নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতীয় সংসদে বিরোধী দলের এক নারী সদস্যের মুখে যে শব্দ নিয়ে এতো হৈ হল্লা, সেই ‘চুদুরবুদর’ শব্দটি আদৌ অশ্লীল কি না- তা খতিয়ে দেখার চেষ্টা করেছে ভারতের সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক আনন্দবাজার।
আর এই চেষ্টায় বাংলা একাডেমীর অভিধান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদেরও শরণ নিয়েছে পত্রিকাটি।
বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু গত রোববার সংসদ অধিবেশনে নিদর্লীয় সরকারের দাবি তুলে ধরতে গিয়ে নিজের জেলা ফেনীর আঞ্চলিক ভাষায় বলে ওঠেন, “তত্ত্বাবধায়ক সরকার নিয়া কোনো চুদুরবুদুর চইলত ন”।
সংরক্ষিত মহিলা আসনের এই সংসদ সদস্যের বক্তব্য নিয়ে সরকারি দলের সংসদ সদস্যরা প্রতিবাদমুখর হয়ে ওঠেন। রেহানা আক্তারের বক্তব্য ‘অশোভন’ দাবি করে তা কার্যবিবরণী থেকে বাদ দেয়ার আহ্বান জানান সরকারি দলের হুইপ আ স ম ফিরোজ।
এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ওই বক্তব্য ‘পরীক্ষা করে’ ৩০৭ বিধি অনুযায়ী কার্যবিবরণী থেকে বাদ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।
ভারতীয় বাংলাভাষী পাঠককে এই সংবাদ দিতে গিয়ে আনন্দবাজার লিখেছে, “চুদুরবুদুর গালাগালি নয়। তবুও বাংলাদেশের জাতীয় সংসদ উত্তাল হল এই একটি শব্দে। শ্লীল না অশ্লীল, তা নিয়ে দীর্ঘ বাদানুবাদ।”
‘চুদুরবুদুর গালি কি, বাংলাদেশে সংসদ উত্তাল’ শিরোনামে ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে তো বটেই, এ বাংলাতেও লঘু আড্ডায় চুদুরবুদুর আদৌ অপরিচিত শব্দ নয়।
“কলকাতার ভাষাবিদ পবিত্র সরকার বা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক নির্মল দাস, দুজনেরই অভিমত চুদুরবুদুর গ্রাম্য শব্দ, অশ্লীল কিছুতেই নয়। অর্থ বাড়াবাড়ি করা বা গড়িমসি করা।”
সাংসদ রেহানা আখতারের বিষয়ে আনন্দবাজারের পর্যবেক্ষণ, তার মুখ এমনিতেই ‘বেশ লাগামছাড়া’। সরকারকে আক্রমণ করতে তিনি যে সব বাছা বাছা শব্দের তীর ছোড়েন, তার একটা বড় অংশই পরে কার্যবিবরণী থেকে মুছে ফেলতে হয়।
অবশ্য রেহানার বলা এবারের শব্দটির মধ্যে ‘অশ্লীল’ কিছু খুঁজে পায়নি আনন্দবাজার।
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান নির্মল দাসকে উদ্ধৃত করে পত্রিকাটি লিখেছে, রেহানার ফেনী জেলার পাশেই ফেনী নদীর ওপারে ত্রিপুরার সাব্রুম জেলা। দু’পারের ভাষায়ও যথেষ্ট মিল । চুদুরবুদুর শব্দটি সেখানেও চালু।
“শব্দটিকে কিছুতেই অশ্লীল বলা যাবে না। তবে ঠিক, ভদ্রসমাজে তেমন ব্যবহার হয় না। উল্টোপাল্টা কাজ করা, নড়বড়ে থাকা, ইত্যাদি অর্থ ধরে এই শব্দের ব্যবহার।”
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, লেখক, গবেষক ও ভাষাবিদ অধ্যাপক পবিত্র সরকারও আনন্দবাজারকে বলেছেন, ‘চুদুরবুদুর’ গ্রাম্য শব্দ, অশ্লীল নয়।
এই শব্দের শুলুক সন্ধানে বাংলা একাডেমী থেকে প্রকাশিত বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান থেকেও উদ্ধৃত করেছে আনন্দবাজার।
“ওই অভিধানের প্রধান সম্পাদক ড. মুহম্মদ শহীদুল্লাহ। ওই অভিধানে চুদুবুদুর-এর তিনটি অর্থ দেওয়া হয়েছে। এক, বাড়াবাড়ি করা। সিলেট, পাবনা অঞ্চলে এই অর্থে ব্যবহার দেখা যায়। দুই, গড়িমসি। এই অর্থে ব্যবহার বেশি ময়মনসিংহ, ঢাকায়। তা ছাড়া এক ধরনের খেলাও রয়েছে, যার নাম চুদুরবুদুর।”
