নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকারের সাথে হেফাজতে ইসলামের নেগোশিয়েশন চলছিল!
সরকার তার আন্তরিকতা বা হেফাজতকে নিরস্ত করতেই কিছূ ব।লগারদের ধরে রিমান্ডেও দিল!
তারপর হঠাৎই পাল্টে গেল সব।
সরকার কঠোর অবস্থানে। পূর্বঘোষিত লংমার্চ নিয়ে ব্যাপক জনসমাজমের ভয়ে সরকার আতংকিত হয়েই বোধকরি রংমার্চ ঠেকাতে মরিয়া হয়ে উঠলো।
এবং ইতিহাসে নজীর বিহীন রাতের হরতাল আহবান করালো জন বিচ্ছিন্ন অগণতান্ত্রিন নাম সর্বস্ব দল সংগঠনের ব্যানারে।
যেখানে বিএনপির আহুত হরতালে সরকার এবং আওয়অমী মালীক গং জোর পূর্বক খালী গাড়ি হলেও রেন্ডম চালায়.... ভাংচুরের ভয়কে পাত্তা না দিয়ে
সেখানে জুজুর ভয়ে সরকারের ইন্ধনে মালিক সমিতি সকল গাড়ী বন্ধ করে দিয়ে মূলত লং মার্চে লৌক যেন ঢাকা আসতে না পারে তারই আয়োজন চূড়ান্ত করেছে!!!
তারপরও যে সমাবেশ- সথ্যি আতকে উঠতেই হয়- যদি গাড়ী চলত- তবে কি হত!!
অথচ কিছূ কিছূ মিডিয়ার শিরোনাম দেখে সত্যি চমকে উঠতে হয়- তারা কি এই দেশের না মঙ্গল গ্রহের মিডিয়া!!!!!!!!!!!!!!!!!!!!!
অহিংস হরতালে থমকে গেছে পরিবহনের চাকা!!!!!!!!!!!!
বাংলানিউজ২৪ এর শিরোনাম!
নিউজের ধরন -
সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত পেশাজীবী পরিষদের ডাকা ২৪ ঘণ্টার হরতালে সব ধরনের পরিবহনের চাকা থমকে গেছে। সন্ধ্যা ৬টা থেকে নগরী ভেতর কোনো যাত্রী পরিবহন চোখে পড়েনি। এমনকি বন্ধ ছিল বিআরটিসির বাসও। গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকেও দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি।
অন্যান্য হরতালে জ্বালাও-পোড়াও, চলন্ত বাসে আগুন দেওয়া সত্ত্বেও নগরীতে যাত্রী পরিবহন চোখে পড়ে। কিন্তু এই হরতালে সব ধরনের গাড়ি-ঘোড়া বন্ধ রয়েছে।
অনেকে বলছেন, হরতালের আগের দিন অথবা হরতাল চলাকালে গাড়িতে আগুন দেওয়ার কারণে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে। অনেক চালক আবার বলছেন, সরকার ও মালিক পক্ষের নিষেধাজ্ঞার কারণে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে।
সদরঘাট-কুড়িলগামী ভিক্টর পরিবহনের চালক কালু মিয়া বাংলানিউজকে বলেন, “মালিক ও নেতারা সন্ধ্যা ৬টার পর থেকে গাড়ি চালানো বন্ধ করতে বলেছে, তাই আমরা বসে আছি।”
অনেকে আবার বলছেন, সংঘাত এড়াতে গাড়ি বন্ধ রাখা হয়েছে। ঢাকা-গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ম্যানেজার মফিজুর রহমান বাংলানিউজকে বলেন, “হরতালের আগে-পরে গাড়ি পোড়ানো হয় বলে আমরা গাড়ি বন্ধ রেখেছি।”
এছাড়া রাত ৮টায় গুলিস্তান ফুলবাড়িয়ায় বিআরটিসির সব কাউন্টার বন্ধ ছিল। অথচ অন্যান্য হরতালে বিআরটিসি যথারীতি চলতে দেখা গেছে।
শিরোনামে আর বক্তব্যে এই কারসাজি কার স্বার্থে!!!!!!
