নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপডেট...
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১৭ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে ১৮ দলীয় জোটের সমর্থিত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল বিজয়ী হয়েছেন।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রায় ৩৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী।
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৭ হাজার ভোটের ব্যবধানে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে পরাজিত করে বিজয়ী হয়েছেন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনি বিজয়ী হয়েছেন প্রায় ৬০ হাজার ভোটের ব্যবধানে।
এমনই কি হবার কথা ছিল! এটা লীগও জানত। তারপরও এই জুয়া কেন খেলল!! বৃহত স্বার্থে ক্ষুদ্র কোরবানী?
সিটি নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং দলীয় সরকারের অধীন থাকার পরও বিরোধীরা জিতে আসায় তাদের নিরপেক্ষতা, প্রশাসনের ক্ষমতা ব্যবহার না করা - এই সকল যুক্তির সাথে জাতীয় নির্বাচনে দলীয় সরকারের অধীন করার যৌক্তিকতা প্রতিষ্ঠার মোক্ষম সুযোগই কি তারা কাজে লাগাল??!!
জনমত কি সরকারও বোঝে। তাইকি এই ট্রাম। যার ফলের উপর ভর করে জাতীয় নির্বচানে দেখাবে আসল ওভার ট্রাম!!!!!!!
কি জানি। সম্ভাবনা অনেক। সত্য একটাই।
চলুন অপেক্ষা করি। তবে আকল মন্দকে লিয়ে ইশারাই কাফি!!!
লেজেগোবরে না হয়ে সরকারের সঠিক সিদ্ধান্তই জাতিকে সুন্দর একটা নির্বাচন এবং প্রকৃত গণতান্ত্রিক ক্ষমতাবদলের মাধ্যমে দেশকে একটা সংঘাত সংঘর্ষ মুক্ত শান্তিপূর্ণ পটপরিবর্তন। যা তাদের ভবিষ্যতের জন্যও কল্যান বয়ে আনবে।
তারা স্বভাবিকতায়, স্বমূল্যায়নে নিজেদের ভুল স্বীকার করার সেই উদারতা দেখাতে পারবে কি?
অমরা অপেক্ষায়।
১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইভিএমের সকল বিষয়তো এখনো সামনে আসেনি!!!
আরেকটা বিষয় দেখা যেতে পারে- ইভিএম কেন্দ্র গুলোতে বৈষ্যম- ব্যবধান কতটুকু???
অন্য সকল কেন্দ্রের গড়ের চেয়ে যদি বেশী হয়- তখন বোঝা যাবে কাহিনী অন্য কুথাও
দেখা যাক। বিশ্লেষনের মাত্র তো শুরু।
২| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
নিষ্কর্মা বলেছেন: এমনই কি হবার কথা ছিল! এটা লীগও জানত। তারপরও এই জুয়া কেন খেলল!! বৃহত স্বার্থে ক্ষুদ্র কোরবানী
সহমত
১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
৩| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
ম্যাংগো পিপল বলেছেন: দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে বলেই ১৪দল এতো ভোট পেয়েছে। নিরপেক্ষ কারো অধীনে এবং আর্মি প্রটেকশনে নির্বাচন হলে এর ধারেকাছেও যেতে পারতো না।
১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইসরে এমনক রি কতি নাই....
তাদের কত কত সংস্থা। আপনি কি মনে করেন তারা জানে না!!!
প্রকৃত অবস্থা তারা আমার আপনার চেয়ে ভঅল জানে। জানে বলেই গালভরা কথা দিয়ে তাকে বদলাবার কতশত আয়োজন-যাহাকে বলে রাজনীতি
ধন্যবাদ।
৪| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
নষ্ট ছেলে বলেছেন: এই নির্বাচনে জিত্তা বিএনপির খুশি হওয়ার কোন কারণ নাই! বরং হারলেও আওয়ামী লীগ এক প্রকার খুশিই হইব। নিজেদের আন্ডারে জাতীয় নির্বাচন দেওয়ার জোড়ালো দাবি তুলতে পারব।
ক্ষমতায় থেকেও সিটি করপোরেশন নির্বাচনে হস্তক্ষেপ না করা লীগের এক ধরনের সেক্রিফাইস বলা যায়।
১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি। ইহাই বলা হইছে এই পোষ্টে!
