নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্ত্মানে বাংলাদেশে আইটি রিলেটেড কিছু পেশা বেশ জনপ্রিয়, যেমন ফ্রিল্যান্সিং, ই-কমার্স, সফটওয়ার বিজনেস। এর মাঝে শেষের দুটি আমার পছন্দ, প্রথমটি নয়। কারণ, আমাদের দেশে প্রচলিত অর্থে ফ্রিল্যান্সিং বলতে বোঝায় অনলাইনে আয় করা, যার মাঝে বেশির ভাগ কোম্পানীই হলো বিদেশী। রাত জেগে জেগে অত্যন্ত সস্তাশ্রমে এ কাজটি করে যাচ্ছেন আমাদের অনেক মেধাবী তরুণ। এই পেশার সাথে গার্মেন্টস কর্মীর দিন খাটা পরিশ্রমে তৈরী পোশাকশিল্পের বিশেষ কোন পার্থক্য নেই।
এ ফ্রিল্যান্সিং-এর কারণে ডলার ইনকাম করা যায় হয়তো কিন্তু এই মেধাগুলো দেশের কোন কাজে লাগে না। এটা এক ধরণের ব্রেন ড্রেন, মেধা পাচার। আমাদের তরুণদের মূল্যবান মেধাকে অত্যন্ত কম মূল্যে বিদেশীরা কাজে লাগিয়ে গড়ে তুলছে তাদের সাম্রাজ্য। একটু ভেবে দেখুন, বৃটিশ আমলের নীল চাষি, হাল আমলের গার্মেন্টস কর্মী বা সৌদিতে বা মালয়েশিয়ায় যাওয়া নির্মাণ শ্রমিকের সাথে আপনার পার্থক্য খুবই কম। বরঞ্চ তারা আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাচ্ছে, আপনার খাওয়া পড়ার দায়িত্বও তাদের নিতে হচ্ছে না। দয়া করে মন খারাপ করবেন না, ভাববেন না এটা কাদা ছৌড়াছুঁড়ি। সত্যিকার অর্থেই এটা নিজের অত্যন্ত মূল্যবান মেধা বিক্রি করে দেয়ার শামিল। এদিকে আবার আইটি সেক্টরে বাংলাদেশে পর্যাপ্ত জবেরও অভাব আছে, তাই বিদেশের দিকে ঝুঁকে যাওয়াটাও দোষের নয়। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ আইটি ভিলেজ গড়ে উঠেনি এখনো, ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছু সফটওয়ার ফার্ম গড়ে উঠলেও তা প্ররযাপ্ত কর্মসংস্থানের তুলনায় বেশ নগন্য। তাই হাজার হাজার আইটি স্টুডেন্ট ঝুঁকছে ফ্রিল্যান্সিং-এর মতো বিদেশীদের সেবাতে।
তবে আমরা যদি একটু পরিকল্পনা আর সচেতনতা নিয়ে এগোই তাহলে প্রাথমিকভাবে কিছুদিন নিজেদের দক্ষতা বারানোর জন্যে ফ্রিল্যান্সিং করতে হলেও আল্টিমেট টার্গেট যেন থাকে সফটওয়ার ডেভেল্পমেন্ট বা ই-কমার্স, যাতে করে বিদেশীরা আপনার কাছ থেকে কিনতে আসে, হোক সেটা গেমস, হোক সেটা এন্টিভাইরাস, হোক সেটা যেকোন এপ্লিকেশান সফটওয়ার, হোক সেটা ছোট্ট মোবাইল অ্যাপ্স, চ্যাটিং সফটওয়ার, ভিডিও-অডিও প্লেয়ার, হোক সেটা ভিডিও আপলোডিং ওয়েবসাইট, সোশাল নেটওয়ার্ক, এডুকেশান সাইট, ডিস্টেন্স লার্নিং সাইট, বৃহৎ আকারের অপারেটিং সিস্টেম, কার্নেল, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। নিজের অফুরন্ত উদ্যম, মেধা, রাত জাগা পরিশ্রম যেন দেশকে এগিয়ে নিতে সাহায্য করে, দেশের মাথা উঁচু করতে সাহায্য করে। আমরা যেন আইটি ইঞ্জিনিয়ার হতে পারি, স্পেশালিস্ট হতে পারি, আইটি শ্রমিক নই।
২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৯
নাজনীন১ বলেছেন: পর্যটন সেক্টরে ব্যবসা - বেশ ভাল চিন্তা!
২| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪০
আমিনুর রহমান বলেছেন:
আমার মনে হয় এই মুহুর্তে আন্ড্রোয়েড মোবাইলের এপস নিয়ে কাজ করতে পারে এদেশের প্রোগামিং জানা তরুনরা।
পোষ্টে +
৩| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৪
ভিটামিন সি বলেছেন: প্রোগ্রামিং আর সফট ডেভেলপমেন্টের নাম শুনলেই মাথা ঘুরায়। আর মনে হয় যদি সি, সি++, ভিজ্যুয়াল বেসিক এ'র ক্লাশগুলি ফাকি না দিতাম। তাইলে তো বড় একটা কিছু হইয়া যাইবার পারতাম।
৪| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৭
আলম দীপ্র বলেছেন: কি যে হমু বুঝি না !
