নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

মার! মাইরা ফেলা- এই আবাল আমজনতারে গলা টিপা মাইরা ফেলা!!!!

৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

আমরাতো মরার জন্যই জন্মাইছি!



মার মার গলাটিপাই মাইরা ফেল!



আমরা মরুম----ভবন ধ্বসে মরুম! আগুনে পুইরা মরুম!!!



লঞ্চ ডুইবা মরুম!!! না খাইয়া মরুম!!!!! মরণইতো আমগো কপাল।

আর তোরা খালী আমাগো রক্তপানি করা পয়সার চোর, লুটেরাদের পাহারা দিবি!

তাগোর হুকুম মাত্র ঝাপাইয়া পড়বি হিংস্র হায়েনার মতো।



কেন?



তারা যে রুটি দেয়। উপরি রুটি। আমজনতার পয়সায় বেতন, ভাতা জীবন যাপন করে- ঐ উপরির জন্যই আমজনতার গলা টিপা মার!!!!!!



কিস্সু হইব না। কোন বিচার হইব না। চীফ হুইপ পিটাইলেই প্রেসিডন্ট পদক পায়- আর আমরাতো টোকাই!!!!



মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০০

গারো হিল বলেছেন: এখন মানবাধিকার লংগন হয় না :| হেরা কার ালটা ছিড়ে আমি সেটাই বুঝি না /:)

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: মিজাইন্যাতো বিদেশ ট্যুরে!!!!!

তাই বিবৃতিও দেতে পারে না!!!!!!

রানারে আদালতে নেয় এসি গাড়ীতে !!!! তার ক্ষতিগ্রস্তের, ভুক্তভুগির গলা টিপে ধরে নিষ্ঠুরভাবে!!!!!

২| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০২

পরিবেশ বন্ধু বলেছেন: টুকাই

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হ। টুকাইইতো!!!!!


নইলে প্রায় ১৫গগ শ্রমিক হত্যাকারীরে কি ট্রিট দেয় দেখৈন না!!!

আর স্বজন-হারা, ৫-৭ দিনের খাওযা না খাওয়া, গরীব ভুক্তভোগীদের খালি গল চিপা ধরে, রবার বুলেট মারে, টিয়ার ঘ্যাস মারে....

তারচে কই- একবারে মাইরালা.... তোগোর্ োকষ্ট কম হইবে!
উপরি নেতাগো জুটা পাটা খাইয়া মু্জ মাস্তি করতে পারবি!!!!!

৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৮

বিডি আমিনুর বলেছেন: /:) :(

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইমোতে হইপে না... মূখ খুইলে কন!!!!

৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০

নাহিদ সৈকত বলেছেন: কিসু কইলাম না। কিসু কইলেই আমরা গুম হয়া যাইতে পারি !!

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হ।

এই ভয় দেখায়, আর আমরা ভয় পাই। মাঝখানেইতো তাগোর প্রাসাদ।


খালি ভয়ের পর্দাটা সরাইয়া দেন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৫

মাইন রানা বলেছেন: পাবলিকরে মাইরা ফেল তোরা নেতারা শুধু হেলকাপ্টার আর এসি গাড়িতে চলাফেরা কর

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হ!


তবে দুষক হইল-তখন জনতারে না পাইলে নিজেরা নিজেরাই কুপাকুপি কইরা শেষ হইয়া যাইব!!!!

৬| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৮

দি সুফি বলেছেন: গুল্লি করলেই তো ঝামেলা শেষ! গলা চাপাচাপির কি দরকার!

কোন কিছু বেশি বাড়তে থাকলে একটা পয়েন্টে গিয়ে ব্যাপকভাবে ধ্বসে পড়ে। সেই সময়টা বেস কাছাকাছিই মনে হইতেছে।

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: টম এন্ড জেরি দেখেন নাই!!!!!

বিলাই ইন্দুর একবারে মারে না, খৈলায়া খেলায়া মারে..... মজা পায়...

তারা হইল টম আমজনতা জেরি!!!!!

তবে খেয়াল কইরা- আলটিমেটলি কিন্তু জেরিই জিতে;)

৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৭

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: চীফ হুইপ পিটাইলেই প্রেসিডন্ট পদক পায়- আর আমরাতো টোকাই!!!!


গারো হিল বলেছেন: এখন মানবাধিকার লংগন হয় না হেরা কার ালটা ছিড়ে আমি সেটাই বুঝি না

ওসব জান্তে নেই, সিক্রেট। বাল ছিড়া সিক্রেট হইবোনাতো পাবলিকলি হইবো??

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: কিন্তু পাবলিক বড় বজ্জাত!!!!! ;)

তাগোর গুপন কামও কেমন বাইর কইরা ফালায় দেখেন!!!!!

৮| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০১

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: =p~

০২ রা মে, ২০১৩ দুপুর ১:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি হাসেন!!!!

বলি দুঃখে কি পাগল হইয়া গেলেন!!!! অবশ্য তাই হওয়ার কথা।

যা হালচাল চলছে!!!!

৯| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চাকর তার মুনিবকে মারে । কি অভাগা দেশে আছি আমরা ।

০২ রা মে, ২০১৩ দুপুর ১:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অবোধ বাচ্চাগুলার উপর তাদের কোধ কিন্তু তাদের ভিন্ন সাইকোজলিক্যাল/মেন্টাল প্রবলেমের ইংগিত দেয়!!!

কি ক্রোধে পিটাচ্ছে টিভীতে দেখেতো টাসকিত??????

এরা কি মানুষ???

১০| ০২ রা মে, ২০১৩ দুপুর ১:১৫

ক্লান্ত দুচোখ বলেছেন: ভাই মাইন্ড কইরেন না, গতকালকের দেখা একটা মুভির ডায়ালগ দিলাম বলে, আপনার, আমার মতের সাথে সম্পর্কিত বলেই দিলেমঃ

David Drumlin: I know you must think this is all very unfair. Maybe that's an understatement. What you don't know is I agree. I wish the world was a place where fair was the bottom line, where the kind of idealism you showed at the hearing was rewarded, not taken advantage of. Unfortunately, we don't live in that world.

Ellie Arroway: Funny, I've always believed that the world is what we make of it.

- Contact(1997)

১৪ ই মে, ২০১৩ রাত ৮:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: Unfortunately, we don't live in that world. !

এই দেশতো এমন হবার কথা ছিল না! ছীল কি?

চেতনার একচোখ কানা করে দিয়ে-স্বেচ্ছাচার আর মদমত্ত হস্তির ক্সমতার আষ্ফালন!!!
পরিণতি সবাই ভুলে যায়!!!

১১| ০২ রা মে, ২০১৩ বিকাল ৫:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যা.. আমরা এইরকম বানিয়েছি বলেই আমাদের বিশ্ব মনে হয় এই রকম।

আবার ্মারাই বদলাতে পারবো।

আমাদেরই বদলাতে হবে।

এই মত বিনিময়ও সেই বদলেরই এক ধরনের প্রসব বেদনা!!!!!!!

১৪ ই মে, ২০১৩ রাত ৮:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ফিরিয়ে দাও
আমার সোনার স্বদেশ ফিরিয়ে দাও।

চেতনার অন্ধচোখে
সত্যের আলো জ্বেলে

দেশটাকে ভালবেসে
দেশের জন্যে ভাবেনা কেউ!!

ফিরিয়ে দাও
আমার সোনার স্বদেশ ফিরিয়ে দাও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.