নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

ম্যাডাম কি এতিমের টাকা মেরে দিয়েছেন না সদ্ব্যবহার করেছেন?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৮

আমি এক ভদ্রলোককে চিনি, যিনি ত্রিশ বছর যাবত সৌদি আরব থাকেন। উনারা মোট সাতভাই- এদের ছয় ভাইই বিদেশে থাকেন। এক ভাই দেশে থেকে জমি-জমার দালালি করেন।
ভদ্রলোক হজ্জ করেছেন। ফি বছর মসজিদে প্রচুর দান-খয়রাত করেন। একটা মসজিদও আছে তার নামে। রোজার সময় ফেতরা, অন্যান্য সময় যাকাত তো দেনই। বড় ভালো লোক।
তবে উনার বিরুদ্ধে একটা বড় সমালোচনা আছে যে উনি আত্মীয়স্বজনদের খোঁজখবর নেননা। এক বোন স্বামীসন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। স্বামী বেচারা অসুস্থ- দেখার কেউ নেই।
দেশনেত্রী, আমাদের ম্যাডাম '৯৩ সালে যে টাকাটা পেয়েছিলেন তিনি কি তা মেরে দিয়েছেন? সে সময় উনার ছেলেরা বোধহয় কিছু করতেন না, বয়সও কম ছিলো। তাদেরও নিশ্চয়ই স্বাচ্ছন্দ্যে বাঁচার অধিকার আছে? এতিমের জন্য টাকা এনে এতিমদের পেছনেই তো ব্যয় করেছেন, ম্যাডাম! দোষের কী হলো বুঝলাম না? আগে ঘর তবে না পর?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১

আবু তালেব শেখ বলেছেন: কৌতুক মনে হচ্চে।
নাকি সিরিয়াস?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দ্বিধায় পড়ে গেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.