্। প্রধানমন্ত্রীর এই ঘোষণার মধ্য দিয়ে বালতিক অঞ্চলের ইউরোপীয় দেশটির ক্ষমতাসীন সরকারের পতন ঘটলো।



বুধবার প্রেসিডেন্ট আন্দ্রিজ বার্জিনসের সঙ্গে বৈঠকের পর পদত্যাগের এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী।



সরকারের পতনের ঘোষণা দিয়ে ভালদিস্ বলেন, ভবন ধসের বিয়োগাত্মক ঘটনা ও এর সকল ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে এখন পার্লামেন্টের সুস্পষ্ট সমর্থনে চাই একটি নতুন সরকার।



প্রেসিডেন্ট আন্দ্রিজ এ ঘটনাকে সরকারি অবহেলায় ‘হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করে বিদেশি বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত করানোর আহ্বান জানান।

------------------



আমাদের সরকার, সুশীল, মালিকপক্ষ সবই কি তবে আফ্রিকান জঙ্গলের চেয়েও নিম্ন স্তরে বসবাস করছে না!!!!!!????

পদত্যাগ দূরে থাক ঝাকি তত্ত্ব সহ কত শহ হাজার নাটক চলছে!!!!



আমরা কবে সভ্য হবো???????????

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হা হা হা না হেসে পাড়লা না ভাই............. এই আশা নিয়ে বাংলার মানুষ বেচে থাকতে পারে স্বপ্ন পূরন অনেক দূরে।

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই আশা আমরা করতে পারিনা বলেইতো তারা বাস্তবায়নের দায় বোধ করে না।

আগে আসুন আশা করতে শিখি!

মিনিমাম রাইটস টুকু হারিয়ে আমার বেঁচে থাককেই মিরাকল বলে খুশী হচ্ছি!
বাকী অধিকারতো দূরের বাদ্য!!

কিন্তু তা থেকে ঘুরতে হলে আমাদেরই স্বপ্ন দেখতে হবে।

আমাদের আগে আশা করা শিখতে হবে।

নইলে পূলণ হবে কিভাবে?

২| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২৮

আমাবর্ষার চাঁদ বলেছেন: এই গুলা আসলে আমাদের দেশের জন্য বড় জোকস............. :-0 :-0

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ হয়তো জোকস!!

কিন্তু কালতো আমি আপনি আমরাই কেউ উপরে যাব। দায়িত্ব নেব!!!

যদি স্বপ্ন টুকুও দেখতে না পারি-কাজে প্রমাণ করবে কিভাবে???

৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩২

তিক্তভাষী বলেছেন: আমরা কবে সভ্য হবো?

কঠিন প্রশ্ন। যতদিন কল্পনা করা যায়, ততোদিনে যে নয় সেটা নিশ্চিত।

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: যত কঠিনই হোক। এই কঠিনেরে করিব জয়!

চলূন না আজ থেকেই শুরু হোক বদলে যাবার। চেতনায়, মনে, মননে...

সেদিন নিশ্চয়ই খুব দ্রুত কাছে আসবে!!

৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৩

ক্যপ্রিসিয়াস বলেছেন: আমাদের সরকার, সুশীল, মালিকপক্ষ সবই কি তবে আফ্রিকান জঙ্গলের চেয়েও নিম্ন স্তরে বসবাস করছে না!!!!!!????
পদত্যাগ দূরে থাক ঝাকি তত্ত্ব সহ কত শহ হাজার নাটক চলছে!!!!

আমরা কবে সভ্য হবো???????????


আর কবে?????????????সেই দিন কি আসবে??????????????

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিশ্চয়ই আসবে।

যেদিন আমরা আমাদের পরিকল্পনা মতো চলতে শিখব। আমরাই আমাদের নীতি নির্ধারন করতে পারব। আত্ম মর্যাদা আর আত্মাভিমান আমাদের ঋদ্ধ করবে....

