নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

সিটি নির্বাচন, জনমত- নির্বাচন কমিশন -আমজনতা!!

১৪ ই জুন, ২০১৩ রাত ৮:১০

রাত পোহালেই সিটি নির্বাচন।



জনগণ তাদের রায় দেবে। তা যথাযথ ভাবে প্রতিফলিত হলেই কেবল গণতন্ত্রের প্রতিষ্ঠা সম্ভব।



এর মাঝে কত কথা, কত অভিযোগ। দলীয় দৃষ্টিকোনে কেউ অন্ধ সাফাই গাইছি! কেউ দৃঢ় প্রতিবাদ করছি।



কিন্তু এর মাঝে একটাতো সত্য। কারণ একই ঘটনায় একই সাথে সত্য দুটো হতে পারে না। সেই সত্যসত্য বিচারে জনমত জরিপ একটা বড় ফ্যক্টর। যদিও এটা কেউই পারত আমলে নেয় না নিতে চায় না। এবং গনতন্ত্রের মৌলিক শুভারম্ভটা এখানেই বাঁধা গ্রস্থ হয়।

চলুন সিটি নির্বাচন নিয়ে বেশ ক'টি পত্রিকা ঘেটে এই বিষয়ে যারা জরিপ করেছে তাদের ফলাফল দেখী..

বিডিনিউজ২৪.

প্রশ্ন-

ইসি দুর্বল?



সিটি কর্পোরেশন নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে বিএনপি বলেছে, স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী ভূমিকা পালন করতে পারছে না।আপনি কি তা মনে করেন?

ফলাফল: হ্যা ৭৫%, না ২৫%, মন্তব্য নেই-০



দৈনিক ইত্তেফাক:

অনলাইন জরিপ

আজকের প্রশ্ন

চার সিটি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। আপনি কি মনে করেন এই দাবি যৌক্তিক?

ফলাফল : হ্যাঁ ৮২%, না -১৮% মন্তব্য নেই -০.১%



দৈনিক কালের কন্ঠ:

অনলাইন জরিপ

আজকের প্রশ্ন

চার সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত বলে মনে করেন কি?



ফলাফল:

হ্যাঁ- ৮৪.১০%, না - ১৫.৮৬%, মন্তব্য নেই -০.০৪%



দৈনিক বাংলাদেশ প্রতিদিন

আজকের প্রশ্ন »

সিটি নির্বাচনে বিএনপির সেনা মোতায়েনের দাবি যৌক্তিক বলে মনে করেন কি?

ফলাফল :

হ্যাঁ -৮৮.২০%, না -১১.১৮% , মন্তব্য নেই-০.৬২%



(জরিপের ছবি গুলো কেন যেন নিচ্ছেনা!!!!!!!!)



এই মতামত কি নির্বাচন কিমশন বা সরকার ভেবে দেখেছেন।



আপনাদের সিদ্ধান্ত কি জনমতের পক্ষে না বিপক্ষে!!!





এই মতামত আর বাস্তবতার সঠিত চিত্র আমরা কালই দেখতে পাব্

তবে কথা থেকে যায়- যেই গণতন্ত্রের জন্য এত আয়োজন সেখানে যদি জনমতই মূল্যায়িত না হয়- তা নিশ্চয়ই ভবিষ্যতের পথকে মসৃন করবে না। বরং গনতন্ত্রের যাত্রা তখন হয়তো আর কন্টকাকীর্ণ হয়ে পড়তে পারে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৪৫

নীল_সুপ্ত বলেছেন: জরিপ ই বলে দিচ্ছে জনমতের প্রতিফলন !!

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: কিন্তু মানছে কে? না সরকার!!

না কথীত স্বাধীন নির্বাচন কমিশন!!!

২| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যেই গণতন্ত্রের জন্য এত আয়োজন সেখানে যদি জনমতই মূল্যায়িত না হয়- তা নিশ্চয়ই ভবিষ্যতের পথকে মসৃন করবে না। বরং গনতন্ত্রের যাত্রা তখন হয়তো আর কন্টকাকীর্ণ হয়ে পড়তে পারে।
যথার্থই বলেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.