‘চুদুরবুদুর’ শব্দটি কোথা থেকে এলো- পবিত্র সরকারের কাছে তা জানতে চেয়েছিল আনন্দবাজার।
জবাবে তিনি বলেন, “এটা নিশ্চিতভাবেই অনার্য শব্দ। বাংলায় অনার্য শব্দের উৎস তিনটি। টিবেটো-বার্মান, অস্ট্রিক ও দ্রাবিড়। এরই কোনওটি থেকে এই ধ্বন্যাত্মক শব্দটি এসে থাকবে।”
সূত্র: বিডিনিউজ২৪
এইবার মাননীয় আওয়ামী সংসদ সদস্যগণ! বলুন চুদুরবুদুর নিয়া আর চুদুরবুদুর কইরবেন!!!!????
আর তাদের এই চিক্কুরে মনে হয়- সেই গপ্প- ভুতের মূখে রাম নাম। সারাজীবন যারা অন্যরে হিংসাত্বক, ঋনাত্বক, আক্রমনাত্বক, অহমিকা পূর্ন বাক্যে বক্তৃতাবাজি করে আসছে- যাদের মাননীয় হাইকোর্ট থেকে শব্দ চয়নে সতর্কতা দেয়া হয়েছে-রং হেডেড উপাধী সহ .. তারাই নাকি আইজ এক আঞ্চলিক শব্দ নিয়ে হামলাইয়া পড়ছে!!!!
কই যাই!!!!
১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হাসিয়েন না হাসিয়েন না....
এই চুদুর বুদুর এখন জাতীয় ইস্যুতে পরিণত হইছে
তাই হাসলেও সাবধানে
----
হাসির জন্য ধইন্যা
২| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৪
ঢাকাবাসী বলেছেন: অনেকদিন পর বেশ মজা পেলুম, আপনাকে ধন্যবাদ।
১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ দিতে কিন্তু চুদুরবুদুর কির নাইক্যা
৩| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৪
আনমনা 007 বলেছেন: চুদুরবুদুর এর সুঠিক ব্যাখ্যা দিতে কর্তপক্ষ চুদুরবুদুর কুরলে আমরা তার সমলোচনা করিতে চুদুরবুদুর করিব না, এরকম গুরুত্বপূর্ন ইস্যু নিয়ে চুদুরবুদুর চলবে না
১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: চুদুরবুদুর না করি হাছা কথা কইছেন, তাই আপনেরেও ধন্যবাদ দিতে কিছুতেই চুদুরবুদুর করতে হারলাম না
মন্তব্যে কোন চুদুরবুদুর ছাড়াই সহমত
৪| ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
অবুঝ ম্যান বলেছেন: জোস লাগল। শব্দটার মানে আমিও জানতাম খারাপ বাট এখন আর মাননীয় সংসদ সদস্যা কল্যাণে...........................
১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ।
ধন্যবাদ দিতে কিন্তু চুদুরবুদুর করি নাইক্যা
৫| ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
ভারসাম্য বলেছেন: একবার একলোক ঢাকা থেকে চিটাগাং যাচ্ছিল অফিস করতে। পথে ফেনীতে কলেজের ছাত্ররা আন্দোলন-মিছিল করায় গাড়ি জ্যামে ছিল কয়েক ঘন্টা তাই অফিসে পৌঁছাতে দেরী হল। অফিসের বস জিজ্ঞাসা করায় সে বললো ফেনীতে ছাত্ররা গন্ডগোল করায় একটু দেরী হয়েছে। বস সেটা যাচাই করার জন্য তাকে জিজ্ঞেস করলো যে সেখানে কি স্লোগান দিচ্ছিল ছাত্ররা। সে এটা ওটা অনেক কিছু বলার পরও অফিসের বস বিশ্বাস করেনা। এই পর্যায়েই সেই লোকের আরেকটা স্লোগানের কথা মনে পড়ল। সে বলল ছাত্ররা বলছিল, " অমুক লঁই কুনু চুদুরবুদুর চইল্ত ন"।
এটা শুনার পর বস বললেন, এবার হয়েছে। এই কথাটা ছাড়া ফেনীতে কোন আন্দোলনে এই 'চুদুরবুদুর' কথা থাকবেনা এটা হতেই পারেন।
+++
১২ ই জুন, ২০১৩ রাত ৮:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
এবার হয়েছে। এই কথাটা ছাড়া ফেনীতে কোন আন্দোলনে এই 'চুদুরবুদুর' কথা থাকবেনা এটা হতেই পারেনা ..
