নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. কোটা আন্দোলন থেকে যে শেখ হাসিনার মত স্বৈরাচারের পতন হবে তা কেউ ১ দিন আগেও কল্পনা করতে পারেনি। পতনের ২ সপ্তাহ আগে আমি সামু'র ফেসবুক পেজে লিখেছিলাম, শেষ পর্যন্ত কি পচা শামুকে পা কাটবে? হলোও তাই। যে কাজ বিএনপি জামায়াত হেফাজত ১৫ বছরে করতে পারেনি সে কাজ ছাত্রদের একটা ছোট আন্দোলন থেকেই হয়ে গেল। অবশ্যই সাধারণ জনতারও অংশগ্রহণ ছিল...
২. শেখ হাসিনার পতন/পলায়নের পর তেনার সমর্থকদের ঘোর এখনও কাটছে না। যদিও পাপের পরিমাণ এত বেশী ছিল যে, অনেক আওয়ামীলীগারও এখন বাস্তবতা মেনে নিয়েছে এই পরিণতির জন্য। আওয়ামী সমর্থক পত্রিকা চ্যানেলগুলোর রূপ বদলেই তার প্রমাণ পাওয়া যায়। শেখ হাসিনা পালিয়ে গিয়ে নিজের দল ও সমর্থকদের দীর্ঘদিনের জন্য বেকায়দায় ফেলে দিলেন...
৩. অথচ এত বড় বিপর্যয়ের পরও আওয়ামী ফেসবুক বিপ্লবীরা থেমে নেই। প্রতিদিন তেনারা স্বপ্ন দেখছেন শেখ হাসিনা আবার ফেরত আসবে। তাই কোন দিন হাসিনার পদত্যাগ পত্র, কোন দিন ড. ইউনুসের সুদ, কোন দিন নাহিদের বাবা, কোন দিন আসিফের বান্ধবী, কোন দিন রিজওয়ানার পিতা, কোন দিন আসিফ নজরুলের ৩ বউ, কোন দিন পাহাড়, কোন দিন সংখ্যালঘু, কোন দিন সমন্বয়কদের ঝগড়া, কোন দিন টাকার ভাগ, কোন দিন শিবির কানেকশান ইত্যাদি নিয়ে পোস্ট প্রসব করেই যাচ্ছে...
৪. আচ্ছা, যত কিছুই হোক, যত ষড়যন্ত্র তত্ত্বই তৈরি করা হোক, যত ব্যর্থতাই বের করা হোক না কেন - এসব লিখে কী শেখ হাসিনাকে ফেরানো সম্ভব? দেশের মানুষ আর ছাত্ররা তখন আঙ্গুল চুষবে? শেখ হাসিনা ফেরত আসলে যাদের ক্ষতি হবে তারা সেই পরিবেশ(দেশে ফেরার) সৃষ্টি করবে? ড. ইউনুস ফেইল করলে বড়জোর আর্মি ক্ষমতা নিবে - এর চেয়ে তো বেশী কিছু না। তারপরও শেখ হাসিনার আবার এ দেশে আসা শুধু মুশকিলই নয় , না মুমকিন হবে...
৫. মেসি আর রোনালদোর ফ্যানদের মধ্যে অনেক বছর ধরে বিতর্ক হত কে সেরা সেটা নিয়ে। সর্বশেষ মেসি বিশ্বকাপ জেতার পর সেই বিতর্কের অবসান হয়। এখন আর ঐসব আলাপ তেমন বেগ পায় না। যদিও কিছু অন্ধ সমর্থক চেষ্টা করে রোনালদো সেরা সেটা বলতে, কিন্তু মেসি ফ্যানরা একটা ছবি দিয়েই তাদের থামিয়ে দেয়। তা হল, মেসির হাতে বিশ্বকাপ। এখন আওয়ামী ফেসবুক বিপ্লবীরা যাই বলুক না কেন, আমাদের হাসিনার পালানোর ছবিটা দেখিয়ে দিতে হবে আর বলতে হবে পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে...
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই কঠিন যান্ত্রিক লাইফে, জীবনযুদ্ধে মাঝে মাঝে এসব মন্তব্যর দরকার আছে। মন ভাল থাকে...
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৫
নতুন বলেছেন: এই সরকার যত ভালো কাজ করবে আফসোসলীগ ততই ছটফট করবে।
কিছু মানুষের মনে এখনো এতো দূনিতি, হত্যা, গুমের জন্য কোন অনুসুচনা দেখিনা। অবাক লাগে, এটা মানুষ না আয়ামীলীগ?
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসলেই এরা কী মানুষ না আওয়ামী লীগ? কিছুদিন যাক না। তারপর না হয় গর্ত থেকে বের হই। এখনও এই পরিস্থিতিতে এত কিছু ফাঁস হওয়ার পরও কোন মুখে আওয়ামী লীগ ভাল ছিল বলতে চায় তারা?
