নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
কৃষ্ণচূড়া ফুল ফুটেছে,
বৃক্ষ ভরা ফুল;
প্রকৃতির শোভা বেড়েছে
সবে আনন্দে মশগুল ।
পথ দিয়ে পথিক চলে
সহসা বৃক্ষতলে বসে থাকে,
পাখিরা গাছের ডালে
কিচির মিচির শুধু ডাকে ।
এলোমেলো হাওয়া বয়,
ফুল ঝরে পড়ে;
শিশুরা তা কুড়িয়ে লয়
উদাস দুপুরে ।
চাঁদনী রাতে তারার সাথে
করে তোলে মৈত্রী,
দেখি তারে, মাতি উল্লাসেতে
অপরূপা লাগে সে রাত্রি ।
পৃথিবীর সব সুখ
লাগে যেন মনে,
স্বর্গের সেই আগন্তুক
এসেছে বুঝি ভুবনে ।
১৩ মে ২০০৮ খ্রিস্টাব্দ
০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:২৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ধন্যবাদ আপনাকে!
২| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:২৮
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: পগে ভালই লাগল। কৃষ্ণচূড়া ফুল দেখে আরো ভাল লাগল
০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এই সময়ে পথে ঘাটে অনেক দেখা যায়; ভালো লাগে দেখতে! শুভেচ্ছা রইলো ।
৩| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আগামী বৈশাখের কৃষ্ণচূড়ার অগ্রিম শুভেচ্ছা থাকল।
০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৪২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কৃষ্ণচূড়ার টানে এবার ঘরের বাহির হবো ভাবছি!
৪| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩২
উম্মে সায়মা বলেছেন: অনেকদিন আগের দেখছি। ভালোই লাগল।
০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হ্যাঁ, মোটামুটি নয় বছর আগের লেখা! শুভেচ্ছা নেবেন!
৫| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১২
ওমেরা বলেছেন: সুন্দর !!
০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা । ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:১৯
চাঁদগাজী বলেছেন:
হয়তো এখানে শুরু, ভাবনা ও ভাষার সমন্ময় ঘটবে একদিন