নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা দল চাই-
একদল দেশপ্রিমকে পরিপূর্ণ ।
যারা মুছে দেবে সকল বিভাজন।
শুধু দেশ, দেশ মাতৃকা আর জনতার প্রতি
যাদের সকল দায়বদ্ধতা।।
যারা হাজার বছরের ইতিহাসকে শ্রদ্ধায়
পক্ষপাতহীন তুলে আনবে
হৃদয়ে- হৃদয়ে- শক্তি, চেতনা
আর আত্ম পরিচয়ের বীজ হিসেবে।
সেই পুন্ড্র, রাঢ় সমতট থেকে
বখতিয়ার খিলজি হয়ে
সিরাজের বাংলার পথ ধরে
তিতুমির, মজনু শাহ, সূর্যসেন..
সরোয়ার্দি,শেরে বাংলা, ভাসানি,
যারা জাতির পিতাকে
জাতির পিতা বলবে অবলীলায়!
বুক ফলিয়ে, গর্বে, দৃঢ় উচ্চারনে।
আবার নিঃসংকোচে
আলোচনা করবে তার প্রশাসনিক
শাসনতান্ত্রিক ভুলচুক। তাবেদার
চাটুকারের চাটামিতে, দেশীয়
আন্র্তজাতিক ষড়যন্ত্রে -দেশ পরিচালনায়
ব্যর্থতাকে আড়াল করতে
মিথ্যার প্রয়োজন বোধ করবেনা।
কারণ দোষে গুনেই মানুষ।।
জাতির পিতার তিরোধানে
সুবিধাবাদী দলীয়দের আড়াল করতে
কোন মিথ্যার দেয়াল প্রয়োজন নেই;
সত্য স্বীকার না করলেই তা মিথ্যা হয়ে যায় না্।
সেই দুর্যোগের পক্ষপাতহীন সত্যকে তুলে আনবে
জাতির অগ্রগতির স্বার্থে, নির্মোহ, খাদহীন সত্য।
৭১এ জিয়াউর রহমানের সেই সাহসী সিদ্ধান্ত
কোন চাটারের চাটামিতে মিথ্যা হবেনা,
তাকে তাঁর স্থানে রাখবে, দাড়ি, কমা
কিংবা কথ্য প্যাচের ফুলঝুড়িতে নয়
সাবলিল, যেমন ছিল কালুর ঘাটের ঘোষনা
সময়ের প্রয়োজনে বুলন্দ, বজ্রকঠিন
সাহসের আশ্বাস ৭ কোটি জনতার ।
আবার তাঁর ভুলকেও অবলীলায় স্বীকারে
মাহাত্ব কমেনা, বরং বাড়ে।
অন্ধ আনুগত্যের চেয়ে চাই
বিদ্রোহী বন্ধু।
চাই ভবিষ্যতের স্বপ্ন দেখা নেতা
শুধু কথার কচকচানিতে নয়-
বাস্তবের ভিটিতে দাড়িয়ে
দূর স্বপ্নকে সত্য আর কর্মযোগে
সত্যে পরিণত করবে- বাংলার মাহাথির হয়ে।
বন্ধুত্বের আড়ালে শোষনকে যে শোষন বলতে পারে
কৃতজ্ঞতার নামে যে মাথা নত না করে
শত্রুর রক্থচক্ষুর সামনে যে ড্রাগন চোখ করে তাকায়
স্বার্থ লোভ মোহ হীন- আত্ম পরিচয়ে উজ্জীবিত...
আমাদের কি নেই?
আছে ৩২ কোটি হাত।
আছে প্রকৃতির অফুরন্ত ভান্ডার
আছে অঢেল খনিজ,
আছে দিগন্তহীন বঙ্গোপসাগর.....
আর কি চাই?