এইটা নিয়াও আওয়ালীগের চুদুরবুদুর চইত ন
৬| ১২ ই জুন, ২০১৩ রাত ৮:৪৬
গেস্টাপো বলেছেন: চুদুর-বুদুর করতে মুঞ্চায়
১২ ই জুন, ২০১৩ রাত ৯:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: করুইন না ! না করছে ক্যে!!!!!!
হিন্দিতে চাইলে গানও গাইতে পারেন-
চুদুর বুদুর চুদুর বুদুর
রেহনা ইয়ে ক্যায়া কেহ দিয়া রে..
সারে লীগারকা হুশ উড়গায়ারে..
চুদুর বুদুর চুদুর বুদুর
চইলতনা চুদুর বুদুর রে
তত্ত্বাবধায়ক দেনা হোগারে...
৭| ১২ ই জুন, ২০১৩ রাত ৮:৫১
গেস্টাপো বলেছেন: চুদুর-বুদুর করতে মুঞ্চায়
১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: করুইন না না করছে কেঠায়!!!!!
খালি ইট্টু সাবধানে! নতুন নতুন কালা-ধলা আইন হইতাছে না......
৮| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:৪৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: চুদুর বুদুর নিয়া হাসাহাসি!!!!!!!!!
৯| ১২ ই জুন, ২০১৩ রাত ১১:২৩
দি সুফি বলেছেন: আনন্দবাজার আবার এইটা নিয়া চুদুরবুদুর শুরু করছে কেন?
১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: এইডা হইল কথা মত কথা!!!!
এরা যে কখন কুনদিক খেলে বোঝার উপায় নাই!
তবে, কাজ কেমনে করতে হয়, তা এদের কাছ থেকে শেখার আছে।
১০| ১২ ই জুন, ২০১৩ রাত ১১:২৬
আরজু পনি বলেছেন:
১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: এটাকেই কি কাষ্ট হাসি বলে?????
১১| ১৩ ই জুন, ২০১৩ ভোর ৪:০৫
নয়ামুখ বলেছেন: কিতা যে 'আদুম-ছুদুম' শুরু অইলো ।
১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: দিলেনতো আনন্দবাজাররে আবার ব্যাস্ত কইরা!!!!
ওহ থুক্কু..
এডা নিয়াতো সংসদে হইচই হয় নাই... তাই ইডার গুরুত্ব নাইক্যা!!!
ভাই কানে মূখে কই- ইডার মানে কি???!!!
১২| ১৩ ই জুন, ২০১৩ রাত ৯:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: ছুদুর বুদুর
আর কত্ত দূর :>
১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঢাকাত্ত থন হেনি যদ্দুর
১৩| ১৩ ই জুন, ২০১৩ রাত ৯:২০
দায়িত্ববান নাগরিক বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: ছুদুর বুদুর
আর কত্ত দূর
১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: শান্তিন মায় থাকে যতদূর
১৪| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: যবে স্বচ্ছাচারী হাম্বালীগ
তত্ত্বাবধায়ের দাবী মানিবে না,
জনতার ভোটের অধিকার নিশ্চিত হইবে না
শুধু রেহানা নয় এখন জাতিও নিশ্চিন্ত
চুদুর বুদুরে আর কেউ হবেনা ক্ষান্ত।।
১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: চুদুর বুদুরে আর কেউ হবেনা ক্ষান্ত।।
১৫| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
তাসজিদ বলেছেন:
১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম.. চুদুর বুদুর লই চুদুর বুদুর কইল্লে সবারই অমন গোস্বা হয়
©somewhere in net ltd.
১| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:২২
মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: