নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

রবীন্দ্রানুরাগী চোর এবং বিচারক (রম্য)

৩১ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৫

রবীন্দ্রানুরাগী এক চোর আদালতে।

বিচারকঃ তুমি কি চুরি করেছো?

চোরঃ না হুজুর। আমি কবিগুরুর নির্দেশ পালন করেছি শুধু।

বিচারকঃ তার মানে?

চোরঃ গতকাল মাঝরাতে একটা গান ভেসে এলো- "আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে"। তাই ভাবলাম আমিই বা বসে থাকি কেন? আমিও যাই, তাই বেড়িয়ে পড়লাম।

বিচারক: তারপর?

চোর: একটি খালি বাড়ি হতে আওয়াজ এলো- "এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে"। সাথে সাথে ঢুকে পড়লুম।

বিচারক: বটে, তারপর?

চোর: ঘরে ঢুকে শুনছিলাম- "ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে"। খানিকটা আনন্দ পেলুম। তারপর ভেসে এলো- "এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল"।

কবিগুরুর নির্দেশ তো আর অমান্য করা যায় না। সব মালপত্র বেঁধেছি সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো- "আজ দখিন দুয়ার খোলা"।

পেছনের দরজা দিয়ে যখন বেড়িয়ে পড়লুম, তখন এই পুলিশটা এসে আমায় ধরলো। ওকে কত বোঝাবার চেষ্টা করলুম আমি চুরি করিনি, শুধু রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি। তো ব্যাটা বোধহয় রবীন্দ্রনাথের নামই শোনেনি, সোজা আপনার কাছে নিয়ে এসেছে।

বিচারকঃ ঠিক আছে, তোমাকে ছয় মাসের সাজা দিলাম। এই বিষয়ে তোমার রবীন্দ্রনাথ কিছু বলেছেন?

চোরঃ "এ পথে আমি যে গেছি বারেবার। ভুলিনি তো একদিনও....”।

বিচারকঃ জেলে যখন থাকবে, তখন তোমার রবীন্দ্রনাথ কী বলবেন?

চোরঃ “ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে”?

বিচারক বেহুঁশ


সংগৃহীত

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
জিনিসটা ভালো, তবে আপনি কপি করেছেন সেটি লিখে দিলেন না কেনো?
কেউ আবার কেক করে ধরে ফেলবে।

৩১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:১০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কোথা থেকে সংগ্রহ করেছিলাম মনেই নেই। সংশয়ে ছিলাম। যাহোক, সংগৃহীত লিখে দিলাম।

২| ৩১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৩১

রানার ব্লগ বলেছেন: মজার !!!

৩১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:১১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হ্যাঁ।

৩| ৩১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: হা হা মজার। (কালেক্টেড লিখে দিন)

৩১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:১১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠিক আছে।

৪| ৩১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৫২

ইমরোজ৭৫ বলেছেন: ও...। আচ্ছা।

৩১ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন:

৫| ৩১ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:০৭

মিরোরডডল বলেছেন:




খুবই মজার :)


৩১ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: গুরুদেব সর্বত্রই বিরাজমান।

৬| ৩১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১২

জগতারন বলেছেন:
ফে,বু,-এর দুর্গন্ধময় আবর্জনা।

৩১ শে আগস্ট, ২০২২ রাত ১১:০১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনি রবীন্দ্রবিদ্বেষী, তাই এমন মনে হচ্ছে।

৭| ৩১ শে আগস্ট, ২০২২ রাত ১১:১৩

জ্যাকেল বলেছেন: কপি করা পোস্ট এইভাবে দেওয়াটা ছাগলদের জন্যই শোভা পায়। ব্লগার হিসাবে এটা মানায় না।

০১ লা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৫৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.