নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

ছোট চুরি বড় চুরি বলে কিছু নেই

১৮ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:০৩


এক পথচারী রাস্তার পাশের দোকান থেকে ৫০০ টাকা চুরি করে পালালো। আবার এক সরকারি কর্মকর্তা ফাইল স্টক করে ৫ লাখ টাকা ঘুষ নিলো। কে বড় অপরাধী?

বেশিরভাগ মানুষ হয়তো বলবেন সরকারি কর্মকর্তা। আসলেই কি তাই? এখন আপনি সরকারি কর্মকর্তাকে শূলে চড়ালেন ভালো কথা, ওই পথচারীকে কী করবেন? ছোট চোর বলে মাফ করবেন?

আবার ধরেন ওই ছোট চোর, মানে পথচারী বিচারকের আসনে বসলো। এ অবস্থায় কি তার চুরি ভুলে যাবেন?

যেকোনো মাদকসেবীকে প্রশ্ন করবেন, দেখবেন তার শুরুটা সিগারেট দিয়ে। সে শুরুতে কিন্তু হেরোইন ধরেনি। তেমনই বড় চোরেরা শুরু করে ছোট চুরি দিয়েই।

ওই পথচারী, যে ৫০০ টাকা চুরি করলো, সে জায়গামতো গেলে সালমান এফ রহমান বা এস আলম হতে দেরি করবে না।

জগতে ছোট চুরি বড় চুরি বলে কিছু নেই। চুরি চুরিই। আপনি যদি ছোট চুরিকে এড়িয়ে বড় চুরিকেই প্র‍াধান্য দেন আবার ছোট চোর বিচারক হলে তার তৈলমর্দন করেন, তাহলে এটা বুঝতে অসুবিধা হয় না যে, আপনি আর সে একই গোয়ালের গরু।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২৫ দুপুর ১:১৬

সৈয়দ কুতুব বলেছেন: ছোটো চুরি থেকেই মানুষ বড়ো চুরি শেখে। এইজন্য ছোট্টো থাকতে শাসন করতে হয়।

১৮ ই মার্চ, ২০২৫ দুপুর ১:৫৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভাই-বেরাদরদের ছোট চুরিকে দেখলাম অনেকেই প্রশ্রয় দিচ্ছে।

২| ১৮ ই মার্চ, ২০২৫ দুপুর ১:২১

নিমো বলেছেন: ঈশপের গল্প ছিল সামান্য পেন্সিল চোর থেকে বিরাট অপরাধি। কখনও কখনও গ্রহণের অন্ধকার, রাতের আঁধারকেও হার মানিয়ে দেয়।

১৮ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৩৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ছোট চোরদের প্রশ্রয় দিয়েই আমরা বড় করে তুলি।

৩| ১৮ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: ছোট চোরেরা উৎপদককে নিরুৎসাহিত করে, উৎপাদন ব্যবস্থায় ধ্বস নামায়। সেই হিসাবে বরোও বড় অপরাধী।তবে ছোট চুরি হিসাবে এদেরকে ছোট সাজা দিতে হবে।

১৮ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৫৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ও আচ্ছা।

৪| ১৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:১৩

চাষী২০২৫ বলেছেন:



৫০০ টাকা চুরি ও ৫ লাখ টাকার ঘুষের জন্য বিচারে ( কোর্টে ) শাস্তি সমান হবে না, ইহা বুঝতে আপনার কত বছর সময় লাগতে পারে? এই ধরণের পোষ্ট বলছে যে, আপনি ব্লগার না;হল তরকারীর লেভেলে আছেন।

১৮ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:০৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পোস্টে কি কোথাও বলা আছে দুইটার শাস্তি সমান হবে? মন চাইল একটা মন্তব্য করে দিলেন। আগে পোস্টের মানে বোঝেন। একজনের একটা পোস্টে মন্তব্য করেছিলাম, যে ক্ষমতায় বসেই ৬৬৬ কোটি টাকা কর ফাঁকি জায়েজ করে দিতে পারে, নিজের প্রতিষ্ঠানকে ক্ষমতার জোরে ৫ বছরের জন্য করমুক্ত রাখতে পারে- সে দেশ ঠিক করবে কেমনে? এর জবাব কী এসেছিল জানেন? উপর্যুক্ত ব্লগার বলেছেন, কত হাজার কোটি পাচার হয়েছে, আর আপনি আছেন ৬৬৬ কোটি টাকা নিয়ে। আপনার নিজের কী মনে হয়? আমার প্রশ্ন আর ওই ব্লগারের উত্তর কোনটা যথাযথ?

৫| ১৮ ই মার্চ, ২০২৫ রাত ৮:৩০

কামাল১৮ বলেছেন: ইসলামে চুরির শাস্তি হাত কেটে দেয়া।সেটা যে কোন চুরি।কি মহান শিক্ষা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.