নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
এক চোরের হাত হইতে
অারেক চোরের হাতে,
পড়িয়াছে অাজ বাংলাদেশ
ভুলের চোরাবালিতে ।
লুটেরা সব রাজনীতিক,
সরকারি কর্মচারী;
দেশের মধ্যে চলিতেছে যে
তাহাদের জমিদারি ।
ব্যাংক-বীমা লোপাট করিয়া
করিতেছে যে পাচার,
বৈদেশ যে দ্বিতীয় বসতি
অাখের গোছাইবার!
নিরাপত্তার কথা কী অার
বলিবো এখন হায়,
সুখ-শান্তি লাপাত্তা হইলো
নানান দুর্ভাবনায় ।
আপন ঘরেও মানুষেরা
আর নিরাপদ নয়,
গুম-খুন যে প্রাত্যহিকই
চোখের সামনে হয় ।
খুনীরা করে উল্লাস আর
সরকার অসহায়,
চোর-পুলিশ খেলাধুলায়
চোরেরাই জয় পায় ।
অন্যায়-অবিচার দেখিয়া
সহিয়া গিয়াছে চোখ,
মৃত্যুই যেন কাম্য সবার
সারাইতে এ অসুখ!
খবরের কাগজ খুলিয়া
আজকাল মনে হয়,
দেশটা যে মগেরমুল্লুক
সেই বাংলাদেশ নয় ।
সবকিছু চলিয়া গিয়াছে
দুর্বৃত্তের অধিকারে,
আমরা যে নীরব দর্শক
ডুবি অকূল পাথারে!
১৩ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আর মূর্খ জনগণও এদের পেছনে ছুটছে, অন্ধভাবে সমর্থন দিয়ে যাচ্ছে ।
২| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১:২৪
মিঃ আতিক বলেছেন: অসাধারণ কবিতায় ভাললাগা রইল,
ধন্যবাদ।
১৩ ই জুলাই, ২০১৭ রাত ১:৩০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমাদের সকলের প্রচেষ্ঠায় দেশটা সুখী ও সমৃদ্ধ হোক, বোধোদয় হোক রাজনীতিবিদদের । শুভেচ্ছা ।
৩| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১:৩২
সচেতনহ্যাপী বলেছেন: আসলে আমরা সাধারনরাই নীতিহীন!! দলকানা।।
১৩ ই জুলাই, ২০১৭ রাত ১:৪২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কবে যে আমাদের বোধোদয় হবে? দল-মত-নির্বিশেষে সবকিছুর উর্ধ্বে উঠে দেশকে ভালোবাসতে পারবো?
৪| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৩:২৫
ওমেরা বলেছেন: দেশের জনগন নির্জীব হলে দেশ তো মগের মুল্লুক হবেই !! কবিতা ভাল লেগেছে ধন্যবাদ ।
১৪ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পরিস্থিতির উত্তরণ কি সম্ভব?
৫| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৪
শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর লিখেছেন ।
১৪ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৭
চাঁদগাজী বলেছেন:
রাজনীতি ও নীতিহীন রাজনৈতিক দলগুলো দেশের মানুষের প্রতিনিধি সেজেছে।