৫| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

ঢাকাবাসী বলেছেন: সভ্য হবো? সে গুড়ে বালি আর আসলে সেরকম কোন সম্ভাবনাই নেই। বরং হয়ত বলে বসবে এরকম মৃত্য হয়েছিল বলেই জনসংখ্যা নিয়ন্ত্রনে আমাদের সাফল্য দারুণ।

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসম্ভব নয়!!!

আর তারচে বড় আমাদের ভীরুতা! আমাদে নিস্পৃহতা!!

আমাদের নীরবতা সম্মতি হিসেবে অন্যায়কেই দৃঢ়ভাবে প্রথিত করছে এই মাটিতে!

আমরা মুক্তিযুদ্ধের চেতনা বেঁচি কিন্তু বিয়ের বাজারে রাজাকারের ছেলেতেও অরুচি নেই!!!

আমরা নীতির বাক্য পাঠ করি গলঅর রগফুরিয়ে-কিন্তু দূর্নীতিবাজের ছেলে বা মেয়েতে গদগদ!!!!!

আমরা ধর্মের অবতার সাজি বক্তৃতায়-বাস্তবে স্বার্থের পিছে সারাটা জীবন কাটিয়ে!!!!!

এই দ্বৈ-রথ, দ্বী-মূখিতা ছাড়তে হবে। চোর হলে বড় চোর হও সাধূ হলে সেরা সাধূ....

তবে যদি কোন আশার প্রদীপ জ্বলে..................

৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৯

ভালোর দলে বলেছেন: সালটা মনে হয় ২০০৭, ফ্রান্সে প্রদর্শনের জন্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাঠানো নিয়ে তুমূল বিতর্ক। বিমানবন্দরেই চুরি হয়ে গেল কিছু নিদর্শন। আর সংশ্লিষ্ট উপদেষ্টা জানালেন ব্যক্তিগতভাবে তাঁর দায় নেই। কিন্তু মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দায় তাঁকে নিতেই হচ্ছে। কাজেই তিনি পদত্যাগ করছেন।

যারা মনে করেন আমরা সভ্য নই, তাদের বলছি বাংলাদেশের অধিকাংশ মানুষই সভ্য। এ মানুষগুলোর ব্যর্থটা এটাই যে তারা তাদের মধ্য থেকে সভ্যদের নেতা বানাতে পারছে না। বাংলাদেশে যা কিছু অর্জন, ৪৭ এ পাকিস্তান, ৫২-এ রাষ্ট্র ভাষা, ৭১ এ বাংলাদেশ, সবকিছু সাধারণ মানুষের চেষ্টার ফলেই হয়েছে। রাজনীতিবিদরা সময় সময় স্রোতের অনুকূলে নৌকা রেখে কৃতিত্ব দাবি করেছেন। তাদের এক ফোঁটা অবদান নেই এদেশে।

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি যা বলছেন তা আমিও জানি!

কিন্তু বলুন সেই ছাত্রের কথা কে মানবে- যে বলে আমিতো সারাদিন পড়ি- কিন্তু পরীক্ষায় ফেল!!!!!!

তাহলে হয় তার পড়া হচ্ছে না, নয় তার কথা সত্য নয়!

আমাদের নেতৃত্বই যখন আন্র্তজাতিক ভাবে আমাদের আইডেন্টিটি-তখন আমরা ফেল করার দলেই পড়ি!!!!!

৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

ক্যপ্রিসিয়াস বলেছেন: ভালোর দলে বলেছেন:যারা মনে করেন আমরা সভ্য নই, তাদের বলছি বাংলাদেশের অধিকাংশ মানুষই সভ্য। এ মানুষগুলোর ব্যর্থটা এটাই যে তারা তাদের মধ্য থেকে সভ্যদের নেতা বানাতে পারছে না। বাংলাদেশে যা কিছু অর্জন, ৪৭ এ পাকিস্তান, ৫২-এ রাষ্ট্র ভাষা, ৭১ এ বাংলাদেশ, সবকিছু সাধারণ মানুষের চেষ্টার ফলেই হয়েছে। রাজনীতিবিদরা সময় সময় স্রোতের অনুকূলে নৌকা রেখে কৃতিত্ব দাবি করেছেন। তাদের এক ফোঁটা অবদান নেই এদেশে।
আপনার কথার সাথে ১০০% একমত, বলুনতো আজ দেশের এ অবস্তা কেন?

