নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

রাজীব নুরও কবিতা লেখা শুরু করেছেন

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৬

সামুর জনপ্রিয় কথা-সাহিত্যিক রাজীব নুর আজকাল কবিতা লেখা শুরু করে দিয়েছেন। ব্লগবাসীর জন্য নিঃসন্দেহে সুসংবাদ(নুরু সাহেব ছড়াকারদের ভাত মেরে দিচ্ছেন, রাজীব নুর কবিদের ভাত মারবেন- এমনটা কেউ ভেবে বসবেন না)। উনি প্রকৃতি নিয়ে সর্বশেষ একটা কবিতা লিখেছেন, না পড়েই আমি ভালোর তালিকায় রেখেছিলাম (আর সব যেহেতু ভালো লেখেন, কবিতাও নিশ্চয়ই ভালো লিখবেন), যেহেতু কবিতা বুঝি না। হঠাৎ কী মনে করে পড়লাম। কোন প্রকাশকের কাছে নাকি উনি টাকা পান, এটা বলতে চেয়েছেন। কীসের টাকা-পয়সা চাঁদগাজী সাহেব জিজ্ঞেস করায় উনি চেপে গেছেন, কোন একটা লেখায় নাকি বলবেন। প্রকাশক আর পত্রিকার সম্পাদকেরা ঠিকমতো কোনকালেই টাকা দেন না, এটা প্রাগৈতিহাসিক কাল থেকেই চলে আসছে। উনি যেন আশায় না থাকেন।

যা বলছিলাম। কবিতায় সুরভি ভাবির প্রসঙ্গও এনেছেন, খুব ভালো লেগেছে (ভাবি উনার জন্য খিঁচুড়ি, গরুর মাংস আর ইলিশ রেঁধেছেন।দাওয়াত-টাওয়াত পেলে ভালো হতো)। গাজীপুরের কোন এক জঙ্গলে একটা ছবি তুলেছেন, দারুণ ছবি!

রাজীব নুর এর সমৃদ্ধি কামনা করছি। সুরভি ভাবি আর তাঁদের একমাত্র কন্যাকে নিয়ে যেন সুখে-শান্তিতে থাকেন। আশা করছি উনাকে দেখে অনুপ্রাণিত হয়ে আমাদের আরেক বিখ্যাত ব্লগার চাঁদগাজী সাহেবও একদিন কবিতা লেখা শুরু করবেন।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দুই দিনের বৈরাগী, কবিতারে কয় খাদ্যX(

ব্লগ থেকে কবিদের ব্যান করা হোক...:P

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এভাবে বলতে হয় না! কবিরা গোস্বা করবেন।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

আরোগ্য বলেছেন: চাঁদ মামার কবিতা পাঠের অপেক্ষায় রইলাম।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: উনি বিভিন্ন কবিতার পোস্টে গিয়ে ভালো ভালো মন্তব্য করেন, সমঝদার পাঠক। আশা করি লেখাও শুরু করবেন।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

বলেছেন: কবিতার জয় হোক

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জয়গুরু।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

ওমেরা বলেছেন: কবিতা লিখা অনেক আমার কাছে অনেক কঠিন মনে হয়, বুঝি না মানুষ এত কবিতা লিখে কিভাবে। ব্লগে শুধু কবিতা আর কবিতা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মানসম্মত কবিতা লেখা অবশ্যই কঠিন।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

সুমন কর বলেছেন: দৈনিক ১টির বেশি যারা পোস্ট দেয়, তাদেরকে কি ব্লগার বলা যায়? নাকি ফ্লাডিং করছে বলা যায়?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সম্মান করে দিনলিপি লেখক বলা যেতে পারে।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

সুমন কর বলেছেন: হাহাহাহা.............

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিরক্তিকর ঠেকলেও মেনে নিতে হবে এ কারণে যে বেচারারা আর কোথাও মত প্রকাশ না করতে পেরে সব মত এখানেই প্রকাশ করছেন।

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১২

হাবিব বলেছেন: ব্লগার চাঁদগাজী কোনদিনও কবিতা লিখবেন না, মনে হয়।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: উনি তো কবিতার মন্ত্রমুগ্ধ পাঠক, লেখা শুরু করলে ভালো করবেন মনে হয়।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬

হাবিব বলেছেন: ওনি মন্ত্রমুগ্ধ ভাবে কবিতা পাঠ করলে কবিতার বই বিক্রি দ্বিগুণ হবে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তা যা বলেছেন।

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৯

মাহমুদুর রহমান বলেছেন: প্রথম মন্তব্য আমাকে হাসালো এর প্রতিউত্তর আরও হাসালো।

রাজীব ভাই যদিও বলেন কবিতা লিখতে পারেন না আসলে উনি ঢং করেন,ব্লগে সবচেয়ে ভালো কবিতা উনিই লিখেন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: উনার চেহারায়ও একটা কবি কবি ভাব আছে।

১০| ০১ লা মার্চ, ২০১৯ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: আমি মোটেও কবিতা লিখতে পারি না। এটা আমি এক শ' বার শিকার করেছি।
তবে কবিতার মতোণ কিছু লিখতে চেষ্টা করি। এবং এই জন্য আমি সবার আগে ক্ষমা চেয়ে নিই।

আসলে আমি যখন রাস্তায় জ্যামে পড়ি তখন কবিতা লিখি। সময়টা কাজে লাগাতে চেষ্টা করি।

০২ রা মার্চ, ২০১৯ রাত ১২:২৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: চেষ্টা চালিয়ে যান।

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.