নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
দেশকে গালমন্দ করতে পারলে আপনি দেশপ্রেমিক। অথচ দেশের জন্য আপনার অবদান নেই। মুক্তিযুদ্ধ নিয়ে যা তা বলবেন। কেউ কিছু বলবে না। কারণ, এখন রাজাকারের ছানাপোনা বেশি। ক্ষমতাসীনদের অপকর্মের সুযোগে নিজের বীরত্ব জাহির করুন।
বিরাট গণতন্ত্রপ্রেমি আপনি, বাক-স্বাধীনতায় বিশ্বাস করেন অথচ অন্যকে কথা বলার সুযোগ দেন না। সমালোচনা সহ্য করতে পারেন না। অসুবিধা নেই। দিনরাত গণতন্ত্র নেই বলে চিল্লান।
প্রিয় সিনেমার নাম বলবেন বেদেশী । দেশী বললে জাত থাকে না। প্রিয় বইও অন্য ভাষার। মানিক, বিভূতি, তারাশঙ্কর কোন লেখক না কি?
নিজেকে ধার্মিক দাবি করবেন। লেবাস ধরবেন। লোকে বাহবা দেবে। অথচ গোপনে যা খুশি করবেন।
ছবি: গুগল
২৬ শে আগস্ট, ২০২২ রাত ৮:১৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাই হোক।
২| ২৬ শে আগস্ট, ২০২২ রাত ৮:৩০
মোহাম্মদ গোফরান বলেছেন: অধিকাংশ ধার্মিক ভন্ড হয়। একজন প্রকৃত ধার্মিক কখনোই কাউকে কটাক্ষ বা অসম্মান করে কথা বলবেন না।
২৬ শে আগস্ট, ২০২২ রাত ৯:১৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বাতি জ্বালিয়েওে একজন প্রকৃত ধার্মিক পাই না।
৩| ২৬ শে আগস্ট, ২০২২ রাত ৮:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ বলেছেন
২৬ শে আগস্ট, ২০২২ রাত ৯:১৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হু।
৪| ২৬ শে আগস্ট, ২০২২ রাত ৯:২১
কামাল৮০ বলেছেন: সত্যি কথা তেতো লাগে।যারা অন্ধ তাঁরাই আজকাল চোখে দেখে বেশি।যারা অগনতান্ত্রীক ভাবে অতীতে গমতায় এসেছে তাঁরাই আজকে গনতন্ত্রের কথা বেশি বলে।
২৬ শে আগস্ট, ২০২২ রাত ৯:৩৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অদ্ভূত আঁধার এক।
৫| ২৬ শে আগস্ট, ২০২২ রাত ১১:০৩
জ্যাক স্মিথ বলেছেন: সরকারকে একটু গালাগলি না করতে পারলে, মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তি না করলে, সবকিছুতেই ভারতীয় ষড়যন্ত্র না দেখলে জ্ঞানী হওয়া যাবে না। আজাকল এমন জ্ঞানীর সংখ্যা রাস্তা ঘাটে প্রচুর দেখা যায়।
২৭ শে আগস্ট, ২০২২ রাত ১২:০৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ব্লগেও আছে।
৬| ২৬ শে আগস্ট, ২০২২ রাত ১১:২৩
ককচক বলেছেন: লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। গ্রামীণ এই প্রবাদটা আমাদের কর্মকাণ্ডের সাথে খুব যায়।
আমরা একে অন্যকে ধর্ম, গণতন্ত্র, বাকস্বাধীনতা, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ... সব কচলাতে কচলাতে তিতা বানিয়ে গিলানোর চেষ্টা করে যাচ্ছি!
২৭ শে আগস্ট, ২০২২ রাত ১২:০৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমরা একে অন্যকে ধর্ম, গণতন্ত্র, বাকস্বাধীনতা, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ... সব কচলাতে কচলাতে তিতা বানিয়ে গিলানোর চেষ্টা করে যাচ্ছি! সহমত।
৭| ২৭ শে আগস্ট, ২০২২ রাত ১২:৪৮
শূন্য সারমর্ম বলেছেন:
নাতিশীতোষ্ণ দেশে কুল আবার কি জিনিস?
২৭ শে আগস্ট, ২০২২ সকাল ১১:০৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এ কুল সে কুল নয়, ডুড।
৮| ২৭ শে আগস্ট, ২০২২ সকাল ১০:২৭
অক্পটে বলেছেন: "গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কি ক্ষতি হয়?
লালল বলে জাত কারে কয়
এ ভ্রম তো গেলনা।"
লেখার শেষ লাইন পড়ে লালনকে মনে পড়ে গেল।
২৭ শে আগস্ট, ২০২২ সকাল ১১:০৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমরা সবাই পাপী,
নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি।
৯| ২৭ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:১৬
অক্পটে বলেছেন:
"আমরা সবাই পাপী,
নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি।"
খুব খাঁটি কথা!
২৭ শে আগস্ট, ২০২২ রাত ১১:৫৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জ্বি।
©somewhere in net ltd.
১| ২৬ শে আগস্ট, ২০২২ রাত ৮:১১
মোহাম্মদ গোফরান বলেছেন: দেশের ও দেশের মানুষের ভালো হোক।