দেখুন আজকের ডয়েচে ভেলে এর নিউজ জার্মানিতে প্রধান দুই দল জোট গঠনে একমত । কিছুদিন আগে নির্বাচন হল এখানে, কোন মিছিল মিটিংতো পোস্টার দেখলামই না, আর লাশতো দুরের কথা। ক্ষমতার লোভকি এদের নেই, নাকি এদের দেশপ্রেম কম ? নাকি এরা অসভ্য।

২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা মন্দ দেখে দেখে, ভাল না পেতে পেতে ভুলতেই বসেছী ভালর কি রুপ!

সভ্যতার কি চেহারা!!!!!

৮| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

মদন বলেছেন: সব সম্ভবের দেশ

২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেখে শুনেতো তাই মনে হয়!!!!!!!!!!!!!!!!!!!!

সংবিধঅন থেকে শুরু করে সব কিছুতেই অভুতপূর্ব সব ঘটনায় ক্রমাগত রেকর্ড গড়ে চলেছি!!! ;)

৯| ২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

ড. জেকিল বলেছেন: লজ্জা নামক বৈশিষ্টটা অনেক আগেই হারিয়ে গেছে।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো দেখা যাচ্ছে!!!!


জাতি হিসাবে এর জন্য অনেক পস্তাতে হবে ভবিষ্যতে।

১০| ২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

অপরাজিত একজন বলেছেন: এখানেই একজন মানুষ এবং কুকুরের প্রার্থক্য ।

মানুষ যিনি তিনি মানুষের মত কাজ করেছেন আর যিনি কুকুর তিনি কুকুরের মত কাজ করেছেন ।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এত নীচে নামালেন!!!!!!!!!!!!!

কুকুরও কিন্তু যে একবার আশ্রয় দেয় খাওয়ায় তাকে দেখলেই আনুগত্য দেখায়, লেজ নাড়ে...

এরা মনে হয় তার চাইতে ভিন্ন কিছূ!!!!

১১| ২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

অপরাজিত একজন বলেছেন: পার্থক্য বানানটি ভুল হয়ে গেলো ।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওকে।

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অথচ সারা দেশে লাশের পর লাশ পড়ছে- নির্বিকার সরকার!!!

তাদের একঘুয়েমি, কথিত আইনের কথা বলা...

আরে আইনতো মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়..

যুগে যুগে কালে কালে মানুষই আইন বানিয়েছে

আর এখন আইনের দোহাই দিয়ে মানুষ হত্যা করছে -উভয়েই!!!

পদত্যাগতো ভদ্রতা, বিবেকের দায়- তারা দু:খ পর্যন্ত প্রকাশ করে না- উপরন্তু হাস্যকর মিথ্যা বিবৃতি- আমি প্রধানমন্ত্রীত্ব চাইনা- দেশের মানুষের শান্তি চাই.....মূখ মূখেই--

কাজে ক্ষমতাকে যে কোন মূল্যে আকড়ে থাকা!!!!!

এর শেষ কোথায়????????????????????????????

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা মন্দ দেখে দেখে, ভাল না পেতে পেতে ভুলতেই বসেছী ভালর কি রুপ!

সভ্যতার কি চেহারা!!!!!

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬

সপ্ন বিলাস বলেছেন: ভাই কি বলব বুজতাসিনা........ শুধু বলব আমরাই শুয়রের এর বাচ্চা

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা মন্দ দেখে দেখে, ভাল না পেতে পেতে ভুলতেই বসেছী ভালর কি রুপ!

সভ্যতার কি চেহারা!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.