নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

শিরোনামে ভুল থাকলে মেজাজ ঠিক থাকে?

২৮ শে মে, ২০২৪ রাত ১১:৫৫


বেইলি রোডে এক রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে একজন একটা পোস্ট দিয়েছিলেন; পোস্টের শিরোনামঃ চুরান্ত অব্যবস্থাপনার কারনে সৃষ্ট অগ্নিকান্ডকে দূর্ঘটনা বলা যায় না। ভালোভাবে দেখুন চারটা বানান ভুল। যিনি পোস্ট দিয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা। এটা জানার পর কেমন লাগছে? আমি মন্তব্য করলাম, চূড়ান্ত, কারণ, অগ্নিকাণ্ড, দুর্ঘটনা। টাইটেলেই চারটা বানান ভুল। দেশের মতোই করুণ অবস্থা। মন্তব্যের উত্তর পাইনি।

সম্প্রতি একজন একটা পোস্ট করেছেন, যার শিরোনামঃ বিয়ে থেতে ভাল্লাগে। থেতে হবে নাকি খেতে হবে? টাইপিং মিস্টেক হতেই পারে, কিন্তু একাধিকবার বলার পরও কেউ যদি সংশোধন না করে কেমন লাগবে আপনার? তার ওপর যদি রিপ্লাইও না আসে, মেজাজ কি ঠিক রাখা যায়?

ব্লগে অনেক পোস্ট আসে। ভেতরে একাধিক বানান ভুল থাকলে তাও মানা যায়, কিন্তু শিরোনামেও ভুল থাকলে মানা যায়? ব্লগ তো আর ফেসবুক না যে যা খুশি পোস্ট করে দিলাম। আপনি একটা পোস্ট করার আগে নিজের লেখাটা পড়ে নেবেন না? নাকি পোস্ট প্রসব করলেই আপনার দায়িত্ব শেষ? বানান ঠিক করবেন না, আবার রিপ্লাইও দেবেন না?

অনেক রথি-মহারথির পোস্টও নির্বাচিত পাতায় যায়, অথচ বানান ভুল থাকে অনেক। বাক্যও ঠিক থাকে না। ব্লগ কর্তৃপক্ষের কি এসব চোখে পড়ে না? তারা কি নিদেনপক্ষে একটা সতর্কতাও জারি করতে পারে না? স্কুলে গণহারে ছাত্র ভর্তি করানোর আগে একটু মান যেমন বাছাই করা উচিত, পোস্টও একটু ছেঁকে নেওয়া উচিত। আর যদি সব পোস্ট অ্যাপ্রুভ করাই হয়, ভুলগুলোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া ভালো হয় না?

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২৪ রাত ১:০১

জ্যাক স্মিথ বলেছেন: বিষয়টি গুরুত্বপূর্ণ, আমাদের এ বিষয়ে আরও সতর্ক থাকা উচিৎ।

২৯ শে মে, ২০২৪ ভোর ৬:৩৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অনেকে ইচ্ছে করেই অসতর্ক থাকে। অজুহাত দেয় এত দেখার সময় নেই।

২| ২৯ শে মে, ২০২৪ রাত ৩:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




আরেকটি বিষয় তুলে ধরা যেতে পারে।
যেমন- বিয়ে খাওয়ার ব্যাপারটা।
বিয়ে কি আসলে খাওয়ার সম্ভব কখনো?

২৯ শে মে, ২০২৪ ভোর ৬:৩৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এ তো আরও গভীর আলোচনা। আগে বানানের দিকে নজর দিন।

৩| ২৯ শে মে, ২০২৪ সকাল ৭:৪৬

অপু তানভীর বলেছেন: আমার নিজের পোস্টেই অনেক বানান ভুল হয় । এই ব্লগে গুটি কয়েক ব্লগার বাদ দিয়ে সবার পোস্টেই বানান ভুল থাকে । কই সেই সব পোস্ট নিয়ে আপনার রাগ হতে তো দেখি না । নাহলের উপর এমন রাগ হয়ে উঠলেন কেন? একেবারে আলাদা ভাবে পোস্টই দিয়ে দিলেন !

