নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

এ কেমন দ্বিচারিতা?

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১১

যখন সৌদি আরব ইয়েমেনে হামলা চালালো, আমেরিকা ইরানকে চাপে রাখলো; এ দেশীয় মুমিনরা চুপ ছিলো। কেন? কারণ, ইয়েমেনি, ইরানীরা শিয়া! শিয়ারা যে মুসলমান নয়।
সে-ই মুমিনরাই ক্ষেপে উঠলো যখন "গো রক্ষা কমিটি" নামক এক উগ্র হিন্দু সংগঠনের কর্মী কর্তৃক নিরপরাধ মুসলমানকে মারা হলো ভারতে, রোহিঙ্গা মুসলমানদের মারা হচ্ছে মিয়ানমারে।
ভারত, আমেরিকা চিনের কারণে হয়তো মিয়ানমারের বিরুদ্ধে কিছু বলতে পারছে না। কারণ, মিয়ানমার চিনা ব্লকের দেশ! এখন ভাবুন চিনের জায়গায় যদি ভারত হতো, তাহলে কেমন হতো?
টুইন টাওয়ার হামলার পর এদেশে "আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান" মিছিল হয়েছে। অষ্টপ্রহর ইহুদি-নাসারা-মালাউনদের নিন্দা করা হয়, নিজ দেশে সাম্প্রদায়িক হামলা হলে চোখ বুজে থাকা হয়; এ যদি হয় অবস্থা মিয়ানমার সেনাবাহিনীর ন্যাক্কারজনক ঘটনার নিন্দা করেন কীভাবে?

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩২

আমি পোলাপাইণ বলেছেন: সম্ভবত ব্যাপারটা প্রচারনা কেন্দ্রিক

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হতে পারে।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৩

উম্মু আবদুল্লাহ বলেছেন: আপনার কথা সম্পূর্ন সঠিক নয়। ইয়েমেনে সৌদি যা করেছে তা নিন্দনীয়। কিন্তু সেটা ঠিক বাংলাদেশকে সরাসরি প্রভাবিত করেনি। কিন্তু রোহিংগা, ভারত এরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র। সেখানকার ঘটনাগুলো আমাদেরকে প্রভাবিত করে। আমাদের দায় দায়িত্ব বেড়ে যায়।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কথা সত্য সাক্ষী দুর্বল!

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: ইয়েমেন কিন্তু অনেক দুরে।। সম্পর্কহীন বললেই চলে।। আর ভারতের "গো রক্ষা কমিটি" শুধুমাত্র "মোদী" অধ্যষিত কয়েকটি অঞ্চলেই।। আজ পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন!!
যারা তালেবান,আফগান মিছিল করেছেন তাদের দিয়ে কি বাংলাদেশকে পরিমাপ করতে চান!!
তবে এটা একটা ফ্যাক্টর, মিয়ানমার চিনা ব্লকের দেশ

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমি খুব কম মানুষই দেখেছি যারা সুন্নী ভিন্ন অন্যদের মুসলিম হিসেবে স্বীকৃতি দেন; অন্যদের নিয়ে মাথা ব্যথাও কম।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫১

সেয়ানা পাগল বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.