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪৪
ধুলো মেঘ বলেছেন: গোপালগঞ্জের অধিবাসীদেরকে দীল্লি পাঠিয়ে দেয়া হোক। তারা আন্দোলন করে যদি হাসিনাকে ফেরত আনতে পারে, তাহলে আমাদেরই সুবিধা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিপূর্বে কুবিচারের যে বদনাম হয়েছে, হাসিনার স্বচ্ছ ও নিরপেক্ষ বিচারের মাধ্যমে সেই কলঙ্ক ধুয়ে মুছে ফেলার একটা সুযোগ তৈরি হবে।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বীর পলাতক উত্তমের জন্য কেউ সেটা করবে না...
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫৫
রায়হান চৌঃ বলেছেন:
খুব ভালো লাগলো আপনার "পালাইছে রে পালাইছে...শেখ হাসিনা পালাইছে..."
এর সাথে আরো একটা লাইন যোগ করতে পারেন, যেমন "বড় হইছে রে... বড় হইছে, ৭১ এর যুদ্ব শিশু গুলা বড় হইছে" কি বলেন? ভালো হয়নাই?
ভাই এদের সংখা টা কত ছিল জানেন ? সংখায় দশহাজারের উপরে ছিল, এখনকার বাচ্চারা এ সব খবর রাখেনা
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৭১, মু্ক্তিযুদ্ধ, চেতনা - এসব ব্যবসার দিন শেষ...
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩২
রায়হান চৌঃ বলেছেন:
ও ভাই.... চেতনা চো.. সময় নাই।
ঠিক আর ক দিন পর ই "জিডিপি" রিপোর্ট আসবে, চেতনাবাজ দের রিপোর্ট না দেখে, ওয়ার্ড ব্যংকের রিপোর্ট টা স্লটআউট করে দেখে নিবেন, স্লআউট করার সময় বাংলাদেশ, রেন্ডিয়া, আপনাদের পেয়ারে ফাকিস্তান, সাথে এশিয়ান আরো কয়েকটা রেখে দেখবেন।
আচ্ছা.... "জিডিপি" বুঝেন তো? নাকি জামাতীদের মত শুধু বাংলাদেশের বদনাম করা টা ই ভালো করতে পারেন।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন:
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৫
ঢাবিয়ান বলেছেন: দেশে এসে দৃষ্টান্তমুলক বিচারের মুখোমুখি হতেই হবে শেখ হাসিনাকে। ভারত ছাড়া এই বিশ্বের কোন দেশই ভিসা দিতে রাজী নয় গনহত্যা্র দায়ে অভিযুক্ত এই স্বৈরাচারীকে। ভারত বহু দেশে তদবির করেছে , কিন্তু কেউ রাজী হয়নি। ভারতের জনগন বেশী তেতে উঠলে ভারতও আর রাখে কিনা সন্দেহ।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিচারের ভয়েই উনি আর আসবেন না এই দেশে। ভারত মনে হয় না ফেরত দিবে - কারণ, দেশে আসলে ফাঁসি হবে - এই কথা তুলে অনেক বিদেশী শক্তিও তাকে ফেরত পাঠাতে মানা করবে...
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০৬
পদ্মপুকুর বলেছেন: ক্ষমতায় থাকতে বিভিন্নজনকে কটাক্ষ করে বিদ্রুপাত্মক মন্তব্য করতে পছন্দ করতেন শেখ হাসিনা। তারেক রহমানকে উদ্দেশ্য করে অসংখ্যবার বলেছেন- সাহস থাকলে দেশে আসুক..... ভাগ্যের কি নির্মম পরিহাস! আজকে তিনিই পলাতক। এবং দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার সাহস তিনি রাখেন না। দুঃখজনক।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন:
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৬
চলো আগে নিজে পাল্টাই বলেছেন: শেখ হাসিনার আওয়ামী লীগ আই রিপিট শেখ হাসিনার আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়। শেখ হাসিনার মত একজন অত্যাচারী প্রচন্ড হিংসুক শাষক এর এমন পরিণতি হবে এমনটাই স্বাভাবিক। রিভেঞ্জ অফ নেইচার কত ভয়াবহ বাঙালী আরেকবার দেখলো।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা সবার জন্যই শিক্ষা...
৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৪
খাঁজা বাবা বলেছেন: রায়হান চৌঃ বলেছেন:
ও ভাই.... চেতনা চো.. সময় নাই।
ঠিক আর ক দিন পর ই "জিডিপি" রিপোর্ট আসবে, চেতনাবাজ দের রিপোর্ট না দেখে, ওয়ার্ড ব্যংকের রিপোর্ট টা স্লটআউট করে দেখে নিবেন, স্লআউট করার সময় বাংলাদেশ, রেন্ডিয়া, আপনাদের পেয়ারে ফাকিস্তান, সাথে এশিয়ান আরো কয়েকটা রেখে দেখবেন
লোকটা পাগল। আর কিছু বলার নাই।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই কঠিন যান্ত্রিক নগরে, জীবনযুদ্ধে মাঝে মাঝে এসব মন্তব্যর দরকার আছে। মন ভাল থাকে...
