নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
Portrait of Dona Isabel de Porcel
Francisco Goya
Hand painted Art
Price:
$239.00
মেয়ে, তোর মাথায় কি বুদ্ধি-সুদ্ধি নেই?
কেউ ডাকলে ছুটিস কেন ধেই ধেই?
হরিণের শত্রু তার নিজের শরীর,
তোরও একই দশা বুঝে নিস স্থির!
শান্ত ছেলেদের সাইড বেঞ্চিতে রেখে,
বখাটেদের পেছনে ছুটিস কী দেখে?
অর্থ-বিত্ত-প্রতিপত্তি, সুদর্শন মুখ
দেখেই কি লোলুপতা জাগে রে, উল্লুক?
বুঝি না আমি কোথায় তোদের অসুখ?
বাড়ি-গাড়ি-শাড়ি দেয় কি রে সুখ?
একজনে পোষায় না তাই বহুজনে শখ?
চুক্তি ভাঙলেই ডাকিস কেন রে ঠগ?
বিদ্যা-বুদ্ধির প্রসার ঘটা রে রমণী,
বিশুদ্ধ কর এবার মনন, ধমনী!
লোভ-দ্বেষ-অহঙ্কার সব ঝেরে ফেল্!
ছলনা, দীনতা ভুলে চক্ষুদ্বয় মেল্!
কেউ ডাকলেই যাস নে কোথাও ছুটে,
বাসি ফুলেরা কি আর পুনর্বার ফোটে?
১০ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভয়ার্ত হরিনীর উপলোব্ধি ছিলো এটা; নারীকেও কি সেই শ্রেণিতে ফেলা যায় না?
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৯
নাদিম আহসান তুহিন বলেছেন: হরিণের শত্রু তার নিজের শরীর??? বুঝিয়ে বলুন তো,,,একটু কম বুঝি,,,
শেষ লাইনটা যথার্থ:
বাসি ফুলেরা কি আর পুনর্বার ফুটে?