নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

অপারেশন মিডনাইট! বারুদের বদলে ছুড়েছিল গোলাপ!!!!!!!!!!!!!!!!!!!

০৭ ই মে, ২০১৩ রাত ৯:১১

অপারেশন মিডনাইট! বারুদের বদলে ছুড়েছিল গোলাপ!!!!!!!!!!!!!!!!!!!



আহারে, মাত্র একটা রাতও থাকতে দিল না।

শাহবাগে ৪ মাস ধরে ভিন্নমতাবলম্বীদের সরকারী অর্থব্যায়ে খাদ্য,নিরাপত্তা, মিডিয়া ননষ্টপ লাইভ কাভারেজ দেয়...



আর এই অবোধ গায়ের গন্ধ না মোছা

জীবনে প্রথম শহরদেখা কত মানুষ!!

পায়ে চপ্পল, বাশের লাঠির বাইরে অস্ত্র চেনেনা যারা

সেই সহজ সরল জিকির রত

ক্লান্ত ঘুমন্ত

মানুষও ভয়ানক হয়ে উঠল!!!!!





নাকি সরকার তার আত্মমূল্যায়নে এতটাই ভীত

যে লোকের হাটাচলাও তার আতঙ্ক হয়ে গেছে

কেউ হাটলেই চমকে যায়

কেউ কাশি দিয়ে লাফিয়ে উঠে!!



নইলে এমন হয়.....





লাখো মানুষৈর সমাবেশে

ব্লাক আউট করে, মিডিয়ার চোখ বেঁধে

শুধু সরাতেই এত হাজার হাজার রাউন্ড

গুলি, বোমা, টিয়ারশেল, গ্রেনেড....



তারপরও বলে- জিরো ইনজুরড!!!!



বলি হিরক রাজার বুঝি মতিঝিলে উদয় হয়েছেন....

আর তার শিষ্যরা গায় একই সুরে গান.....





ওরা বলে ব্রাশ ফায়ারে নাকি গোলাপ বের হয়

বুদবুদ ছোয়া, কিংবা খুশবু

লাখো লোকের সমাবেশে ৩০ মিনিট

বোপরোয়া গুলী বর্ষনেও তাই নিহত ৬ কি ৭ কিংবা শূন্য!!!



এখন রাইফেল গুলো গুলির বদলে আদর ছোড়ে

অন্ধকার করে নিতে হয় যাতে মৃত্যুর বিভীষীকা দেখতে না হয়

অথচ তবুও কি নির্লজ্জ ওরা কি মিথ্যুক ওরা

কি পিশাচ ওরা

কি রকম হায়েনা ওরা

বলে কেউ মারা যায় নি!!!!!!



ওদেরকে রাতের আধারে জমায়েত করে

সেই গোলাপবর্ষী বন্দুকের নলের সামনে দাড় করাও

তারপর ছোড়ে অসংখ্য গোলাপ-



হলপ করে বলতে পারি কেউ মরবে না।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৩ রাত ৯:৪৭

সাইবার অভিযত্রী বলেছেন: অভিযানে কে্য হতাহত হয়নি। আপনার চেয়ে হানিফ সাহেব অনেক বেশী জানেন। আপনি কি সেখানে ছিলেন ?

০৭ ই মে, ২০১৩ রাত ১০:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি, তাইতো বলছি

হানিফ জানে, আশরাফ জানে, অন্ধকার জানে,

তাইতো মিডিয়া সেখানে অনুপস্থিত। কারণ তাহলে যে সবাই জেনে যাবে!!!!

২| ০৭ ই মে, ২০১৩ রাত ১১:০৩

শিরোনাম বলেছেন: বিদ্রোহী ভৃগু অসাধারণ।

কবিতা দিয়ে যে ব্যঙ্গ আপনে রচনা করেছেন সেটা কুলাঙার গুলো বুঝলেই হলো।

গত কয়েকদিন যাবৎ ব্লগে/ফেসবুকে হেফাজতের রক্ত পানের যে মহাউৎসব দেখেছি তাতে মানুষ হিসাবে মাথা হেট হয়ে গেছে।

কতিপয় কুত্তার বাচ্চা মানুষ থেকে পুরাপুরি জানোয়ার হয়ে গেছে।

আমার ব্লগে শেষ ৩ টা পোস্ট দেখেন।

০৮ ই মে, ২০১৩ রাত ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: গত কয়েকদিন যাবৎ ব্লগে/ফেসবুকে হেফাজতের রক্ত পানের যে মহাউৎসব দেখেছি তাতে মানুষ হিসাবে মাথা হেট হয়ে গেছে।

কতিপয় কুত্তার বাচ্চা মানুষ থেকে পুরাপুরি জানোয়ার হয়ে গেছে।

জানোয়ারেরও নীতিবোধ থাকে, তারা তা থেকেও মুক্ত!!!!!

