নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
ব্লগে বহুত কিসিমের বনি আদম দেখলাম! বিজ্ঞানী, মুক্তচিন্তক, গবেষকদের প্রতি তাদের তীব্র ঘৃণা। সভ্যতাকে বহুদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার পরও এই আদমদের কাছে তারা খারাপ।
ফারাওকে নিয়ে একজন একটা পোস্ট দিয়েছিলেন। খুবই সাধারণ চিন্তা-ভাবনা। লেখক যেমন পেরেছেন, বোঝাতে চেয়েছেন। পুরোপুরি বোঝাতে পারেননি। পোস্টটি আমার খুব বেশি ভালো লাগেনি, আবার খারাপও লাগেনি। যে জিনিসটা ভালো লেগেছে, সেটা হলো, জানার একটা তাগিদ তার মাঝে আছে। যদিও পূর্ববর্তী কিছু পোস্ট বা মন্তব্য দেখে ছাগসম্প্রদায়ভুক্ত মনে হয়েছে কিংবা এই পোস্টে রিপ্লাইও ঠিকমতো দিতে পারেননি, তারপরও তার জানার ইচ্ছেকে সাধুবাদ জানাতে হয়।
খারাপ লাগলো এ কারণে যে সংঘবদ্ধভাবে সবাই এর ওপরে ঝাঁপিয়ে পড়লো। বেচারার তো কান্নাকাটির যোগাড়! ব্লগ ছেড়ে চলে গেছেন মনে হয়।
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ধর্মান্ধদের উৎপাত সবসময়ই থাকে।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৯
চাঁদগাজী বলেছেন:
জাহিদ হাসানের পোষ্ট আমি পড়েছিলাম, মন্তব্যও করেছিলাম; তিনি ফারাও'দের ইতিহাস পড়ছিলেন, মুসা (আ: ) এক্সোডাস বুঝতে চেয়েছেন, এক্সোডাস'এর সময় কোন ফারাও ক্ষমতায় ছিলেন; এসব নিয়ে আলাপ করে, আরো জানার জন্য গবেষণা করবেন বলেছিলেন।
পোষ্টে অনেকেই নিজেদের ধারণানুসারে কমেন্ট করেছেন, দেখলাম।
এরপর ব্লগার বাকরখানি না বুঝে উনাকে নাস্তিক ফাস্তিক ডেকে এক ম্যাঁওপ্যাঁও পোষ্ট দেন, সেখানে দেখলাম অনেক পরিচিত ব্লগার জাহিদকে অকারণে আজেবাজে কথা বলেছেন।
এগুলো ব্লগিং'এর মান সম্পর্কে সন্দেহের সৃষ্টি করবে।
২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নিজস্ব বিশ্বাসের বাইরে কেউ বেরোতে পারে না। বিপক্ষে গেলেই গালাগাল।
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৬:৪৭
মলাসইলমুইনা বলেছেন: স্কুল বেলায় পড়া একটা গল্প মনে পড়লো আপনার লেখাটা পড়ে | গল্পটার নাম "মেঘনায় কত জল" |গল্পটার লেখকের নাম মনে নেই | যাহোক, গল্পের নায়ক ছোট ক্লাসে পড়া এক বালক যে স্কুলে মাত্রই অঙ্ক শিখেছে ধৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো | এগুলো শিখতে শিখতে তার মনে আসলো তাহলেতো মেঘনা নদীতে কত জল আছে সেটাওতো সে জানতে পারে ! মেঘনা নদীর দৈর্ঘ্য,প্রস্থ বইয়েই আছে এখন তার গভীরতা (উচ্চতা) মাপতে পারলেইতো জানা যাবে নদীর জলের পরিমান | কয়েকদিন বাবাকে নিয়ে ছোট ডিঙি নৌকা করে মেঘনায় যাবার জন্য বলে বলে ছেলে হয়রান |কেও তার কথা পাত্তাত দেয় না তাই একদিন কাউকে না জানিয়ে সে নিজেই রওনা দেয় মেঘনার গভীরতা মেট | মাঝ নদীর উত্তাল জলে নৌকা ডুবিতে তার মৃত্যু হয় তার আর মাপা হয় না মেঘনায় কত জল ! গল্পটার সারমর্ম হিসেবে স্যার বলেছিলেন যে কাজটা যার করার যোগ্যতা নেই বা দরকারি নেই সেটা না করাই মঙ্গলকর |
মাঝে মাঝে মাঝেই আমার ব্লগে কিছু লেখা দেখে মনে হয় লেখক তার লেখার বিষয় সম্পর্কে খুব অল্প পরেই বা জেনেই, বা ভুল সূত্রের উপর ভিত্তিতে করে লেখাটা লিখেছেন আর তার সিদ্ধান্তের কথা বলেছেন | এটা মনের মাধুরী মেশানো কোনো বিরহের কবিতা বা সিন্সফিকশন হলে সমস্যা হয়না | কিন্তু এই লেখাগুলো যখন অন্যের বিশ্বাস,সংস্কৃতি,দেশ, জাতীয়তা, ধর্ম বা এ'ধরণের বিষয়গুলো সম্পর্কে নেতিবাচক হয়ে যায় তখন সেসব ব্লগারকে উৎসাহ না দেয়াই মনে হয় ভালো | আপনার বলা ব্লগার সম্পর্কেও কেন জানি মনে হয়েছে সেটা সত্যি | এধরণের লেখায় উৎসাহ দেবার কিছু নেই বলেই আমার ধারণা | জানার জন্য আগে সঠিক পথটাতো চিনতে হবে |তারপরেই না কাজের কাজ হবে তেমন জ্ঞানের প্রশ্ন আসে | না হয় মেঘনায় কত জল মাপার মতো অর্থহীন কাজে জীবন যাবার সম্ভাবনাও কিন্তু থাকবে |
২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মানুষের ধ্যান-ধারণা বরাবরই পরিবর্তনশীল। আজকে যেটা ভাবে কাল সেটা না-ও ভাবতে পারে। নতুনকে জানা চিরকালীন স্বভাব।
একজনের সাথে অন্যজনের ভাবনার মিল হবে না, তাই বলে অন্যের ভাবনা যে ভুল সেটা ভাবা ঠিক না।
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:১৮
কুকরা বলেছেন: চিন্তাবিদ চার প্রকার:
১। মুক্তচিন্তাবিদ (সততা বজায় রেখে স্বাধীন চিন্তাবিদ, এইটা সবচেয়ে কঠিন কাজ): হক্কানী ওলামায়ে কেরাম এই দলভুক্ত
২। বন্দিচিন্তাবিদ (সততা বজায় রেখে পরাধীন চিন্তাবিদ, এইটাও কঠিন কাজ): সাধারণ ঈমানদার মুসলমানরা এই দলভুক্ত
৩। মুত্রচিন্তাবিদ (সততা বজায় না রেখে স্বাধীন চিন্তাবিদ, এইটা সহজ কাজ): হার্ডকোর সুশীল (মুনাফিক) এবং হার্ডকোর নাস্তিকরা (কাট্টা কাফের) এই দলভুক্ত
৪। পাতিচিন্তাবিদ (সততা বজায় না রেখে পরাধীন চিন্তাবিদ, এইটা সবচেয়ে সহজ কাজ): সাধারণ কাফের, মুশরিকরা এবং মুনাফিকরা এই দলভুক্ত
২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নাস্তিকরা আকাশ থেকে পড়ে না। পুরনো ধ্যান-ধারণার সাথে বাস্তবতার মিল খুঁজে পায় না, তখনই সংঘর্ষ বাঁধে। ছাগপালদের মগজে এসব ঢুকবে না।
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮
আবু তালেব শেখ বলেছেন: আপনি যার কথা বলছেন উনি কেমন গবেষক তা আমরা অবগত আছি। তার বিপক্ষে বললে তুই তুকারি করে। আম্মু টাকা দেবে বলেছে, ,,,,,বালকীও হাবভাব। যে গবেষনা হয়ে গেছে সেটা নিয়ে আবার কিসের গবেষনা?
গুগল,উইকি বলে বড় গবেষক সাজা মোটেও উচিত নয়।
আপনি বলতে চাচ্ছেন যে কোন ব্লগার বাল ছাল যাই লিখুক তাহা সহব্লগার দের সমর্থন দিতে হবে? সেটার সারমর্ম কি হবে তা জেনেও?
সমালোচনা করা অপরাধ হবে?
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: প্রতি মন্তব্যগুলো শিশুসূলভ হয়েছে, এটা আমি নিজেও বলেছি।
যা তা লেখার সমর্থন দিতে বলা হয়নি, বলা হয়েছে নতুন কিছু জানতে চাওয়াকে মূল্যায়ন করতে।
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪
শাহরিয়ার কবীর বলেছেন: ব্লগে হাতে গোনা দু-একজন ছাড়া বাকি সব কপি-পেষ্টের গবেষক!
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জাতীয় সমস্যা।
৭| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪০
নাঈমুর রহমান আকাশ বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৩
প্রামানিক বলেছেন: ব্লগে এরকম মাঝে মাঝেই ঘটতে দেখি।