নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

হরতাল, তত্ত্বাবধায়ক, ক্ষতিপূরণ--জণগণের ৯৫ হাজার কোটি টাকারও বেশী ব্যায়ে যে বিধান পাস হল তা কেন জনরায় বা গণভোট ছাড়াই বাতিল করা হল??? আইজুদ্দির কুইচ্চেন!!!!!!!

২৬ শে জুন, ২০১৩ রাত ৯:১৩

একদিনের হরতালে দেশের ৫৫০ কোটি টাকার সরাসরি ক্ষতি হয়ে থাকে। তবে দীর্ঘ মেয়াদে ক্ষতির পরিমাণ আরো বেশি। কারণ হরতালের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ও বিদেশি বিনিয়োগের যোগসূত্র রয়েছে।



প্রতিদিনের হরতাল অবরোধে বাংলাদেশের অর্থনীতিতে ক্ষতি হচ্ছে জিডিপির ০.১২ শতাংশ৷ এ জন্য পোশাক শিল্প খাতেই প্রতিদিন ক্ষতি হচ্ছে ৩৬০ কোটি টাকা৷ এছাড়া চট্টগ্রাম বন্দর শুধু একদিন বন্ধ থাকলে সরকারের রাজস্ব বাবদ ক্ষতি হয় প্রায় তিন কোটি টাকা৷ বন্দরে কন্টেইনার খালাসের অনুমোদনের তুলনায় খালাস হচ্ছে খুবই কম৷ বন্দরে রেকর্ড পরিমাণে কন্টেইনার জট সৃষ্টি হওয়ায় আমদানি-রফতানি বাণিজ্য অচল হয়ে পড়ে৷



2.

বিজিএমইএ সূত্র অনুযায়ী, সাম্প্রতিককালে ঘন ঘন হরতাল হওয়ায় এ যাবৎ প্রায় ১৫টি কারখানার ২২ লাখ মার্কিন ডলারের রপ্তানি অর্ডার বাতিল হয়েছে। হরতালের কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজীকরন করতে না পারায় ক্রেতারা রপ্তানিকারকদের কাছে প্রায় ৭ লাখ মার্কিন ডলার ডিসকাউন্ট দাবি করছেন এবং বিমানে করে পাঠাতে হয়েছে প্রায় ১৭ লাখ ডলার মূল্যমানের পোশাক।



এরকম খুজলে হাজার লাখো তথ্য প্রমাণ আছে সবার কাছেই। হরতালে কি ভয়াবহ ক্ষতি হয় দেশের, জনগণের উন্নয়নের।

তাই আমরা হরতাল চাইনা।



তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়া আওয়ামীলিগ হরতাল দিয়েছিল ১৭৩ দিন!!!!!!

এইবার একটা সাধারন হিসার করেন-

গড় ক্ষতি সাড়ে পাঁচশো কোটি টাকা ধরে তার পরিমান কত?

৯৫১৫০ কোটি টাকার ক্ষতি স্বীখার করে যেই তত্ত্ববধায়ক সরকারের দাবী পূরণ হলো এবং তার অধীনে নির্বচান হচ্ছে। নানা দাভী-পাল্টা দাবীর পরও জনগণ সহ দেশ বিদেশেও প্রশংসিত হচ্ছে- তখন এই ধারাবাহিকতাকে বাদ দিতে আদালতের আদেশও আংশিক মেনে তা সংসদে একক সংখ্যাগরিষ্ঠতার জোরে আওয়ামীলিগ বাতিল করে দিল!!!!!!!



এক্ষনে আমজনতার প্রতিনিধি আইজুদ্দিনের সামথ্য নাই যে মামলা করে; কিন্তু আফসোস- যে দেশে কেউ কি নাই- সরকারকে রুল জারি করায়- জণগণের ৯৫ হাজার কোটি টাকারও বেশী ব্যায়ে যে বিধান পাস হল তা কেন জনরায় বা গণভোট ছাড়াই বাতিল করা হল।

এবং যদি দলীয় বিবেচনায় বাদ হয়ে থাকে তবে সরকার বা ঐ দল কেন রাষ্ট্রকে সমপরিমান টাকা ক্ষতিপূরন দেবে না- ৭দিনের মধ্যে জবাব চেয়ে একটা রুল জারি করায়!!!!



আম জনতার কপালে বাঁশ। নইলে কি আর এমন হয়?

সবই তাদের নামে হয়; কিন্তু মূলাটা ঝুলে সারা জীবন আর ফল ভোগ করে সুবিধাবাদী কয়জনা। আবার সবচে মজার করুন ট্যাজিডি হয় তাদেরকে এই আমজনতাই নির্বাচিত করে!!!!!!!!!