........এটা লীগও জানত। তারপরও এই জুয়া কেন খেলল!! বৃহত স্বার্থে ক্ষুদ্র কোরবানী?????
দেখা যাক, কার কোরবানী কবুল হয়
৫| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
জাহিদ হাসান বলেছেন: নির্বাচনে বিএনপি জিতুক আর আওমীলীগ জিতুক ফলাফল ঘোড়ার ইয়া বড় আন্ডা । যেই লাউ সেই কদু ! জনগনের এক পয়সাও উপকার হয় না । ক্ষমতার হাতবদল হয় মাগার জনগনের ভাগ্য বদল হয় না । এই জন্য আমি যে দলই জিতুক মেজাজটা চরম খারাপ করে রাখি । আজকেও কপাল কুচকে আছে । আওমীগ এগিয়ে থাকলেও কপাল কুচকে রাখতাম ।
১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: এটা ভিন্ন প্রসংগ। রাজনীতির আধুনিকায়ন, বাস্তবতার সাথে তাদের দূরত্ব, নৈতিকতার প্রশ্নে রাজনীতিবিদদের মিনিমাম ষ্ট্যান্ডার্ডে নিয়ে আসার জন্য আমাদেরই খাটতে হবে।
আমরা যখন একজন লোভি, শোষক, দূর্নতিবাজকে প্যত্যাখ্যান করবো, তখন পরেরবার অন্যজন অন্তত ভাববে, সে কাকে কেন হারিয়ে আসল!!! নয়কি?
তবে আমাদের মৌলিক নেতৃত্ব নির্বাচন কৌশলটাই প্রশ্নবিদ্ধ। যেখানে অর্থ, আর চামচামী াগ্রাধিকার পেয়ে বসে আছে।
সেই স্থানে যোগ্যতা এবং সততা যেদিন পরিবর্তিত হবে সেই দিন হয়তো আপনার আর কপাল কুচকানো লাগবে না।
আপনার অনুরোধ রাখা হয়েছে
৬| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
মোমেরমানুষ৭১ বলেছেন: বৃহৎ স্বার্থে আওয়ামিলীগ এই নির্বাচনে স্বেচ্ছায় হেরে যেতে প্রস্তুত
১৫ ই জুন, ২০১৩ রাত ৮:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: খেলায় তেমনই আভাস দেখা যাচ্ছৈ
৭| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
খাটাস বলেছেন: বৃহত স্বার্থে ক্ষুদ্র কোরবান- সেরকমই মনে হচ্ছে, অথবা সত্যি ই জন সমর্থন দেখা হচ্ছে , যাতে ফাইনাল ম্যাচে বেবস্থা নেয়া যায়।
১৫ ই জুন, ২০১৩ রাত ৮:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: এখন দেখা যাক- সেমি ফাইনালের আসল ফলাফল কি আসে !
তারপর অপেক্ষা!!!
৮| ১৫ ই জুন, ২০১৩ রাত ৮:১২
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: আগে ছিল বিএনপি-জামায়াত জোট।
আর এখন জামায়াত-বিএনপি জোট।
এ কারনে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি সামান্য ব্যবধানে হলেও হারবে বলে মনে হয়।
১৫ ই জুন, ২০১৩ রাত ৮:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই.. আপ্নের জন্য একখান লিংকু..
দেখেছেন কিনা জানিনা .. দেখতে পারেন..
জামাতকে দেয়ার বদলে জামাতের হাতেই উপ্তা খাবে এবার আওয়ামী লীগ, ৯৬ এবং ২০০১ এর পরে যেমনটা খেয়েছিলো বিনপি।http://www.somewhereinblog.net/blog/Onkar/29842245
৯| ১৫ ই জুন, ২০১৩ রাত ৮:১৮
নষ্ট ছেলে বলেছেন: পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: আগে ছিল বিএনপি-জামায়াত জোট।
আর এখন জামায়াত-বিএনপি জোট।
এ কারনে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি সামান্য ব্যবধানে হলেও হারবে বলে মনে হয়।
গতকাল পর্যন্ত সিটি করপোরেশন নির্বাচনে কে হারবে বলে আপনার মনে হত?
