নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

অধিকারের আদিল কেন কমিশনের মিজান হলেন না???!!!!

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৪

অধিকারের আদিল কেন কমিশনের মিজান হলেন না???!!!!





তবেই তো ল্যঠা চুকে যেত!!!







সময় মতো ডুব!!







আবার সময় মতো সরকারী প্রেসনোট পাঠ!



ব্যাস মানবাধিকারের গুপ্ত কেশ ফেলানোর তৃপ্তির কর্পোরটে ঢেকুর তুলে আলীশান বাড়ী গাড়ী, এড়ানো যেত গ্রেফতারি!!!



সত্য বলবে কে তবে???



আর সত্য কবে বিনা বাঁধায় প্রতিষ্ঠিত হয়েছে?



নিশ্চয়ই মিথ্যা ধ্বংস হয়েছে হবে।

সত্য চিরদিন টিতে থাকে, থাকবে।





মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫১

নেয়ামূল হক বলেছেন: কারন সবাই বিবেক ভাড়ায় খাটায় না।

১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

কিন্তু ভাড়াটিয়ারা দেখৈননা কেমন নিরাপদে থাকে! আর বিবেকবানদের জন্য জেল জুলুম গ্রেফতারী!!!!

কিত মহান হাম্বাতন্ত্রে!!!

২| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৩

ধান শালিক বলেছেন: নেয়ামূল হক বলেছেন: কারন সবাই বিবেক ভাড়ায় খাটায় না

১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাগ্যিস! নইলে দেশের কি হাল হত! ভাবুন!!

৩| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৮

নানাভাই বলেছেন: কারন..... সবাই মিজান না, দুনিয়াতে আদিলরা ও আছে।

১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আদিলরা । আছে বলেই মিজানদের চেনা যায়!!!!!!

৪| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৫

মোমেরমানুষ৭১ বলেছেন: সবাই মিজান না, দুনিয়াতে আদিলরা ও আছে।

১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াহ!!!

হাজার লাখো কথা এক দৃষ্টিতেই ফুটে উঠেছে!!!

ধন্যবাদ

৫| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৩

মেহেদী হাসান '' বলেছেন: নেয়ামূল হক বলেছেন: কারন সবাই বিবেক ভাড়ায় খাটায় না।

খাঁটি কথা!

১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সবাই খাটায়না বলেই আলো আর ।াঁধার পৃথক করা যায়!

সাদা আর কালৌকে এখনও চিহ্নিত করা যায়!!

কিন্তু ভয় হয় যেভাবে ভাড়াটিয়ার সংখ্যা বাড়তেছে- ভবিস্যতে কি হবে?

৬| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৭

ভিটামিন সি বলেছেন: মেহেদী হাসান '' বলেছেন: নেয়ামূল হক বলেছেন: কারন সবাই বিবেক ভাড়ায় খাটায় না।

১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি!

বিবেকবানদের সংক্যা বাড়ুক দেশের কল্যানে এই প্রার্থনা!

৭| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৯

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: নানাভাই বলেছেন: কারন..... সবাই মিজান না, দুনিয়াতে আদিলরা ও আছে।

১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আছে বলেই আলো আর আঁধার পৃথক করা যায়!

সাদা আর কালৌকে এখনও চিহ্নিত করা যায়!!

কিন্তু ভয় হয় যেভাবে ভাড়াটিয়ার সংখ্যা বাড়তেছে- ভবিস্যতে কি হবে?

৮| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩০

ঢাকাবাসী বলেছেন: আদিলরা যুগে যুগে মারই খেয়ে গেল আর মখা মিজানরা মজা লুটে গেল।

১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: নবাবরা মার খেলেও ভক্তি পায়!
মিরজাফরেরা ভোগ করলেও ঘৃনাই সম্বল!!!!!!!

৯| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৩

নীল_সুপ্ত বলেছেন: এটাই মূল কথা...

১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ :)

১০| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

দুরন্ত-পথিক বলেছেন: নেয়ামুল হক এর সাথে শত ভাগ সহমত । তাই বিবেক বান মানুষের সংখ্যা কম । যারা বিবেক বান তারা এই সরকারের প্রিয়ভাজন না । তাই এর রকম রিমান্ডের জন্য নিতে আসে তাদের।

১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ আপনাকে এবং সরকারকেও খানিকটা!

কারণ রিমান্ডে না নিতে আদেশ দিয়ে মিনিমাম বিবেকটুকু প্রদর্শনের জন্য!

আম্রিকার চাপ বা জনমতের প্রতিক্রিয়া কারণ যাই হোক না কেন ;)

১১| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৫

হায়দার সুমন বলেছেন: ঢাকাবাসী বলেছেন: আদিলরা যুগে যুগে মারই খেয়ে গেল আর মখা মিজানরা মজা লুটে গেল।


সহমত

১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: নবাবরা মার খেলেও ভক্তি পায়!
মিরজাফরেরা ভোগ করলেও ঘৃনাই সম্বল!!!!!!!

ধন্যবাদ।

১২| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৩

তাসজিদ বলেছেন: এত honest হলে লিস্ট প্রকাশ করুক। সে সাহস ত নেই। কারন তাহলে ত ভণ্ডামি প্রকাশ পেয়ে যাবে।

বিদ্রোহী ভৃগু নাম নিলেই বিদ্রোহী হওয়া যায় না।

২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: লিষ্ট প্রকাশ করার যে ৩ টি শর্ত দিয়েছে দলকানা না হয়ে স্রেফ মানুষ হিসেবে বলুন- কোনটি ইগনোর করার মতো!!

যেই দেশে ইলিয়াস আলির মতো নেতা গুম হবার পরও কোন খবর হয় না!!! সেই দেশে ঐ আম নাগরিকদের কি ভরসা!!!???

তাই নিজেকে আরেকবার আয়নায় দেখুন!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.