শিরোনাম
নজিরবিহীন হরতাল, সদরঘাটে লঞ্চ ভিড়ছে না!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
লংমার্চ উপলক্ষে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নিয়ে আসা লঞ্চগুলোকে সকাল থেকে ভিড়তে দেওয়া হয়নি ঘাটে। অন্যদিকে সাংস্কৃতিক জোটসহ ২৩টি সংগঠনের আহ্বানে অহিংস ও নজিরবিহীন হরতাল চলছে।
সদরঘাটে বিভিন্ন টামিনাল ঘুরে জানা গেছে, লংমার্চ উপলক্ষে শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে নদী পথে হাজার হাজার মানুষ রওয়ানা দেয়। হরতাল ও লংমার্চ মুখোমুখি হয়ে যাওয়ায় অনেক লঞ্চ মালিক শুক্রবার থেকে লঞ্চ বন্ধ করে দেয়।
কিছু লঞ্চ ঢাকার বাহিরে থেকে আসলেও প্রশাসনের লোকজন নাশকতা এড়াতে ঘাটে লঞ্চ ভিড়তে দেয়নি।
শুক্রবার সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় হাতে গোনা কয়েকটি লঞ্চ ছেড়ে গেছে বলে জানা গেছে।
শনিবার ভোর থেকেই সদরঘাটে লঞ্চ ভিড়তে দেওয়া হয়নি। হরতাল ও লংমার্চে অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকায় নদী পথে যাত্রী সংখ্যা ছিল কম।
শিরোনামে আর সংবাদে কত ফারাক!!!!!!!!!!!!!!!!!!!!!
এই রেড জার্নালীজমের ফলাফল কখোনই ভাল হবে না।আর মিডিয়অ মালিকগোলাতো মিরর পার্টি। সরকার বদলের সাথৈ সাথৈ ভোল পাল্টে তারা অস্তিত্ব টিকাতে পাও চাটতে রাজি থাকে!!!
ফাকতালে মরে জনতা। বিভ্রান্ত হয়। ক্ষতিগ্রস্থ হয়।
এর শেষ কোথায়??????????
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি ভাই কি হল???
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৫
আয়রন ম্যান বলেছেন: এইমাত্র মতিঝিলের সমাবেশ থেকে আসলাম।
মতিঝিলের এই সমাবেশ আমার জীবনে দেখা সবচাইতে জনবহুল সমাবেশ।
ভাবতেছি যদি সরকার বাধা না দিতো তাহলে আজ ঢাকার কি যে অবস্থা হতো!!!
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইটিভি আর সময়ের কাভারেজ সকালে দেখলাম মোটামুটি মাঝামাঝি অবস্থান থেকে করছে।
ইন্ডিপেন্ডেন্ট, ৭১ এর রিপোটিংয়ের ধরনে মনে হয় জোর কইরা ধূতরা কাটা খাওয়াইতেছে !!
পত্রিকাগোলাতেও সেইম - সংবাদের নিজস্বতা ছেড়ে - রিপোর্টারের/মালীকের আবেগ, বিশ্বাস বা ধারনা/নির্দেশনা প্রাধান্য পাচ্ছে!!!!!!!
ফলে খবর হয়ে পড়ছে একপেশে!!!! যা কাম্য নয়।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২১
মমবাতি বলেছেন: মতিঝিলের এই সমাবেশ আমার জীবনে দেখা সবচাইতে জনবহুল সমাবেশ।
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাস, ট্রেন, লঞ্চ সব আটকে দেবার পরও এইই!!!!!!!!!!!!!!!!!!
সব চললে কি হইতো আল্লাহ মালুম!!!
তাতেই আতংকিত সরকার .০০০১% মতার্দশের লুক দিয়া নাটক সাজায়!!!!
বি্নেপির হরতালে প্রতিযোগিতা কইরা গাড়ী চলে বাংচুরের ভয় থাকেনা-
আর অহিংস হরতাল হইলেতো আর নির্ভয়ে গাড়ী চালানোর কথা।
সরকার বা কথিত মালিক সমিতির নির্দেশে বন্ধ করা হলৌ কেন?????
৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২২
ভালোরনি বলেছেন: ৭১ টিভি তে ব্রেকিং নিউজ: মহাখালিতে গনজাগরন মন্চ ভাংচুর করেছে হেফাজাত কর্মি।
তুই গেসোস কেন? তুই দুই মাস ধইরা আন্দোলন করতে পারবি আর অন্য করলেই দোষ? পুলিশের কর্ডনে থাইকা বড় বড় চুল যে কেউ তুলতে পারে।
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইংলার পোষ্টে আজকের সকালের দুই সমাবেশের ছবি আছে অ
দেখূন আর ভাবুন!
