নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

যেন কিছু একটা লিখতেই হবে

১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৯


ফেসবুকে এই ব্যাপারটা বেশি চোখে পড়ে। একটা লাইন লিখলাম আর পোস্ট করে দিলাম। ধুপধাপ অন্যের একটা লেখা শেয়ার দিলাম ক্রেডিট ছাড়াই। সোজা বাংলায় যাদের লেখাচোর বলা যায়। ব্লগেও এ শ্রেণির পাবলিক আছে। দুই লাইন লিখেই পোস্ট। কেউ কেউ পত্রিকার একটা লেখা এনে পোস্ট করে দেন। মনে হয় গুরুত্বপূর্ণ খবর দিয়ে জাতিকে উপকার করছেন। এ খবর না দেখলে জাতি অন্ধকারে থাকত মনে হয়।

এখন তথ্য প্রযুক্তির যোগ। এক বেলা না খেলেও লোকে তথ্য জেনে যায়। গোপন রাখা যায় না কিছু। লেখা যদি শেয়ার দিতেই হয়, দুই-চার লাইন নিজের মতামত দিলে সমস্যা কী?

অনেকে ফেক তথ্য ছড়ান। মনে হয় ইচ্ছে করেই ছড়ান। এটা তো সবাই জানে ফেক কিছু এখন চাপা থাকে না। তাও যখন ছড়ান, সত্যিটা যখন প্রকাশ পায় তখন মুখ কোথায় থাকে?

সবার যে লেখালেখি করতেই হবে; এমন না। লিখতে না পারলে মতামত দিক। না জোর করে হলেও লিখতে হবে। আর লিখতে গেলে কলমের নিভ ভেঙে যাওয়ার জোগাড়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। ব্লগে কপি পেস্ট করে নিজের মতামতও দেয়া উচিত। ব্লগ সংবাদপত্র নয়। পুরো রিপোর্ট প্রকাশ করে নিজের কৃতিত্ব জাহির করতে হবে...

১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কিছু লেখার মুরোদ অনেকের থাকে না। কপিপেস্ট করে হাজিরা দিয়ে যায়।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৩৫

শাহিন-৯৯ বলেছেন: লেখার সাথে সহমত। নিজের মতামত ছাড়া লেখা প্রকাশ করা বিশেষ করে প্রথম সারির সংবাদ পত্র থেকে কপি করে এনে পোষ্ট করা হাস্যকর ছাড়া কিছুই নয়। কারণ ব্লগাররা সবাই মনে হয় প্রথম সারির সব পত্রিকার অনলাইন কিছুক্ষন পর পর দেখে থাকে।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ব্লগাররা সবাই মনে হয় প্রথম সারির সব পত্রিকা অনলাইনে কিছুক্ষণ পরপর দেখে থাকে। সেটাই তো কথা। তাও এক শ্রেণির মানুষ এটা ব্লগে দিয়ে কী বোঝাতে চায় কে জানে।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৭

শায়মা বলেছেন: ফেসবুকে এক দু লাইন লেখে আর ব্লগে বড় লেখা দেখলে চক্ষু চড়কগাছে তুলে....

কিছু না কিছু লিখতেই হবে এমনই এক ট্রেন্ড ফেসবুক পণ্ডিতদের.....

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কিছু আজাইরা পাবলিক সব জায়গায় থাকে। তবে ব্লগে বুইড়াও আছে এমন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.