নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. ভারত সরকার শেখ হাসিনাকে নিয়ে বহির্বিশ্বে বিব্রত হতে চায় না। তারাও জানে শেখ হাসিনার কুকীর্তি। ইতিমধ্যে জাতিসংঘ, আমেরিকা, ইউরোপ সহ সবাই ড. ইউনুসকে স্বীকৃতি দিয়েছে। ভারতে হয়তো শেখ হাসিনাকে বাটন ফোন কিংবা ল্যান্ড ফোন দেয়া হয়েছে। কারণ, স্মার্ট ফোন থাকলে উনি এতদিনে অনেক ভিডিও রেকর্ড করে বলতেন, উনি এখনো প্রধানমন্ত্রী…
২. শেখ হাসিনার বোন শেখ রেহানা ব্রিটিশ সিটিজেন। তেনার কাছেও কী স্মার্টফোন নেই? তিনিও এখন পর্যন্ত কোন ভিডিও বা বিবৃতি দেননি। শেখ হাসিনা চাইলে শেখ রেহানার ফোন থেকেও ভিডিও রেকর্ড করতে পারতেন বা পুতুলের ফোন থেকে। বোঝা যাচ্ছে, তেনাদেরকেও বিরত থাকতে বলা হয়েছে…
৩. বর্তমান ইন্টারনেটের যুগে কীভাবে এতদিন পরেও একজন ভিডিও বার্তা দিতে পারছেন না? শেখ হাসিনা ভারতে অতিথি নাকি রাজনৈতিক আশ্রয়ের নামে অবরুদ্ধ এতেই বোঝা যায়...
৪. উনার মত মানুষ ৬ষ্ঠ/৭ম সারির কোন পাতি নেতাকে ফোন করার কথা না। উনি তোফায়েল, রাজ্জাক, জলিলদেরকেই গোনায় ধরতেন না। উনি ঐসব পাতি নেতার নম্বরই বা পান কোথা থেকে? তাদের কাছে তো শেখ হাসিনার ইন্ডিয়ার ফোন নম্বর থাকার কথা না...
৫. আমার এখনো বিশ্বাস হয় না ফাঁস হওয়া অডিও গুলো শেখ হাসিনার। মনে হয়, এআই দিয়ে তৈরি করা। তারপরও যদি তেনারই কন্ঠ হয় তাও যেহেতু স্মার্ট ফোন দেয়া হয়নি বা ইন্টারনেট সংযোগ নেই ঐ বাড়িতে, তাই ধরে নেয় যায় উনার সময় খুব একটা ভাল যাচ্ছে না…
২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাতেই চলবে...
২| ২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯
কিরকুট বলেছেন: ভারত গিয়া হাসিনা গুড় দিয়ে চিতই পিঠা খাচ্ছে। খুশি!!??
২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জ্বলে?
৩| ২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০৭
সোনাগাজী বলেছেন:
লেখার সময় লেখকের মতো লিখবেন, ভুলতথ্য ও সঠিক তথ্যের মাঝে পার্থক্য আছে।
২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা ব্যক্তিগত অভিমত। সঠিক তথ্য কেউ দিচ্ছে না...
৪| ২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১০
ডার্ক ম্যান বলেছেন: দালাইলামাও কিন্তু ভারতে থাকেন।
শেখ হাসিনা গৃহবন্দী নন।
ফোন রেকর্ড সব ভুয়া।
ভবিষ্যতে বাংলাদেশে ভয়ংকর কিছু ঘটবে।
২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তেনার ভিডিও না আসার ব্যাখ্যা কী?
৫| ২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫
ডার্ক ম্যান বলেছেন: ভিডিও দিয়ে কি করবেন।
নেতা কর্মীদের উপর এখনো হাইকমান্ডের কন্ট্রোল আছে
২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাই গর্তে আছে। সহসা কিছু করতে পারবেনা...
৬| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১৮
নতুন বলেছেন: লেখার সময় লেখকের মতো লিখবেন, ভুলতথ্য ও সঠিক তথ্যের মাঝে পার্থক্য আছে।
কোমলমতিরা পাকিস্তানে গিয়ে ট্রেনিং নিয়েছে সেটা সঠিক তথ্য।
২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব আমেরিকার নির্দেশে হয়েছে...
৭| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩০
আহা রুবন বলেছেন: শেখ হাসিনাকে ভুলে থাকা যায় না? এই দাম্ভিক মহিলা লুডু খেলে জীবন পার করুক।
২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত সহজে ভোলা যাবেনা। দুনিয়ার শাস্তি এখনও বাকি...
৮| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৬
নতুন বলেছেন: সাইকোপ্যাথেরা অনুসুচনা করেনা। তাই তাদের সাজা হউক বা না হউক তাদের ব্রেনে কিছুই আসে জায় না।
২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সে দীর্ঘজীবি হোক, সেটাই কামনা করি...
