নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
যে মামলায় খালেদা জিয়ার বিচারে কারাবাস হওয়ার কথা, কারও কারও মতামতের ভিত্তিতে বুঝতে পারলাম; এ মামলায় বড়জোর অর্থদন্ড হওয়ার কথা- কারাবাস না। আইন সম্পর্কে আমার ধারণা কম। তাই কিছু বলতে পারছি না। যুক্তিতর্কের ভিত্তিতে আদালতই সঠিক সিদ্ধান্ত দিতে পারে।
খালেদা জিয়ার বিচার হওয়া উচিত আসলে আরও বিভিন্ন কারণে। যদ্দুর জানা যায়, জিয়া তেমন সহায়সম্পত্তি রেখে যাননি। জেনারেল এরশাদ তাকে এবং তার সন্তানদের জন্য কিছু বরাদ্দ করেছিলেন। সে সবের মাধ্যমে উনি মোটামুটি ভালো থাকতে পারেন। এত এত সম্পদ হওয়ার কথা না। এগুলোর তদন্ত হতে পারে।
তারেক রহমানের কুকীর্তি সম্পর্কে সবাই মোটামুটি ধারণা রাখেন। খালেদা জিয়ার বিচার হওয়া উচিত একে মানুষ না করতে পারার কারণে। কোকোর জন্য কষ্ট হয়। বেচারা বিদেশ বিভূঁইয়ে মারা গিয়েছেন। দেখার মতো কেউ ছিলো না। লাশটা যখন দেশে আনা হলো, নিষ্ঠুর মা দেখতেও গেলেন না। গণতন্ত্র উদ্ধার করার জন্য তিনি অফিসে স্বেচ্ছা বন্দি রইলেন। কী গণতন্ত্র উদ্ধার করলেন কে জানে! আমার ধারণা, কোকোর আত্মা খালেদা জিয়াকে কখনোই ক্ষমা করবে না। কারণ, মাকে শেষ দেখা দেখার অতৃপ্তি নিয়ে তিনি মারা যান।
৫ জানুয়ারির নির্বাচন নিয়ে দেশে যে অরাজকতা তৈরি হয়েছিলো, মানুষকে পুড়িয়ে মারা হয়েছিলো, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়েছিলো- এগুলোর জন্য উনার ফাঁসি হওয়া উচিত ছিলো। ২১ আগস্ট গ্রেনেড হামলার কারণে উনার ছেলেরও ফাঁসি হওয়া উচিত ছিলো। রাজাকারদের মন্ত্রী-এমপি বানানোর কারণেও উনাদের ফাঁসি হওয়া উচিত ছিলো কয়েকবার। বাংলাদেশ বলে পার পেয়ে গেছেন।
খালেদা জিয়ার বিচার নিয়ে লোকজন এখন বিভক্ত। এক ধরণের অনিশ্চয়তা তৈরি হয়েছে চারদিকে। আওয়ামীলীগপন্থিরা খুব খুশি আর বিএনপিপন্থিরা বেজায় নাখোশ। এমন হওয়ার কি হওয়ার কথা ছিলো? কেউ দুর্নীতি করলে, অপরাধ করলে শাস্তি পাবে -এটাই তো স্বাভাবিক। আওয়ামীলীগপন্থিদের এত লম্ফঝম্প কেন? তারা কি নির্দোষ? তাদের কি চুরি-চামারি নেই? শেয়ার ধস, হলমার্ক, ডেসটিনি, ব্যাংক-বীমা সহ সকল ক্ষেত্রে তাদের এত দুর্নীতি, এগুলো চোখে পড়ে না?
আর বিএনপি পন্থিরা দেখছি খালেদা জিয়ার অপরাধের বিপরীতে আওয়ামীলীগের কুকীর্তি ঢাল হিসেবে ব্যবহার করছেন। এক অন্যায় দিয়ে অন্য অন্যায়কে জাস্টিফাই করা যায়? তারা তো পাশাপাশি সকল অন্যায়ের শাস্তি দাবি করতে পারে। নাকি তাদের নেতারা ধুয়া তুলসিপাতা? বিএনপির ইতিহাস কি মানুষ ভুলে গেছে?
বিএনপিঅলাদের কাছে অবশ্য বেশি চাওয়ারও থাকে না। তারা যোদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রেও নিরপেক্ষতা দাবি করে। যারা যুদ্ধের সময় কোন মুক্তিযোদ্ধাকে জীবিত পেলে ছাড়েনি, তাদের জন্যও সুবিচার চায়। এসব অন্যায় তো তাদের কাছে মামুলি ব্যাপার।
পাকিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্র, তারাও দুর্নীতির জন্য প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে আর আমরা মোটামুটি ভালো অবস্থানেই আছি তবু রাজনীতিকদের বিচার করতে পারি না, দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে যেতে পারি না। চুরি-চামারি করলেও আমার নেতা তোমার নেতা বলে সমর্থন দিয়ে যাই। তিন দশক করে একেকজনকে দলের সভানেত্রী করে রাখি। এর চেয়ে লজ্জার কী আছে?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অনেক শিক্ষিত বাঙালিও দলীয় দৃষ্টিভঙ্গির উর্ধ্বে উঠতে পারেন না। আফসোস!
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১২
প্রািন্ত বলেছেন: বেশীরভাগ বাঙ্গালী আজ ন্যায় আর অন্যায় বোঝার মত অবস্থায় থাকলে এতদিনে আওয়ামীলীগের পতন হয়েযেত।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিএনপিকে ক্ষমতায় বসাতো?
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষকিষতত
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কী লিখেছেন?
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৮
ওমেরা বলেছেন: দেশের মানুষের এক চোখ বন্ধ ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এই অন্ধ জাতি লইয়া আমরা কী করিবো?
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫
আবু তালেব শেখ বলেছেন: মানুষ অন্যায় দেখতে দেখতে নিস্তব্ধ
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পূর্বপুরুষেরা যদি অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, উত্তরপুরুষ এমন দ্বিধা-বিভক্ত কেন? পৃথিবীর অপার বিস্ময়!
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯
চুলবুল পান্ডে বলেছেন: ইনিয়ে বিনিয়ে ফাতরামি ?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এমন মনে হওয়ার কারণ কী?
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১২
রাজীব নুর বলেছেন: কোকো মারা যাবার পর খালেদা জিয়া লাশ দেখেন। এবং খুব কেঁদেছেন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ও আচ্ছা!
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
চাঁদগাজী বলেছেন:
কারণ, বেশীর ভাগ বাংগালী আজকাল ন্যায়, অন্যায় বুঝার মতো অবস্হানে নেই।