নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব রাজাকারের ফাসি চাই
রাজাকার ইস্যুতে কোন আপস নাই।
মূলা ঝালানো আওয়ামী কৌশল নিপাত যাক
আপোষ ইউটার্ন মিথ্যা প্রতারণা শেষ হোক।
যে কোন দলের হোক, তাকে ফাসি দিতে হবে। তা বেয়াই হোক, বা স্বরাস্ট্রমন্ত্রী হোক বা বিএনপি, জাতীয় পার্টির বা অন্য কোন দলের কেউ হোক।
এই আন্দোলন সফল হোক দোয়া করি।
কিন্তু যখন এর পিছনের সরকারী প্রচ্ছন্ন সহযোগীতা দেখি তখন ভাবতে হয় বৈকি।
যে সরকার বিরোধিদলের সামান্য প্রতিবাদ সমাবেশে মারমূখি গত ৪ বছর!
যে সরকার শিক্ষকদের গরম পানি, পেপার স্প্রে দিয়ে মৃত্যু মূখে ঠেলে দেয়,
যে সরকার তার মতের বাইরে কোন মতকে টলার করে না
যে সরকার দেখামাত্র গুলির নির্দেশের মত জিরো টলারেন্স নীতিতে চলে-
সেই সরকার এই আন্দোলনে মূলত নীরব!!!
এ কি এমনি এমনি?
যদি ভাবেন ব্যপক সমাবেশ দেখে সরকার ভয় পেয়েছে তবে বলব বোকার স্বর্গে বসবাস করছেন।
কারণ সরকারের সামনে সিরিয়া সহ বহু ভিন্নমত দলন রাষ্ট্রের উদাহরন রয়েছে।
তবে কেন নীরব?
কারণ কথিত জামাতের সাথে সরকারের আতাত, বিশ্বকাপে জামাতি স্পন্সর, ইসলামী ব্যাংক বন্ধের নাম তুলে শত কোটি টাকা পকেস্থ করা সহ- স্কাইপি ইস্যুতে ধরা খাওয়া এবং সর্বশেষ তাদের ৪০ বছরের স্বাধীনতার চেতনার বিরুদ্ধে গিয়ে, গত ৪ বছরের যুদ্ধাপরাধী ইস্যু নিয়ে গলা ফাটানো আবেগের বিরুদ্ধে গিয়ে- গণ মানুষের চাওয়ার বিরুদ্ধে গিয়ে- ফাসির বদল যাবজ্জীবনের রায় দিয়ে একদিকে জামাতের কাছে দায়মুক্ত হয়েছে অন্যদিকে জনতার আক্রোশে - পড়েছে মাইনকা চিপায়!!!!!
এই কলংক, এই দুর্গন্ধ এই ইউটার্নের লজ্জ্বা থেকে মুক্তি পেতেই সরকারের সকল সহযোগীতা, বাঁধা না দেওয়া।
এইবার আসুন- তারুন্যের এই সক্ষমতা নিয়ে আমাদের অন্য কোন মৌলিক একটা দাবী নিয়ে এইরকম আন্দোলন দানা বাঁধাতে।
ধরুন- ইন্টারনেট ব্যান্ড উইথ নিয়ে তারুন্যের আক্রোশ দীর্ঘ দিনের। কিংবা বাসা ভাড়া নিয়ে; অথবা বাস ভাড়া, দ্রব্য মূল্যের উর্ধগতি, শেয়ার কেলেংকারী, পদ্মা কেলেংকারী, যে কোন একটি বা সবগুলো নিয়ে চেষ্টা করুনতো।
দেখবেন সরকারের রুদ্ররুপ।
সরকারের ওয়াশিং প্লান্ট মুভমেন্ট যে না হয় সেই জন্যই এই কথা গুলো বলা।
সরকার এই মূলা ঝুলিয়ে তার দীর্ঘ ৪ বছরের তার হাজারো ব্যর্থতা আড়াল করতে সমর্থ হয়েছে এই বিষয়ে আমরা সবাই আবেগী বলেই।
সরকারকে বলছি- দিন- কোন দ্বীধা ছাড়াই দিননা সবকটাকে ঝুলিয়ে- জামাতী ছাড়া কেউ উহ করবে না।
কিন্তু দয়া করে সরকারী নাটক বন্ধ করুন।
জীবন যাপনের স্বাভাবিকতা ফিরিয়ে দিন।
আর হে উদ্যোগী তরুনোদোক্তা আপনারা যদি পারেন এই জাগরণ এই মঞ্চকে মৌলিক দাবী আদায়ের মঞ্চে পরিণত করুন্।
আজও আমরা বড় নেতৃত্ব শূণ্যতায়। কিন্তু বোধের শূণ্যতায় কিন্তু কেউ নই।
তাই ফাসির স্বপক্ষে যেমন সবাই- তেমনি এই ঘোলা জলে এন্টি ইসলামিক কোন উদ্যোগে তেমনি সাড়া মিলবে না।
