নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চুপ থাকা, নির্লিপ্ততা! আপাততঃ ধ্যান করছি।

নাজনীন১

আমি বাংলাদেশি নারী।

নাজনীন১ › বিস্তারিত পোস্টঃ

মদিনার সংবিধান, আমাদের সংবিধান এবং আমাদের দুর্ভাগ্য!

১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:০১

পত্রিকা মারফত জানলাম যে লতিফ সিদ্দীকির এমপি পদ এখনো বহাল আছে! বাংলাদেশে এমন কোন আইন নাই, যা দিয়ে জনগণের রাজনৈতিক ভাগ্যনির্মাতাদের জনগণের স্পর্শকাতর ধর্মীয় অনুভূতিতে আঘাতদানকারীদের কোন শাস্তি দেয়া যায়!

একটা উপায় ছিল, যদি তিনি দল থেকে পদত্যাগ করতেন, মানে সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা আছে কোন সাংসদ যদি দল থেকে পদত্যাগ করেন মানে যে দল থেকে তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন সেই দল থেকে পদত্যাগ করেন, সংসদে দলীয় সিদ্ধান্তের বাইরে কোন আচরণ করেন তাহলে তিনি সদস্যপদ হারাবেন।

ধর্মীয় অনুভূতি কোন মানবীয় অনুভূতি নয় আমাদের সংবিধানে। তাই নাগরিক হিসেবে কারো অধিকার ক্ষুণ্ণ করলে শাস্তি আছে, কিন্তু ধর্মীয় বিষয়ে করলে নাই।

এখন লতিফ সিদ্দীকীকে যদি দল থেকে বহিষ্কারও করা হয়, তাহলেও ৭০ অনুচ্ছেদের ধারায় পড়েন না, অন্য কোন ধারাতে তো নয়ই।

এই সরকার খুব তাড়াহুড়ো করে ষোড়শ সংশোধনী এনেছেন বিচারকদের অভিসংশনের ব্যাপারে, প্রশ্ন হলো সাংসদদের 'অভিসংশন' করবে কে বা কারা? রাষ্ট্রপতির কি কোন ক্ষমতা আছে? জাতীয় খবরগুলো বিবেচনা করে তো দেখা যাচ্ছে নেই, এখনো পর্যন্ত এরকম কোন বিশেষ ক্ষমতা নেই রাষ্ট্রপতির। যদিও প্রমাণিত একাধিক খুনের আসামীকেও তিনি উদারচিত্তে ক্ষমা করতে পারেন। কিন্তু আমাদের রাসূল(সঃ ) এবং ইসলামের মূল স্তম্ভের একটিকে বা একাধিককে অপমানিত করার কারনে কাউকে শাস্তি দেবার ক্ষমতা উনার নেই। কিন্তু তিনি তথাকথিত 'মদিনা সনদ' দ্বারা পরিচালিত সরকারের নির্বাচিত 'রাষ্টপতি'। দয়া করে মদিনা সনদটি সরকারকে পুনরায় সতর্কতার সাথে পড়তে অনুরোধ জানাই। একজন সাংসদ মদিনা সনদ পড়ে শপথ নিয়ে তার বিপরীতে কাজ করে সাংসদ হিসেবে বহাল থাকেন কিভাবে?????

সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানাই সপ্তদশ সংশোধনী এনে সংবিধানের ৭০ ধারা বা অন্যের অনুভূতিতে আঘাতদানকারীদের ব্যাপারে নির্দিষ্ট কোন ধারা এনে সংশোধনী করা হোক। এটা বাংলাদেশের সকল মানুষের দাবী হওয়া উচিত।

আরেকটি উল্লেখযোগ্য বিষয়, আওয়ামী লীগ থেকে লতিফ সিদ্দীকী বহিষ্কৃত হননি, এটা প্রমাণ করে যে আওয়ামী লীগের সনদ 'মদিনা সনদ' অনুযায়ী নয়। এর থেকে একেবারেই বিপরীত কিছু!

জনগণকে এ ধরণের প্রতারণামূলক সান্ত্বনা দেয়া থেকে আওয়ামী লীগ দূরে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা! ধর্ম তামাশা করার বিষয় নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.