নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

বউ হারানোর জ্বালা

১২ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩১

একজন পোস্ট দিয়েছিলেন প্রেমের বিয়ে না কি সেটেল বিয়ে ভালো। নানা মতামত এসেছে। দুটোর পার্থক্য হলো: একটাতে আপনি সেধে সাপের সাথে কাবাডি খেলছেন, অন্যটায় হঠাৎ সামনে পড়ে গেছেন। তবে কমন ব্যাপার হলো কামড় খেতেই হবে।
সেটেলের সুবিধা হলো: সুখ না পেলে অন্যকে দোষারুপ করা যায়। প্রেমের ক্ষেত্রে তা করা যায় না।

যাহোক, বিয়ে না কি দিল্লীকা লাড্ডু। খেলেও পস্থায়, না খেলেও পস্থায়। খেয়ে পস্থানো ভালো?
বিয়ে না করলেও সমস্যা। একাকিত্ব তো আছেই। লোকজন পৌরুষ নিয়ে কথা বলে। এছাড়াও শেষ জীবনে দেখার কেউ থাকে না। অবশ্য সন্তান হলেই যে দেখবে এমন না। আশপাশে বৃদ্ধাশ্রম দেখলেই বোঝা যায়।

বিয়ে না হয় করা গেল। কিন্তু বউ চলে গেলে কেমন হয়? ইজ্জত তো শেষই, টাকাও শেষ। দেনমোহর তো আছেই, এছাড়া সোনাদানা নগদ টাকা নিয়েও অনেকে ভাগে। বিদেশীদের বউ নিয়ে বিপদ। কিন্তু ওদের কী করার আছে? এত বছর একা থাকা যায়! যদিও সংসারের উন্নতির জন্য বিদেশ যাওয়া কিন্তু শরীর কি এতকিছু মানে! ফলাফল পরকীয়া।
বিয়ের আগে অন্য জায়গায় সম্পর্ক থাকাও পরকীয়ার নিয়ামক।

বউ চলে যাওয়া কী জ্বালা ইমরোজ জানে, ডার্কম্যান জানে। ইমরোজের নারী বিদ্বেষী পোস্ট দেখে অনেকে হয়ত বিরক্ত হয়, কিন্তু লোকে বুঝে না কখন বেড়াল গাছে উঠে। সহমর্মিতা জানাই। বলি, ভালো দেখে আরেকটা বিয়ে করুন। সবাই তো আর মিথিলা না। শাবনাজের মতো কেউ কেউ আছে। তাছাড়া ঠিকমতো ভালোবাসলে সবার সাথেই মানিয়ে নেওয়া যায়।


মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: ইমরোজের কাটা ঘাঁয়ে নুনের ছিটা আপনিও দিলেন। অবশ্য সে নিজেই বরং সেধে সেধে এই পথ উন্মুক্ত করেছে।

১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যার জ্বালা সে বুঝে!

২| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২৪

গেঁয়ো ভূত বলেছেন:


ঠিকই তো পস্তাতেই যখন হবে,তাহলে খেয়ে পস্তানোই ভালো। =p~

১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমিও তাই বলি।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৫

ইমরোজ৭৫ বলেছেন: ভাই, আমি নারী বিদ্বেশী না। আমি পরকীয়া বিদ্বেশী। এটা বুঝতে আপনাদের। তবে আমার জন্য একা থাকাই ভালো।

১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: না পোষাইলে পার্টনার থাকবে কেন?

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪১

ইমরোজ৭৫ বলেছেন: তবে হ্যা। বউ কে ছাড়া এখন একা একা লাগে।

১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আরেকটা বিয়ে করে ফেলুন।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩৮

ইমরোজ৭৫ বলেছেন: “না পোষাইলে থাকবে কেন?” ঠিক বলেছেন। না পোষাইলে থাকবে কেন? তাই বলে পরকীয়া করবে? তালাক দিয়ে চলে যাক। দেশে আইন আছে, আদালত আছে। আর এখন বিয়ে করতে মনে চায় না। একা একা থাকতে মন খারাপ লাগে ঠিক। কিন্তু ........।

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ ভোর ৬:১৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: প্রতারকরা পরকীয়া করে।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১১

জগতারন বলেছেন:
বউ হারানো যে কী জ্বালা আমি জানি মর্মে মর্মে,
আর জানে ব্লগার ইমরোজ

এ জ্বালা কোনও ভাষায় বর্নানা করা যায় না।
এ জ্বালা একটি মানুষকে তিলে তিলে বিষের জ্বালায় প্রায় ধ্বংস করে দেয়।

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ ভোর ৬:১২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পরকীয়াজনিত কারণে চলে গেছে?

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৩

ইমরোজ৭৫ বলেছেন: অবিশ্বাম, প্রতারণা, সন্দেহ, সঙ্গী কে না বুঝা, সঙ্গী চাইতে অন্য কাউকে আপন ভাবা ইত্যাদি তালাকের কারন। শুধু মাত্র যে যৌন অক্ষতার জন্য সংসার ভেঙ্গে যায় সেটা কিন্তু না। এটা বুঝতে হবে।

অনেকে আছে বউদের কু বুদ্ধি দেয়। “এই মোটা ছেলেকে বিয়ে করেছো কেন। চলে এসো। হ্যানসাম জামাই পাবা।” সংসার ভাঙ্গানোর জন্য এমন কু বুদ্ধি দেনে ওয়ালা অনেক পাবেন। স্বামী স্ত্রী এর মধ্যে ভুল বুঝাভুজি ভাঙ্গিয়ে সংসার জোরা লাগানোর মত ভালো মানুষ এই বাংলার জমিনে দেখলাম না।

এদিকে স্বামী স্ত্রী এর অভিমানে ঘি ঢালে। অভিমান ক্ষোভ পরিনত হয়। ক্ষোভ থেকে তালাক হয়। স্বামী স্ত্রী তালাক দেয়; মাইন্সে হাতে তামাশা দেখে।

তবে আমি ধন্যবাদ দিবো এক পুলিশ সদস্য কে। কারণ সে চেয়েছিলো আমাদের সংসার টিকুক। সে চেয়েছিলো এই সংসার আবার জোরা লাগুক।

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কতদিন সংসার করেছেন?

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৪

ইমরোজ৭৫ বলেছেন: আচ্ছা। বানান ভুল হইছে। অবিশ্বম শব্দ টি অবিশ্বাস হবে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠিক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.