নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

ব্লগে কবিতার উপদ্রুব কি কমেছে?

০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

এনিওয়ান আস্ক মি, হোয়াই আই ডোন্ট কাম টু ব্লগ। হোয়াই? আই ডোন্ট কাম টু ব্লগ, বিকজ, ব্লগে এলে প্রথম পৃষ্ঠা জুড়ে শুধু কবিতা দেখি, পরের পৃষ্ঠায় যাই সেখানেও কবিতা; তারও পরের পৃষ্ঠায় যাই সেখানেও কবিতা। কবিতার যন্ত্রণায় টিকে থাকা মুশকিল, তাই ব্লগে আসা বাদ দিয়েছি।
একেকজন কবিতা লিখে রেকর্ড গড়ে ফেলছেন। এত এত কবিতায় কী হবে শুনি, যদি এসব অখাদ্য বিরক্তির উদ্রেক করে?

কেউ একজন বলেছিলেন, ঢাকা শহরে কাকের চেয়ে কবির সংখ্যা বেশি। বড় দুঃখে বলেছিলেন হয়তো। অনলাইন মিডিয়ার কারণে এখন তো কবিতার স্ফুরণ ঘটেছে। যে যা খুশি লিখে কবিতার বারোটা বাজাচ্ছে। লোকজন এখন কবিতার নাম শুনলেই নাক ছিটকায়।

কবিতা লিখবে ভালো কথা, সেখানে ভালো বার্তা তো থাকবে। কোন বার্তাই খুঁজে পাই না। এক লাইনের সাথে আরেক লাইনের কোন সামঞ্জস্যই নেই। এমন সব শব্দ একেকজন নাজিল করেন অর্থ আবিষ্কার করতে গিয়ে ঘাম ছুটে যায়।

কবিতা মনে হয় সাহিত্যের সবচেয়ে কঠিনতম শাখা। এগুলো লিখতে হলে সাধনার দরকার, প্রচুর পড়ালেখা দরকার। যা তা লিখে কবিতা নামে চালিয়ে দেওয়া ঠিক না, এতে পাঠকদের সাথে প্রতারণা করা হয়। তো এসব ছাইপাশ লিখিয়েদের বলছি, কে কী লিখবেন একটু ভেবেচিন্তে লিখবেন। তা না হলে ব্লগে আসা বাদ দেবো। একজন পাঠক হারাবেন আপনারা।

মন্তব্য ৯০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩১

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি নতুন, তাই ব্যান খাওয়ার ভয়ে কিছু বলি না। আপনাকে 'সহমত ভাই' উপাধি দিয়ে গেলাম। আমিও বিরক্ত!

০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কবিতার ঠেলায় টিকে থাকা মুশকিল হয়ে পড়েছে।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহাহা!

আপনি নির্বাচিত পাতা দেখতে পারেন , সাম্প্রতিক মন্তব্য দেখতে পারেন। আবার আলোচিত ব্লগ এ ঢু মারতে পারেন। এসব পছন্দ না হলে দোয়া করে নিজের একটা পছন্দের লেখকদের লিস্ট বানিয়ে নিন অনুসারিত ব্লগ শিরোনামে। তাও ব্লগে ছেড়ে যাবেন না ।

আপনার ব্লগ জীবন আনন্দময় হোক।

০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার পরামর্শ মাথায় রাখলাম। তারপরও যদি যন্ত্রণা কমে।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: মনিরা আপুর কথা গুলো মাথায় রাখুন।
ব্লগে যার যা ভাল লাগে পোষ্ট দিবে।আপনার যা ভাল লাগে আপনি সে গুলোই পড়বেন আর অন্য লেখা গুলো এড়িয়ে যাবেন।

০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সমস্যা হচ্ছে, আমার বিবেচনায় ছাইপাশের ভিড়ে ভালো লেখাগুলো হারিয়ে যায়।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতা.....

০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ইয়েস, স্যার! ডু ইউ রাইট পোয়েম?

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: জাস্ট গো টু মাই প্রোফাইল...

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ওকে।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

রানার ব্লগ বলেছেন: খোদ নজরুল ইসলামের কবিতা কে সেই সময়ের মানুষ ছাইপাস বলেছেন, এর জন্য তারা রবীন্দ্রনাথের কাছে নালিশ ও জানিয়েছেন কিন্তু জানেন কি সেই তারাই গোপনে নজরুলের কাছে যেতেন কবিতা লিখিয়ে নেয়ার জন্য আর হতভাগা নজরুল একটা দুটি পানের বিনিময় কবিতা লিখে দিতেন।

তাই বলছি কার লেখা কে ছাইপাস না বলে আপনি বুজতে চেষ্টা করুন যদি না বোঝেন ছেড়ে দিন। ছাইপাস না বলাই ভাল। এখন আপনি বলতে পারেন আপনি কি আপনাকে নজরুলের সাথে তুলনা করছেন? আমার উত্তর হল না। আমি তুলনা করছি না আমি বোঝাতে চাচ্ছি যে সমালচনাকারিরা খোদ নজরুল কে ছারে নাই তো এখন কার কবিরা তো ডাল ভাত।

আমি নিজেকে কবি বা লেখক বা ব্লগার কিছুই দাবি করি না কিন্তু মাঝে মাঝে চেস্টা করি এবং তা যথারিতি অখাদ্য হয় তবুও আমি চেস্টা করি। যেহেতু চেস্টার অংশ আমি, তাই আমার হৃদয়ে লেগেছে আপনার তিক্ত ও কটু সমালোচনা।

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: স্যরি, আই ওয়াজ টু মাচ বোর্ড। যাহোক, এটা মনে রাখতে হবে সমালোচনা মানুষকে সফল হতে সাহায্য করে।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ অনিকেত -

সব শালা কবি হবে ;

পিঁপড়ে গোঁ ধরেছে, উড়বেই ;

বন থেকে দাঁতাল শুয়োর রাজাসনে বসবেই ।

( কবি মোহাম্মদ রফিক/ খোলা কবিতা )

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বোঝেন অবস্থা। মোহাম্মদ রফিক এর মতো কবিও ওদের ওপর কত ক্ষেপা ছিলেন।

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: কবিতা লিখলে সমস্যা কি? আপনার ভালো না লাগলে এড়িয়ে যাবেন।
আচ্ছা তারা যদি কবিতা না লিখে কারো কপালে পিস্ত ঠেকাতো, সেটা কি ভালো হতো?

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পিস্তল ঠেকালেও বোধহয় এত বিরক্ত হতাম না।

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

কিরমানী লিটন বলেছেন: নিরা আপুর কথা গুলোর সাথে- সহমত। সাথে রাজীব নুর ভাইয়ের বক্তব্যেও ...।
শুভকামনা রইলো, কবিতাকে দূরে ঠেলে নয় ...।

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দেখি জোর করে ভালো লাগানো যায় নাকি?

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

জাহিদ হাসান বলেছেন: ব্লগে দু’চারটা কবিতা পড়তে আমার খারাপ লাগে না।
কবিতা ছাড়া ব্লগ নিরামিষ। সব কিছুরই দরকার আছে। কবিতা-গান-ছড়া সবই চলুক সমস্যা কি?

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভারসাম্য থাকলে ভালো হতো। আমার মনে হয় কবিতাই বেশি আসে।

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যার যা ইচ্ছে লিখবে। আপনি তা সহ্য করতে না পারলে ব্লগ থেকে হারিয়ে যাবেন।

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাই তো মনে হচ্ছে।

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ অনিকেত -

কবিকে দিও না দুঃখ,

দুঃখ দিলে সে-ও জলে স্থলে,

হাওয়ায় হাওয়ায়

নীলিমায় গেঁথে দিবে দুঃখের অক্ষর !

( শামসুর রাহমান, আমি অনাহারী 1976 )

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাহলে তো আরও বিপদ হবে। আপাতত মাফ করে দিচ্ছি।

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

কাওসার চৌধুরী বলেছেন:



একজন কবি, লেখক কিংবা সাহিত্য গবেষক রাতারাতি হওয়া যায় না। এজন্য প্রয়োজনীয় অনুশীলন দরকার হয়। লেখালেখি খুব কঠিন সাধনার কাজ। এজন্য অনেকেই লেখেন; কিন্তু লেখক হিসেবে প্রতিষ্ঠা পান হাতে গোনা কয়েকজন। আধুনিক বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম, শরৎচন্দ্রের মতো পৃথিবী বিখ্যাত লেখকরাও শুরুতে ভাল লেখতে পারতেন না।

লেখতে লেখতে, সাধনা করতে করতে তাঁর বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে নিয়ে গেছেন। তবে দশ-বারো বছর লেখালেখির পরও লেখকের/কবির কোন উন্নতি না হলে তার লেখক হওয়ার সম্ভাবনা থাকে না। সে দায় তার নিজের।

ব্লগ হলো লেখকদের 'লেখক' হয়ে উঠার পাঠশালা। আগের লেখকরা এমন প্লাটফর্ম পান নাই বলে নিজেদের আরো শানিত করার সুযোগ হারিয়েছেন। ব্লগের লেখার উপর গঠন মূলক আলোচনা-সমালোচনা লেখক/কবিকে পরিশুদ্ধ করে। এগুলো বড়ই প্রয়োজন। তবে যারা এই সুযোগকে কাজে লাগাতে পারবেন না, এটা তাদের ব্যর্থতা।

ব্লগে অনেকেই ভাল কবিতা লেখেন; যদি আপনি কবিতা প্রেমী হন তাহলে তাদেরকে অনুসরণ করতে পারেন। এছাড়া নির্বাচিত পাতা, বিষয়ভিত্তিক ব্লগ তো আছেই। আশা করি, ব্লগ ছেড়ে যাবেন না। পাঠকরাই ব্লগের প্রাণ।

হ্যাপি ব্লগিং.............. !!

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভালো বলেছেন। তবে আজকালকার কবিদের মধ্যে একাগ্রতা, ধৈর্য একদম কম। এরা সমালোচনা সহ্য করতে পারে না। আমি অনেকের লেখায় কোন পরিবর্তন পাই না। একই ধাঁচের লেখা।।

১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

ভুয়া মফিজ বলেছেন: কবিতা আমি পড়ি না, কারন আধুনিক কবিতা নামক বস্তুটা আমার বুঝতে খুবই কষ্ট হয়। তবে কারো পোষ্ট করার স্বাধীনতাকেও হস্তক্ষেপ করা ঠিক না।
সামুর কবিদের লেখার মান কিন্তু ভালো....প্রচুর লাইক দেখে বুঝতে পারি!!

