নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

পয়গম্বর ইস্যুতে আরবদের হৈচৈ

১১ ই জুন, ২০২২ রাত ১১:৪৪


বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতে মুসলিম নির্যাতন থেমে নেই। এসব নিয়ে আরবদের কখনো মাথাব্যথা ছিল না। কারণ, তারা ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মুসলমানই মনে করে না। পাকিস্তানিরা যেমন বাংলাদেশিদের একসময় মুসলমান মনে করত না (এখন করে কি না জানি না)। পয়গম্বর ইস্যুতে হঠাৎ নড়েচড়ে বসেছে আরবরা। ভারতীয় পণ্য বর্জন শুরু করেছে। ব্যাপারটা কৌতূহলোদ্দীপক।

বাংলাদেশেও ভারতীয় পণ্য বর্জনের একটা তোড়জোড় শুরু হয়েছে। আদৌ কি সম্ভব? এক পেঁয়াজ রপ্তানি বন্ধ হলে অবস্থা কাহিল হয়ে যায় ;সব পণ্য সেবা বন্ধ করলে তো বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে। যদিও আমি চাই স্বদেশী পণ্যের উৎপাদন বাড়ানো হোক এবং ঠিকমতো বাজারজাত হোক।

নূপুর কাণ্ড নিয়ে চিন্তা করতে গেলে আমেরিকার বিষয় মাথায় আসে। ভারত এমনিতে রাশিয়া ঘেঁষা৷ রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ভারত রাশিয়ার পক্ষ নেওয়ায় ভারতকে ফাঁদে ফেলল? মূর্খ বিজেপি নেত্রী ফাঁদে পা দিল? ঘৃণা উগড়ে দিতে গিয়ে তার নিজের দেশকেই ঝামেলায় ফেলল?



মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০২২ রাত ১১:৫৩

সোহানী বলেছেন: আমাদের নিজের পায়ে দাঁড়ানো ছাড়া যে কোন বিকল্প নেই তা কি আমরা জানি না? জানি কিন্তু মানি না।

১১ ই জুন, ২০২২ রাত ১১:৫৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জাতির আত্মমর্যাদাবোধ কম। তাছাড়া এদেশের ব্যবসায়ীরা ঠকবাজ। এরা আত্মনির্ভরশীল হতে দেবে না।

২| ১২ ই জুন, ২০২২ রাত ১২:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: স্যার,

বাংলাদেশে পুরুষ যখন ভারতীয় পন্য বর্জনের ডাক দিসে তখন নারীরা ঘরে বসে একটার পর একটা হিন্দি সিরিয়ালে মগ্ন।
সালমান ঠিক কথা বলেছেন। এই ৩ দেশে অনেক মুসলিম কিন্তু মুত্তাকী (খাঁটি মুসলমান ১% এরও কম।

১২ ই জুন, ২০২২ রাত ১২:১১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নারীরা দীনদুনিয়া নিয়ে ভাবে কম।

৩| ১২ ই জুন, ২০২২ রাত ১২:০৫

শূন্য সারমর্ম বলেছেন:

আরবরা কখন কি করবে নিজেরা জানে না, জানে ভালো আমেরিকা।

১২ ই জুন, ২০২২ রাত ১২:১৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিশ্ব মোড়ল বলে কথা।

৪| ১২ ই জুন, ২০২২ রাত ১২:৩৪

সোনাগাজী বলেছেন:



খাঁটী মুসলমান ছিলো বেদুইনরা, মেরেকেটে কাউকে রাখনি, এরাআরব সাম্রাজ্য গঠন করেছিলো।

এখন খাঁটী মুসলমান হচ্ছে: ইয়মেনী, পাকিস্তানী, আফগানী, সুদানী আরবরা।

১২ ই জুন, ২০২২ রাত ১২:৩৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ও আচ্ছা।

৫| ১২ ই জুন, ২০২২ রাত ১২:৪২

সোনাগাজী বলেছেন:



আফগান, প্যালষ্টানী ও ইয়মনীদের আচরণই মুসলমানদর মুল আচরণ।

১২ ই জুন, ২০২২ রাত ১২:৫১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কেমন আচরণ ওদের?

৬| ১২ ই জুন, ২০২২ রাত ১২:৪৯

রাজীব নুর বলেছেন: নতুন একটা ইস্যু এলে এটা থেমে যাবে। কয়েকটা দিন অপেক্ষা করুণ।

১২ ই জুন, ২০২২ রাত ১২:৫২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: স্বাভাবিক।

৭| ১২ ই জুন, ২০২২ রাত ১:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহতে যার পূর্ণ ঈমান,
কোথা সে মুসলমান।
কোথা সে আরিফ,
অভেদ যাহার জীবন-
মৃত্যু-জ্ঞান।

-কাজী নজরুল ইসলাম

১২ ই জুন, ২০২২ সকাল ১০:২৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এমন মানুষ আদৌ কি আছে?

৮| ১২ ই জুন, ২০২২ রাত ১:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খাঁটী বা পূর্ণাঙ্গ মুসলমান কে ?
এই দাবী খন্ডন করা বা করতে যাওয়া
এক ধরনের শয়তানী ।

...........................................................................
আমরা সবাই মুসলিম ইতিহাস জানি,
আরবরা ও একসময় মুসলমান ছিলনা ?
আর মুসলিম হলেই যে , তিনি বা তাহারা খাঁটী মুসলমান
এই তকমা কে দিয়েছে ???

