নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

সকলই গরল ভেল

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৮

লোকটাকে আমি ভালো করেই চিনি। এলাকার সবচেয়ে মুরুব্বিদের একজন। সারাজীবন আকাম-কুকাম করে এখন মহাধার্মিক সেজেছে, মক্কা থেকে হজ্জও করে এসেছে। মক্কার হাজী। ভালো হলেই ভালো। কিন্তু ভালো হলো কই? এলাকার কিশোরী থেকে বয়স্কা নারীরা তার চরিত্র সম্পর্কে ভালো বলতে পারবে। পুরুষরাও বলতে পারবে। এখনও মানুষ ঠকায়, সুদের ব্যবসা করে। পোশাক-আশাক দেখে কেউ বলতে পারবে না এ আস্ত একটা বদমাস।
** এক পাগলী সন্তান প্রসব করেছে (৯৫% মুসলমানের দেশে পাগলী কীভাবে গর্ভবতী হয়?)। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। লোকজন কিন্তু এমন ভাবতে পারতো- জেসাস ক্রাইস্ট যেহেতু পিতা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন, এ শিশুটাও তেমন ভাবেই জন্মগ্রহণ করেছে। এমন কিন্তু ভাবছে না। কারণ, আমাদের বদ্ধমূল ধারণা পিতা ছাড়া সন্তানের জন্ম হতে পারে না। তাহলে জেসাস ক্রাইস্ট কীভাবে এলেন? শবে মেরাজের ঘটনা কীভাবে বিশ্বাসযোগ্য? আল কোরআন যে ঐশী গ্রন্থ- এটা কীভাবে বিশ্বাসযোগ্য? কোথাও কি গলদ আছে?
*** সরস্বতীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, কঠোর শাস্তিও দাবী জানানো হয়েছে। এ ঘটনা দ্বারা এটা প্রমাণিত হলো, বিশেষ একটা সম্প্রদায় ছাড়া আরও সম্প্রদায় আছে; তাদেরও ধর্মানুভূতি প্রবল। সুযোগ পেলে তারাও বিশেষ সম্প্রদায়ের চেয়ে কম যেতো না।
**** বিএনপির গঠনতন্ত্র থেকে তড়িঘড়ি করে ৭(গ) ধারা বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে কি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রুপ দেওয়া হলো না? দলীয়প্রধান দুর্নীতিগ্রস্ত হলে কিংবা দন্ডিত হলেও পদে অধিষ্ঠিত থাকতে পারবে? আজব দেশের আজব নিয়ম। আমজনতাও বকলম।
*****ক্ষমতায় যাওয়ার পর রাজনৈতিক দলগুলো ধরাকে সরা জ্ঞান করে। দেশটাকে খাসতালুক ভাবতে শুরু করে। ভুলেই যায় একদিন তারাও বিরোধীদলে ছিলো। একদিন তাদেরও পতন হবে। কারণ, নক্ষত্রেরও পতন হয়। অথচ এরা যদি সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতো, তাহলে বারবার ক্ষমতায় যেতে পারতো। এ সামান্য বোধও কি ওদের নেই? যা খুশি করে নেই, পরে আর সময় পাবো না- এ নীতিতেই কি বিশ্বাসী?
****** ঢাবিতে ফাইন্যান্সে পড়া ছাত্রটা বর্ণবাদী আচরণের শিকার হয়ে আত্মহননের পথ বেছে নিলো; এ ব্যাপারে আমাদের নির্লিপ্ততা প্রমাণ করে আমরা কতো বর্ণবাদী! আমাদের ঘরের কেউ দেখতে অসুন্দর হলেই আমরা ভৎসনা করতে ছাড়ি না, বাইরের কারও জন্য দরদ থাকবে কী করে? অথচ নিজের কুৎসিত চেহারার জন্য কিন্তু কেউ দায়ী না।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম ঠিক কইছেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আচ্ছা!

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভালো পোস্ট কিন্তু রাজীব নূর স্টাইলের লেখা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অল্প কথায় দুনিয়ার ফিরিস্তি দেওয়া আর কী। বিস্তারিত লিখতে ভাল্লাগে না, সময়ও পাই না!

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৬

সৈয়দ ইসলাম বলেছেন:
সব জায়গায় ঘাপলা মাড়লেন। বেফাঁস তথ্যকোষ ফাঁস করে দিলেন। ভালো কাজ করলেন না; স্বার্থান্বেষী মহলের বুঝে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সর্বত্রই এত অসঙ্গতি, বড্ড বিরক্তিকর!

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৪

সৈয়দ ইসলাম বলেছেন:

শিরোনামের সাথে লেখার তেমন মিল আসলো না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমারও তেমনই মনে হচ্ছে। এটা ছাড়া "বিচারপতি, তোমার বিচার করবে যারা" কথাটা শিরোনাম হিসেবে মাথায় এসেছিলো; সেটাও বোধহয় পোস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ হতো না। কী আর করা!

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩০

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন:


চলেন কিছু অমর গান শুনি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমি মুগ্ধ, আমি আলোড়িত।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কিসের সাথে কী? গরম ভেতে ঘি।
সমাজে প্রকৃত ধার্মিকের চেয়ে বকধার্মিক বেশী।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আজ পর্যন্ত কোন প্রকৃত ধার্মিক চোখে দেখলাম না। আপনি দেখলে জানাবেন দয়া করে।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৫

সৈয়দ ইসলাম বলেছেন:
শিরোনাম লেখার সাতথে সাদৃশ্যপূর্ণ করে দেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাই ভাবছি।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৫

তারেক_মাহমুদ বলেছেন: কথাগুলো সবই সত্য

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নির্লজ্জ বাস্তবতা।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:


আপনার এলাকার খারাপ লোক প্রসংগে: হজে গেলে গুণাহের মাফ পায়; সুতরাং, হজযাত্রীদের মাঝে অনেক গুণাহগার থাকাই স্বাভাবিক।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: গোনাহগার ভালো হয়ে গেলেই তো মামলা চুকে যায়। ভালো তো হয় না; ভালো মানুষের লেবাস ধরে উল্টো অপকর্ম করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.