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কয়েকজনের পোস্টে মন্তব্য দেখে আমিও বুঝি ভালো লেখেন। কিন্তু মুশকিল হলো, নিজে পড়তে গিয়ে বিরক্ত হই।

১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

সামিয়া বলেছেন: ভালো বলেছেন। তবে ব্লগ সচল থাকার জন্য নতুন নতুন পোস্ট তো প্রয়োজন।

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: লিখতে না পারলে না লেখাই ভালো, জোরপূর্বক আবর্জনা প্রসব না করাই ভালো। লিখতে হলে সময় করে লেখা উচিত।

১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

মিথী_মারজান বলেছেন: না ভাইয়া, কবিতা পোস্টের উপদ্রব কমেনি, বরং আরো উদযাপন চলছে।
আপনি মনেহয় সামুতে খুব একটা নিয়মিত নন, আর তাই পোস্ট দিয়ে উপদ্রব বেড়েছে নাকি কমেছে এটা আপনাকে জানতে হচ্ছে।
আহারে!
দুঃখজনক।
প্রতিটা ব্লগারের কাছেই তার লেখা অমূল্য। হোক তা অখাদ্য কবিতা, গল্প অথবা পরিশ্রমী গবেষণাধর্মী কোন পোস্ট।
তাই কাউকে তো কবিতা লেখা বা চর্চা করা থেকে বিরত থাকতে বলতে পারছিনা তাই আপনার জন্য মায়া হচ্ছে।
কবিতার মেলা সমৃদ্ধ সামু ব্লগ একজন পাঠক হারাবে ভাবতে খানিকটা খারাপ লাগছে।
প্লিজ একটু কষ্ট করে দেখুন,শতশত কবিতার ভীড়ে আপনার পছন্দমত অন্য পোস্টে এ্যাডজাস্ট করতে পারেন কিনা।
তবে যে শিরোনাম দিয়েছেন! নিশ্চিত আপনার পোস্টটি সর্বাধিক পঠিত বা সর্বাধিক মন্তব্যপ্রাপ্ত হিসাবে আলোচিত ব্লগে জনপ্রিয়তা পাবে এবং আশাকরি এই মায়ায় হলেও আপনি ব্লগে নিয়মিত হবেন।
হ্যাপি ব্লগিং।
শুভ কামনা।

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মাঝেমাঝে ঢুঁ মারতাম। একসময় বিরক্ত হয়ে চলে যেতাম। আজ আবার অনেকদিন পর এলাম।
প্রতিটি লেখাই মূল্যবান, সে ঠিক আছে। পরিশ্রমী কি না বলতে পারছি না।

১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১

বিজন রয় বলেছেন: আপনি এক কাজ করেন আমার ব্লগবাড়ি একটু ঘুরে আসুন।

আর যদি না পারেন তো ব্লগ ছেড়ে চলে যান।
আপনি গেলে কেউ কাঁদবে না!!

আজাইরা পোলাপান!!

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শক্ত একটা মন্তব্য করার ইচ্ছে ছিল, ব্যান খাওয়ার ভয়ে করলাম না। স্যরি টু সে, আপনার মতো জ্বি হুযুর টাইপলোকের বালছাল লেখা পড়ে সময় নষ্ট করতে চাই না। পারলে ভালো কিছু লিখুন। পড়বো।

১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

আলমগীর কাইজার বলেছেন: একজন কবি জন্মেই ভালো লিখবে তা আশা করা যায় না, রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম কাব্যগ্রন্থ সম্পর্কে পরবর্তীতে নিজেই প্রশ্ন তোলেন এবং ঐসব কবিতা তিনিভতার নির্বাচিত কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত করেননি।
যাহোক সমালোচনা করা ভালো, সেটা কবিতার নিচে শোভা পাক। কিন্তু সমালোচনা করতে গিয়ে যদি ৮নম্বর কমেন্টের উত্তরের মতো কোনো উত্তর আসে তবে তা খুবই কষ্টকর।

আর আমি নিজে খুঁজে খুঁজে কবিতাগুলোই পড়ি, অনেকেই ভালো লেখেন।

০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অহহো, প্রতিউত্তরটা বেশি মারাত্মক হয়ে গেছে মনে হচ্ছে।

১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

আলমগীর কাইজার বলেছেন: একজন কবি জন্মেই ভালো লিখবে তা আশা করা যায় না, রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম কাব্যগ্রন্থ সম্পর্কে পরবর্তীতে নিজেই প্রশ্ন তোলেন এবং ঐসব কবিতা তিনি তার নির্বাচিত কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত করেননি।
যাহোক সমালোচনা করা ভালো, সেটা কবিতার নিচে শোভা পাক। কিন্তু সমালোচনা করতে গিয়ে যদি ৮নম্বর কমেন্টের উত্তরের মতো কোনো উত্তর আসে তবে তা খুবই কষ্টকর।

আর আমি নিজে খুঁজে খুঁজে কবিতাগুলোই পড়ি, অনেকেই ভালো লেখেন।

০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সমালোচনা বেশি হয়ে গেছে। কিন্তু কী করবো বলুন, এরা একেকজন তো নিজেকে মহাকবি ভাবেন।

২০| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

বিজন রয় বলেছেন: হা হা হা হা ........ এত চ্যাতলেন ক্যা?
আপনাকে ধৈর্যশীল বলেই জানতাম!!