১২ ই জুন, ২০২২ সকাল ১০:২৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পয়গম্বর আরব ছিলেন; এজন্য শুধু আরবরা সহি মুসলমান অনেকেই এই ধারণায় বিশ্বাসী।

৯| ১২ ই জুন, ২০২২ রাত ১:৩৬

শার্দূল ২২ বলেছেন: এই এরাবিয়ান বলদ গুলো ইসলামের যতটা ক্ষতি করেছে এতটা ক্ষতি আর কোন ধর্মের মানুষ করেনি, নবিকে ওরা যতটা খাটো কোরেছে অপমান করেছে এতটা অপমান আর কারো ধারা হয়নি দুনিয়াতে।

১২ ই জুন, ২০২২ সকাল ১০:২৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তা ঠিক।

১০| ১২ ই জুন, ২০২২ সকাল ৯:২১

বিটপি বলেছেন: শার্দূল ২২ বলেছেন: এই এরাবিয়ান বলদ গুলো ইসলামের যতটা ক্ষতি করেছে এতটা ক্ষতি আর কোন ধর্মের মানুষ করেনি, নবিকে ওরা যতটা খাটো কোরেছে অপমান করেছে এতটা অপমান আর কারো ধারা হয়নি দুনিয়াতে।

তার সাথে আরো একটা কথা যোগ করতে চাই। একজন শিক্ষক হত্যার বদলা নিলে ফ্রেঞ্চ সরকার যখন রাস্তার মোড়ে মোড়ে থাকা এলইডি স্ক্রীণে বড় করে মহানবী (সা) এর কার্টুন প্রদর্শন করেছে - তখন এই আরব হারামীদের প্রতিবাদ কই ছিল?

১২ ই জুন, ২০২২ সকাল ১০:২৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একজন শিক্ষক হত্যার বদলা নিলে ফ্রেঞ্চ সরকার যখন রাস্তার মোড়ে মোড়ে থাকা এলইডি স্ক্রীণে বড় করে মহানবী (সা) এর কার্টুন প্রদর্শন করেছে - তখন এই আরব হারামীদের প্রতিবাদ কই ছিল? আরও বহু দেশে ইসলামের নবিকে নিয়ে কথাবার্তা হয়েছে; এসব নিয়েও ওদের মাথাব্যথা ছিল না। সবার আগে নিজের স্বার্থ দেখে।

১১| ১২ ই জুন, ২০২২ সকাল ৯:২৩

খাঁজা বাবা বলেছেন: এখানে আমেরিকার কোন হাত আছে বলে মনে হয় না।

সালমান আপনাকে মুসলিম মনে করল না ইহুদি মনে করল সেটা তা সংকীর্নতার ব্যপার। তাই বলে কি আপনি দেশ ছেড়ে পালাবেন?

সালমান এখন ইহুদি ঘেঁষা। আর সৌদি প্রথম এ ব্যপারে প্রতিবাদ করেছি। করেছে কাতার, তারপরত কুয়েত।
কুয়েত সৌদি ঘেঁষা হলেও সেদেশের মানুষ এখনো ইসলাম প্রিয়, তাই রাজাকে হিসেব করে চলতে হয়।

১২ ই জুন, ২০২২ সকাল ১০:২৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমেরিকার হাত থাকতে পারে। আমেরিকা বাংলাদেশকেও ধরবে।

১২| ১২ ই জুন, ২০২২ সকাল ৯:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মুসলিমদের মধ্যে কোন ঐক্য নেই। এরা একে অপরের পাছায় বাঁশ দেয়।

১২ ই জুন, ২০২২ সকাল ১০:৩০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একমত।

১৩| ১২ ই জুন, ২০২২ সকাল ৯:৪৬

শাহ আজিজ বলেছেন: আমাদেরকে নিচু করে দেখা এই অভ্যাসটা অনেক আগেই জানি । এখন পরিস্কার হল প্রিন্সের ঘোষণায় । এবার আমাদের মুখ বন্ধ হয়ে গেল । আমরাও হয়ত শিয়াদের মত ভিন্ন ঘরানার রাস্তা ধরব ।

১২ ই জুন, ২০২২ সকাল ১০:৩১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের যারা সৌদিতে থাকে, তারা ভালোমতোই জানে আরবরা উপমহাদেশের লোকদের কীভাবে ট্রিট করে।

১৪| ১২ ই জুন, ২০২২ সকাল ১০:৩৮

রানার ব্লগ বলেছেন: খাটি মুসলমান কি আছে ? ১৪০০ বছর আগে কি কেউ মুসলমান হয়ে জন্ম নিছে ছিলো তো সেই কাফের বা মুর্তি পূজারী !!!

১২ ই জুন, ২০২২ দুপুর ১২:১৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এতটা আরবরা মনে হয় ভাবে না। মনে করে তারাই ইসলামের ধারকও বাহক।

১৫| ১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:২৩

আমি ব্লগার হইছি! বলেছেন: সালমান কি আসলেই এই কথা বলেছে?
একটু সূত্র টা দিবেন? আজকেই প্রথম দেখলাম।

১৩ ই জুন, ২০২২ রাত ১১:০৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বক্তব্য টা বেশ কিছুদিন আগের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.