নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যার ইন ব্লগ কোনো দলের বা পক্ষের নয়
নিজস্ব প্রতিবেদক
সামহোয়্যার ইন ব্লগ কোনো দলের বা পক্ষের নয়। এটা একটি উন্মুক্ত প্লাটফর্ম যেখানে ব্লগাররা তাদের মতামত এবং মন্তব্য করার স্বাধীনতা ভোগ করেন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরেন এর অণ্যতম প্রতিষ্ঠাতা সৈয়দা গুলাশান ফেরদৌস জানা।
বাংলা ভাষায় বিশ্বের সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কম্যুনিটি ব্লগ প্ল্যাটফর্ম ‘সামহোয়্যার ইন ব্লগ’ সাম্প্রতিক সময়ে কোনো দল বা মতের সাথে সংশ্লিষ্টতা, নাস্তিকতার প্রশ্রয় দানসহ ব্লগ-এর প্রতিষ্ঠাতাদ্বয় সৈয়দা গুলাশান ফেরদৌস জানা এবং আরিল কোক্কেরহৌগ এবং ব্লগারদের বিরুদ্ধে কিছু সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক মাধ্যমে অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি নিজেদের অবস্থান, দায়বদ্ধতা জানাতে ব্লগ কর্তৃপক্ষ এই সাংবাদিক সম্মেলনের অয়োজন করে।
সমাহোয়ার ইন ব্লগ-এর অন্যতম কর্ণধার গুলশান ফেরদৌস জানা বলেন, শাহবাগ আন্দোলনের শুরুর দিন থেকেই আমাদের সর্বাত্বক অংশগ্রহন ছিল, সেটা আজও আছে এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত এই সম্পৃক্ততা ও অংশগ্রহণ অব্যাহত থাকবে। এই আন্দোলন শুধু সামহোয়ার-এর সৃষ্ট, এ ধরণের ক্ষুদ্র চিন্তা ও দাবী কখনোই আমরা করিনি।
বর্তমান পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতা ও হয়রানির শিকার হচ্ছেন বাংলা ব্লগাররা। বিভিন্ন মহল থেকে নানাভাবে তাদের বিরুদ্ধে ক্রমাগত হুমকি, অশালীন মন্তব্য, কুৎসা রটনা ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে জানা বলেন, সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে নানা মহল থেকে হুমকি-ধমকির কারণে আমরা ইতোমধ্যেই আইনের আশ্রয় নিয়েছি। সরকারের উচ্চ মহল এ ব্যাপারে ইতিবাচক সহযোগিতার অঙ্গীকারও করছেন।
তিনি বলেন, সামহোয়ার ইন ব্লগকে বিভিন্ন দলের প্রতিনিধি বা মুখপত্র হিসেবে আখ্যায়িত করার হীন অপচেস্টা করা হয়েছে। সেই সাথে এর উদ্যোক্তাদেরকে ব্যক্তিগত আক্রমণ ও হয়রানিমূলক কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই।
জানা বলেন, এই প্ল্যাটফর্মটির ব্যায়ভারও বিপুল যা কর্তৃপক্ষ তাদের ছোট্ট সফটওয়্যার কোম্পানি ‘সামহোয়্যার ইন নেট লিমিটেড-এর আয় থেকে বহন করি। এই এত বড় একটি প্ল্যাটফরমে আসে নানান মতের এবং নানান আদর্শের মানুষ। ব্লগারদের মধ্যে তুমুল আলোচনা এবং বিতর্কের মাধ্যমে একটি লেখা এখানে আরও সমৃদ্ধ ও তথ্যবহুল হয়ে ওঠে। আবার ব্লগারদের রিপোর্টের মাধ্যমে নীতিমালার বহির্ভূত কোনো লেখা বা মন্তব্য মডারেশনের আওটায় আসে। এছাড়া আমাদের ছোট্ট একটি টিম এখানে নজর রাখেন সম্ভাব্য সর্বোচ্চ সময়। উল্লেখ্য বিপুল ব্যয়ভার এর কারণে আমাদের মডারেশন টিম এই বাড়িয়ে নেয়াও সম্ভব হচ্ছে।