আর যারা ঐ .. আইল শুইনা তেলের কড়াইয়ে নিজে নিজে ভাজা হয়!!! তাগোতো কইলা শুকায় যাবার কথা।
৯০ ভাগ এই বিশ্বাসীর সহ্য, র্ধের্য্যকে তারা দুর্বলতা ভেবে .০০০১% রাম বাম মনে করছে তারা যা খুশি তাই করতে পারবে!!!!
আজ সিংহের গা ঝাড়া দেওয়া দেখৈ তাই পিলে চমকে গেছে সবার!
৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তথাকথিত নগণ্যসংখ্যাক সেক্যুলারিষ্টরা হাসিনার মোনাফেকীর সুযোগ নিয়ে দেশের বিশাল জনগোষ্ঠীকে রুখতে চেয়েছিল, কিন্তু ব্যার্থ! তাই হেফাজতে ইসলামের মূল দাবী গুলো আদায় হওয়া না পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া উচিত।
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই হুজুররা যদি সামান্য কনশাস হতো- দেশের চেহারা বদলে দিতে পারত।
কিন্তু দুঃখ এইরকম চূড়ান্তে না এলে তাঁরা শুধু আসমানের উপরে আর মাটির নীচের চিন্তা বেমী মশগুল থাকেতো- তাই বিরিয়ানী পার্টিগো বাড় বাইড়া যায়।
যেই দেশে মুক্তিযুদ্ধে শহীদের তালিকায় .০১/২ % অন্য ধর্মের লোক পাওয়া যাবে- সেই দেশে ইসলামকে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দাড় করানোর অপচেষ্টা চলে!!!!!!!!
মুক্তিযুদ্ধের চেতনার স্বরুপ সন্ধানে তাদের মতামত চেয়েছিলাম।
Click This Link
দুঃখজনক হলো বহু রথিমহারথি পোষ্ট ঘুড়ে গেছে- কিন্তু শব্দ করে নাই!!!!!!
অথচ ইসলাম, নামাজ রোজা, ইবাদাত, আমল বিষয়গুলৌকে রিতিমত যেন ঝেড়ে বিদায় করছে কথিত সংস্কৃতিক জোট সহ সুমীল গং!!
অবশ্য হুজুরদেরও দোষ আছে -জায়েজ নাজায়েজের পর্দা এখনো সরাতে পারে নাই। আর এই ফাকে তাদের সেইরম বাড় বাড়ছে!!!!!!
৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৪
ক্লিকবাজ বলেছেন: হেফাজতে ইসলামতো বলেছে আগে নাস্তিদের বিচার তার পর মিডিয়ার বিচার হবে।
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হ, তাইতো দেখলাম।
তবে তাদের আরেকটু সময়োপযোগী হতে হবে।
তাদের জায়েজ না জায়েজর বেড়াজালে তারা নিজেরাই আটকে আছে!!!!
আশা করি শীঘ্রি তা কাটিয়ে উঠে সময়ের সাথে সাথে চলতে শিখবে।
৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৮
মুহসিন বলেছেন: কালে কালে আর কত যে মঞ্চ জনগণ দেখবে- জনতার মঞ্চ, গণজাগরণ মঞ্চ, হেফাজতের মঞ্চ, গণতন্ত্রের মঞ্চ, স্বৈরতন্ত্রের মঞ্চ। সময়টা আরো গঠনমূলকভাবে কি লাগানো যায় না?
০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: শূরু করেন। নিশ্চয়ই লাগানো যাবে। গঠনমূলক আহবায়ক হয়ে আহবান করুন না।!!!