১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: @ পমএ আপনি ওঙ্কারের লিংকে ঘুরে আসতে পারেন......
তাদের ভাবনার ৩৬০ ডিগ্রি উল।টা ফলাফল তারা পেয়েছে।
সমস্যা হলো চাটুকারেরা নেতাদের মূল অবস্থা বুঝতে দেয় খুব কমই। এবং সময়কালে তারা সবার আগে সটকে পড়ে।
১০| ১৫ ই জুন, ২০১৩ রাত ৮:৫১
শিক্ষানবিস বলেছেন: শাহবাগ থেকে শাপলা চত্বর ঘটনাপ্রবাহ হল এই ফলাফলের কারণ।
হ্যা এমনি হওয়ার কথা ছিল। তবে ভোট অবাধ হলে পরাজয়ের ব্যবধান আরো বেশী হত।
১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না... আম জনতার রিএকশনের ধারে কাছেও সরকার পৌছতে পারে নি...
১১| ১৫ ই জুন, ২০১৩ রাত ৯:২১
ইকবাল পারভেজ বলেছেন: @পরাজিত মধ্যবিত্তের একজন:
আওয়ামী নেতা-কর্মী আর সমর্থকদের যে সামান্যতম শরম নাই সেইটা আরেকবার প্রমান করলা|
১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: তারা বারবার প্রমাণ দিয়েও নিজেরাই ভূলে যায়- গোল্ডফিশ মেমোরিতে.. কি আর করবেন
১২| ১৫ ই জুন, ২০১৩ রাত ১০:০৭
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
মেয়র ইলেকশনের সাথে সাধারন ইলেকশন কিছুটা ভিন্নতা আছে
এই নির্বাচনে সাধারনত মানুষ মনস্তাত্তিক ভাবে চাইবে ক্ষমতাসিনদের বলয়ের বাইরের কোন ব্যক্তি। যে দুর্নিতি করলে সরকার নিজেই চেপে ধরবে। এতে সিটি কর্পোরেশন দুর্নিতিমুক্ত থাকবে।
সাধারন নির্বাচনে এ জিনিসটা থাকবে না।
আসন্ন ঢাকা নির্বাচনে একই ফলাফল দেখা যাবে।
১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: উল্টাটাই বললেন বোধ করি।
বরং সরকারীটা চাওয়ার কথঅ এই জন্য যে তাহলে সরকারী বরাদ্ধ যাথাযথ আসবে এবং উন্নতির কিছূ আশা থাকবে...
কারণ বিগত হানিফের সময়ই দেখা গেছে সামান্য ব্যক্তিগত প্রতিশোধে পুরা ঢাকাবাসী অনেক ভঞ্চিত হয়েছিল!!!
সুতরাং আপনার কথা কেবলই শাক দিয়ে মাছ ঢাকা।
বরং বলুন- সরকারের যাবতীয় অবিচারের ছোট্ট প্রতিবাদ জনতার রায় জনতা দিয়েছে সিটি সমূহে।
জাতীয় নির্বাচনে যার আনুপাতিক হার বাড়বেই শুধূ। অন্যথার সম্ভবনা ক্ষীন!!!
দেখা যাক।
১৩| ২১ শে জুন, ২০১৩ দুপুর ২:০৭
একাকী বাংলাদেশি বলেছেন: ঐ বুঝেননা কি বুঝাইতে চাইছি আমার পোষ্টে??? এর চেয়ে আর কি বেশি খুইলা কমু?
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন:
দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে বলেই ১৪দল এতো ভোট পেয়েছে। নিরপেক্ষ কারো অধীনে এবং আর্মি প্রটেকশনে নির্বাচন হলে এর ধারেকাছেও যেতে পারতো না।
ধন্যবাদ।