পোস্টে ++++
৫| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২১
পজিটিভ ইলেকট্রন বলেছেন: ইনশাআল্লাহ হবে একদিন অনেক কিছুই .....
৬| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২১
কলমের কালি শেষ বলেছেন: ভালো কথা বলেছেন। যা করা উচিত দেশের স্বার্থ চিন্তা করে করা উচিত ।
৭| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৭
নাজনীন১ বলেছেন: সবাইকে ধন্যবাদ কমেন্ট করবার জন্য।
৮| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০২
আবু শাকিল বলেছেন: আর্ট ডিরেক্টর হইতে মুঞ্চায়
৯| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৫
জেরিফ বলেছেন: কি আর কমু
১০| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩২
ফুলঝুরি বলেছেন: আপনি কি হতে চান ? বাইরে তো শ্রমিক ছিলেন দেশেও শ্রমিক। আপনার পিএইচডি হয়ে গেছে? নাকি অর্ধেক ই আছে এখনো?
১১| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৪
ডি মুন বলেছেন: পোস্ট ভালো লেগেছে। আপনি ঠিকই বলেছেন -- এটা এক ধরণের ব্রেন ড্রেন, মেধা পাচার।
তরুণ প্রজন্ম এ ব্যাপারে সচেতন হয়ে সঠিক কর্মক্ষেত্র বেছে নেবে, এমনটাই প্রত্যাশা।
শুভেচ্ছা রইলো।
১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৬
কালীদাস বলেছেন: কেমন আছেন?
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০১
নাজনীন১ বলেছেন: ভাল আছি। আপনি কেমন আছেন?
১৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ২০ বছর থেকে কম্পিউটারের সাথে আছি এখন পর্যন্ত কিছুই হতে পাড়লামনা !
১৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৩
বাংলার ফেসবুক বলেছেন: আপনি মেয়ে বিশ্বাস হলো না । তাতে কিছু যায় আসে না। আসলে আপনার লেখাটার মধ্যে অনেক কিছু আছে। আমি অনলাইনে কাজ করার জন্য অনেক পথ খুজেছি যারা জানে তারা কাউকে শিখাইনা। আমি সত্যি সত্যি বেকার কি করি একটু যদি পরামর্শ দিতেন।
১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৭
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ক্যামন আছেন ?
২৮ শে মে, ২০১৬ রাত ১১:১৮
নাজনীন১ বলেছেন: ভাল ভাইয়া। আপনি কেমন আছেন?
১৬| ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১০
শায়মা বলেছেন: আপু তোমার কাছে ছুটি আপুনির কোনো ইমেইল এড্রেস আছে? আগের ফেসবুকের সাথে সাথে আপুর আইডিও হারিয়ে ফেলেছি।
২৮ শে মে, ২০১৬ রাত ১১:১৯
নাজনীন১ বলেছেন: নারে আপুনি, উনাকে তো চিনি না!
১৭| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৩
কালীদাস বলেছেন: আছি বেঁচেবর্তে আর ফিরবেন না এই ব্লগে?
২৮ শে মে, ২০১৬ রাত ১১:২০
নাজনীন১ বলেছেন: ব্লগে না লিখতে লিখতে কেমন জানি তাল হারিয়ে ফেলেছি, এখন কেবল ফেইসবুকেই লিখি।
১৮| ০৬ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৪
Dipankar mandal বলেছেন: আইটি নিয়ে কেও বিজনেস করবেন ১১০০০ টাকা দিয়ে শুরু করতে পারেন|
১৯| ০৬ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৫
Dipankar mandal বলেছেন: আইটি নিয়ে কেও বিজনেস করবেন ১১০০০ টাকা দিয়ে শুরু করতে পারেন|
২০| ০৬ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৭
Dipankar mandal বলেছেন: আইটি নিয়ে কেও বিজনেস করবেন ১১০০০ টাকা দিয়ে শুরু করতে পারেন| Amar email id: [email protected]
২১| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫২
আইটি হাউজ বলেছেন: আপনি কাজ জানলে বা কাজে দক্ষ হলে তা (দক্ষতা) আপনাকে লোকাল মার্কেট বা ইন্টারন্যাশনাল মার্কেট খুজে নিবে। আগে দক্ষ হউন তারপর ইনকাম...... তা ডাটা এন্ট্রি , গ্রাফিক্স বা ওয়েব অথবা প্রোগ্রামিং যাই হোক না কেন?
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫২
অপূর্ণ রায়হান বলেছেন: কবি ও প্রেমিক হইতে চাই
হাহাহা মজা করলাম । ছোটখাটো ব্যাবসা করি । পরবর্তীতে পর্যটন সেক্টরে নিরিবিলি একটা ব্যাবসা কররা ইচ্ছা আছে ।
ভালো থাকবেন