সুন্দর হরে নিশ্চয়ই সমর্থন পাবেন।
৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩২
সবখানে সবাই আছে বলেছেন: হেফাজতে ইসলাম লং মার্চ করতে চায়। লং মার্চ করতে হয় হেটে হেটে । তারা গাড়ী চায় কেন? এতই যদি শখ থাকত তাহলে কোলে করে নিয়ে আসতেন তাদেরকে। লং মার্চ লীগ বিএনপি সবাই করসে এতদিন। খালেদা জিয়া, হাসিনারে দেখসি পায়ে হেটে যেতে। আর আল্লাহ র রাস্তায় জিহাদ করতে নামসে, আর হাটতে রাজি না।
আমারদেশ বলসে ৫ লাখ মানুষ। আমার মনে হইসে ৫০ হাজারের বেশি না। যাই হোক আমারদেশের কথাও যদি সত্য ধরি তাহলে খালেদার বগুড়া সমাবেশে এর থেকেও বেশি মানুষ হইসিল। যাই হোক উপরে একজন পেমেন্ট হালাল করে দিল এই বলে এত বড় সমাবেশ আগে কখনো দেখে নাই।
হেফাজতের ১৩ দফায় আসে মোম্বাতি প্রজ্বলন নিষিদ্ধ করতে হবে। আশা করি আল্লামা শফী সাহেব ক্যান্টন্মেন্টের সামনে গিয়ে দেশের সবচেয়ে বড় মোমবাতি "শিখা অনির্বান" নিভাইতে বলবে সেনাবাহিনীকে। প্রমান হয়ে যাক তার কলিজা মুরগীর নাকি মানুষের!!!!!
০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি ভাই মানুস গণতে গনতে কি মাথা আউলাইয়া গেছে!!!!
কথিত ২৭ সংগঠনের ২৭ জনরেওতো দেখা গেল না!!!!
সরকারের কোলে বইসা হরতালের নামে জনতাকে ঠেকানো চেষ্টার পরও যে বিশাল মহা সমাবেশ তাতেও আকল না হলে - আরেকটা টান দিয়ে বেসে বসে ভাবুন- দিকিনা দিকি ওরা কি করে!!!!!
৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৪
এস এইচ খান বলেছেন: হিরক রাজার দেশের নজিরবিহীন গোয়েবলস মিডিয়া আসলে এ সব করে গোয়েবলস প্রেতাত্বারা কেবল ঝাড়ু পেটা খাওয়াকেই তড়ান্বিত করছে।
০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সময় এবং এটিএনের নগ্ন মিথ্যাচারে সাথৈ সাথে মাইর খাচ্চিল রিপোর্টার নামের রোবট গুলা!!!!!
আশাপাশের মানুষের মধ্যস্থতায় বেঁচে যায়...
তারা বলছিল ৪-৫ শ মানুষ নাকি উপস্থিত....
অথচ শুধু ভলান্টিয়ারই ছিল ১০ হাজারের উপরে!!!!
তো এই ৭১, ইন্ডিপেন্ডেন্ট, সময় এদের কি ওয়ান টাইম ব্যবসার নিয়ত?????
আর যদি সত্য সঠিক সাংবাদিকতার মিশন থেকে থাকে সবে তো মিনিমাম সত্যটুকু বলা উচিত না পুর্ণ সথ্যই বলা উচিত- পছন্দ হোক বা না হোক।
যেখানে অন্যান্য চ্যানেল লাইভ দেখাচ্ছে- সেখানে তাদের মিথ্যাচার না করলেই কি চলত না!!!!!
১০| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: @ সবখানে সবাই আছে, দেশের সিংহভাগ জনগণ যদি চায় "শিখা অনির্বান" বন্ধ হবে তো হবেই। জাতীয় পর্যায় হতে শিরক ও কুফরী বন্ধ করা যায়। কেউ ব্যাক্তিগত ভাবে শিরকী ও কুফরী করতে চায় করুক। ৯০% জনগণের অর্থ খাজনায় এই গুলো হলে মুসলমানগণ আল্লাহর কাছে দায়ী থাকবে।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলেই মুসলিম জাতটা ঘুমন্ত সিংহ। তবে অলসও বটে!!!
শুধূ তাকদীরের এক পাঠ নিয়েই সন্তুষ্ঠি ও পরকালের চিন্তায় বিভোর দেখে দুনিয়ার প্রতি উদাসিনতাই এক প্রকার আলস্য এনে দেয়!!!
একটু গা ঝাড়া দিয়ে উঠলে যে ানেক কিছু বদলে যায়- এবং এটা ঐশি দায়িত্বও বটে এ কথা কে বোঝাবে!!!!
সত্য, সঠিক জ্ঞানে সত্যকে সমাজে প্রতিষ্ঠিত করতে তারা এই জাগরনকে ধরে রাখবেন এই কামনা।
১১| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Midia holo binodon bishesh.Midiar kotha jodi manush bishwas korto ta hole awami birodhi der manush kocu kata korto.