কারো পোস্ট ভাল না লাগলে এড়িয়ে যান । ঝামেলা শেষ।

২৯ শে মে, ২০২৪ বিকাল ৫:৪৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নাহলের চেয়েও বেশি রাগ উঠছিল অগ্নিকাণ্ডের ওই পোস্টটায়। ব্যস্ততায় লগিন করতে পারিনি তখন।

৪| ২৯ শে মে, ২০২৪ সকাল ৮:১৭

জনারণ্যে একজন বলেছেন: শিরোনামে ভুল থাকলে মেজাজ ঠিক থাকে?

-- নাহ, একদমই ঠিক থাকে না। আরো ঠিক থাকেনা ঘরে বউ কিংবা বাইরে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া কইরা ব্লগে আসলে।

মাথা তখন এমন আউলাইয়া থাকে যে নিরীহ কাউকে পাইলেই থাপড়াইতে মন চায়, কিংবা বেয়াদব মনে হয়।

শেষ পর্যন্ত কিছু না করতে পারার অক্ষম আক্রোশে কাইন্দা-কাইটা মডারেটরের কাছে নালিশ জানানো হয়।

২৯ শে মে, ২০২৪ বিকাল ৫:৪৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কথা সত্যি। পোলাটারে ছোট পেয়ে বেশি শাসন করা হয়ে গেছে।

৫| ২৯ শে মে, ২০২৪ সকাল ৯:১০

আহলান বলেছেন: সর্বত্রই উদাসীনতা ... এই উদাসীনতাই যেমন অগ্নিকান্ডের জন্য দায়ী, তেমন দায়ি জাতিকে মেরুদন্ডহীন করার জন্য। লেখাপড়ার মান দিন দিন যে হারে কমছে, তাতে বানান ভুল বলে যে কিছু একটা আছে, সেটাই আর থাকবে না দুদিন বাদে।

২৯ শে মে, ২০২৪ বিকাল ৫:৫৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ম্যালা উচ্চ শিক্ষিত লোকও কয়েক লাইন বাংলা নির্ভুলভাবে লিখতে পারে না। ইংলিশ কিন্তু ঠিকই লিখতে পারে।

৬| ২৯ শে মে, ২০২৪ সকাল ৯:২০

ঢাবিয়ান বলেছেন: আমার ন/ণ এবং ু / ূ ভুল নিয়ে একটা পুরো পোস্ট দিয়েছেন :) । আরেক ব্লগারকে থাপরিয়ে বানান শেখানো উচিৎ বলেছেন !! পুরাই এপিক পোস্ট ও কমেন্ট =p~

যদিও এটা ব্লগ , কোন পত্রিকা বা ছাপানো বই নয়। কিন্তু মনে হচ্ছে এখানে তুচ্ছ বানান ভুল বিশাল ব্যপার , শিষ্টাচারের অভাব তেমন কোন ব্যপার নয়!! আর অন্যায়ের সমর্থনে পোস্ট বা কমেন্টতো ১০০% গ্রহনযোগ্য!

২৯ শে মে, ২০২৪ বিকাল ৫:৪৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নিজের সদিচ্ছা থাকা দরকার বানান না ভুল করার ব্যাপারে। আপনি যদি ইচ্ছে করে বানান ভুল করেন, আরেকজনকে যদি বলার পরও বানান ঠিক না করে বিরক্ত হওয়া স্বাভাবিক না? পাবলিক প্লেসে এত ভুল কেন হবে? ওয়াজ করার সময় তো কেউ কম করে না।

৭| ২৯ শে মে, ২০২৪ সকাল ১০:৩৯

নয়ন বড়ুয়া বলেছেন: আমরা বানানের ব্যাপারে সত্যিই উদাসীন...