শুধু চাই দেশপ্রমিক, দেশদরদি নেতা।
আমরা এগিয়ে যাব মিলেনিয়ামের পথে-
আমাদের গর্বিত সত্য ইতিহাস নিয়ে
আমাদের মেধা মনন আর প্রেম বিশ্বখ্যাত।
সাফল্যতো আমাদেরই।
১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
এই সত্য সবার মধ্যে প্রতিষ্ঠীত হোক।
২| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: শুধু চাই দেশপ্রমিক, দেশদরদি নেতা।
আমরা এগিয়ে যাব মিলেনিয়ামের পথে-
সময়ের সত্য লেখা
বহুদিন পরে নিকে বিদ্রুহী ভৃগু
আরেক টি বিপ্লব চাই আর চাই জাতীয় এক্য ।।
১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঐক্যের বিকল্প কিছু নাই।
কিন্তু আমরা জাতিগত ভাবে ১৮০ ডিগ্রি ইউটার্ন নিয়ে কিভাবে এগিয়ে যাব?
আর তাইতো ৪২ বছর পরও আমরা সর্বজনগ্রাহ্য সত্য একটা ইতিহাস গ্রন্থ খুজে পাইনা- দলীয় পুস্ক সমূহ ছাড়া!!!
এই বিভাজন এখনই দূর না করলে এগিয়ে যাওয়া দুরুহ হবে বৈকি!
৩| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: যারা হাজার বছরের ইতিহাসকে শ্রদ্ধায়
পক্ষপাতহীন তুলে আনবে
হৃদয়ে- হৃদয়ে- শক্তি, চেতনা
আর আত্ম পরিচয়ের বীজ হিসেবে।
কোথায় সেই দেশপ্রমেকি? কোথায় সেই দল???
১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: বন্ধুত্বের আড়ালে শোষনকে যে শোষন বলতে পারে
কৃতজ্ঞতার নামে যে মাথা নত না করে
শত্রুর রক্থচক্ষুর সামনে যে ড্রাগন চোখ করে তাকায়
স্বার্থ লোভ মোহ হীন- আত্ম পরিচয়ে উজ্জীবিত...
৪| ১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
ঢাকাবাসী বলেছেন: ভাল কবিতা হল, ঠিক আছে। তবে কথা যা বলেছেন তা আর সম্ভব না , সিম্পলি অসম্ভব, কষ্ট কল্পনা। ধন্যবাদ।
১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
এই অসম্ভবের মাঝেই যে লুকানো জাতি সত্তার ভবিষ্যত সাফল্য!
তবে কি আমরা এভাবেই এগিয়ে যাব- বিভাজিত, ন্যাংড়া, অথর্ব, পিছিয়ে পড়া এক জাতি হিসাবে??
৫| ১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাংলা দেশীরা মাঝে মাঝে বাঙ্গালীদের সন্মান দিয়ে কথা বললেও , বাঙ্গালিরা বাংলাদেশীদের অসন্মান করেই আনন্দ পায় ।
'''সাফল্যতো আমাদেরই। ''
১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: এটা সত্য বটে
এরপরও একদিন সব সমস্যার সমাধান হয়; এটার কি হবে না?
আমাদের সেই সাফল্যকে ধরে রাখতেই হবে
৬| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৮
আম্মানসুরা বলেছেন: অন্ধ আনুগত্যের চেয়ে চাই
বিদ্রোহী বন্ধু।
১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
যে আমাকে সঠিক পথের জন্য শাসন করবে, বিদ্রোহ করবে, সেইতো ভাল তার চেয়ে যে জ্বি হুজুরী করে আমার ধ্বংস জেনেও অন্ধ সমর্থন আনগত্য দেখাবে তার চেয়ে- নয়!!
ধন্যবাদ।
৭| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২২
মোমেরমানুষ৭১ বলেছেন:
+++++
আমরা কি পারি না সমস্ট ভেদাভেদ ভুলে কোন ধরনের তথ্য বিকৃতি করে একটি সোনার দেশ গড়তে?
২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের যে পারতেই হবে।
চাই শুধূ একজন উদ্যাক্তা। সত্য সঠিক সাহসী নির্ভিক।
সময় লাগবে হয়তো তবে অসম্ভব নয়।
আর আমরা না পারলেও ইতিহাস কিন্তু আপনাতেই সেই পথে নিয়ে যাবে। যাবেই।
কারণ কেউতো অমর নয়!!!!
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৩
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:
মথ্যা দূরীভুত হোক।
আমার জাতীয়তা বাংলাদেশী,
যে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান।
আমি স্বাধীন বাংলাদেশের নাগরীক,
যে দেশের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
এই সত্য সবার মধ্যে প্রতিষ্ঠীত হোক।