যেভাবে বললেন, আমি জানি ওগুলো আপনার মনের কথা নয়।
এখন দেখি আপনাকে রাগানো দেখি অনেক সহজ!!

০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমি চলে যাবো। আপনার পাঠক হারাবেন।" এ লাইন দুটো পরে সংযোজন করেছি আসলে মজা করে। দুয়েকজন ব্যাপারটা বোঝেছেন। আমি কোন নিয়মিত ব্লগার না, আমি থাকলেই কী আর না থাকলেই কী। আমি কিন্তু ভালো করেই বুঝি।
যাহোক, রূঢ় মন্তব্যে আহত হলে আমি দুঃখিত।

২১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

খায়রুল আহসান বলেছেন: ব্লগে এত এত কবি থাকতেও কারো একটি কবিতাও আপনি খুঁজে পেলেন না যেটা আপনার বিরক্তির উদ্রেক করেনি, বরং কিছুটা স্বস্তি দিয়েছে, চিন্তার খোরাক দিয়েছে? কবিতা আপনার ভাল নাও লাগতে পারে, কেউ আপনাকে জোর করে পড়তেও বলছে না, কিন্তু যারা কবিতা লিখিয়ে (কবি বলে সম্বোধন করলাম না) তাদের প্রতি আপনার এ কটাক্ষমূলক শিরোনামতা সমীচীন হয়নি। এটা হয়তো আপনার পোস্টের পাঠক সংখ্যা বাড়াবে, কিন্তু একজন সুশীল ব্লগার হিসেবে আপনার পরিচয় তুলে ধরছে না। আশাকরি, বিষয়টি আপনি ইতোমধ্যে কিছুটা উপলব্ধি করেছেন।

০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: উপলোব্ধি করলাম। আসলেই আমার দুর্ভাগ্য! কোন কবিতা পেলাম না, যেটা পড়ে মন ভালো হবে।

২২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

কথার ফুলঝুরি! বলেছেন: আসলেই, কবিতার উপদ্রব কমা উচিত । তবে সাথে সাথে আরও অনেক কিছু আছে যেগুলোর উপদ্রবও কমা উচিত ।

০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ধর্মীয় পোস্টের সংখ্যাও বেশি। লোকজন ব্লগটাকে মসজিদ বানিয়ে ফেলছে। যা অবস্থা দেখছি, একসময় ওযু করে ব্লগে আসতে হবে।

২৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

ঢাবিয়ান বলেছেন: কবিরা হল এই ব্লগের সেলিব্রিটি ব্লগার। আপনি তাদের বিরুদ্ধে কলম ধরেছেন। আপনার সাহস আছে মানতেই হবে । =p~ =p~ =p~

০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাই তো দেখছি। মনে হচ্ছে বাঘের লেজে পা দিয়ে ফেলছি।

২৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

ফেনা বলেছেন: আপনার পছন্দ আপনার কাছে। কটুক্তি করা ঠিক না।

০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ডোজ বেশি হয়ে গেছে মনে হয়। নেক্সট টাইম সতর্ক থাকবো।

২৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

রানার ব্লগ বলেছেন: সময়টা ছিল পাক্ষিক
একাকি নিরবে অপেক্ষা
কাটিয়েছি দিবা রাত্রি প্রতিক্ষার প্রহরে
নিরবে জাল বুনেছি ভালবাসার
তার উষ্ণতার চাদরে নিজেকে
জড়িয়ে দেখেছি কল্পনায়
কামনার আগুনে পুড়বো বলে
অহর্নিশি নিজেকে রেখেছি প্রস্তুত
সে আসবে তার মায়াবী রুপের ঝলকানিতে
আমায়ে জাগিয়ে তুলবে
টেনে হিচড়ে আছড়ে ফেলবে
কামার্ত ঝরের দাপটে হারিয়ে যাব
ডুবে যাব, গভীরে আর গভীরে
শীৎকারে শীৎকারে তছনছ হয়ে যাবে
অমাবস্যার নিকশ কালো।
ক্ষন আসে লগ্ন বয়ে যায়
প্রিয়ার বুকের তপ্ত নিঃশ্বাসের
হল্কা লাগে লোম কুপে লোম কুপে
আসেনা সেই ক্ষন
বিদগ্ধ করে আমাকে
শিতল বিছানা মেরুর শীতলতায় ডুবে যায়
আমি নিরব চোখে তাকিয়ে থাকি উর্ধপানে।
একাকি নির্বোধ স্তব্ধ নিঃস্বর।
নতুন পাক্ষিকের প্রতিক্ষায় কাটিয়ে দেয়
কালন্তিহীন হৃদয়।


আপনাকে একটি ছাইপাঁশ উপহার দিলাম। আশা করি মাথার সব চুল ছিরে ফেলবেন, আমারটা না আপনার।

০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ওয়েল ডান। ডোন্ট বি আপসেট। ক্যারি অন।

২৬| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

বিজন রয় বলেছেন: এটা যে আপনার একটি মজার পোস্ট তাতো এটা পড়েই বুঝেছিলাম। আর সেজন্যই আমিও মজা করে ওই কথাগুলো বলেছিলাম।
আমরা আগে ব্লগে এভাবে অনেক মজা করতাম।

কিন্তু আপনি আমার মজা ধরতে পারেননি!