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৩ রাত ৯:৫১

মাজহারুল হুসাইন বলেছেন: এক্ষনে আমজনতার প্রতিনিধি আইজুদ্দিনের সামথ্য নাই যে মামলা করে; কিন্তু আফসোস- যে দেশে কেউ কি নাই- সরকারকে রুল জারি করায়- জণগণের ৯৫ হাজার কোটি টাকারও বেশী ব্যায়ে যে বিধান পাস হল তা কেন জনরায় বা গণভোট ছাড়াই বাতিল করা হল।
এবং যদি দলীয় বিবেচনায় বাদ হয়ে থাকে তবে সরকার বা ঐ দল কেন রাষ্ট্রকে সমপরিমান টাকা ক্ষতিপূরন দেবে না- ৭দিনের মধ্যে জবাব চেয়ে একটা রুল জারি করায়!!!!

২৬ শে জুন, ২০১৩ রাত ১১:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি!

েকাথাও কেউ নাই????

২৭ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: জবাব দিহীতা, স্বচ্ছতা, সততা ওয়াদা সব কাগুজে হয়ে গেছে.. কিংবা শুধু বলার জন্য বলা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২| ২৬ শে জুন, ২০১৩ রাত ১০:৩২

ঢাকাবাসী বলেছেন: আম্লীঘের সব মিটিং নেত্রী সরকারী গনভবনে বসেই করেন যা সম্পুর্ণ বেআইনী।

২৭ শে জুন, ২০১৩ রাত ১:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এমা আপনি কি কলেন?

তিনারাইতো আইন! ১ টাকার কাহিনী ভুলে গেলেন????

তবে জনতার বিচার একদিন------------তবুও মানল কই!!!!

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: এমা! সব দেখি ঠান্ডা মাইরা গেল!!!!!

ঘটনা কিতা?

৩| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩০

মদন বলেছেন: :-/

২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: এহ্ কানলে কেউ অধিকার দেয়?

এ জনতার অধিকার।.....নয় কি?

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: চলুন জাগি নজরুলের সেই গানে-

আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে
নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে!!!!

৪| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:৪৪

রাজু মাষ্টার বলেছেন: সবাই করে গুতাগুতি
আর চিপাই পইরা কান্দি আমরা মাঙ্গো পিপল /:) /:)

০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা মাঙ্গো পিপল থাকলে নিয়তি এইই থাকবে!!!

চলুন জাগি নজরুলের সেই গানে-

আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে
নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে!!!!

কিংবা
এমনে না দিলে কাইড়া নিমু আমি আমার অধিকার


অথবা
রবি ঠাকুরের ঐ ইশারায়
ওরে সবুজ ওরে আমার কাঁচা
আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা ;)

৫| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:৩২

রাজু মাষ্টার বলেছেন: ;) ;) ;) ;) ;) ;)

০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :):)

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

৬| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আম জনতার কপালে বাঁশ। নইলে কি আর এমন হয়?
সবই তাদের নামে হয়; কিন্তু মূলাটা ঝুলে সারা জীবন আর ফল ভোগ করে সুবিধাবাদী কয়জনা। আবার সবচে মজার করুন ট্যাজিডি হয় তাদেরকে এই আমজনতাই নির্বাচিত করে!!!!!!!!!

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়া আওয়ামীলিগ হরতাল দিয়েছিল ১৭৩ দিন!!!!!!

এইবার একটা সাধারন হিসার করেন-

গড় ক্ষতি সাড়ে পাঁচশো কোটি টাকা ধরে তার পরিমান কত?

৯৫১৫০ কোটি টাকার ক্ষতি স্বীকার করে যেই তত্ত্ববধায়ক সরকারের দাবী পূরণ হলো

--------- তা সংসদে একক সংখ্যাগরিষ্ঠতার জোরে আওয়ামীলিগ বাতিল করে দিল!!!!!!!

৭| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: যারা ব্যবস্থা বাতিলের পক্ষে দলকানা হয়ে পোষ্টের পর পোষ্ট দিচ্ছেন- তারা কি বলবেন- এই ক্ষতির দায় কেন আওয়ামীলীগ বহন করবে না?????

১১ ই মে, ২০১৪ সকাল ১১:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আম জনতার কপালে বাঁশ। নইলে কি আর এমন হয়?
সবই তাদের নামে হয়; কিন্তু মূলাটা ঝুলে সারা জীবন আর ফল ভোগ করে সুবিধাবাদী কয়জনা। আবার সবচে মজার করুন ট্যাজিডি হয় তাদেরকে এই আমজনতাই নির্বাচিত করে!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.