নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী ষ্টান্টবাজি বনাম দেশ, মানুষ, স্বপ্ন, ভবিষ্যত!!!!!!!!!

৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

দেশের প্রধান সমস্যা কি? কি?





আমরা কোথায় ছিলাম? কোথায় আছি? কোথায় যেতে চাই?





আওয়ামী ষ্টান্টবাজি থেকে বের হতে পারার মতো বুদ্ধি কি অন্য কোন রাজনৈতিক দলের নাই!!!!!!





আমাদের মৌলিক মানবাধীকারের কতটুকু অর্জন করেছি?



খাদ্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন- জাতি হিসেবে এভারেজ ১৬ কোটি মানুষের কত পার্সেন্টকে নিশ্চিত করতে পেরেছি?



দেশের অবকাঠামো গত উন্নয়নে কত টুকু এগিয়েছি?



এভাবে সকল খাতই প্রশ্নবিদ্ধ!



পারছিনা কেন? মূল কারণ দূর্নীতি।



দূর্নীতির পেট্রোনাইজার কারা? রাজণীতিবিদ।



রাজনীতিবিদ রাজনীতি করে কার জন্য?



নিজের জন্য! ক্ষমতার জন্য!



ব্যাস! কেল্লাফতে। আমজনতা স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় আঙুল চোষো!!!



দেশের চলমান অচলাবস্থাও তাদেরই কারণে। বিশেষত আওয়ামীলীগের দায় ৯৮ ভাগ। তাদের ৪ বছরের শাসনকালে ছকে তাই দেখা যায়-

শুধূ ষ্টান্টবাজি, চমক আর চাপাবাজি.... সাথে বিরোধীদলের কাধে দায় তুলে দিয়ে চাপার বন্যা। ভাষনে ৮৫ ভাগ থাকে বিরোধী কুৎসা!!!!



মানুষ ১, ২, মেনে নিয়েছে। সময়তো আসলেই দরকার। ৩এ ভ্রু কুচকেছে????

আর কত অন্যের উপর দোষ???

৪ এ যখন অতীষ্ট



তখনই ট্রাম্প কার্ড-

আগে থেকেই চলছে এ ধারা- বিডিআর ম্যাসাকর ঢাকতে খালেদা জিয়া উচ্ছেদ...

সে আবেগ ঢাকতে নাম বদল!!

এভাবে শেয়ার বাজার, ডেসটিনি, পদ্মা,

কুইক রেন্টালের নামে লক্ষ কোটি টাকার দূর্নীতি .....

আন্র্তজাতিক শ্রম বাজার সংকুচিত হতে হতে প্রায় বন্ধ!

হলমার্ক কেলেংকারী... এরকম অযুত নিযুত....সীমাহীন দূর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা আড়াল করতেই চাললো শেষ টেক্কা ট্রাম্প কার্ড!



সব আড়াল করেতই ৪ বছর পরে কচ্ছপ গতির বিচার নিয়ে প্রহসনের রায় দিয়ে.....

আবার নিজেই আদালত, প্রশাসন হয়ে নিজেই এর বিরোধিতায় নামল নামাল জাতিকে বিভক্ত করল!!!!



ব্যাস। এখন কার সাধ্যি আলোচনা করে কুইক রেন্টালে কত লক্ষ কোটি টাকার অপচয় হয়ৈছে?



কার সাধ্যি আলাপ করে- বিদ্যুত খাতের তুঘলকি দূর্ণীতির!!!



কে প্রশ্ন করবে- ছয় বার বিদ্যুতের দাম বাড়িয়েও কেন সরবরাহের নিশ্চয়তা নেই?



কে জানতে চাইবে- দ্রব্যমূল্যের উদ্ধগতির জন্য মন্ত্রীর ব্যর্থতার খতিয়ান; (আগেই না খাইয়া দাম কমানোর পরামশূতো ভিন্ন প্রসংগ)



এভাবেই আইন, বিচার, প্রশাসন সকল ক্ষেত্রে তাদের পাহাড় সম ব্যর্থতা ঢাকতেই বেছে নিয়েছে সময়ের, বাঙালীর আবেগের, বিশ্বাসের সবচে সেনসিটিভ ইস্যু-কে?!