যাহোক, কি আর করা!

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মজা হিসেবেই নিলাম তাহলে।

২৭| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: কবিতা লেখাই বাদ দিমু। খুশি তো?

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার দয়ার শরীর।

২৮| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

ঢাবিয়ান বলেছেন: আপনার পোস্টের চেয়েও বেশি দারুন হয়েছে আপনার প্রতিউত্তর। আপনি আরেকটু রেগুলার হবার চেষ্টা করেন। এরকম লেখকেরও প্রয়োজন আছে ব্লগে।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ইচ্ছা করলেও অনেককিছু বলা যায় না। মাঝেমাঝে সুশীলের ভেক ধরতে হয়।

২৯| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

নীল আকাশ বলেছেন: আচ্ছা, এমন করলে কেমন হয়? সামুতে ঢুকলেই অপশন আসবে কি পড়তে চান? পছন্দের উপরে নির্ভর করে আপনাকে কাংখিত পেজে নিয়ে যাওয়া হবে। কি মত আপনাদের?

লেখক যা বলেছেন, আমি তার পুরোপুরি একমত না হলেও বলতে বাধ্য হচ্ছি মাঝে মাঝে প্রথম ১ বা ২ পেজে যা থাকে সেগুলি পড়তে ইচ্ছে করে না। আজকাল অনেক ব্লগার অশালীন হেডিং, কেউ বা মার্কেটিং এ্যাড দিয়েও পোষ্ট দেয়। কারো কারো লেখার ভাষা এতই অশালীন যে মন্তব্যে যেয়ে সেটা বলে আসতে বাধ্য পর্যন্ত হয়েছি। কয়েকদিন আগে অহরিত ভাই অনেক অনেকদিন পরে একটা দুর্দান্ত গল্প দিলেন। কিছুক্ষন পরেই দেখি প্রথমে ১ পেজ তারপর ২,৩,৪ পেজ থেকে উধাও। ভাল করে অনেকে পড়তেই পারেনি। নতুন কিছু ব্লগার তার লেখা পড়ার সুযোগও পেল না। এই ধরনের গল্প গুলি থেকে নতুন গল্পকাররা অনেক অনেক কিছু শিখতে পারতেন.....

যা বললাম সেটা একান্তই ব্লগের ভালোর জন্যই বলেছি। কারন আমি ব্লগে খুব কমই লিখি কিন্তু এখানে আসি পড়তে।
শুভ কামনা রইল!

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একমত আপনার সাথে। যা তা লেখার ভিড়ে অনেক ভালো লেখা হারিয়ে যায়। ভালো কিছু না পেয়ে অনেককেই হতাশ হতে হয়।

৩০| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

নজসু বলেছেন:



প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
আমি নতুন আর আপনি পুরাতন ব্লগার।
আমার চেয়ে আপনার জানা শোনার পরিধি অনেক বেশি।
আপনার অভিযোগের বিরোধিতা করছি এমনটাও নয়। মনটা খারাপ হলো পুরো পোষ্টের ছাইপাশ নামক একটা শব্দে।

মেনে নিচ্ছি কবিতায় বার্তা থাকবে। একটি কবিতা মানুষের আশাকে উজ্জীবিত করবে। স্বাভাবিক।
কিন্তু কথা হচ্ছে আমরা যারা ব্লগে লেখালেখি করি তারা তো কবি বা সাহিত্যিক গোছের কেউ নই।
ব্লগ হচ্ছে মনের কথা বলার স্বাধীনতা।
তাই আমরা মনের কথাগুলো গোছালো বা অগোছালো তুলে ধরি।

লেখালেখির পাশাপাশি ব্লগ বন্ধুত্বের একটা প্লাটফর্ম। এখানে অজানার সাথে জানাশোনা হয়। বন্ধুত্ব গড়ে ওঠে।
আপনার পোষ্টটায় যারা শখ করে কবিতা লেখেন তারা কবিতা পোষ্ট করার আগ্রহ হারিয়ে ফেলবে।
পত্র পত্রিকার সাহিত্য পাতায় কি সবার কবিতা ছাপা হয়? বেছে বেছে সত্যিকার অর্থে যেগুলো কবিতা সেগুলো নির্বাচন করা হয়।
আর আমরা যারা দু'চারটে লাইন লিখে কবিতা লিখি সেগুলো ব্লগের পাতায় পোষ্ট করে আনন্দ পাই।
আপনি সেগুলোকে ছাইপাশ বলতে পারেন না ভাই। ব্লগে কবি হওয়ার আশায় কেউ কবিতা পোষ্ট করেন না।
তাদের শখটাকে অবজ্ঞা করাও উচিত হবে না। এই যে আপনি রাজনীতি বিষয়ক এতো এতো পোষ্ট করেছেন
আপনি রাজনৈতিক সমালোচক বা কোন বুদ্ধিজীবী ? (প্রশ্নটা করার জন্য মাফ করবেন) আপনি আপনার মনের ভাব প্রকাশ করেছেন। আপনার মতামত জানিয়েছেন।
সেই রকম ব্লগের বন্ধুরা তাদের মনের ভাব প্রকাশ করছেন।

