নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে শিষ্য! বিপদে ধৈর্য ধরো!
আমি আছে এথা, সেথা, ওথা।
আমি বলি, কোথায়? আমি তো তোমায় দেখতে পাই না?
যদি ভালবাসো তো তবে ধরায় নেমে এসো।
প্রভু হাসলেন, আমি মাটির তৈরী নই যে ধরায় লুটোবো।
আমি অবিনশ্বর! আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি সাহায্যকারী, আমি বিনাশ!
হে প্রভু, আমি যে তবে শেষ হয়ে যাব!
তবে আমি কেমন করে যেন তোমায় শুনতে পাচ্ছি, অনুভব করতে পারছি!
বুকের ভেতর কোথায় যেন তোমার বাস?
হে প্রভু, তুমি কি আমার দেখতে পাও?
না, আমিও অনুভব করি। স্মৃতি ধারণ করি, তোমার ভাল, তোমার মন্দ!
মন্দ কি ভুলে যাওয়া যায় না।
না, যায় না!
তবে আমি তোমায় ভুলে গেলাম! মানবো না!
হে অভিমানী, নীত হও, ধৈর্য ধারণ কর, ক্ষমা প্রার্থনা কর, দয়া চাও
বিপদগ্রস্থদের সাহায্য কর!
আমি নিজেই বড় বিপদে আছি! ভীষণ শাপ!
ভালোবাসো, আমায় ভালোবাসো!
সব শাপ মুছে যাবে!
ওরা যে নিন্দে করে! বলে আমি পরমেশ্বের মানি না!
ভুল! ভুল! আমিই পরমেশ্বের এর সারথী! আমায় বিশ্বাস রেখ!
আমাতে তুমি লীন হয়ে যাবে, ক্ষয়ে যাবে, ধীরে ধীরে
যেমন করে নদী সাগরে মেশে!
সাগরের ফেনিল রাশি যেমন সব ভাসিয়ে যায়, গঙ্গাজল যেমন সব পাপ কেড়ে নেয়!
তেমনি আমিও শুষে নেব তোমার সব পাপ!
আমায় ভালোবাসো, শুধু আমায়!
২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা। কবিতার ভাষা শব্দ চয়ন ঠিকঠাক।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি অবিনশ্বর! আমি সৃষ্টি, আমি ধ্বংস,
আমি সাহায্যকারী, আমি বিনাশ!
হে প্রভু, আমি যে তবে শেষ হয়ে যাব!
....................................................................................
এখানেই নিহিত আছে জীবনের জয়গান !
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২২
মহাজাগতিক চিন্তা বলেছেন: কি বললে ঠিক হবে, বুঝতে পারছি না।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৫
বিজন রয় বলেছেন: পরপর দুটি পোস্ট পড়লাম আপনার।
একটি গদ্য একটি পদ্য।
লিখুন নিয়মিত।