৩| ০৮ ই মে, ২০১৩ রাত ১:২৩

jotejoy বলেছেন: ++++++++++++

০৮ ই মে, ২০১৩ রাত ৮:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি জানিনা সেই আত্মারা সেই হথ্যাকারীদের রাতের ঘুম হারাম করে দেয় কিনা!!!

কত বোতল মদ খেয়ে তাদের চোখ বুঝতে হয়!!!

তবে সময়-

সত্যকে করে প্রস্ফুটিত, প্রতিষ্ঠিত। মিথ্যা নিশ্চয়ই ভুলিন্ঠিত হবে।

৪| ০৮ ই মে, ২০১৩ সকাল ১১:৫৩

সাইবার অভিযত্রী বলেছেন: হানিফ জানে, আশরাফ জানে, অন্ধকার জানে,একমত ।

আর জানে কিছু বিবেক প্রতিবন্ধী ।

০৮ ই মে, ২০১৩ রাত ৮:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরো জানে হত্যাকারীরা
জানে নিহত জন
জানে মতিঝিলের আকাশ
জানে সেই মাটি যেখানে শায়িত তারা


ইতিহাস আহ! এরচে বয়াবহ গণহত্যা চালীয়েও কি স্বৈরশাসকরা টিকতে পেরেছে???

না সমসাময়িকতায়, না ইতিহাসে।

শুধু ঘৃনা আর ঘৃনা তাদের জন্য।

০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি, তাইতো বলছি

হানিফ জানে, আশরাফ জানে, অন্ধকার জানে,

তাইতো মিডিয়া সেখানে অনুপস্থিত। কারণ তাহলে যে সবাই জেনে যাবে!!!!

৫| ০৮ ই মে, ২০১৩ সকাল ১১:৫৮

কাঙ্গাল মুরশিদ বলেছেন: সাইবার অভিযত্রী বলেছেন: হানিফ জানে, আশরাফ জানে, অন্ধকার জানে,একমত ।

আর জানে কিছু বিবেক প্রতিবন্ধী ।

০৮ ই মে, ২০১৩ রাত ৮:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরব বসন্ত হয়েছিল এবজন মাত্র বু আজিজির প্রাণের দানে...


আমাদের কোনদিন বসন্ত আসবে না।

এখানে গণহত্যাকেও যখন ডিফেন্ড করে?
যখন মৃত্যুও বিবেককে দলীয় আনুগত্যের বাইরে মানুষত্যের বারান্দায় আনতে পারে না.

সেই দেশে ১৫ আগষ্ট, ৩১ মে হলে হতেও পারে- কিন্তু আরব বসন্ত কখনোই নয়!!!!!

০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি, তাইতো বলছি

হানিফ জানে, আশরাফ জানে, অন্ধকার জানে,

তাইতো মিডিয়া সেখানে অনুপস্থিত। কারণ তাহলে যে সবাই জেনে যাবে!!!!

৬| ০৮ ই মে, ২০১৩ দুপুর ১২:১৯

মদন বলেছেন: কাঙ্গাল মুরশিদ বলেছেন: সাইবার অভিযত্রী বলেছেন: হানিফ জানে, আশরাফ জানে, অন্ধকার জানে,একমত ।

আর জানে কিছু বিবেক প্রতিবন্ধী ।

০৮ ই মে, ২০১৩ রাত ৯:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হালাকু খানও লজ্জ্বায় অধোবদন!

নাস্তিক ভেকধারীরা যেমন নাস্তিকতাকে ডোবায়
এই অপারেশন যেন বীরত্বের গলায় এক কলংকের মালা

তারাও মিনিমাম ম্যাক্সিমাম বোধে চালাত হত্যাযজ্ঞ

চেঙ্গিস হালাকু হিটলার

শত্রুর সাথে শত্রুতার ঘোষনা দিয়ে!

কিন্তু এ কেমন কাপুরোষোচিত হামলা!!!

ভেবে ভেবে হালাকু থুক ফেলে এদিক ওদিক!!!

৭| ১৫ ই মে, ২০১৩ রাত ৮:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অপারেশন মিডনাইট! বারুদের বদলে ছুড়েছিল গোলাপ!!!!!!!!!!!!!!!!!!!

আহারে, মাত্র একটা রাতও থাকতে দিল না।
শাহবাগে ৪ মাস ধরে ভিন্নমতাবলম্বীদের সরকারী অর্থব্যায়ে খাদ্য,নিরাপত্তা, মিডিয়া ননষ্টপ লাইভ কাভারেজ দেয়...