২৯ শে মে, ২০২৪ বিকাল ৫:৫৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিষয়টাকে অনেকে ধর্তব্যের মধ্যেই নেয় না।

৮| ২৯ শে মে, ২০২৪ সকাল ১০:৪১

নূর আলম হিরণ বলেছেন: ভুল হবেই, তবে ধরিয়ে দিলে দ্রুত সংশোধন করা উচিত।

২৯ শে মে, ২০২৪ বিকাল ৫:৫৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভুল সবারই কমবেশি হয়। কিন্তু কেউ যদি ভুলের পক্ষে সাফাই গায় কেমনটা লাগে?

৯| ২৯ শে মে, ২০২৪ সকাল ১০:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শিরোনামের ভুল শোধরানো উচিৎ।

২৯ শে মে, ২০২৪ বিকাল ৫:৫২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এরা গুরুত্বই দেয় না।

১০| ২৯ শে মে, ২০২৪ দুপুর ১২:১১

এমজেডএফ বলেছেন: যারা বানান ভুল করে এরা আবার এর পক্ষে উল্টো গলাবাজি করে! ভুল সংশোধন করার চেষ্টা করলে নিজেরও লাভ, ব্লগেরও লাভ।কিন্তু তা করবে না। ঢাবিয়ান মন্তব্য করেছেন, "যদিও এটা ব্লগ , কোন পত্রিকা বা ছাপানো বই নয়।" অর্থাৎ ব্লগে ভুল বানানে লেখা যাবে :P। এরা আবার নিজেকে ঢাবি থেকে পড়ালেখা করেছে প্রচার করে, এতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবমাননা করা হয়।

২৯ শে মে, ২০২৪ বিকাল ৫:৫১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আর বইলেন না। উনিই আবার শিক্ষানীতি নিয়ে বড় বড় কথা বলেছিলেন। এবার বুঝেন আমাদের ঢাবি থেকে কী প্রোডাক্ট প্রডিউস হয়।

১১| ২৯ শে মে, ২০২৪ রাত ৮:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: কয়েকটি বানান ভুল সবার হয়ভ। প্যারা নাই চিল। তবে কেউ ভুল ধরিয়ে দিলে সংশোধন না করে গলাবাজি করা মূর্খতা।

৩০ শে মে, ২০২৪ রাত ৮:০০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অনেকে মনে করে ভুল স্বীকার করলে ছোট হয়ে গেল।

১২| ২৯ শে মে, ২০২৪ রাত ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: শুধু ভুল বানানেরই নয়, ব্লগের সব লেখা যতদূর সম্ভব, যতিচিহ্নের ত্রুটি থেকেও মুক্ত থাকা উচিত। আর শিরোনামের তো কোন কথাই নেই। শিরোনাম সম্পুর্ণরূপে ত্রুটিমুক্ত না হলে পাঠকের দৃষ্টি অন্য পোস্টের দিকে গড়িয়ে যাবে। কেননা, শিরোনামের ত্রুটি চক্ষুর জন্য পীড়াদায়ক।

কোন লেখককে যদি একজন পাঠক তার ভুল বানান কিংবা বাক্যগঠনের ত্রুটিটুকু ধরিয়ে দেন আর লেখক যদি তা সংশোধন করতে অনীহা বা উদাসীনতা প্রকাশ করেন, তবে তা সেই পাঠকের জন্য অত্যন্ত বিরক্তিকরই হয়ে দাঁড়ায়। পরবর্তীতে সেই লেখকের অন্য কোন লেখা পাঠ করতে গেলে পাঠকের মনেও অনীহা জাগে।

