নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর

আনসারী

সত্য ও সুন্দরের পক্ষে কথা বলুন

আনসারী › বিস্তারিত পোস্টঃ

আমার স্বপ্নের কাংখিত বাংলাদেশ!

২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৫

আমি সেই বাংলাদেশের স্বপ্ন দেখি-
১। সবাই সবাইকে ভালবাসবে, কল্যাণকামনা করবে,মতভেদ থাকবে কিন্তু নিজের মতবাদ অন্যের উপর জোর করে চাপিয়ে দিবেনা।
২। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্ত কেউ অন্যকে প্রতিপক্ষ ভাববে না।
৩। নাগরিক সুযোগ সুবিধা নয় নাগরিক অধিকার নিশ্চিত হবে।
৪। শিক্ষা অবৈতনিক ও জাতীয়করন হবে। উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়গুলো আরো মানসম্মত হবে।
৫। স্বাস্হ্য ও চিকিৎসা জাতীয়করন হবে। চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার দরকার হবে না।
৬। কেউ বেকার থাকবে না। প্রয়োজনে বেকারভাতা থাকবে।
৭। জীবিকার জন্য কেউ বিদেশে পাড়ি দিবে না বরং আমাদের অর্থনীতি এমন হবে যেন জীবিকার জন্য বিদেশিরা আমাদের দেশে আসে।
৮। যোগাযোগ ব্যবস্হা উন্নত হবে।
৯। দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ হবে।
১০। আপনার স্বপ্নগুলো যুক্ত করুন-----

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমরা কি পাবো এমন কাংখিত দেশ!?






ভালো থাকুন নিরন্তর।

২২ শে জুন, ২০১৮ ভোর ৬:০৩

আনসারী বলেছেন: কেন নয় ? অবশ্যই পাবো । ধন্যবাদ

২| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩২

আয়মান বলেছেন: এগুলো শুধুই স্বপ্ন রয়ে যাবে,যতদিন আমি বা আমরা বলে যাবো,ও বা ওরা খারাপ,ততদিন কিছুই হবেনা,যেদিন বলতে পারবো আমি খারাপ,আমাকে ভাল হতে হবে,তবেই দেশ ভাল হবে,সেদিন দেশ উন্নত হবে.....

২২ শে জুন, ২০১৮ ভোর ৬:০৭

আনসারী বলেছেন: আমরা কাউকেই ভাল বা মন্দ বলছি না। আমি খারাপ এটাও বলতে চাচ্ছি না। আমাদের সকলকেই কর্তব্য সচেতন হতে হবে। ধন্যবাদ।

৩| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪০

কাইকর বলেছেন: স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে

২২ শে জুন, ২০১৮ ভোর ৬:১০

আনসারী বলেছেন: যতদিন ঘুমিয়ে থাকব ততদিন তো স্বপ্নই থাকবে। একদিন অবশ্যই ঘুম ভাঙবে। সেইদিন হযতো আর স্বপ্ন থাকবেনা।ধন্যবাদ।

৪| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪১

লাবণ্য ২ বলেছেন: সুন্দর ভাবনা।

২২ শে জুন, ২০১৮ ভোর ৬:১১

আনসারী বলেছেন: ধন্যবাদ।

৫| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: ‘‘তেপান্তরের সরলরেখায় অল্প কিছু ঢেউ/ এই কথাটা সহজ হলেও/ বুৃঝল না তো কেউ।’’

২২ শে জুন, ২০১৮ ভোর ৬:৩০

আনসারী বলেছেন: ধন্যবাদ

৬| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৭

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: বাঙালির এ আজন্ম স্বপ্ন বাস্তব হবে তা মনে হয় না।
ব্লগটি ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

৭| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মন্তব্যের কি প্রতিউত্তর করবেন??

আপনার লাস্ট পোস্ট ছিল, ২৩ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:১৭। তখন আমি সামুকেই চিনতাম না!
এ এক রহস্য??:P


পুনশ্চঃ
আপনি ভোটে খাড়া হইয়া যান!

৮| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মন্তব্যের কি প্রতিউত্তর করবেন??

আপনার লাস্ট পোস্ট ছিল, ২৩ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:১৭। তখন আমি সামুকেই চিনতাম না!
এ এক রহস্য??:P


পুনশ্চঃ
আপনি ভোটে খাড়া হইয়া যান!

২২ শে জুন, ২০১৮ ভোর ৬:২৪

আনসারী বলেছেন: প্রতিউত্তরে আপনাকে ধন্যবাদ দেওয়া ছাড়া আর কিছুই পেলাম না। রহস্যের কারন অনুসন্ধান করতে থাকেন একসময় হ্য়তো পেয়ে যাবেন। ভোটের কথা বলছেন? এটা ভাল মানুষী নয়।

৯| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৭

সিগন্যাস বলেছেন: এমন বাংলাদেশ দেখতে হলে আপনাকে দুবার জন্ম নিয়ে আসতে হবে

২২ শে জুন, ২০১৮ ভোর ৬:৪৩

আনসারী বলেছেন: তাই নাকি!

১০| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:


মানুষের মৌলিক অধিকারের উন্নয়ন ঘটানোই রাজনীতির উদ্দেশ্য হওয়ার দরকার।

২২ শে জুন, ২০১৮ ভোর ৬:৪৪

আনসারী বলেছেন: সহমত।

১১| ২১ শে জুন, ২০১৮ রাত ৯:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুই পরিবার পারবে না এই স্বপ্ন পূরণ করতে...

২২ শে জুন, ২০১৮ ভোর ৬:৪৭

আনসারী বলেছেন: আমরা তো তা দেখলাম। এই জন্য তো দুই পরিবারকে দোষারোপ করতে পারিনা। দু্ই পরিবারের যোগ্যতা তো আছে।

১২| ২২ শে জুন, ২০১৮ ভোর ৬:৪৭

ইনাখ বলেছেন: এই আশাপূরণ ! হবে, হবে না কেন শুধু আরেকটা বিগব্যাঙের অপেক্ষা তারপরেই সব .....I

২৩ শে জুন, ২০১৮ রাত ৮:৪৩

আনসারী বলেছেন: হবে একদিন হয়তো।

১৩| ২২ শে জুন, ২০১৮ দুপুর ১:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রত্যেক শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ স্বপ্ন দেখে, সবটা পূরণ হয়ত হয়না, তবুও যতটা বেশি সম্ভব পূরণ হয় সেটাই কাম্য।

শুভ কামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.