নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
নতুন নতুন প্রেমে পড়ছিস,
রঙ্গিন চশমা চোখে;
যতোই শোনাই উচিত কথা
সাধ্য কি ছোঁয় তোকে!
বুঝবি নারে আজকে কিছু,
বুঝতে পারবি সব কাল,
চাপড়াবি তুই দুঃখে মাথা-
পাড়বি সবারে গাল!
লাভ হবে না তখন যে আর,
করিস যতোই ক্রন্দন;
ভাঙ্গা হৃদয় লাগে কি জোড়া
লাগে যখন গ্রহণ?
তবু তোরে শেষ বেলাতে
বলে যেতে যে চাই,
জগৎ সভা দুইদিনের রে
আর বিকল্প যে নাই!
চক্ষু দুটো ভালো করে
রাখিস বাইরে নজর,
মন্দ লোকের পাল্লায় পড়ে
খোঁয়াসনে সবই তোর!
১৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা । ভালো থাকবেন ।
২| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৮
চাঁদগাজী বলেছেন:
পদ্য হিসেবে ভালোই শোনাচ্ছে; তবে, ভুল বাণী বহন করছে, জীবনে প্রেম না আসিলে মানুষ পুর্ণতা পায় না।
১৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সঠিক মানুষের প্রেমে পড়লে জীবন পরিপূর্ণতা পায়; ভুল মানুষের প্রেমে পড়লে নয়!
৩| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো, সুন্দর লিখেছেন +++
১৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: Thanks a lot.
৪| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৮
সচেতনহ্যাপী বলেছেন: ছড়াটি ভভাল হয়েছে।। লিখে যান।।
১৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: Just trying to write something. However, pleased to have you here.
৫| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ২:০৩
মেঘের সাথী বলেছেন: Well, meaningful words
Liked!
১৬ ই জুলাই, ২০১৭ রাত ২:০৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: Well wishes.
৬| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ২:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ লিখেছেন +++
ভালো থাকবেন ।
১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৩৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: Thanks.
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৪
কল্লোল পথিক বলেছেন:
বাহ!বেশ হয়েছে।