অথচ এটা কোন দলীয় ব্যর্থতা লুকানোর টপিক নয়। এটা সবার । এটা নিয়ে নিজের স্বার্থ হাসিলের বিষয় নয়। এটা সার্বজনিন। এখানে কোন পক্ষ নেই।

কিন্তু পক্ষ তৈরি করা হল।

মূখোমূখি করে -এটাকে যেমন বিতর্কিত করা হল তেমনি মূল ইস্যু থেকে দৃষ্টি পুরোপুরি সরাতে সক্ষম হল , সফল হলো!



তাই এই ষ্টান্টবাজির বিরুদ্ধে শক্ত আওয়াজ তুলুন।



যুদ্ধাপরাধীর বিচারকে আইনের স্বাভাবিক গতিতে, আইনের নিজস্ব সীমানায় ছেড়ে দিন। ধান্ধাবাজির রাজনীতি ঢুকাবেন না। প্রচলিত বিধানমতেই তারা শাস্তিপ্রপাপ‌্য পাবেও।



জামাতকে নিষিদ্ধ করার কথা নির্বাচনের আগেই মনে হল!!!???



৪টা বছর তাদের সাথে মাখামাখি, ইসলামী ব্যাংকরে ওয়াল্র্ড কাপের স্পন্সনরশীপ দেওয়া!!!!

থেকে শুরু করে যত ধান্ধাবাজি সম্ভব ছিল সব করে- এক্ষনে নিজের দিকে চেয়ে যখন দেখল ব্যর্থতা, লুটপাট, শিক্সাঙ্গনে সন্তাস শুধু নয় বাংলা স্বাধীনতার পরে ইতিহাসে যা ঘটেনি ছাত্রলীগের জঘন্য ছেলেরা তাই করে দেখাল!!!ধর্ষন, হত্যা, খুন, গুম,ের নিজের ন্যাংটো চেহারা- তখনই জাতিকে তার সবচে দুর্বল আর সেনসিটিভ ইস্যুতে বিভক্ত করে নিজের সব কিছূকে আড়াল করতে চাইল!!!!!



আপনিও কি তাই চান?



তবে অপরাধীর সং্গী হয়ে অপরাধেরও সঙ্গী হোন।



আমাদের মূল সমস্যাকে সমাধান করো।

মৌলিক মানবাধিকার নিশি্চত কর।

নির্বচানকে সুষ্ঠু ভাবে হতে দাও।

সত্য বল। দূর্নীতি হটাও।



আর যদি মানুষকে বোকা ভেবে, প্রকৃতিকে অসহায় ভেবে, স্বেচ্ছাচারিতা আর পেশিশক্তিকেই আল্লাহর ক্ষমতার চেয়ে বেশি মনে করে থাক- তো স্বেচ্ছাচার করে যাও।



নিশ্চয়ই প্রকৃতি আপন সিস্টেমেই শাস্তি প্রদান করে।



প্রকৃতি ন্যায় বিচার করে। সত্যের সাতেই থাকে।

মন্তব্য ২৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: জটিল হয়েছে।

তীব্র সহমত আপনার সাথে।

ধন্যবাদ।

৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

এখন শুধু সত্য আর তথ্য প্রমাণ দিয়েই তাদের সত্যকে প্রমাণ করতে হবে।

স্পষ্ট করে বলতে হবে- রাজা তুই ন্যাংটো!

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: যদি মানুষকে বোকা ভেবে, প্রকৃতিকে অসহায় ভেবে, স্বেচ্ছাচারিতা আর পেশিশক্তিকেই আল্লাহর ক্ষমতার চেয়ে বেশি মনে করে থাক- তো স্বেচ্ছাচার করে যাও।

নিশ্চয়ই প্রকৃতি আপন সিস্টেমেই শাস্তি প্রদান করে।

প্রকৃতি ন্যায় বিচার করে। সত্যের সাতেই থাকে।

২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের মূল সমস্যাকে সমাধান করো।
মৌলিক মানবাধিকার নিশি্চত কর।
নির্বচানকে সুষ্ঠু ভাবে হতে দাও।
সত্য বল। দূর্নীতি হটাও।

আর যদি মানুষকে বোকা ভেবে, প্রকৃতিকে অসহায় ভেবে, স্বেচ্ছাচারিতা আর পেশিশক্তিকেই আল্লাহর ক্ষমতার চেয়ে বেশি মনে করে থাক- তো স্বেচ্ছাচার করে যাও।