ব্লগার ও সাংবাদিক জাহিদ আল আমীনের সঞ্চালনায় এই ’মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সামহোয়ার ইন ব্লগের মডারেটর শরৎ চৌধুরী, ব্লগার শারমিন রেজওয়ানা, ব্লগার এম এ ইরান, নাজনিন নাহার প্রমুখ।
সামহোয়্যার ইন ব্লগ ২০০৫ সালের ১৫ই ডিসেম্বর সামহ্যোায়ার ইন ব্লগের জন্ম। বিশ্বময় ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষিদের মধ্যে মাতৃভাষার ব্যাপক চর্চা ও বাংলাভাষাকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে দিতে দিতে এই ব্লগটি বিশেষ ভূমিকা রেখে আসছে। নানান প্রতিবন্ধকতা নিয়েই অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আজকে সামহোয়্যার ইন ব্লগ ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে একটি সুপরিচিত ও জনপ্রিয় মাধ্যম।
নিজস্ব প্রতিবেদক
সামহোয়্যার ইন ব্লগ কোনো দলের বা পক্ষের নয়। এটা একটি উন্মুক্ত প্লাটফর্ম যেখানে ব্লগাররা তাদের মতামত এবং মন্তব্য করার স্বাধীনতা ভোগ করেন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরেন এর অণ্যতম প্রতিষ্ঠাতা সৈয়দা গুলাশান ফেরদৌস জানা।
বাংলা ভাষায় বিশ্বের সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কম্যুনিটি ব্লগ প্ল্যাটফর্ম ‘সামহোয়্যার ইন ব্লগ’ সাম্প্রতিক সময়ে কোনো দল বা মতের সাথে সংশ্লিষ্টতা, নাস্তিকতার প্রশ্রয় দানসহ ব্লগ-এর প্রতিষ্ঠাতাদ্বয় সৈয়দা গুলাশান ফেরদৌস জানা এবং আরিল কোক্কেরহৌগ এবং ব্লগারদের বিরুদ্ধে কিছু সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক মাধ্যমে অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি নিজেদের অবস্থান, দায়বদ্ধতা জানাতে ব্লগ কর্তৃপক্ষ এই সাংবাদিক সম্মেলনের অয়োজন করে।
সমাহোয়ার ইন ব্লগ-এর অন্যতম কর্ণধার গুলশান ফেরদৌস জানা বলেন, শাহবাগ আন্দোলনের শুরুর দিন থেকেই আমাদের সর্বাত্বক অংশগ্রহন ছিল, সেটা আজও আছে এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত এই সম্পৃক্ততা ও অংশগ্রহণ অব্যাহত থাকবে। এই আন্দোলন শুধু সামহোয়ার-এর সৃষ্ট, এ ধরণের ক্ষুদ্র চিন্তা ও দাবী কখনোই আমরা করিনি।
বর্তমান পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতা ও হয়রানির শিকার হচ্ছেন বাংলা ব্লগাররা। বিভিন্ন মহল থেকে নানাভাবে তাদের বিরুদ্ধে ক্রমাগত হুমকি, অশালীন মন্তব্য, কুৎসা রটনা ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে জানা বলেন, সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে নানা মহল থেকে হুমকি-ধমকির কারণে আমরা ইতোমধ্যেই আইনের আশ্রয় নিয়েছি। সরকারের উচ্চ মহল এ ব্যাপারে ইতিবাচক সহযোগিতার অঙ্গীকারও করছেন।
তিনি বলেন, সামহোয়ার ইন ব্লগকে বিভিন্ন দলের প্রতিনিধি বা মুখপত্র হিসেবে আখ্যায়িত করার হীন অপচেস্টা করা হয়েছে। সেই সাথে এর উদ্যোক্তাদেরকে ব্যক্তিগত আক্রমণ ও হয়রানিমূলক কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই।