আর এই অবোধ গায়ের গন্ধ না মোছা
জীবনে প্রথম শহরদেখা কত মানুষ!!
পায়ে চপ্পল, বাশের লাঠির বাইরে অস্ত্র চেনেনা যারা
সেই সহজ সরল জিকির রত
ক্লান্ত ঘুমন্ত
মানুষও ভয়ানক হয়ে উঠল!!!!!


নাকি সরকার তার আত্মমূল্যায়নে এতটাই ভীত
যে লোকের হাটাচলাও তার আতঙ্ক হয়ে গেছে
কেউ হাটলেই চমকে যায়
কেউ কাশি দিয়ে লাফিয়ে উঠে!!

নইলে এমন হয়.....


লাখো মানুষৈর সমাবেশে
ব্লাক আউট করে, মিডিয়ার চোখ বেঁধে
শুধু সরাতেই এত হাজার হাজার রাউন্ড
গুলি, বোমা, টিয়ারশেল, গ্রেনেড....

তারপরও বলে- জিরো ইনজুরড!!!!

বলি হিরক রাজার বুঝি মতিঝিলে উদয় হয়েছেন....
আর তার শিষ্যরা গায় একই সুরে গান.....


ওরা বলে ব্রাশ ফায়ারে নাকি গোলাপ বের হয়
বুদবুদ ছোয়া, কিংবা খুশবু
লাখো লোকের সমাবেশে ৩০ মিনিট
বোপরোয়া গুলী বর্ষনেও তাই নিহত ৬ কি ৭ কিংবা শূন্য!!!

এখন রাইফেল গুলো গুলির বদলে আদর ছোড়ে
অন্ধকার করে নিতে হয় যাতে মৃত্যুর বিভীষীকা দেখতে না হয়
অথচ তবুও কি নির্লজ্জ ওরা কি মিথ্যুক ওরা
কি পিশাচ ওরা
কি রকম হায়েনা ওরা
বলে কেউ মারা যায় নি!!!!!!

ওদেরকে রাতের আধারে জমায়েত করে
সেই গোলাপবর্ষী বন্দুকের নলের সামনে দাড় করাও
তারপর ছোড়ে অসংখ্য গোলাপ-

হলপ করে বলতে পারি কেউ মরবে না।

জ্বি. ভাই । আপনার সবই মানলাম। তো দয়া কইরা বলবেন কি মাঝরাইতে দিগন্ত আর ইসলামিক টিভি বন্ধ করলো কেন?

এমন কি হইল যে পরদিন ১৪৪ ধারা জারি কইরা ঐ এলাকা নিয়ন্ত্রনে রাখা জরুরী হইল???

আর গাঞ্জাতো মনে হয় আপনি ন টানের উপ্রে দিয়া লিখা লিখছেন।
সরকার যখন গণহত্যা চালায় তখন আপনারে ঢাইকা বুঝি কইব-এই খানে আমি কবর দিতাছি- নেও ফটুক তোল!!!

যদি শুধূ সরায় দেয়াই মিশন হবে- তবে মাঝরাতে কেন?

মাঝ রাতেই কর- ব্লাক আউট করা হইল কেন?

দশ হাজার প্রশাসনিক কর্মীর সাথৈ কয় হাজার লীগ কর্মী ছিল আপনার কোন ধারনা আছে??????

আর যদি মুরগি খেদানো ভয়েই কাম হয়ে থাকে- তবে পুলিশ হতাহত হল কেন?

শ খানেক ইটের টুকরা জনসমাগমে মাইরা দেইখেন কি রকম হতাহত হয়! আর আপনারা মহা গঞ্জিকা সেবিরা কইতাছেন- রাত আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত বৃষ্টির মতো গুলির পরও কেউইইইইই মরে নাই.... কিংবা বাঅ কি তেঅজন!!!!!!!!

ন' টানে দিলে যে বিশেষ মহিমার কথা গানে বলে সম্ভবত তারও উপ্রে না গেলে এমন বিশ্বাস আর লেখা পয়দা করা যায় না।

ভাল লিখুন। সত্য সময়েই প্রমাণ হবে। জালিনওয়ালাবাগও ইংরেজরা মিথ্যা বানোয়াট বলে ধামাচাপা দিতে চেয়েছে। পেরেছে কি? হয়তো সময় লেগেছে এই যা।

আমরা অপেক্ষায়।

২৩ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্য সময়েই প্রমাণ হবে। জালিনওয়ালাবাগও ইংরেজরা মিথ্যা বানোয়াট বলে ধামাচাপা দিতে চেয়েছে। পেরেছে কি? হয়তো সময় লেগেছে এই যা।

আমরা অপেক্ষায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.