৩০ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একদম ঠিক বলেছেন।

১৩| ৩০ শে মে, ২০২৪ রাত ১২:৫২

বিষাদ সময় বলেছেন: একজন বানানের, একজন ঢাবির আর আরেক জন করেছেন শিক্ষকের অমর্যাদা।
এক সময় আইনে শিক্ষকদের Quasi-Parental Authority দেয়া ছিল, এখন মনে হয় আর সেটা নাই।
ধন্যবাদ।

৩০ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বাংলাদেশে এসব আইন-কানুনে কাজ হয় না।

১৪| ৩১ শে মে, ২০২৪ দুপুর ১:৩৫

নতুন বলেছেন: ভুল বানানে পোস্ট দিয়ে ব্লগাররা কি কোন নিয়ম ভঙ্গ করেছিলেন? অন্যায় কাজ করেছিলেন?

আরেক জনের ভুল বানানে রাগ করে নিজের ব্লাড প্রেসার বাড়াবেন না।

আপনার পছন্দ না হলে তার পোস্ট পড়বেন না। তাকে বেয়াদব বলার কোন দরকার নাই।

তবে কারুর ভুল হলে সেটা সুধরে দেবার চেস্টা করা ভালো। কিন্তু না শুনলে এতো সিরিয়াস হবার কোন কারন আছে কি?

৩১ শে মে, ২০২৪ বিকাল ৩:২৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: লেখা চুরির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা অপুও তাই বলল। বুঝলাম না সবাই কি নিজের সুবিধামতো কাজ করে? বানানে সমস্যা না থাকলে এই ওয়াজ করত?

১৫| ০১ লা জুন, ২০২৪ রাত ১২:০৮

আরইউ বলেছেন:



অনিকেত,
আমি নিজে চেষ্টা করি যতটা সম্ভব সঠিক বানানে লিখতে। কখনো সন্দেহ হলে গুগল থেকে দেখে নেই। তবুও অনেক ভুল থেকে যায়। মায়ের ভাষা, বাংলা ভাষায় লিখতে গেলে সবারই উচিত বানানের, বাক্য গঠনের দিকে খেয়াল রাখা, যত্ন নেয়া। কেউ ভুল ধরিয়ে দিলে সুবিধামত সময়ে ভুলটা শুধরে নিলেই হয়।

০১ লা জুন, ২০২৪ রাত ১২:২৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কমবেশি সবারই ভুল হয়। সেসব ভুল সংশোধনের মানসিকতা থাকা জরুরি। বাঙালি হয়ে নির্ভুল ইংরেজি লিখতে পারি অথচ নির্ভুল বাংলা লিখতে পারি না। এটা অবশ্যই লজ্জার বিষয়।

১৬| ০২ রা জুন, ২০২৪ দুপুর ১২:৫২

নতুন বলেছেন: বাড়ির পাশে আরশিনগর সেথা পড়শী বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে।

লাইটা সম্ভবত লালন গীতি থেকে নিয়েছেন। সম্ভবত বাড়ীর কাছে আরশিনগর হবে। ( পাশে না)

০৮ ই জুন, ২০২৪ দুপুর ২:৪৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠিক আছে।

১৭| ০৯ ই জুন, ২০২৪ সকাল ১১:৩৯

নতুন বলেছেন: ভাই, উপরের কমেন্টের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

আপনি নাহলকে বানান ভুলের জন্য রাগারাগি করেছেন।

আমি বোঝাতে চেয়েছি যে কেউই ভুলের ঊর্ধ্বে নয়। সবারই ভুল হয়, হতেই পারে। এটা নিয়ে এতো সিরিয়াস হবার কিছু নেই।

দয়া করে আমার এই দুটি কমেন্ট মুছে ফেলুন।

আমি এখন চ্যাটজিপিটি ব্যবহার করা শুরু করেছি বানান ভুল এড়াতে।

১০ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বানানের ব্যাপারে বা তথ্যের ব্যাপারে সবারই সচেতন হওয়া উচিত। ভুল আমারও হয়। তবে কেউ ধরিয়ে দিলে ভুলই রেখে দেই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.