নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত ব্যক্তির কোন অভিব্যাক্তি থাকতে নেই। স্বপ্নেরা নিছে ছুটি, আমি রয়ে গেছি দেহ টা বয়ে বেড়াতে।
জীবনটা এমন কেন? মহাকালের নদী পারি দিতে জীবন নামের তরী ভাসছে, সঙ্গী পেতে ঘাঁটের পর ঘাঁট ভিড়ছে তরী, কিন্তু এত মানুষ, এত চেনা পরিচিত মুখের ভিরে কে উঠবে? কে হবে সঙ্গী?
সঙ্গী পেয়েছে কিন্তু তরীতে উঠাতে আপত্তি আছে, এ যে মনের মত নয়, অথবা মাঝ নদীতে ঝাপিয়ে পড়েছে কোন কোন যাত্রী তরী থেকে,নতুন তরীতে পারি দিবে বলে। আবার!!!! ঘাঁটে তরী ভিড়ছে, নতুন সঙ্গীর আশে, কিন্তু মহাকাল নামক নদী শেষ হয়ে যায় তবু কোন কোন তরী পায় না মন মত যাত্রী।
এ জীবন তরী, পেয়েছি যাত্রী, কিন্ত তরীতে পাল তুলতে না তুলতেই যে থমকে দাড়াতে হল। এ যাত্রায় একাই বাইতে হবে তরী। যাত্রী হবে কে? কোন এক ঘাঁটে অপেক্ষমাণ আছে হয়তো। নতুবা যাত্রী বিহীন যাত্রা শেষ করিব।।
©somewhere in net ltd.