নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

ধর্ম ও ধর্মের মুলা

০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৪


ধর্ম
সারা দেশে ধর্মে ধর্মে দাঙ্গা চলছে, আমি ১২ বছরের কিশোর প্রাণ বাঁচাতে ছুটছি আর ছুটছি...
একটা সময় একটা রাস্তার মাঝে কয়েকজন ব্যক্তি আমাকে আটকে দিলো, কিছু না বলেই তারা আমার প্যান্টের জিপার খুললো । অতঃপর রেগেমেগে আমার ডান হাতে কোঁপ বসালো, আমার হাতটি মাটিতে পড়ে গিয়ে লাফাতে দেখে আমি অচেতন হলাম!
জ্ঞান ফিরে জীবন বাঁচাতে আমার লিঙ্গের সম্মুখ ভাগের চামড়া কেটে মুসলমানী নিলাম ।
সুস্থ হয়ে প্রাণ বাঁচাতে আবারও চলতে শুরু করলাম, চলছি আর চলছি...
সামনের রাস্তায় আমাকে আবার আটকে দিলো কিছু লোক, তারা আমার জিপার খুললো; অতঃপর তারা আমার বা হাতে কোঁপ বসালো!
দু হাত হারা আমি এখন আর মানুষের পথে না ছুটে জঙ্গলের মাঝ বরাবর ছুটতে শুরু করলাম । ছুটতে ছুটতে দেখলাম একটি বড় গাছের নিচে এক সন্নাসী, আমি তাঁর সামনে গিয়ে জ্ঞান হারালাম!
জ্ঞান ফেরার পরে দেখলাম সন্নাসী আমাকে তাঁর কোলে যত্ন করে শুইয়ে রেখেছেন ।
হাত হারানোর শোক আর ব্যথায় আমি চিৎকার করে কাঁদতে শুরু করলাম, সন্নাসী আমাকে ধমক দিয়ে বললেন, "হাত কেটেছে তাতে কী হয়েছে, তোমার হৃদয় তো কাটতে পারেনি ।"
আমি বললাম, "এবার যদি তারা আমার হৃদয়টা কোঁপ দিয়ে কেটে দেয়?"
সন্নাসী বললেন, "পাগল, ওরা যদি হৃদয় চিনতো/দেখতো, তাহলে তো তোমার হাতই কাটতো না!

ধর্মের মুলা
ধর্মের মুলা সম্মুখে ঝুলা
বল কী হে চাস!
জনতা খাঁড়া ধর্মান্ধ তা’রা
খা’বে রাজহাঁস।
কাজের কাজি রাখিছে বাজি
আপনার প্রাণ,
বাঁচা’বে জাত মারি বজ্জাত
করি রক্তস্নান।
বিধাতা বসি টানিছে রশি
বাড়িছে উদ্বেগ,
জান্নাত পা’বে এই গৌরবে
এতো আত্মত্যাগ।
পা’বেনা টের র’বেনা জের
পুকুর চুরির,
জন্মান্ধ জাতি এ পরিণতি
বয়ে যাবে স্থির।

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

কাউয়ার জাত বলেছেন: গাঁজা খেয়ে আসছেন? না গিয়ে খাবেন?

০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পোস্ট না পড়েই কা কা শুরু করলেন?

২| ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি যেমন বলেছেন তেমন হলে তাকে ধর্ম বলেনা, তাকে অধর্ম বলে। এমন সব ধর্মের নামধারীরাই করে শুধু এক ধর্মকে দোষ দিয়ে লাভ কি? ভারত আর মিয়ানমারে কি হয়েছে বা হচ্ছে সেটা আপনার অজানা নয়। তবে এমন লোকদের বিরুদ্ধে সকল শান্তিকামী মানুষের ঐক্য গড়ে তুলতে হবে।

০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দেশ, জাতি কিংবা সম্প্রদায় নয়, অবস্থানটা হওয়া চাই সকল প্রকার ধর্মান্ধতার বিরুদ্ধে!

৩| ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা ধর্মীয় দিক থেকে বিভক্ত হওয়ার মতো কোন কারণ এখন নেই

০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:১১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ইদানীং ধর্মান্ধ ছাগলের সংখ্যাই বেশি দেখছি!

৪| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৮

চেংকু প্যাঁক বলেছেন: কিরে বাল ছিঁড়া? মাথায় মাল উঠছে নাকি? চাপাতি লাগবে?

০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ধর্মান্ধ এক ছাগলের আগমন!

৫| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: গল্পটা যদিও কাল্পনিক তথাপি কোথাও এ ধরনের ঘটনা ঘটে থাকলে ধর্মের দোষ নয়। ধর্ম নামের অধর্ম পালন করে যে মানুষগুলো তাদের দোষ।

০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ধর্মান্ধতা নিপাত যাক মানবতা মুক্তি পাক ।

৬| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


@চেংকু প্যাঁক বলেছেন, " কিরে বাল ছিঁড়া? মাথায় মাল উঠছে নাকি? চাপাতি লাগবে? "

-আপনার মতো লোক ব্লগে থাকা ভয়ানক, আপনার স্হান ব্লগে হওয়া উচিত নয়।

০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সামু এখন এসব ছাগলের পালের অভয়ারণ্য; এদের চিহ্নিত করছি ।

৭| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫২

কাউয়ার জাত বলেছেন: জীবন বাঁচাতে আমার লিঙ্গের সম্মুখ ভাগের চামড়া কেটে মুসলমানী নিলাম ।
ওই সময় সম্মুখ ভাগের চামড়া না কেটে পুরো লিঙ্গটা কেটে ফেললে আপনার বাম হাতটা বাচানো যেত।

০৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:০১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: গল্পটা রূপকার্থে ব্যবহার করা হয়েছে যাতে আপনাদের মতো ধর্মান্ধদের বোধোদয় হয়; কিন্তু সেটা কি সম্ভব?

