নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলা থেকেই জীবনের তিনভাগের দুই কেটেছে আমার ঘুমিয়ে ঘুমিয়ে। ভীষণ ঘুমপ্রিয় মানুষ আমি! ঘুম ছাড়া জীবনই বৃথা! এজন্য আমার আব্বার কত যে টিপ্পনী শুনেছি, তার কোন ইয়ত্তা নেই! এই যেমন একটি গল্প, ট্রেনের প্লাটফর্মে তিন কুঁড়ে ঘুমিয়ে থাকে সারাবেলা, প্রতিদিনের কর্মব্যস্ততার পাশাপাশি এই কুঁড়েমি দেখতে দেখতে লোকজন ভীষণ বিরক্ত। ট্রেন আসে, ট্রেন যায়, এই তিন মহাশয়ের তাতে কিছুই যায় আসে না। না মুটে গিরি, না যাত্রী, কোনটিই তাদের কাজ নয়।
তো, একদিন কিছুলোক এদের চারপাশে আগুন জ্বালিয়ে দিল। গায়ে তাপ লাগছে, কিন্তু তবুও ব্যাটাদের চোখ খোলার অবকাশ নেই! একজন আরেকজনকে ঠেলছে, আর বলছে, "কত রবি জ্বলে রে!" আরেকজন চোখ না খুলেই, "কে বা আঁখি মেলে রে!" তো এই ঘুমিয়ে ঘুমিয়েই আমার জীবনের সার্থকতা! এই করে করে স্কুলের গন্ডি পেরিয়ে, কলেজের গন্ডি পেরিয়ে, ভার্সিটির গন্ডি পেরিয়ে, বিদেশী একটি ভার্সিটির বারান্দায় হাঁটাহাঁটি করে এসে, দুইটা ভার্সিটিতে জব করে, মাশাল্লাহ তিনটি ফুটফুটে সন্তানের মা হয়ে, আজ আমি চালশে নাজনীন! জীবনে তো ম্যালা কাজই করে ফেললাম দেখি!
তবুও মাঝে মাঝে একেবারে শীতনিদ্রায় চলে যাই! এই যেমন এখন আমার বরফযুগের মতো আবারো হাইবারনেশন যুগ চলতেছে...কোন কাজে তেমন মন নেই, কেবল কিছু খাই আর ঘুমাই। মনের গহীনে, টেবিলের উপর, স্টিকি নোটে অনেক কাজের লিস্টি জমে আছে, ফুসরত নেই কাজ করার, ঘুম এবং ঘুউউউউম!
©somewhere in net ltd.