আরেকটা বিষয় কমেন্টে না কোথায় দেখলাম ব্লগে ধর্মীয় পোষ্টের সংখ্যা বেশি। ব্লগটা যেন মসজিদ বানিয়ে ফেলা হয়েছে।
আপনার একটা পোষ্ট আছে তারপরও কি বলা হবে এ দেশের হিন্দুরা ভালো আছে?
স্বজাতি, স্বধর্মের প্রতি সবার টান থাকে। স্বাভাবিক।
আপনার আরও ২/১ টা পোষ্ট আছে যা দুটি ধর্মের দাঁড়িপাল্লায় উঠালে পাল্লার হেরফের হবে।

আজকাল বাংলাদেশের ঘরে ঘরে ভারতীয় চ্যানেল আর ভারতীয় সিরিয়ালের রমরমা। টিভি খুললেই উলু, শাঁখ আর বিভিন্ন দেব দেবীর
অনুষ্ঠান দেখা যায়। তাহলে কি আমি বলবো বাংলার প্রতিটি ড্রয়িং রুম মন্দিরে পরিণত হয়েছে।
না ভাই, তা বলবো না। ধর্মীয় পোষ্ট নিয়ে ওভাবে বলা ঠিক হয়নি।

খেয়াল করে দেখবেন ব্লগে হ-য-ব-র-ল কবিতার পাশাপাশি সুন্দর সুন্দর কবিতা আসে।
যারা কবিতা নিয়ে হাসাহাসি করছেন তারা মন দিয়ে পাঠ করে দেখবেন মনটা ভরে যাবে।
কঠিন শব্দ থাকলে তো আমাদেরই ভালো। নতুন নতুন শব্দের সাথে পরিচিত হতে পারবোভ

কবিতা ছাড়াও ব্লগে আরও মূল্যবান পোষ্ট আসে। গঠনমূলক, আলোচনা মূলক পোষ্ট আসে। সেগুলোর সাথে থাকুন।
ব্লগ ছেড়ে যাবার কথা তোলাটাও অন্যায়। আপনার উপর আমাদে অধিকার আছে। আমরা আপনার মূল্যবান লেখা পাঠ করতে চাই।
আমাদের লেখায় আপনার মূল্যবান মতামত চাই।

ভাই, কাক আর কবি নয়। যারা একটু লেখে আমরা তাদের প্রেরণা দেবো।
অনেক বললাম। ভুল হলে ক্ষমা করে দেবেন।
ভালো থাকবেন। সুস্থ থাকুন এই কামনা করছি।




০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মন্তব্যরা আক্রমনাত্মক হয়ে গেছে, না? অবশ্য অন্য সম্প্রদায়ের ক্ষেত্রে হলেও আমি একই কথা বলতাম। এত গভীরে নেওয়ার কিছু নেই।

চমৎকার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৩১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

ওমেরা বলেছেন: কয়েকদিন ধরে ভাবতেছি একটা কবিতা পোষ্ট করব - এই সময়ে এই পোষ্ট !!

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মাফ করে দেন। আর জুলুম সইতে পারবো না। কচু গাছে ফাঁস দিয়ে কেউ মরলে আপনি দায়ী থাকবেন।

৩২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


কবিতা কি ধরণের সাহিত্য, উহা কি করে হৃদয়ের কথা বলে, কি করে মানুষের কন্ঠস্বরে পরিণত হয়, তাহা ব্লগারেরা জানেন; তবে, আপনি ব্লগের কবিতা সম্পর্কে কম ওজনী কথা বলে নিজকে কম-বুদ্ধিমান মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনিও শেষ পর্যন্ত কবিদের হয়ে দালালী শুরু করলেন? পায়ে পড়ি আপনিও আবার কবি হয়ে যাইয়েন না, তাহলে অকালে মরতে হবে। আপনাকে না, পাঠকদের।

৩৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

কথার ফুলঝুরি! বলেছেন: প্রতিমন্তব্য পড়ে আমি খুবই হতাশ হলাম ভাইয়া :(( অনেকে মন্তব্বে অনেক কিছু বলেছে, আমি ভাবলাম একই কথা একটু অন্যভাবে বলি । কিন্তু আপনি দেখি আমার মন্তব্য এর এক ফোটাও বোঝেন নি :((

যাই হোক, আপনার পোস্ট ও তার শিরোনাম এবং আমার মন্তব্বে আপনার প্রতিমন্তব্য দুটোই গ্রহণযোগ্য না । তবে ফ্রি ফ্রি যদি এমন বিনোদন পাওয়া যায় তাতে মন্দ কি ।

আমার চাইতে আপনি অনেক সিনিয়র, ব্লগ সম্পর্কে জানেন অনেক বেশী । বেশী কথা না বলে শুধু এইটুকু বলি, ব্লগ একটি স্বাধীন প্ল্যাটফর্ম । এখানে সবাই তার লেখার বিষয়ে যেমন স্বাধীন তেমন পড়ার বিষয়েও, মাঝে মাঝে যদিও উল্টা পাল্টা কিছু হলে ব্যান খাওয়ার সম্ভাবনা থাকে । আপনার কবিতা ভালো না লাগলে পড়বেন না, ব্লগে থাকতে মন না চাইলে থাকবেন না , কেউ আপনাকে বাধ্য করছেনা । তাই বলে কবিতা কে আপনি উপদ্রব বলতে পারেন না ।

