নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত ব্যক্তির কোন অভিব্যাক্তি থাকতে নেই। স্বপ্নেরা নিছে ছুটি, আমি রয়ে গেছি দেহ টা বয়ে বেড়াতে।
সায়াহ্ন আমার হবেই সেটা আজ অথবা কাল
শুধু পার্থক্য সময়ের
সায়াহ্ন আমার হবেই ।।
হয়তো জৈবনে এ নতুবা বার্ধক্যে।
সায়াহ্ন আমার হবেই ।।
স্বাভাবিক নতুবা মহামারী।
অপেক্ষা অথাবা তাড়াতাড়ি।
মৃত্যু আমার হবেই ।।
মৃত্যু চিরঞ্জীব, এবং নিতান্তই স্বাভাবিক
কিন্তু এজীবন শুধুই দাবীতে ভরা ,
বউয়ের কিংবা পরিবারের
সমাজের কিংবা দেশ-জাতির
এমন হও নতুবা মস্ত বড়।
মিটাও দাবী, নতুবা মরো।
কিন্তু সবাই জানে মৃত্যু আমার হবেই ।।
নিজেকে রেখেছি বন্ধক, স্বপ্ন করেছি বিক্রি
আড়ৎদার হুমকি দিয়েছে নিতে হবে আরো ডিগ্রি।
নয়তো করতে বন্ধ হয়ে যাবে জীবন সিঁড়ি
ভালোবাসার মূল্য যেন এক দাঁড়ি।
হালের প্রেম শূন্য আশা
এইতো আসছি বলে অপেক্ষার দুর্দশা।
অপেক্ষার শেষ হোক বা নাহোক
মৃত্যু আমার হবেই ।।
১৮ ই মে, ২০২০ রাত ৩:৪৭
মিজানুর রহমান এএমএস বলেছেন: জ্বি ঠিকই বলেছেন
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০২০ রাত ৩:২০
ইন্দ্রের নলিনী বলেছেন: bitter reality