৯| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১২
সাড়ে চুয়াত্তর বলেছেন: কল রেকর্ড ফাঁস করতে পারে গোয়েন্দারা। অন্য কেউ পারে বলে মনে হয় না। তাই ধরে নেয়া যায় যে হাসিনার কল রেকর্ড গোয়েন্দারা ফাঁস করছে। তারমানে এই গোয়েন্দারা হাসিনার পক্ষের গোয়েন্দা। সেটা ভারত হোক কিংবা বাংলাদেশ হোক। হাসিনার বিপক্ষের গোয়েন্দা হলে এই কল রেকর্ড পাবলিকের কাছে পৌঁছাত না। ভারতের গোয়েন্দারা এই কাজ করে থাকলে ভারতের সরকারের সম্মতি আছে এই কাজে। আর বাংলাদেশ সরকারের গোয়েন্দারা করে থাকলে চিন্তার বিষয়। শেখ হাসিনা গতকালের কথোপকথনে ইঙ্গিত দিয়েছেন যে তিনি বুঝে শুনেই কথাগুলি বলছেন। মানে উনি চাচ্ছেন ওনার কথাগুলি বাংলাদেশের জনগণের কানে যাক। ভারত সরকারও জানে যে হাসিনা ফোনে কথা বলেছেন। ভারত সরকার হয়তো ভবিষ্যতে ভিডিও ছাড়ার অনুমতি দিবে। নাও দিতে পারে। কারণ সেই ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা হবে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হবে। এটা তারা চাওয়ার কথা না।
ভিডিও দেয়াটা শেখ হাসিনা হয়তো সমীচীন মনে করছেন না। কারণ ওনার চেহারা সুরত হয়তো আগের মত নাই। পাবলিক দেখলে আঁতকে উঠতে পারে। উনি চাচ্ছেন ওনার কথাগুলি যেন বাংলাদেশের মানুষের কাছে পৌছায়। উনি নীচের পর্যায়ের পাতি নেতাদের সাথে কথা বলছেন কারণ বড় নেতারা এখন পলাতক। আর ফোন নাম্বার শেখ হাসিনা নিজেই জোগাড় করেছেন। আওয়ামীলীগের অধিকাংশ নেতা ভারতে আছেন। তাদের কাছে অনেক পাতি নেতার নাম্বার আছে। আর হাসিনা অনেক পাতি নেতাকেই চেনেন। বড় নেতাদের চিনতে হয়।
ভারত নিশ্চয় কিছু নিষেধাজ্ঞা ওনার উপর দিয়েছেন। কারণ কিছুটা লাগাম না রাখলে শেখ হাসিনা অনলাইনে শোরগোল তৈরি করবে ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা নিয়ে সমালোচনা হতে পারে। একজন পলাতক ফ্যাসিস্টকে আশ্রয় দেয়ার পরে এতো সুবিধা দিলে সেটা নিয়ে সমালোচনা হতে পারে। তাছাড়া ভারত এখনও হাসিনার ভারতে অবস্থানের প্রকৃতি নিয়ে পরিষ্কার কিছু বলেনি। তারা আরও কিছু দিন দেরী করবে পরিস্থিতি বোঝার জন্য।
শেখ হাসিনা নিজেই হয়তো চান না যে রেহানা বা পুতুল তার পক্ষ হয়ে কথা বলুক। হাসিনার হয়তো আশংকা রেহানা বা পুতুলকে কথা বলতে দিলে তারাই আওয়ামীলীগের নিয়ন্ত্রণ নিয়ে নেবে।
ওনার বাড়িতে ইন্টারনেট সংযোগ থাকলেও হয়তো ভারত সরকারের নিষেধাজ্ঞা আছে ভিডিও প্রকাশ না করার।
২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ...
১০| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫২
কিরকুট বলেছেন: হাসিনা চিতই খাক আর বাশ খাক ইহাতে আমার জ্বলন পোড়ন কিচ্ছু নাই। যাদের পুচ্ছে হাসিনা কয়লা গুজে দিয়ে গেছে তারাই খালি জিকির করে৷ ও হাসিনা গেলি কই!!? হায় হাসিনা গেলি কই??!
২৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ...
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪
সোনাগাজী বলেছেন:
ড: ইউনুসকে কি হিসেবে স্বীকৃতি দিয়েছে আমেরিকা ও ইউরোপ? আপনারা এগুলো কোথায় পান?
ড: ইউনুস বাংলাদেশের অন্তর্রবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্ঠা, সরকার গটন করেছে মিলিটারী; আমেরিকা ও ইউরোপ মিলিটারীকে স্বীকৃতি দেয় না, কাজ চালিয়ে যেতে দেয়।