৮| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৩

টারজান০০০০৭ বলেছেন: বিচি কান্ধে উইঠা মগজে সেইধা গেছে! নইলে এমন নৃশংস কবিতা কেমনে বাইর হয় !

কাউয়ার জাত বলেছেন: জীবন বাঁচাতে আমার লিঙ্গের সম্মুখ ভাগের চামড়া কেটে মুসলমানী নিলাম ।
ওই সময় সম্মুখ ভাগের চামড়া না কেটে পুরো লিঙ্গটা কেটে ফেললে আপনার বাম হাতটা বাচানো যেত।
:D :D :D

০৯ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনাদের মনন যে কোন অবস্থায় আছে মন্তব্যেই বোঝা যাচ্ছে!

৯| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৭

আবদুল মমিন বলেছেন: এক জঙ্গিবাদ আরেক জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে ।

০৯ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: :||

১০| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:২৭

শকুন দৃিষ্ট বলেছেন: কাউয়ার জাত বলেছেন: জীবন বাঁচাতে আমার লিঙ্গের সম্মুখ ভাগের চামড়া কেটে মুসলমানী নিলাম।
ওই সময় সম্মুখ ভাগের চামড়া না কেটে পুরো লিঙ্গটা কেটে ফেললে আপনার বাম হাতটা বাচানো যেত।

০৯ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ধর্মের বিষে আপনাদের মগজ আক্রান্ত; ধর্মটাকে মানুষের কল্যাণে ব্যবহার করুন ।

১১| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৩

শকুন দৃিষ্ট বলেছেন: অতি সাধারণ মানুষ যারা আমি যে তাদেরই একজন - শালা ভন্ড

০৯ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ছেয়ে গেলো দেশ আজ নেকড়ের পালে,
কে আছো জোয়ান হও আগুয়ান জল ঢালো হালে ।

১২| ০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১১

বারিধারা বলেছেন: ওই সময় সম্মুখ ভাগের চামড়া না কেটে পুরো লিঙ্গটা কেটে ফেললে আপনার বাম হাতটা বাচানো যেত।

জাতে কাউয়া হলেও তার এই কথাটা দারুন! তবে লিঙ্গ দেখে কান সেনারা হাত কেটেছে এরকম তো শুনিনাই। হিন্দু সন্দেহ করলে সরাসরি হৃদয় লক্ষ্য করেই গুলি করেছে হৃদয় না দেখে।

আপনার সন্যাসি বাবাকে একটু ধন্যবাদ দিয়েন, হিন্দু সম্প্রদায়ের কেউ আপনাকে কোলে করে সুস্থ করে তুলল তাই। এই কাজ তো একজন মুসলিম দরবেশও করতে পারত।

চাঁদ তারা দিয়ে কি মুসলিম ব্রান্ডিং করলেন? কিসের বেসিসে? মুসলিমরা তো চাঁদের পূজা করেনা!

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সন্ন্যাসী হিন্দু কে বললো? মুসলিমও তো হতে পারে । চিহ্নগুলো কী বোঝায় জানতে গুগল করুন ।

১৩| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০২

রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: শকুন দৃিষ্ট কে দেওয়া লেখকের কমেন্ট- ধর্মের বিষে আপনাদের মগজ আক্রান্ত; ধর্মটাকে মানুষের কল্যাণে ব্যবহার করুন ।

অবাক হলাম লেখক জানে ধর্ম মানুষের কল্যানে ব্যবহার হয়। অথচ ধর্মের বিষ বলছেন কিসে কি করেোন? বুঝলাম না? যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের বিষ থাকতে পারে ধর্মের কি কোন বিষ আছে।

চোর চুট্টা আবাল দের হাত কাটাই ভালো। শুধু হাত না আরো বেশি কিছু কাটা দরকার ছিলো। অপরাধী শ্রেণীর একজন এই আবাাল লেখক। চোর শালা।

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনি নিজেও যে ওদের মতো একজন ধর্মান্ধ ছাগল; এ মন্তব্যের মাধ্যমে প্রমাণ করলেন । লেখাটার সারবস্তু উপলোব্ধি করতে চেষ্টা করুন ।

১৪| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: ঠিক বুঝলাম না। আপনি রাজনৈতিক কোন কিছু বোঝাতে চাইছেন?

০৯ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ধর্মান্ধতা, ধর্ম নিয়ে রাজনীতি; এসবের বিরুদ্ধে বলতে চেয়েছি । ধন্যবাদ

১৫| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৩

নিগূঢ় বলেছেন: আপনি কি বেকার, ভালোবাসার বিচ্ছেদ ঘটেছে, হতাশাগ্রস্থ, মানুষ দেখলে ঘৃনা করেন, ......? তাইলে ঠিক আছে ৷

০৯ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কীসের মধ্যে কী পান্তা ভাতে ঘি!

১৬| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ৯:০০

পুকু বলেছেন: ৯০% এই postএর ব্লগার যারা comment করেছেন দেখছি সব ধর্মান্ধ ছাগল।চাপাতি কালচার এখানে হবে না তো কোথায় হবে?

০৯ ই জুলাই, ২০১৭ রাত ৯:০৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাই তো দেখছি! কী আর করার; দেশটাই তো এদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.