১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: শেখের মেয়ে কখনো পালায়না
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন:
১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: যে, শেখের মেয়ে কখনো পালায়না।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি পালান নি, জীবন বাঁচিয়েছেন...
১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৫
সোনাগাজী বলেছেন:
আপনার ধারণাটা সঠিক ছিলো, শেখ হাসিনার সরকারের প্রতিটি ডাকাত দেশকে এমনভাবে লুট করছিলো যে, উনার সরকার নিজের ভারেই পড়ার উপক্রম হয়েছিলো।
আপনার মতে আন্দোলনের ডাকটা কাহারা দিয়েছিলো? মনে আছে, "সাধারণ ছাত্ররা" ডাক দিয়েছিলো"?
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তিউনিসিয়া থেকে আরব বসন্ত শুরু হয়েছিল সামান্য এক ফল ব্যবসায়ীর আত্মাহুতির মধ্য দিয়ে মনে আছে তো? কোটা আন্দোলন এর আগেও বিএনপি-জামায়াত-জনতার কাছে সরকার পতনের অনেক রসদ ছিল। কিন্তু তা কাজে লাগেনি। কিন্তু যখন ছাত্র হত্যা শুরু হল আর আর্মি সমর্থন তুলে নিল তখন হাসিনার পতন অনিবার্য ছিল...
১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫১
আজব লিংকন বলেছেন: ৭১রের চেতনা আমার বুকে। আমি যত বার ৭১ বলি। আঘাত লাগে জামাতের বুকে।
★ ৭১'র আওয়ামীলীগের বাপের সম্পত্তি না। ৭১'র প্রতিটা বাংলাদেশীর চেতনার অপর নাম সর্বদা ছিল এবং থাকবে।
★ ৭১'র কে হাইজ্যাক করে একান্ত নিজের সম্পত্তি ভেবে প্রথম ভুল করেছিল শেখ সাহেব। দ্বিতীয় ভুল করেন তার কন্যা স্বৈরাচারী শেখ হাসিনা। যায় ফলাফল এখন সকলের চোখের সামনে।
★ গণ বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হচ্ছে প্রতিটা সাধারণ নাগরিক এবং আওয়ামীলীগের দ্বারা শোষিত হওয়া প্রতিটা বিরোধী দলের ফসল। ইহাকে নিজের ব্যক্তিগত সম্পত্তি ভাবার একই ভুল সাদা টুপির দল ও তাদের সমর্থকেরা করবেন না।
★ পালাইছেরে পালাইছে কইরা লাভ নাই। যে দেশের প্রতিটা মানুষ মাফিয়া। সুযোগ পাইলে কেউ কাউকে লুট করতে এক সেকেন্ড দ্বিধা করে না। সেই দেশে এক হাসিনা পালিয়ে যাওয়ায় খুশি হয়ে লাভ কি? হাসিনা এবং তার সহযোগী সকল মূল হোতাদের সাজ কার্যকর হইলে খুশি হইয়েন।
★ আদর্শ ন্যায় নীতির কথাবার্তা সব লোক দেখানো। আসলে টাকার কাছে সবাই পরাজিত। এই দেশে সিস্টেমের পরিবর্তন হয় না। সিন্ডিকেটের কার্যক্রম শেষ হয় না। শেখ হাসিনা একাই খারাপ ছিল আর বাকি সবাই দুধে ধোয়া তুলসী পাতা?
★ মোড়াল অফ দ্যা বাংলাদেশী রাজনীতি ইজ:-
আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরবে যেভাবে জামায়াত ফিরেছে।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অন্যরা ভুল করলে আবার আওয়ামী লীগ আসবে - এটা কমন সেন্স...
১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৭
শূন্য সারমর্ম বলেছেন:
দেশ কি পবিত্র হয়েছে পালানোর পর?
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মোটেই না। আমি ক্ষমতায় না আসা পর্যন্ত দেশ পবিত্র হবে না...
১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১০
পুরানমানব বলেছেন: ''মোদির বৌ পালাইছে '' এক মেয়ে রাস্তা দিয়া যাইতে যাইতে এই কথা বলিয়া যাইতেছিলো।
আমি চিন্তা করিতেছিলাম মৃনাল কান্তি না কইয়া মোদী কইতাছে কেন ?
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: চরিত্র হনন না করে সমালোচনা করি...