এই পোস্ট টি লিখতে ও মন্তব্য এর প্রতিমন্তব্য করতে আপনার যতখানি কষ্ট করতে হচ্ছে আমার মনে হয় আপনি আপনার পছন্দ মত লেখাগুলো বিষয়ভিত্তিক ব্লগে গিয়ে পড়লে আপনার ও ব্লগের কবিদের, সবারই জন্যই ভালো হত ।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আর কী উপদ্রুব এর কথা বলছেন? আমি প্রতি মন্তব্যে যেটা বলেছি ওটাও কিন্তু উপদ্রুব। এখন মনে হচ্ছে অনেকের ধর্মানুভূতিতে আঘাত দিয়ে ফেললাম। স্পষ্টভাষী হলে এই এক সমস্যা। আমি আবার সুশীলগিরি মারাতে পারি না।

৩৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: আমি এখন ব্যস্ত। আমার অকবিতা কিছু কম পোস্ট হচ্ছে। অনান্য কবিগণ দারুন লিখছেন!!!

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কবিতার ফাঁদ পাতা ভুবনে, এবার বুঝি পালাতে হবে বনে।

৩৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ২:২৪

দিপু দিপু বলেছেন: সমাজে চোর বাটপার, খুনি, মিথ্যুক প্রচুর বেড়েছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৩৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাদেরকে কি কবিতা শোনাতে হবে?

৩৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫৫

ওমেরা বলেছেন: আমি তো কবিতা লেখতে পারি না একটা টবিতা পোষ্ট দিবই দিব , মরলে মরেন তবে টবিতা খানি পরে মরার আমন্ত্রণ রহিল।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৩৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দেখা যাক।

৩৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৩:২২

নিউটনিয়ান বলেছেন: আমি একজন ছোটখাটো অনিয়মিত ব্লগার। মাঝে মধ্যে দু একটা লেখা লিখি, এর মধ্যে দু একটা আবার পদ্যের মত হয়ে যায়। আমার কোনো পদ্য আপনার বিরক্তির উদ্রেক করলে ক্ষমা করে দিবেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পদ্য খারাপ লাগে না, যদি গঠন আর সারবস্তু ভালো থাকে।

৩৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৪৫

নিউজপ্রিন্ট বলেছেন: আপনি এই পোষ্টে যা কমেন্ট পেয়েছেন আর কোনো পোষ্টে তার ধারে কাছেও নাই, আপনি এক কাজ করেন সবাইকে খোঁচা মারেন কমেন্ট পাবেন বেশী বেশী । আর ব্লগিং করে কি পয়শা পাওয়া যায় (আউটসোর্সিং) আপনার পোষ্টেআপনার অহংকার দেখে মনে হচ্ছে সামু আপনারে মিনিট হিসেবে টাকা দেয় ! আপনি থাকলে কি - গেলে কি - আর ---- কি ? - ইন্না লিল্লাহ !

ধুর মিয়া কাঁচা পোলাপানের মতো একটা পোষ্ট দিছেন ব্লগে আপনি একটা জোকার !

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিতার নামে যারা নিপীড়ন করছে আমি তো তাদের সমালোচনা করলাম। অহঙ্কার পেলেন কোথায়? আপনিও কি কবি?

৩৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১১

বলেছেন: আসলেই এত কবির উপদ্রব এর আগে দেখিনি -



তবে সবাইকে লেখতে উৎসাহ দেয়া উচিৎ।



ধন্যবাদ

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এত কবি-কবিতা দেখে আমার তো হার্টফেল করার অবস্থা। কীভাবে উৎসাহ দেই বলুন।

৪০| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো। আমি একটা জিনিস জানি। মানুষরে খুচা মারলে মানুষ যুক্তি নিয়া আসে। আপনিও আপনার সব লেখা ওই খুচা টাইপের লেখেন। আর মন্তব্য নিয়া হাজির হয় সবাই । ভালো।। আপনিও হিরো আলম হবেন। ফেমাস ব্লগার। তারপর এমপি পার্থি হবেন।।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিখ্যাত হওয়ার জন্য আসি নি। কবিতার নামে বাংলা সাহিত্যকে যারা বাঁশ দিচ্ছে তাদেরকে একটু সবক দিতে এসেছিলাম।

৪১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০১

সমালোচক মন্তব্যকারী বলেছেন: এত কোবতের ভিড়ে আমিও বিরক্ত

০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সত্য বললেই মুন্সী সাবের মুখ খারাপ।

৪২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

শায়মা বলেছেন: হা হা হা এই পোস্ট পড়ে হাসছি। এমন কবি ও কবিতা বিদ্বেষী পোস্ট এই ব্লগে নতুন না। যখনই কবিতার প্রকোপ বেড়েছে তখনই কবিতা বিদ্বেষী মানুষেরা এমন পোস্ট নিয়ে এসে গেছে। আমি নিজে ভালোই কবিতা প্রেমী তা কবিতা হোক নতুবা অকবিতা কিংবা ববিতা। কবিতা পড়ে আমি মজাই পাই। নিজেও লিখি স্বনামে বেনামে । লিখে লিখে বা পড়ে পড়ে যেমন মজা পাই তেমনই কবিতা বিদ্বেষীদের পোস্ট বা কমেন্ট পড়েও একই মজাই পাই আমি।