জামাতকে অপছন্দ করা আর ইসলাম বিরোধীতা যেন গুলীয়ে না যায়।
পাকিদের বিরোধিতা যেন ভারতের পদলেহনে শেষ না হয়।
স্বাধীনতা যেন স্বেচ্ছাচারিতায় না বদলে যায়।
স্ব-জাত্য, স্বাভিমান, আত্ম মর্যাদার লড়াইয়ের প্রতীক হয়ে থাকুক এই জাগরন।
জয় আসুক বিজয় মালা নিয়ে।
জয় আসুক সকলের খুশির বার্তা নিয়ে
অপশক্তি দূরে যাক বহু দূরে
জাগুন সকল প্রাণ সত্যাগ্রহে।।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: স্ব-জাত্য, স্বাভিমান, আত্ম মর্যাদার লড়াইয়ের প্রতীক হয়ে থাকুক এই জাগরন।
জয় আসুক বিজয় মালা নিয়ে।
জয় আসুক সকলের খুশির বার্তা নিয়ে
অপশক্তি দূরে যাক বহু দূরে
জাগুন সকল প্রাণ সত্যাগ্রহে।।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
সিলেটি জামান বলেছেন: সব রাজাকারের ফাসি চাই
রাজাকার ইস্যুতে কোন আপস নাই।
মূলা ঝালানো আওয়ামী কৌশল নিপাত যাক
আপোষ ইউটার্ন মিথ্যা প্রতারণা শেষ হোক।
যে কোন দলের হোক, তাকে ফাসি দিতে হবে। তা বেয়াই হোক, বা স্বরাস্ট্রমন্ত্রী হোক বা বিএনপি, জাতীয় পার্টির বা অন্য কোন দলের কেউ হোক।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: গর্জে উঠে তারুন্য-প্রবল প্রতিবাদে
৪০ বছরের ঘুমন্ত আক্রোশ যেন
ফেটে পড়ে দুর্দান্ত জোয়ারে
শাহবাগ থেকে ছাপান্ন হাজার বর্গকিলোমিটার।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
অপূর্ণ রায়হান বলেছেন: প্রতিবাদ চলুক বিশ্বজুড়ে । +++
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাদের ৪০ বছরের স্বাধীনতার চেতনার বিরুদ্ধে গিয়ে, গত ৪ বছরের যুদ্ধাপরাধী ইস্যু নিয়ে গলা ফাটানো আবেগের বিরুদ্ধে গিয়ে- গণ মানুষের চাওয়ার বিরুদ্ধে গিয়ে- ফাসির বদল যাবজ্জীবনের রায় দিয়ে একদিকে জামাতের কাছে দায়মুক্ত হয়েছে অন্যদিকে জনতার আক্রোশে - পড়েছে মাইনকা চিপায়!!!!!
এই কলংক, এই দুর্গন্ধ এই ইউটার্নের লজ্জ্বা থেকে মুক্তি পেতেই সরকারের সকল সহযোগীতা, বাঁধা না দেওয়া। ....
কিন্তু তাদের ওয়াশিং প্লান্ট মুভমেন্ট যেন না হয় এই আন্দোলন- উদ্যোক্তাদের সতর্ক থাকতে হবে।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
আশফাক সুমন বলেছেন: "যে কোন দলের হোক, তাকে ফাসি দিতে হবে। তা বেয়াই হোক, বা স্বরাস্ট্রমন্ত্রী হোক বা বিএনপি, জাতীয় পার্টির বা অন্য কোন দলের কেউ হোক।"- হক কথা বলছেন।
ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: সরকারকে বলছি- দিন- কোন দ্বীধা ছাড়াই দিননা সবকটাকে ঝুলিয়ে- জামাতী ছাড়া কেউ উহ করবে না।
কিন্তু দয়া করে সরকারী নাটক বন্ধ করুন।
আর হে উদ্যোগী তরুনোদোক্তা আপনারা যদি পারেন এই জাগরণ এই মঞ্চকে মৌলিক দাবী আদায়ের মঞ্চে পরিণত করুন্।
আজও আমরা বড় নেতৃত্ব শূণ্যতায়। কিন্তু বোধের শূণ্যতায় কিন্তু কেউ নই।