নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
ফেসবুকে এক শ্রেণির মানুষ পাওয়া যায়, যারা হুদাই বিভিন্ন জায়গায় মন্তব্য করে আর দিনে চৌদ্দবার করে পোস্ট দেয়। একটু ঘাঁটাঘাঁটি করে দেখা যায় এরা বেশিরভাগই কম বয়সী ছেলেমেয়ে। কাজকর্ম নেই। লাইমলাইটে আসতে হুদাই পোস্ট করে। লাইক-কমেন্ট ভিক্ষা করে বেড়ায়। আমি বুঝি না এতে আসলে কী লাভ হয়? টাকা-পয়সা আসে?
ব্লগেও এ শ্রেণির উপস্থিতি আছে। এরা অবশ্য কচিকাঁচা না। বড়সড় মানুষ। এরাও দেখি বেহুদা পোস্ট করে। আর কিছু কিছু মানুষ আর কোথাও না থাকুক; ক্যাচালের পোস্টে এসে হাজিরা দিয়ে যায়।
তবে এটাও ঠিক; এরা কিন্তু পরিবেশ গরম রাখে। টোকাইদের তাও দুই পয়সা দিয়ে আনতে হয় মিটিং-মিছিলে। এরা নিঃস্বার্থভাবে দেশোদ্ধার করে যায়। এসব হাউকাউয়ে পকেটে টাকা-পয়সা না এলেও, ঘরের উনুন না জ্বললেও; এরা যে সবাইকে বিনোদন দিয়ে বেড়ায়- এজন্য বাহবা পেতেই পারে।
০১ লা নভেম্বর, ২০২৪ রাত ২:১৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অভ্যাস যায় না মরলে খাসলত যায় না ধুইলে।
২| ০১ লা নভেম্বর, ২০২৪ ভোর ৬:১৪
প্রহররাজা বলেছেন: ট্রাম্প আসলে তো শেষ হবে। যুদ্ধ লাগায় কমিউনিস্ট সোশ্যালিস্ট লিবারেল আর সুশীলগুলা।
০১ লা নভেম্বর, ২০২৪ সকাল ৭:২৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ওহ।
৩| ০১ লা নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৬
আজব লিংকন বলেছেন: এগুলা কি কন? কেউকে হও করা ঠিক না।
০৫ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: উচিত কথায় বন্ধু বেজার।
৪| ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১০:১৯
আহা রুবন বলেছেন: কিছু কিছু পোলাপান দেখি রাস্তা দিয়ে হাঁটে আর ফোন টেপে। আচ্ছা আশেপাশের সুন্দরিদের দেখা থেকে যে ওরা বঞ্চিত হয় তা ওরা বোঝে?
০৫ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মোবাইল সব দখলে নিয়েছে।
৫| ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১১:২২
কিরকুট বলেছেন: ব্লগে নিজের আধিপত্ত বজায় রাখার চেষ্টা করে। যদি মডারেটর হওয়া যায়।
০৫ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মনে হয়।
©somewhere in net ltd.
১| ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ২:০৬
সৈয়দ কুতুব বলেছেন: বাঙালি ক্যাচাল প্রিয় জাতি!