জানা বলেন, এই প্ল্যাটফর্মটির ব্যায়ভারও বিপুল যা কর্তৃপক্ষ তাদের ছোট্ট সফটওয়্যার কোম্পানি ‘সামহোয়্যার ইন নেট লিমিটেড-এর আয় থেকে বহন করি। এই এত বড় একটি প্ল্যাটফরমে আসে নানান মতের এবং নানান আদর্শের মানুষ। ব্লগারদের মধ্যে তুমুল আলোচনা এবং বিতর্কের মাধ্যমে একটি লেখা এখানে আরও সমৃদ্ধ ও তথ্যবহুল হয়ে ওঠে। আবার ব্লগারদের রিপোর্টের মাধ্যমে নীতিমালার বহির্ভূত কোনো লেখা বা মন্তব্য মডারেশনের আওটায় আসে। এছাড়া আমাদের ছোট্ট একটি টিম এখানে নজর রাখেন সম্ভাব্য সর্বোচ্চ সময়। উল্লেখ্য বিপুল ব্যয়ভার এর কারণে আমাদের মডারেশন টিম এই বাড়িয়ে নেয়াও সম্ভব হচ্ছে।
ব্লগার ও সাংবাদিক জাহিদ আল আমীনের সঞ্চালনায় এই ’মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সামহোয়ার ইন ব্লগের মডারেটর শরৎ চৌধুরী, ব্লগার শারমিন রেজওয়ানা, ব্লগার এম এ ইরান, নাজনিন নাহার প্রমুখ।
সামহোয়্যার ইন ব্লগ ২০০৫ সালের ১৫ই ডিসেম্বর সামহ্যোায়ার ইন ব্লগের জন্ম। বিশ্বময় ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষিদের মধ্যে মাতৃভাষার ব্যাপক চর্চা ও বাংলাভাষাকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে দিতে দিতে এই ব্লগটি বিশেষ ভূমিকা রেখে আসছে। নানান প্রতিবন্ধকতা নিয়েই অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আজকে সামহোয়্যার ইন ব্লগ ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে একটি সুপরিচিত ও জনপ্রিয় মাধ্যম।
সূত্র:
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ
আমরা জাগ্রত সুদ্ধতায়
আমরা বিশ্বাসী স্বাধীনতায় ++
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
মৃন্ময় বলেছেন: আমরা জাগ্রত সুদ্ধতায়
আমরা বিশ্বাসী স্বাধীনতায় ++
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই শুদ্ধতা কারো প্রেসক্রাইভড নয়!
এই শুদ্ধ কোন সাম্রাজ্যবাদের ইংগিতের নয়
এ স্রেফ এই দেশের মাটি ও মানুষের
আম জনতার হৃদয়ের গভীরে প্রোথিত
নিখাদ সত্য.....
৩| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
হাঁড় = ঘাঁড় বলেছেন: ভৃগুভাই আপনি এন্টি জামাতি। আপনি আজকে কোন পক্ষ নিয়েন না। মিনতি করি। দলের আগে দেশ। জামাত কি করে আপনি ভাল করেই জানেন। অনেক জাতীয়তাবাদী আজকে নিশ্চুপ আছে। আপনি দলের কথা ভেবে দেশকে ডুবাবেন না।
©somewhere in net ltd.
১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: আমরা আমাদের লেখালেখির বা মতপ্রকাশের একমাত্র অত্যাধুনিক
স্বাধীন মাধ্যম টিকে , হ,,য,ব,র,ল রাজনীতির উদ্ধে নিয়ে আসার
ভাবনা থাকতে হবে সকলের ।
আমরা মুক্ত , আমরা স্বাধীন
নহে কোন দল , নহে মাথানত
এক হয়ে এস সবে
মিথ্যা অন্যায় করি প্রতিহত ।
আর রাজনীতি যদি করতেই হয় তবে তা যেন ব্লগার পরিচয়ে না হয়ে
ব্যক্তি কেন্ত্রিক হয় ।
সাবধান সময়ের সাথে জীবনের অবমুল্যায়ন বা প্রতিভাকে ভুল
সিদ্ধান্তে অন্ধকারে টেলে দেওয়া , আত্মহত্যার শামিল ।
আমরা জাগ্রত সুদ্ধতায়
আমরা বিশ্বাসী স্বাধীনতায়
ধন্যবাদ পোস্টে +