এই পোস্টটা তেমনই এক পোস্ট পড়ে বুঝা গেলো কবিতা দেখলেই তোমার কি রকম চেহারাটা হয় ভাইয়া!!!!!! হা হা হা হা হা।

সেই চেহারাটা ভেবেই হাসছি। তবে ভাইয়া কবিতা বন্ধ করিবার কোনোই পথ খোলা নাই তোমার বরং কবিতা আসিবার বহু পথ খোলা আছে এখানে। কাজেই বিরক্তি প্রকাশ করতেই পারো তাতে কবি, কবিতাপ্রেমী পাঠকদের কম রোষানলেও তোমাকে পড়িতে হইবেক তাহা ভাবিও না!


কাজেই নিজেই একখানা কবিতা লিখিয়া ফেলো বা ফেলিবার চেরেষ্টা করো। যা মনে আসে লিখে এক লাইন পর পর এন্টার চাপ দেবে। এটাই কবিতা লেখা শেখার প্রথম হাতেখড়ি। বিশ্বাস না হয় একবার চেষ্টা করেই দেখোনা ! :)


হে ভ্রাতা,
কিয়ৎ কম নষ্ট করো মাথা...
তারচে' বরং চেষ্টা করো শুরু
কচিৎক্ষন কুচকাইয়া তোমার ভুরু.....
দন্তে চেপে তোমার কলমখানি
কিছুটা নাহয় ঘোরাও মগজ ঘানি....
কি বারতা দেবে আনিয়া ফেলো মনে
যা আসিয়াছিলে ফেলে অমরাবতীর বনে....
নাকি রোমন্থিবে অতীত কোনো স্মৃতি-
ফেলে আসা দিন হারিয়ে যাওয়া গীতি!
নাকি চটকাইবে নব্য কবিদের পিন্ডি
তাহারপর পাঠাইয়া দিও রাওয়াল পিন্ডি!!!!! :D


এই দেখো কবিতায় বারতা, অন্তমিল সব বসাইয়া দিলাম ভাইয়ামনি! :)



০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মোহাম্মদ রফিক এর কথাই ঠিক। সব শালা কবি হবে। ব্লগে তার নমুনা দেখতে পাই। আমাদের আর নিস্তার নেই। কী আর করা যাবে!

৪৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬

ক্লে ডল বলেছেন: :D :D :D
আমিও কবিতা লিখি। এবং আপনাকে বিরক্ত করিব!!

শায়মার কবিতায় প্লাস।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তোমরা আমাকে একটা বন্দুক দাও, আমি তোমাদের লাশ উপহার দেবো।

৪৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

শায়মা বলেছেন: ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২ ০

লেখক বলেছেন: মোহাম্মদ রফিক এর কথাই ঠিক। সব শালা কবি হবে। ব্লগে তার নমুনা দেখতে পাই। আমাদের আর নিস্তার নেই। কী আর করা যাবে!

সব শালা কবি হবে বললে কি ভায়া!!! #:-S
কবি রফিকের কথা যদি মানোই তো গুরু
তুমি শ্যালক তবে রহিয়াছো কেনো বসি!!!
করে ফেলোই না শুরু!!!!! :) :) :)

নমুনা দেখিয়াই কি শুধু রহিবেই চাহিয়া!
নিজেই নমুনা হয়ে যাও নিজেরেই দিয়া! :)
নিস্তার পেতে চাও যদি
বাড়াইওনা তবে আর ক্ষতি!!!
হাতে তুলি নাও হণনাস্ত্র
নিজের শিরচ্ছেদে ইউজ ইওর মারনাস্ত্র! :)

তবে বৎস
খেপিয়া উঠিয়া আবার উহা ছুঁড়িয়োনা দূর হস্ত!
শেষে ফিরে যাবে বুমেরাং!
করে দেবে খান খান
তোমারই স্টরমিং ব্রেইন এবং জানপ্রাণ!


এই শ্যালক কিন্তু আমার শ্যালক বলিনি ভাইয়ুমনি! কবি রফিকের শ্যালকের কথা বলেছি ! :) :D


আর ক্লে ডল আপুমনি
আমার মাথায় কিন্তউ চাপিয়াছে কবিতার ভূত
এখন বাহিরিবে কবিতার খনি!
এন্টার টিপিয়া ভাবিয়া নাভাবিয়া এ আমি অহরহ পারি
কবিতা ছড়িতা ববিতা শাবানা কবিতার সারি এ্যন্ড সারি! :)

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কবিতা লিখে কবিদের ভাত মারতে চাই নে।

৪৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫১

কামরুল ইসলাম রুবেল বলেছেন: বুখে আসেন ভাই, বুখে আসেন! অখাদ্য কবিতার জ্বালায় ব্লগে আর আসতে ইচ্ছে করেনা কেন বলেছিলাম আজ তার অন্তত একজন সাপোর্টার পাইলাম।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দেয়ালে পিঠ ঠেকে গেছে। প্রতিবাদ করতেই হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.