১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:০৮
প্রহররাজা বলেছেন: জঙ্গি দেশে ভদ্রলোকরা থাকেনা, তালেবান জঙ্গিরাই থাকে।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভারত চলে যান তাহলে...
১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১২
ইফতেখার ভূইয়া বলেছেন: এইসব কুলাঙ্গার চেতনাধারীদের ও তাদের দল আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হোক। হাজার খানেক মানুষ খুন করার পরেও এরা দেশে ফেরার বা রাজনীতি করার কথা কিভাবে ভাবে আমার মাথায় ঢোকে না। মাস খানেকের মধ্যেই কি দেশের মানুষ সব ভুলে গেছে!
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবাক লাগে তাদের বড় চিন্তা হল শিবির কেন আন্দোলনে ছিল? ইলিশ কেন রপ্তানী হচ্ছে? ইউনুস তো পুলিশ কন্ট্রোল করতে পারছেনা - এসব...
১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫২
কামাল১৮ বলেছেন: শেখ হাসিনা পালায় নাই, তাকে তাড়িয়েছে আর্মি।তার এস এস এফকে নিরস্ত্র করে।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তিনি মতিয়া চৌধুরীর মত রাস্তায় শুয়ে থাকতে পারতেন। বলতেন, আমি আত্মসমর্পণ করব, তাও যাব না কোথাও। যদিও প্রাণের নিরাপত্তা ছিল না...
১৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৭
মামুন ইসলাম বলেছেন: শুনলাম আপা ২৭তারিখে আমাদের মাঝে আবার ফিরে আসতেছেন। জয়বাংলা।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক কিছুই শোনা যাবে গুজব লীগ এর কাছ থেকে...
২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:২০
প্রহররাজা বলেছেন: হাসিনা যেদিন ফিরে আসবে সেদিন আপনাদের মত তালেবানগুলা পালাবার পথ পাবেন না
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আল্লাহ যদি সেই দিন দেখায়, তাহলে ৫ই আগস্ট দেখাল কেন?
২১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৩
অপু তানভীর বলেছেন: শেখ হাসিনা পালাইছে এইটাই সব থেকে বড় কথা !
আমি কেবল উপরের কয়েকটা এতিমের মন্তব্য দেখেে হাসি ! এদের আম্মু এদের কে এভাবে মৃত্যুর মুখে রেখে পালিয়ে গেল, ন্যূনতম সতর্কও করলো না, এমন কি এতোদিনে একবার কোন খোজ খবরও নেয় নাই তবুও দেখেন এতিম গুলো কিভাবে চেটেই চলেছে !
শেখ হাসিনা হয়তো ফিরে আসবে। সেটা নিয়ে অবশ্য আমার কোন অভিযোগ নেই। সে যদি আবারও জনগনের ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হতে পারে আমার তাকে প্রধামন্ত্রী বলতে কোন সমস্যা নেই। তবে আগে তার কৃতকর্মের শাস্তি পেতে হবে ।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার পয়েন্টটাও ছিল এটাই। একটা দলকে এভাবে ফেলে রেখে গেল, অথচ তার সমর্থকরা এখনও ম্যা ম্যা করতেছে। আরে এতগুলো নেতা কর্মী জেলে যাওয়ারও তো দায় উনার উপর বর্তায়। কীসের আশায় এখনও জুলাই আগস্ট হত্যাকান্ডকে এতিমরা ডিফেন্ড করছে?
২২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৩
অস্বাধীন মানুষ বলেছেন: এই ব্লগে থাকা হাসিনার এতিম দালাল পা চাটা কুত্তা গুলোর জন্মের ঠিক নাই আর এরা সারাজীবন এভাবেই পা চেটে যাবে ।
যারা জুলাই আগস্টের গনহত্যার পরেও হাসিনার পদতলে বসে থাকতে চায় বুজতে হবে এরা হাসিনার জারজ সন্তান।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: গালির দিকে না যাই আমরা। আর ওঁদের এখন ট্রমা চলছে। আফটার অল বীর পলাতক উত্তম এর অনুসারী...
২৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৬
রাসেল ০০৭ বলেছেন: ভাই আমার তিন বছরের বাচ্চাও সেদিন এই স্লোগানের সাথে গলা ফাটাইসিলো । ভাবা যায়?
সারাদিনের ধকল শেষে ঘুমুতে যাবার জন্য মশারী খাটাবো এমন সময় হঠাত দেখি ভুয়া ভুয়া স্লোগান তুলতেসে কি একটা অবস্থা!
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাই যখন আন্দোলনে জড়িত হয়ে যায় তখনই স্বৈরাচারের পতন হয়...
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২৮
আহরণ বলেছেন: দেশ আবার আফগানিস্তান হবে, সে পথেই যাচ্ছে। উট চালনার ট্রেনিং নিয়ে নেন। ভারতের সাথে জেহাদ করবেন না, ভাইয়া??