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: কিন্তু সেই অন্ধরাতো তাও বুঝলেও মানতে চায় না। ভাবে মিথ্যা আর প্রগলভতা দিয়েই বুঝি জীবনটা কাটিয়ে দেবে!!!
এটাতো শূধূ ঝাকুনি। ভূমিকম্প আসলে দেখা যাবে- আবার পুরানো ইতিহাসের মতো তারা সব ইদুরের গর্তে লুকাবে!!!!!!
১২| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৭
ম্যাংগো পিপল বলেছেন: বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তথাকথিত নগণ্যসংখ্যাক সেক্যুলারিষ্টরা হাসিনার মোনাফেকীর সুযোগ নিয়ে দেশের বিশাল জনগোষ্ঠীকে রুখতে চেয়েছিল, কিন্তু ব্যার্থ! তাই হেফাজতে ইসলামের মূল দাবী গুলো আদায় হওয়া না পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া উচিত।
মিডিয়া
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: শূধু এই দাবী নয়- তারা যদি সচেতন হয়- ক্রমে গণ মানুষের জীবন যাপনে বেঁেচ থাকার দাবী গুলো
হলমার্ক
বিডিআর হত্যা
শেয়ার বাজার
রাষ্ট্রীয় সম্প লুট
পদ্মা সেতু
সহ অন্যনান্য জীবন ঘনিস্ট দাবী যুক্ত করলে ইহকাল পরকাল দুটোই লাভজনক হবে। জনগণও নতুন আশার আলো দেখত....
তারা বুঝবে কি?
১৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৬
সাদামাটা মানুষ ০৭ বলেছেন: নাস্তিক মুরতাদরা তাদের খোলস থেকে বেরিয়ে পরেছে ।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাদের পরিণতিও তারা শীঘ্রই ভোগ করবে!
বলে না- পিপিলিকার পাখা গজায় মরিবার তরে!!!!!
১৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৩
হাসান খা বলেছেন: সবখানে সবাই আছে বলেছেন: হেফাজতে ইসলাম লং মার্চ করতে চায়। লং মার্চ করতে হয় হেটে হেটে
আমারদেশ বলসে ৫ লাখ মানুষ। আমার মনে হইসে ৫০ হাজারের বেশি না। যাই হোক আমারদেশের কথাও যদি সত্য ধরি তাহলে খালেদার বগুড়া সমাবেশে এর থেকেও বেশি মানুষ হইসিল। যাই হোক উপরে একজন পেমেন্ট হালাল করে দিল এই বলে এত বড় সমাবেশ আগে কখনো দেখে নাই।
হেফাজতের ১৩ দফায় আসে মোম্বাতি প্রজ্বলন নিষিদ্ধ করতে হবে। আশা করি আল্লামা শফী সাহেব ক্যান্টন্মেন্টের সামনে গিয়ে দেশের সবচেয়ে বড় মোমবাতি "শিখা অনির্বান" নিভাইতে বলবে সেনাবাহিনীকে। প্রমান হয়ে যাক তার কলিজা মুরগীর নাকি মানুষের!!!!!
সবাই আপনাকে চিনিল...হা হা হা
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: কে কি বলছে ছাড়ুন.....
আপনি কি টিভি দেখেছেন?
দলকানা চ্যানেল গুলো ছাড়া মিনিমাম ৫-৭ টা!!!
অথবা নিজের চোখে দেখেছেন?
পরের মূখে ঝাল খাওয়া ছাড়েন!
আপনাকেও সবাই চিনল!
১৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩২
উযায়র বলেছেন: হলুদ না জন্ডিস সাংবাদিকতা!
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হলুদ তো ঐ জন্ডিসেরই রং
ঐটা পার হইয়া তিনারা ভীষম গতিতে তীব্র বেগে ছুটে চলছেন রেড জার্নালিজমের পথে...
তোষামোদি, তাবেদারী, বিবেকের দায়হীন, জলজ্ব্যান্ত সত্যকে গোপন করা, নিজের সহকর্মীদের মৃত্যু নিয়ে নাটকে নৃত্য করা; আরো আরো অনেক কিছূ....
মানুষ কি তবে শুধুই দু-পেয়ে জীব????????
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৯
সািকল খান বলেছেন: