নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

ইজি কাজে বিজি থাকা অথবা ধর্মের যথেচ্ছাচার কিংবা নৈতিকতার স্ফলন

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

*পুলিশের জনৈক ডিআইজি মহাশয় জোরপূর্বক এক নারীকে উঠিয়ে নিয়ে বিয়ে করেছেন। ক্ষমতা বাবার হাতে, যা খুশি তাই করা যায়।
**পুলিশের জনৈক নারী এএসআই জনৈক সাংসদ পুত্রের সাথে হোটেলে অন্তরঙ্গ অবস্থায় আটক। জোরপূর্বক কিছু ঘটানো হয় নি, তবুও মহা অন্যায় করেছে নিশ্চয়ই। পুলিশ গোটা জাতিকে উদ্ধার করেছে।
*** ছেলেটা বাসায় একা ছিলো। তার প্রেমিকা রাত্রে তার কাছে আসে। প্রতিবেশিরা পুলিশে খবর দেয় (মনে হয় বিরাট বড় অপরাধীকে পাকড়াও করে ফেলেছে)। পুলিশ তাদের থানায় নিয়ে যায় এবং উভয়ের পরিবারকে থানায় আসতে বলে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, বিয়ে করতে হবে। ছেলে রাজি কিন্তু মেয়ে রাজি না। পুলিশ ছেলের পরিবারকে বলে ৫ লাখ আর মেয়ের পরিবারকে বলে ২ লাখ টাকা ঘুষ দিতে। ঘটনা বেশিদূর নেওয়ার পরিকল্পনা তাদের নেই। ছেলের পরিবার থেকে জানতে চাওয়া হয়, ছেলের কী দোষ? সে তো আর মেয়েকে অপহরণ করে নি? পুলিশ জানায়, ও যে ছেলে- ওটাই ওর দোষ। যাহোক, সাড়ে তিন লাখ টাকায় ঘটনা মীমাংসা হয়। বিবাহবহির্ভূত সম্পর্ক যেহেতু হারাম, তাই টাকা-পয়সার বদৌলতে ব্যাপারটাকে হালাল করা যায়।
****সুদ আর ঘুষের টাকা পকেটে পুরে ভদ্রলোক রেস্তোরাঁয় গেলেন। শূকর দেখে ভ্রুকুঞ্চিত করলেন, তারপর হোটেল বয়কে হালাল খাবার কী আছে জিজ্ঞেস করলেন।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:


প্রশাসনের এই ডাকাতদের কেহ কোনদিন থামালো না।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সর্ষের মধ্যেই ভূত!

২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৩

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:



ঘুষের টাকা দিয়ে শুকরের মাংস খাওয়া হারাম --- এটা কোন ধর্মের বিধান?

১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ইসলাম ধর্মমতে দুটোই হারাম। কিন্তু দৃষ্টিভঙ্গির ভিন্নতা হওয়ায় প্রেক্ষাপটটা তুলে ধরা হয়েছে। সার্কাজম!

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫০

জগতারন বলেছেন:
When I am Reading a Bangla BLOG, I should write in Bangla.

Please some one help me; how to down load AVRO BANGLA in my I' phone!

১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: প্লে স্টোর থেকে নামানো যায় না?

৪| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:৫৮

জগতারন বলেছেন:

They did not like To eat Pork(!), because they did not it before, But they are bad people, Their life is full of Hell.

১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৪০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: স্ববিরোধীতার চূড়ান্ত প্রকাশ!

৫| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৩

রাজীব নুর বলেছেন: ক্ষমতা খুব খারাপ জিনিশ।

১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দুষ্টলোকের কাছে পড়লে যেমন হয়।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৩

নতুন বলেছেন: হুম.... অনেক মুসলমানই এখন মদ খায় কিন্তু তারা শুকুরের মাংসের চপ দিয়ে মদ খাবেনা...

কারন শুকুরের মাংস হারাম ;)

১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভন্ডামি আর কী!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.