নিশ্চয়ই প্রকৃতি আপন সিস্টেমেই শাস্তি প্রদান করে।

প্রকৃতি ন্যায় বিচার করে। সত্যের সাথেই থাকে।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সব আড়াল করেতই ৪ বছর পরে কচ্ছপ গতির বিচার নিয়ে প্রহসনের রায় দিয়ে.....
আবার নিজেই আদালত, প্রশাসন হয়ে নিজেই এর বিরোধিতায় নামল নামাল জাতিকে বিভক্ত করল!!!!

ব্যাস। এখন কার সাধ্যি আলোচনা করে কুইক রেন্টালে কত লক্ষ কোটি টাকার অপচয় হয়ৈছে?

কার সাধ্যি আলাপ করে- বিদ্যুত খাতের তুঘলকি দূর্ণীতির!!!

কে প্রশ্ন করবে- ছয় বার বিদ্যুতের দাম বাড়িয়েও কেন সরবরাহের নিশ্চয়তা নেই?

কে জানতে চাইবে- দ্রব্যমূল্যের উদ্ধগতির জন্য মন্ত্রীর ব্যর্থতার খতিয়ান;

৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Jalamoyi,totthobohul poste +.

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

এখন স্পষ্ট করে বলতে হবে-

রাজা তুই ন্যাংটো!

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৮

জুল ভার্ন বলেছেন: কবি নীরব! কোন ধর্ম্পূত্তুর যুধিষ্ঠীর দেবে এতসব প্রশ্নের জবাব?

০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক দিন পরে পদধূলি পেলাম!

তাইতো অবাক ভাবি!!! তবে কি সবই ফাঁকি!!!

স্বপ্নে খাই গোশ-পোলাও, জেগে দেখি পাতে নাই জাউ !!!!!

সবচে বিস্ময়কর লেগেছে এই পোষ্টে
আজকের সন্দর্ভ শিরোনাম মুক্তিযুদ্ধের চেতনা :http://www.somewhereinblog.net/blog/bidrohy/29791442

সবাই চেতনার কথা বলে- অথচ সঙ্গায়নে কেউ নেই~!!!!!!!!!!

৫| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১

আহমাদ জাদীদ বলেছেন: জানি না কি আছে এই দেশের কপা্লে :(

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যি... ঘোর অমানিশার অন্ধকার যেন ক্রমশ ধেয়ে আসছে!!!!

কোথায় মুক্তির দিশা?

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৪

তিক্তভাষী বলেছেন: ঠিকই ধরেছেন। এ বিষয়টি নিয়ে বেশ আগে আমিও লিখেছিলাম।

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

ঘুরে চিহ্ন রেখে এসেছি।

এরা বদলাবেনা। কুকুরের লেজের মতো, মরা ছাড়া সোজা হয়না!!!!!!

৭| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

তাসবীর আহমাদ বলেছেন: পোস্টে প্লাস।

২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪

কাজিম কামাল বলেছেন: +

২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই প্লাস দিয়ে তাদের ষ্টান্টবাজির বিরুদ্ধে রুখে দাড়ানোয় অশেষ শুকরিয়া।

৯| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩২

ম.র.নি বলেছেন: নিশ্চয়ই প্রকৃতি আপন সিস্টেমেই শাস্তি প্রদান করে।
দারুন বলেছেন।

২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাতেতো কোন সন্দেহ নাই। আছি কি?


ধন্যবাদ।

১০| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৫

ফয়সাল আহমেদ ইমন বলেছেন: “ স্পষ্ট করে বলতে হবে- রাজা তুই ন্যাংটো!”
পোস্টে +++++++++++++

২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা

স্পষ্ট করে বলতে হবে-

১১| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫

ধীবর বলেছেন: শক্তিশালি আরেকজন ব্লগারের দেখা পেলাম। অভিনন্দন রইলো বিদ্রোহি ভাই। চালিয়ে যান। +++++

২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি যে বলেন ভাই। শরম দিয়েন না। আপনাদের তথ্য তত্ত্ব আর লেখনির কাছে নস্যি।

ধন্যবাদ। উৎসাহ পেলাম। প্রেরণা পেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.