নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

স্ত্রীর জ্বালায় অতিষ্ট হয়ে জঙ্গলে চলে গেলেন স্বামী

১৪ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:৩১


স্ত্রীর জ্বালায় অতিষ্ট হয়ে বাড়ি ছাড়লেন স্বামী। চলে গেলেন জঙ্গলে। পেশায় মালি ম্যাকলম অ্যাপেলগেট বার্মিংহ্যামের বাসিন্দা ছিলেন।

তিনি জানান, এজবাস্টনে তার স্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল তাঁর। তারপরেই বার্মিংহ্যামে তাদের বিয়ে হয়। প্রথম তিন বছর সব ঠিকই ছিল। কিন্তু তারপর থেকেই শুরু হয় সমস্যা। বউয়ের সঙ্গে রোজ ঝগড়া, কথা কাটাকাটি নিয়ে অশান্ত দিন কাটতে থাকে তার।

কারণ তার স্ত্রীর দাবি ছিল, কাজের দিকে বেশি মন দিচ্ছেন তিনি। স্ত্রীর দিকে তার একটুও নজর নেই। কিন্তু তখন তিনি বোঝাতে পারেন নি, কাজ করতে ভাল লাগে তার।

এরপরেই কাউকে না জানিয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। যেদিন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেদিন বাড়ির সমানের মোটর সাইকেলটি তালাবন্ধ হয়ে পড়েছিল। তাই পায়ে হেঁটেই যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

তিন সপ্তাহের যাত্রার প্রায় অর্ধেকটাই পায়ে হেঁটে পেরিয়ে গিয়েছিলেন তিনি। কিংস্টোনে যাওয়ার পরেও সেখানে গিয়ে বাগান পরিচর্যার কাজে লেগে যান। সেখানে ধীরে ধীরে একটি বাগান গড়ে তোলেন। এই স্বেচ্ছা নির্বাসনের ১০ বছর বাড়ির কোনও সদস্যের সঙ্গেই তার যোগাযোগ ছিল না। সকলেই ভেবেছিলেন তিনি মৃত।

কিন্তু শেষ পর্যন্ত তার খোঁজ পায় প্রশাসন। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় লন্ডনের একটি শিবিরে। সেখানেই আপাতত আছেন তিনি। ইচ্ছা মতো বাগানের কাজ করছেন। আর উপার্জনের টাকা দিচ্ছেন গৃহহীনদের শিবির তৈরির কাজে।

লেটেস্টবিডিনিউজ.কম/নীল

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আমাদের মতো.. সকালে কিলাকিলি করে রাতে ভালবাসারর সূখ কি বেচারা বুঝলো না ;)

ভাল অন্যের উপকার করছেন- ভাল মনের মানুষ তবে। :)

+++

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কী করবে বেচারা; সংসারের ঝঞ্ঝাট ভালো লাগে নি!

২| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কাজটা ভালোই করেছেন ভদ্রলোক।

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জঙ্গলেই মঙ্গল!

৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৫

চাঁদগাজী বলেছেন:


লোকটি ভুল করেছে, সমস্যার সমাধান করার দরকার ছিলো; মেয়েটির কি হয়েছে এখানে উল্লেখ নেই; লোকটি বাগানে কাজ করতে পারতো, মানুষকে সাহায্য করতে পারতো; তবে, মেয়েটির জীবনকে ঝুলায়ে দেয়া অন্যায় হয়েছে।

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নিরুপায় হয়েই বেচারা এমন কাজ করেছে। বোধোদয় হবে স্ত্রীর!

৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বেচারা স্বামী।

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিয়ে করে ফেঁসে গেছে! বিবাহ হলো দিল্লিকালাড্ডু; করলেও পস্থাতে হয়, না করলেও পস্থাতে হয়।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সে তো অর্ধেক খেয়েই চলে গেল। =p~

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ধৈর্যে কোলায় নি! কী আর করার!

৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হুম, বিয়ে করার প্রবণতা মনে হয় আস্তে আস্তে কমে যাবে সমাজে।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যেভাবে বিবাহবিচ্ছেদ বাড়ছে, তেমনটাই মনে হচ্ছে।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৯

রানার ব্লগ বলেছেন: এক দিয়ে খারাপ কিছুই করে নাই। এমন কাজ আমি করতে পারলে ভালো হতো। অন্তত কিছু যন্ত্রণা থেকে মুক্তি পেতাম।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দায়বদ্ধতার কারণে অনেককিছুই করা যায় না!

৮| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০০

আখেনাটেন বলেছেন: মনের জ্বালা বড় জ্বালা!!!!!! বেচারী স্বামী...।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আগে বুঝলে এ জ্বালা পেতে হতো না!

৯| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৭

এম আর তালুকদার বলেছেন: স্বাধে কি অনেক বিখ্যাত ব্যক্তিরা বিয়ে থেকে বিরত থেকেছেন!!! ভাবতেছি কি করা যায়...

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দিল্লিকালাড্ডু; খেলেও পস্থাতে হয়, না খেলেও পস্থাতে হয়। এখন ভাবুন খেয়ে পস্থাবেন, না না খেয়ে পস্থাবেন?

১০| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৩

মিরোরডডল বলেছেন: if not happy then get rid of but why jungle?
seems he loves homeless people more than wife
what did she do wrong with him!
may be he got a vagabond soul
Interesting story

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: উনি নিঃসঙ্গতাই বোধকরি পছন্দ করেন। বিয়েটা অজ্ঞতাবশত করে ফেলেছিলেন।

১১| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৪

গেম চেঞ্জার বলেছেন: বিয়ে করাটা সবার জন্য না মনে হয়। :)

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাই তো মনে হয়।

১২| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাই বলে ১০ বছর ভুলে থাকা বউকে? এটা বাড়াবাড়ি। অবশ্য উন্নত বিশ্বের মানসিকতা আমাদের মত না...

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সংসারধর্ম বোধকরি সবার জন্য না!

১৩| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২২

শায়মা বলেছেন: হা হা শিরোনাম পড়ে সবারই হাসি পাবে।


তবে আমার ধারণা এই লোকেরও দোষ আছে।


এক হাতে কি তালি বাজে!

সে যেমনি দোষী তেমনি দায়িত্বজ্ঞানহীনও। এইভাবে কাপুরুষের মত পালিয়ে না গিয়ে ডিভোর্স দিলেও তো পারতো।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: "ভদ্দর নোক" হলে যা হয় আর কী, কোন প্যাচগোজে যেতে চাননি মনে হয়।

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:০৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সংবাদটি সকলের সাথে শেয়ার করার জন্য ।
তাজ মহলের পাথর দেখেছ , দেখেছ কি তার প্রাণ ,
ভিতরে তার মমতাজ নারী বাহিরে শাহজাহান ।
এই সেই গৃহত্যাগী মালি ম্যাকলম অ্যাপেলগেট


শুভেচ্ছা রইল

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ধন্যবাদ ডাক্তার সাহেব!

১৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৩

টারজান০০০০৭ বলেছেন: গাধা আর কারে কয় ! জঙ্গলে না যাইয়া পলাইয়া বাংলাদেশে আইসা একতারা লইতি ! সঙ্গে বোষ্টমী ফ্রীতেও পাইতি, সংসারের জ্বালাও সইতে হইতো না !

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নিরিবিলি পরিবেশ প্রয়োজন ছিলো। তাই জঙ্গলেই মঙ্গল খুঁজেছিলেন।

১৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: স্ত্রীরির হাত ধরে স্বর্গে যাওয়া যায়, নরকে কেউ যেতে চায় না।

ডর লাগে।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: :P

১৭| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহাহা।

আপনাকে ধন্যবাদ।

আমি সত্যি হেসেছি।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বাস্তবতা অস্বীকারের সুযোগ নেই।

১৮| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি,

২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: :P

১৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৪

মনিরা সুলতানা বলেছেন: বুঝছি সেদিন গৃহত্যাগী জোছনা ছিল ;
বেচারা সকালেই জংগলে ।

২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সুখের সন্ধানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.