নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে মহান।
হে চীর স্মরণীয়, হে বিদ্রোহী, হে সাম্যবাদের সাইমুম, হে বিরহী প্রেমিক, হে মজলুমের সাথী, হে বিপ্লবী, হে রাজাধীরাজের ভিত কাপানো স্বাধীন চেতনা, ভগবানের বুকে পদচিহ্ন আঁকা ভৃগু, খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চীর বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর হে প্রিয় কবি..
জন্মদিনে তোমায় স্মরে নিজেরেই ধন্য করি।
তুমি দু:খ পাচ্ছ, আজও যে মোছেনি তোমার দুঃখী মানুষের দুঃখ, তুমি শান্ত হবে কি করে?
উৎপীড়িতের ক্রন্দন রোল আজও যে ভাসে আকাশে বাতাসে
অত্যাচারীর খড়গ কৃপান আজ আরও শানিত
শুধু নেই উচ্চস্বরে বলার
তোমার মতো করে-
আজ একজন নজরুলে বড় প্রয়োজন।
নজরুল ভক্তরা প্রিয় বই থেকে নামিয়ে নিতে পারেন পছন্দেরটি। নেটে পেলাম। যাদের প্রয়োজন নামিয়ে নিতে পারেন-জন্মদিনের শুভচ্ছায়।
বই গুলো
পাবেন এখানে. Click This Link
২৫ শে মে, ২০১৩ রাত ৮:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
অনেক সাইটেই শুধূ মিডিয়া ফায়ার দিয়ে ঘোরায়....
এই লীংক ভিজিট করে দেখলাম সব গুলোই পিডিএফ ভার্সন ডাউনলোডও করা যায়।
তাই আপনাদের সবার জন্য যারা পায় নি এখনও তাদের জন্য শেয়ার করা- কবির প্রতি শ্রদ্ধা আর ভালবাসায়।
২| ২৫ শে মে, ২০১৩ রাত ৯:০১
জেনারেশন সুপারস্টার বলেছেন: ধন্যবাদ।বুকমার্কড...
২৬ শে মে, ২০১৩ সকাল ১১:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: নজরুল চেতনা ছড়িয়ে পড়ুক প্রাণে প্রাণে
জাতিগত এই স্থবিরতায় চাই এইরকম জাগ্রত চেতনার এক বলিষ্ট জাগরনি বক্তিত্ব।
ওরে ও পাগল ভোলা
দেরেদে প্রলয় দোলা
গারদগুলা জোরছে ধরে হেচকা টানে
মার হাক হায়দরী হাক
কাধে নে দুন্ধুভী ঢাক
ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে!!!!!
৩| ২৬ শে মে, ২০১৩ রাত ১২:০৫
জিয়া চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।
২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
আপনার লেখাটাই আমাকে ঘুম ভাঙ্গিয়েছে। সেজন্য ডাবল থ্যাংকস...
৪| ২৬ শে মে, ২০১৩ রাত ১:০৪
আরজু পনি বলেছেন:
বাহ্ বেশ কাজের হবে। অনেক ধন্যবাদ রইল।।
২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
কাজীর লেখা কাজেরতো হতেই হবে
ভাল থাকুন।
৫| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:০৯
বোকামন বলেছেন:
বিদ্রোহী ভৃগু ভাইজান,
অনেক ধন্যবাদ পোস্টটির জন্য।
ভার্চুয়াল কপি থাকলে সঙ্গে রাখা যায় সবসময়।।।
“রৌদ্রদগ্ধ মাটিমাখা শো্ন ভাইরা মোর,
বাসি বসুধায় নব অভিযান আজিকে তোর।”
২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ আপনাকেও। আসলে অনেক লিংকে গিয়েই মিডিয়া ফায়ারে ফাউ ঘোরাঘুরি করে বিরক্ত !! পরে এইটাতে দেখলাম বেশ ভাল সংগ্রহ। তাই আপনাদের খেদমতে.. প্রিয় কবির জন্মদিনের ভালবাসায় শেয়ার করলাম্।
আপনাদের ভাললাগাই পোষ্টের সার্থকতা। থ্যাংকু
৬| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৩১
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ লিঙ্কের জন্য।
২৬ শে মে, ২০১৩ রাত ৮:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ধন্যবাদের জন্য।
৭| ১০ ই জুন, ২০১৩ রাত ১২:১০
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আরে ভাই , এই পোস্ট প্রিয়তে না নিলে তো
কোন পোস্টই আর প্রিয়তে নিতে পারব না।
২৫ শে মে, ২০১৪ বিকাল ৪:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ঘুরে ফিরে আবার এসে গেল কবির জন্মদিন....শুভেচ্ছা অনন্ত
৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৮
আরজু পনি বলেছেন:
আপনার ব্লগে মন্তব্য করতে এসে ...দেখতে দেখতে এই পোস্টেই এলাম । আর প্রিয়তে পোস্টটা নেবার পর দেখি আমি আগেই এই পোস্টে এসেছি
এবার প্রিয়তে রেখে সুবিধামতো পড়তে থাকবো ।
অনেক ধন্যবাদ জানাই ।।
২৫ শে মে, ২০১৪ বিকাল ৪:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ভাগ্যবাদ অনুভব করছি
প্রিয়তে রেখেছন প্রিয় কবির প্রিয় বইগুলোকে...
কবির নামে আমিও রয়ে গেলাম স্মরণে এইতো বিশাল পাওয়া
৯| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৪:২৭
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ...
২৫ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
কবির চেতনা আমাদের মৃত প্রাণে জীবন আনুক। অচলায়তনের শেকল ভাঙ্গার গান আমাদের মুক্ত হতে শেখাক..
কর্পোরেট শেকল পড়েই ঐ শেকলকে বিকল করার মন্ত্রে আমাদের উজ্জিবীত করুক..
১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩০
খায়রুল আহসান বলেছেন: লিঙ্কটি দেয়ার জন্য অশেষ ধন্যবাদ। পোস্টটি "প্রিয়" তে নিলাম এবং এখানে ভাললাগা + + রেখে গেলাম।
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০১৩ রাত ৮:৪৩
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: কবিকে জন্মদিনের শুভেচ্ছা